Subhashis Diagnostics

Subhashis Diagnostics SUBHASHIS DIAGNOSTICS,C/O DR DEBASHIS DUTTA,GASTROENTEROLOGIST/HEPATOLOGIST,117,BAITHAKKHANA RD,KOL-9 WE HOPE EARLY DIAGNOSIS AND EARLY RECOVERY.

SUBHASHIS DIAGNOSTICS IS DESIGNED FOR MANAGEMENT OF INTERNAL MEDICINE,GASTROENTEROLOGY,HEPATOLOGY(DISEASES OF LIVER,GALLBLADDER,PANCREAS,UPPER AND LOWER GI TRACT). FULLY COMPUTERISED AND DIGITALISED HITECH IMPORTED MECHINERIES.

"CHOLESTASIS"!!!! WHAT IS THIS?GOOD NEWS " PREGA NEWS( PREGNANCY KIT) SHOWS DOUBLE TICK,BUT DO YOU KNOW CHOLESTASIS OR B...
12/04/2025

"CHOLESTASIS"!!!! WHAT IS THIS?
GOOD NEWS " PREGA NEWS( PREGNANCY KIT) SHOWS DOUBLE TICK,BUT DO YOU KNOW CHOLESTASIS OR BILIARY STASIS OCCUR IN PREGNANCY LEADING TO GALLSTONE!! SO BE CAREFUL❤️🙏💛
SEE WHAT DR DEBASHIS DUTTA GASTROENTEROLOGIST DELIVERED ❤️🙏💛
মানবিক হোক, সহানুভূতি সম্পন্ন হোক আমাদের এই কর্ম।।।
ডাক্তারবাবু ডাক্তারবাবু, খুব পেটে ব্যাথা দুদিন হল কিছু পেটে রাখতে পারছি না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, জলটাও শুদ্ধ। বউবাজারে ব্যাংক অব ইন্ডিয়া আর কাছে আমার এক বন্ধু থাকে,আপনার কথা ওর মুখে শুনলাম, আমি কলেজ স্ট্রিটে থাকি,আমার ছোট ছেলে তিন মাস বয়স, দু বছরের আমাদের বিবাহিত জীবন, ডাক্তারবাবু কি হলো জানি না অসম্ভব পেটে যন্ত্রণা করছে, আপনি একটু বাঁচান। ইনি আমার কর্তা, আজ অফিস কামাই করে আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, তখন বেলা সাড়ে বারোটা বাজে, প্রেসেন্টের ভিড়ও ছিল, যাই হোক পাঁচ জনের পরে ছিলেন, এত কষ্ট হচ্ছে দেখে দু'নম্বরে ডেকে নিলাম, হাইট শর্ট, ফ্যাটি,ওজন ১০২ কেজির উপর, খুব আস্তে আস্তে কথা বলেন, কথার মধ্যেও খুব মিষ্টতা আছে। খুব কষ্ট পাচ্ছে এটা সহ্য করেই উনি চলেছেন এটা ওনাকে দেখে বোঝাই যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম সকাল থেকে কি খেয়েছেন, কিছু না জল খেলেও বমি হয়ে যাচ্ছে।। যাই হোক পেসেন্ট এক্সামিনেশন শুরু হল,আমি বললাম ইনভেস্টিগেশন গুলো সব করতে হবে,সমস্ত ব্লাড প্যারামিটার ও আলট্রাসনোগ্রাফি সবকিছু প্ল্যানিং করা হলো, নেক্সট ডে রিপোর্ট এলো, পেসেন্ট দেখে একটা ক্লিনিকাল আইডিয়া তো আমাদের হয়েই থাকে, তার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গেল গলব্লাডারে মাল্টিপিল স্টোন এবং ফ্যাটি লিভার গ্রেড ২। রিপোর্ট নিয়ে পেসেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে বসলাম, রোগের গভীরতা এবং গুরুত্ব দুটোই বোঝালাম, রোগীর চোখটা ছল ছল করে উঠলো, ডাক্তারবাবু তিন মাস আগেই সিজার হয়েছে আবার আপনি একটা অপারেশনের কথা বলছেন, এটা কি করতেই হবে,তখনও নিষ্পাপ মেয়েটি ভাবছে ওষুধ খেলে আমার ব্যথাটা কমে যাবে, আমি ভালো হয়ে যাব, ভালো করে বোঝালাম, কিন্তু তখন বলে ডাক্তার বাবু অনেকদিন আগে থেকে টিকিট কাটা আছে আমরা শুক্রবার দিন সিকিম যাব, সমস্ত হোটেল বুকিং হয়ে গেছে গাড়িও বুকিং হয়ে গেছে, আমরা কি যেতে পারবো না।এখানে দেখুন একটা ডাক্তারের পক্ষে কতটা নির্মম হওয়া যেতে পারে, একদিকে রোগীর স্বাধীনতা পারিবারিক আনন্দ বিনোদনের একটি দিক, অপরদিকে নির্মম বাস্তবতা।।।
আমি খানিকটা এখতিয়ার বহির্ভূতই কাজ করলাম, ঠিক আছে আমি অফিসিয়ালি তো আপনাকে এলাও করতে পারবো না,আন অফিসিয়ালি আপনাকে এলাও করলাম।।
কিন্তু যেমনটি চার্ট করে দেবো ঠিক তেমনটি চলতে হবে যদি ১০ দিন আপনি আনন্দ করে ঘুরে আসতে চান সিকিমে,
একদম নিয়মমেনে খাদ্য তালিকা তৈরি করে দিলাম কি কি খাবার একদম বর্জন সেগুলো তালিকাভুক্ত থাকলো, বিশেষ করে তৈলাক্ত জিনিস সম্পূর্ণভাবে বর্জন করতে হবে যে কোন প্রকার খাদ্য খেলে সেই খাদ্যের ঝোল বা গ্রেভি একদম এভয়েড করবেন।
লিস্ট অফ ঔষধ প্রোপারলি গাইড করে দেয়া হলো,ইমারজেন্সি সিচুয়েশনে কি কি ওষুধ চলবে প্রোপার ইন্সট্রাকশন দেয়া হলো।
খুব ক্রেসফুল জার্নি হবে জেনে সিটিং পস্টার বা মিডিল সিটে বসা, দিলে ঢালা জামা কাপড় পরা, দীর্ঘ টাইম খালি পেটে ঢাকা সম্পূর্ণভাবে বর্জনীয় এটা জানিয়ে দেয়া হলো।।
ডাক্তার আপনার সঙ্গে সব সময় আছে যদি কোন অসুবিধা হয় সিকিম থেকে ফোন করবেন, পেসেন্ট ১০ তারিখে কলকাতা ল্যান্ড করছে,ইভনিং এডমিশন ও ১১ তারিখ মর্নিং অপারেশন এইভাবে প্ল্যানিং করা হয়েছে, আশা করি মিসেস দে ওনার ও পরিবারের যাত্রা সফল হবে এই কামনা করি 🙏
এখানে কয়েকটা জিনিস খুব উল্লেখযোগ্য, যে গর্ভাবস্থায় মহিলাদের লিভারে পিত্তরসের ঘনত্ব বাড়তে থাকে এবং ষ্টিয়েটোসিস দেখা যায় এক্ষেত্রে গলব্লাডারে পাথর ফর্মেশন এর চান্স খুব বেশি হয়।বেশিরভাগ ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা কেবলমাত্র লোয়ার পার্ট ইউ এস জি করে থাকেন শুধু বেবি দেখার জন্য, কিন্তু আমার বক্তব্য অলওয়েজ হোল আবডমেন্ট সোনোগ্রাফি করা দরকার, তাতে বিলিয়ারি ডিজিস বা গল স্টোন খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, আমাদের কাছে প্রেগনেন্সির ডেলিভারি হয়ে যাবার পরে এরকম প্রচুর কেস গলর্স্টোন প্রবলেম নিয়ে ভর্তি হয় এবং ওটি করতে হয়।।এক্ষেত্রে বলে রাখি গর্ভাবস্থায় "ইউ ডি সি এ" জাতীয় ওষুধ প্রোপার ডুজে নাইন মান্থ খেলে এই গল স্টোন থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে।
তাই এই ক্যাপশন দিয়ে শুরু করলাম, কিছুটা মানবিক ও সহানুভূতি সম্পন্ন হয়ে আমাদের চিকিৎসা করতে হয় যাতে মানুষকে জীবন যন্ত্রণা থেকে মুক্তির পাশাপাশি, মানসিক পরিতৃপ্তি প্রদান করা যায়।।।
মিসেস দে আপনার যাত্রা শুভ হোক আপনি খুব আনন্দের দিন কাটিয়ে সিকিম টুর কমপ্লিট করে কলকাতায় ফিরুন 🙏
আপনাদের ডাক্তার ডক্টর দেবাশীষ দত্ত
ফলো করুন ও শেয়ার করুন
গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ও হেপাটোলজিস্ট
www.drdattadebasish.com
9830088419
#শুভাশিস #রুদ্রাক্ষ #মা #ডক্টর #জীবন_চক্র ❤️🙏💛

ফ্যাটি লিভার........ "আপনার একটি শেয়ার হয়তো লক্ষ  মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে "সদ্য আলোচিত পৃথিবীর সমস্ত ডাক্তারদ...
10/04/2025

ফ্যাটি লিভার........
"আপনার একটি শেয়ার হয়তো লক্ষ মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারে "
সদ্য আলোচিত পৃথিবীর সমস্ত ডাক্তারদের মাথা ব্যথা ও সাধারণ মানুষের হাস্যস্পদ এক অভিব্যক্তি ❤️🙏💛

অনেক রোগীরাই আমাদের কাজে আসেন,ডাক্তার বাবু আমার একটু গ্যাস, অম্বল আছে, বেশ কিছুদিন আগে একটা সোনোগ্রাফি করেছিলাম, সেখানে বলছে আমার নাকি ফ্যাটি লিভার আছে,ও একটু লিভারে চর্বি আছে।ভাবি মাঝে মাঝে, মানুষের মুর্খামি কোন পর্যায়ে পৌঁছেছে,সময় বলে,আমরা নাকি কলিযুগে পৌঁছে গেছি ,যত খারাপ কাজ এই সময় মানুষ করবে এবং ধ্বংসের দিকে অগ্রগতি, এই ভাবেই আবার সত্য যুগের সৃষ্টি হবে। হ্যাঁ, ঠিকই তো আমরা মুর্খামির দল, লাগামহীন বোহেমিয়ান জীবনযাত্রা,ফুর্তি, উল্লাস, মাদকপ্রিয় মানুষের দল, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে।
খাদ্যদ্রব্য, বিলাসিতা, অর্থনৈতিক স্বচ্ছলতা, শারীরিক স্থবিরতা, মানসিক যন্ত্রণা সবকিছুর পরিণতি মেটাবলিক ডিজিস ব্লাড প্রেসার এর সমস্যা, লিপিড প্রোফাইলের সমস্যা, ডায়াবেটিস, ইউরিক এসিডের সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস, লিভার ডিজিস,কিডনি ডিজিস মানব জীবনকে অজান্তে নাগপাশে জড়িয়ে ধরছে। তাহলে কি সত্যি কলিযুগ শুরু হয়ে গেছে। ঘুমোতে পারছে না মানুষ রাত্রে, শারীরিক মানসিক যন্ত্রণা, মোবাইলের মরীচিকা ও হাতছানি, অল্প পরিশ্রমে অলীক কল্পনা মানুষকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, পৃথিবী জুড়ে ফ্যাটি লিভার ওয়ান টু থ্রি....এরপর ফাইভ ব্রোটিক লিভার....... এরপর সিরোসিস অব লিভার বা শেষ অবস্থা লিভারের....
এরপরও আরেকটি অধ্যায় আছে। যাকে বলে লিভার ক্যান্সার ( মৃত্যু)।
টাটকা টাটকা অভিজ্ঞতা নিয়ে ফিরে আসা, পৃথিবীর কর্মযজ্ঞ কে কুর্নিশ জানিয়ে, খুব সহজ সরল ভাষায় বলে মানুষকে বোধগম্য করার প্রচেষ্টা ডক্টর দত্ত ছাড়া কেউ করবে না।
আধুনিক পেপার ওয়ার্ক বা রিসার্চ বলছে, ফ্যাটি লিভারের প্রাথমিক ভাগ থেকে সিরোসিস অফ লিভার হতে পারে, এবং খুব নিঃশব্দ ভাবে, এর মানে মৃত্যু আমার হাতের মুঠোয়।
কিভাবে হয়,সাইন্টিফিক তথ্য সেই তথ্য তে আমি যাচ্ছি না।সকলের বোধগম্য হবেনা, কিন্তু এটুকু আমি পথ দেখাতে পারি, যাদের ফ্যাটি লিভার আছে, তারা কখনোই হালকা ভাবে নেবেন না, পরিসংখ্যান অনুযায়ী এরকম পাওয়া যাচ্ছে, যারা মাদকাসক্ত নন, অর্থাৎ অ্যালকোহল নেন না, তাদের খাদ্যদ্রব্য, জীবনযাত্রা, ওবে সিটি, কোন এক্সারসাইজ নেই, বিভিন্ন মেটাবলিক ডিজিস, যেমন ডায়াবেটিস ব্লাড প্রেসার, ইউরিক অ্যাসিড, কিডনি রোগ, খুব তাড়াতাড়ি এন্ড স্টেজ লিভার ডিজিজ বা সিরোসিসে পরিণত হতে পারে।
তাই লিভারকে সুস্থ রাখতে আজ থেকে সচেষ্ট হন, গুটিকয়েক পরীক্ষা, বিশেষ করে LFT,USG,FIBROSCAN মাঝে মাঝে করান, এবং নিজের লিভারের প্রতি সতর্ক থাকুন, মনে রাখবেন লিভার আমাদের এনার্জি জেনেরেট করে, CESC থেকে আমরা কারেন্ট পাই, আমাদের ঘরে লাইট পাখা জলে, ঠিক সেই রকম লিভারের থেকে এটিপি জেনারেট হয়, এবং সারা শরীরের যন্ত্রাংশের সমস্ত এনার্জি ব্যবহৃত হয়, এতে আমাদের হাত-পা ব্রেন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে।
RECENT WORK FROM WORLD WIDE( SOURCE: ISGCON 2024,VARANASI) :
আপনাদের জন্য তুলে ধরলাম :
NON ALCOHOLIC FATTY LIVER DISEASE( NAFLD) / METABOLIC FATTY LIVER DISEASE(MAFLD)/ STEATOSIS/ BILIARY STASIS MAY BE CONVERTED TO CIRRHOSIS OF LIVER OR LIVER CANCER( HEPATOCELLULAR CARCINOMA)IN VERY SHORT TIME.

GOD BLESS YOU
BEST WISHES FROM
DR DEBASHIS DUTTA GASTROENTEROLOGIST
PH: 9830088419
WEBSITE : WWW.DRDATTADEBASISH.COM
❤️🙏💛

গ্যাসসসসসস!!!!!শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন, ভুল ধারণা এখনো মানুষের মধ্যে রয়েছে ❤️🙏💛গ্যাস কাকে বলে? কি করেই বা হ...
09/04/2025

গ্যাসসসসসস!!!!!
শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন, ভুল ধারণা এখনো মানুষের মধ্যে রয়েছে ❤️🙏💛

গ্যাস কাকে বলে? কি করেই বা হয়? এর ঘরোয়া সমাধান জেনে নিন ডক্টর দেবাশীষ দত্তের কাছে।।।
👍👍👍❤️❤️❤️🙏🙏🙏💛💛💛
আমাদের প্র্যাকটিসের এই গ্যাস হল এক মহা চ্যালেঞ্জ,সারাদিনে আমরা যদি কুড়িটা পেসেন্ট দেখি, ১৮ টা পেশেন্ট এই গ্যাসের সমস্যা নিয়ে ভুগছে, তাই আমার আলোচনায় এটা খুবই প্রাসঙ্গিক।।।
এর সঙ্গে বলি অনেক ভুল ভ্রান্ত ধারণা,আমাদের মধ্যে আছে, এগুলো আগে পরিষ্কার করা দরকার,৬০শতাংশ এই গ্যাস জনিত সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন, বাকি চল্লিশ শতাংশ আমাদের ডাক্তারদের কাজ।।। যাইহোক খুব মনোযোগ দিয়ে পড়ুন।।।
১।খাদ্যদ্রব্য হজম প্রক্রিয়ায় গ্যাস তৈরি হয়।
২।এটা একপ্রকার নালীর সমস্যা (GASTROINTESTINAL TRACT).
৩।অনেকেই অভিযোগ করেন ডাক্তার বাবু আমার গ্যাস মাথায় চলে গেছে,পিঠে চলে গেছে, সিরাতে ঢুকে যাচ্ছে,এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, THIS IS REFERRED OR SOMATIC SYMPTOM.
৪।গ্যাস কমাতে গেলে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। (LIFESTYLE MODIFICATION AND FOOD HABBITS).
এঁটো করে জল খেতে হবে। যাতে বাইরের বাতাস মুখের মধ্যে না প্রবেশ করতে পারে।
যতটা কম কথা বলা, এক কথায় মিতভাসি।
খুব চেঁচিয়ে কথা বলা বন্ধ করতে হবে, এতে হৃদস্পন্দন বাড়ে, ঘনঘন নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে বাইরের বাতাস খাদ্যনালীতে প্রবেশ করে।
CHEWING MATERIAL,CARBONATED DRINKS(COLD DRINKS,ICE CREAM),JUNK, ROASTED,SMOKED FOOD বর্জন করতে হবে।
তৈলাক্ত খাদ্যদ্রব্য যতটা কম খাওয়া যায় ততই মঙ্গল।।।
ধূমপান ও মদ্যপান একশ শতাংশ নিষিদ্ধ।
জলের পরিমাণ ৩ লিটার প্রতিদিন কমপক্ষে।
ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।।।

সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কি কি করবেন না।।।
১।প্যারাসিটামল ছাড়া কোন ব্যথার ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না।।
২।অ্যান্টিবায়োটিক নিজেদেরকে খাওয়া বাঞ্ছনীয় নয়।।। এখানে একটা কথা বলে রাখি, প্রচুর পেশেন্ট আসে কমপ্লেন করে, হিস্ট্রি দেয়, TAB O2,NORFLOX TZ,AZITHRAL 500, মুড়ি মুরকি র মতন খায়,এটা একদম কাম্য নয়, এই জাতীয় এন্টিবায়োটিক গুলো খেলে আমাদের পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়া গুলো মরে যায়,তখন " ডিসবায়োসিস " OR SIBO(SMALL INTESTINAL BACTERIAL OVERGROWTH) দেখা যায়, এতে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, এবং খাবারের পর পেট টাইট হতে থাকে এটাকে ব্লটিং বলে।।
৩।কথায় কথায় PAN D,ESOZ D,RAZO D,ESOFAG D,NEXPRO RDখাবেন না, এগুলো কোন গ্যাসের ওষুধ নয় বারবার বলছি, সমস্ত পেশেন্ট এসে অভিযোগ করে এই জাতীয় ওষুধ খাচ্ছে, এগুলো পিপিআই ( PROTON PUMP INHIBITOR),আলসার অথবা এসিড পেপটিক ডিজিজের ওষুধ, কোন গ্যাসের ওষুধ নয়, দীর্ঘদিন খেলে কিডনি রোগ(ACUTE INTERSTITIAL NEPHRITIS) ভিটামিন,ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম শরীরের হ্রাস পেতে থাকে।।।
৪।যারা হৃদরোগে ভুগছেন তারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান, এতে ভীষণভাবে অন্ত্রের ক্ষতি হয়,সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ খুব বাঞ্ছনীয়, GASTROPATHY OR GI BLEED COMMON IN ASPIRIN ABUSE PATIENT.
৫।ডায়াবেটিস পেশেন্টরা METFORMIN জাতীয় একটা ওষুধ খান। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ খুব বাঞ্ছনীয়।
৬।সুপারি, পান, গুটকা, খৈনি, ধূমপান, সমস্ত পদার্থ ১০০ শতাংশ নিষিদ্ধ।।।
৭।মদ্যপান বিশেষত GASTROINTESTINAL ULCER AND CHRONIC LIVER DISEASE প্রধান কারণ, এবং অধিক পরিমাণে গ্যাসের উৎপত্তি হয়।
৮।মানসিক আতঙ্ক, ভয়, সাইকোলজিকাল ডিসঅর্ডার,অনিদ্রা,গ্যাসের প্রকোপ বাড়ায় অতিমাত্রায়।
৯।অনেকেই আছেন সকালবেলা ঘুম থেকে উঠে গলায় আঙুল দিয়ে বমি করে পেট পরিষ্কার করেন, গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য। THIS IS VERY BAD PRACTICE, YOU NEVER DO IT.
এতে সিস্টেম উল্টো দিকে ঘুরে যায় এবং খুব সাময়িক স্বস্তি পেলেও, আবার সমস্যা দেখা যায় এবং খাদ্যনালীর ঘা ও রিফ্লাক্স সৃষ্টি হয়।।
১০।কিছু কিছু পেশেন্ট অতিরিক্ত গ্যাসের শিকার হন এবং রেক্টাল গ্যাস সব সময় বেরোতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে দুর্গন্ধ হয় এবং মাঝে মাঝে ডায়রিয়া বা ডিসেন্ট্রি ও দেখা যায়, একে ফ্লাটুলেন্স বলে, এবং যারা কর্পোরেটে অথবা পাবলিক প্লেসে চাকরি করেন বিশেষ করে মহিলারা এই দুর্গন্ধ গ্যাসের শিকার হন ও ঘন ঘন টয়লেটে যাওয়া এবং গ্যাস পাস করা অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে।।

এতকিছু জেনে, অনেকেই ভাবছেন , কিভাবে মুক্তি পাবেন জানতে চাইছেন।। খুব সংক্ষেপে ঘরোয়া পদ্ধতিটা একটু জানিয়ে রাখি।
1.RHYTHMIC LIFE STYLE.
2.AVOID LONG FASTING,TAKE ACCESSORY MEAL(MURI,BISCUIT,CHANA,FRUITS,SWEET,FOOD SUPPLIMENT) IN BETWEEN FOOD,SO THAT STOMACH GET PRIMED ALWAYS.
3.DAI OR YOGURT IS GOOD PREBIOTIC YOU SHOULD ALWAYS TAKE DAILY.
4.AVOID ARTIFICIAL SWEETNERS.PLAIN MILK.
5.AVOID JUNK FOOD,KABAB,PIZZA,SALTED SPICES,RAW RED OR GREEN CHILLI,RAW ONION,LONG LEAFY VEGETABLES (LAW SHAK,KUMRO SHAK,PUI SHAK),CABBAGE CAULIFLOWER.
6.CITROUS PRODUCT SHOULD BE AVOIDED AS PER AS PRACTICABLE( LEMON,ORANGE).
7.MEDICINE KEPT IN YOUR HAND:
A.SYR SUCRALFATE WITH SOD ALGINATE COMBINATION 15ML 30MINS AFTER FOOD TWICE DAILY IF INTENSE BLOATING, GAS.
B.LACTULOSE OR PEG PREPARATION VERY HELPFUL IN IRRITABLE BOWEL SYNDROME CONSTIPATION PREDOMINANT.
C.IN DIARRHEA PREDOMINANT PATIENT BETTER TO USE TAB RIFAXIMIN 400 RATHER O2 OR NORFLOX TZ.
আশা করি সবাইকে ভালো করে বোঝাতে পারলাম, না বুঝলে বারবার পড়ুন কিছুটা ইংরেজি ও ভাষায় লিখতে হয়েছে,বাকি ৪০ শতাংশ যে চিকিৎসা আমরা দিয়ে থাকি গ্যাস্ট্রোলজিস্টরা সেটা বললাম না অনেকাংশেই আপনারা বুঝতে পারবেন না।।।।
ভালো থাকবেন সব্বাই
পারলে সবাই শেয়ার করবেন।।
শুভরাত্রি
ডক্টর দেবাশীষ দত্ত
গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট
9830088419
www.drdattadebasish.com
❤️🙏💛

WHAT IS MAFLD?METABOLIC DISEASE ASSOCIATED " FATTY LIVER DISEASE""( MAFLD).COMMON METABOLIC DISEASE:1.DIABETES. 2.HYPERT...
09/04/2025

WHAT IS MAFLD?
METABOLIC DISEASE ASSOCIATED " FATTY LIVER DISEASE""( MAFLD).
COMMON METABOLIC DISEASE:
1.DIABETES.
2.HYPERTENSION OR CORONARY HEART DISEASE.
3.DYSLIPIDAEMIA(RAISED CHOLESTEROL, TRIGLYCERIDE).
4.HYPOTHYROIDISM OR THYROID DISORDER.
5.OBESITY.
6.CHRONIC ALCOHOLISM.
ALL THE ABOVE CONDITIONS LEADS TO MAFLD,THAT IS " FATTY LIVER DISEASE ".
THE RECENT PAPER OR WORK SUGGEST, THE CORRECTION OF THESE METABOLIC FACTORS ARE UTMOST IMPORTANT, OTHERWISE, FATTY LIVER DISEASE LEADS TO EARLY CIRRHOSIS OR END STAGE LIVER DISEASE.
SO BAT IN YOUR HAND,THIS IS YOU,HOW YOU DRIVE YOUR LIFE IN WHICH DIRECTION AND ENJOY HEALTHY LIFE.
WISHING YOUR HEALTHY LIFE.
SHARE FOR PUBLIC INTEREST👍👍👍
GOD BLESS YOU.
DR DEBASHIS DUTTA GASTROENTEROLOGIST
WEBSITE : WWW.DRDATTADEBASISH.COM
FOR FURTHER INTEREST : 9830088419
❤️🙏💛

Shout out to my newest followers! Excited to have you onboard! Indranil Chakraborty, Avijit Mukhopdhyay, Ratan Saha, Abh...
09/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Indranil Chakraborty, Avijit Mukhopdhyay, Ratan Saha, Abhijit Das, Gopendra Sarkar, Mousumi Saha, Bani Biswas, Soma Mukherjee, Amitava Duttachowdhury Duttachowdhury, Samyajit Guchhait, Aditi Chakraborty, Sudip Singha Roy, Subho Saha, কৃষ্ণদাস গৌড় হরিl Kalyani ChakrabortytaDebdulal BandyapadhyayhaSujata Das, Soham DasliLal Chand Mullick, Sayok MoulikakKasinath Ghoshi Sourendra ChakrabortyubKakali DuttaShRanjan Paula,Subhankar DasSaShreyasi PanjattSuvankar Gt Sadhan Bikash DuttaBiswajit DeyPappu Panja

" WORLD HEALTH DAY"BEST WISHES FROM" DrDebashis Dutta", "Subhashis Diagnostics","MAA ANNAPURNA MEDICINE HOME","RUDRAX ME...
07/04/2025

" WORLD HEALTH DAY"
BEST WISHES FROM" DrDebashis Dutta", "Subhashis Diagnostics","MAA ANNAPURNA MEDICINE HOME","RUDRAX MEDI- HUB"

06/04/2025

WHAT IS INFECTIVE HEPATITIS( HEPATITIS A VIRUS).
MY SUCCESS STORY❤️🙏💛

06/04/2025

WHAT ARE THE INDICATION,WHERE WE CAN FOLLOW " DISSOLUTION THERAPY".IN MULTIPLE GALLSTONE OR CHOLELITHIASIS.
SEE THE REACTION OF MY SUCCESSFUL PATIENT ❤️🙏💛

"GUT-BRAIN AXIS"এটা কাকে বলে? এখনকার দিনে, ডাক্তারদের পরিভাষায় এটা একটা প্রচলিত শব্দ, কোথায় মাথা আর কোথায় ক্ষুদ্রান্ত...
05/04/2025

"GUT-BRAIN AXIS"
এটা কাকে বলে?

এখনকার দিনে, ডাক্তারদের পরিভাষায় এটা একটা প্রচলিত শব্দ, কোথায় মাথা আর কোথায় ক্ষুদ্রান্ত,হ্যাঁ পাওয়া গেছে, এক দীর্ঘ যোগ সূত্র, অনেক রিসার্চ ওয়ার্কের পর, ব্যাপারটা একটু জেনে নিন?

আপনাদের বোধগমের জন্য বাংলাতেই প্রতিবেদনটা লিখলাম, যদি এর কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি শব্দের প্রয়োগ করা হবে।
IBS কি?
জেনে নিন ডক্টর দেবাশীষ দত্তের কাছে, এবং ঘরোয়া টিপস,ভালো থাকার চাবিকাঠি......
তবে ভালো করে পড়ুন ও জনস্বার্থে শেয়ার করুন ❤️🙏💛।।।।
আমাদের শরীরে দুটি নালী থাকে, প্রথমটি ক্ষুদ্রান্ত দ্বিতীয়টি বৃহদান্ত।।। প্রথমটি খাদ্য হজম প্রক্রিয়ায় আমাদের সহায়তা করে আর দ্বিতীয়টি হজম প্রক্রিয়ার নির্যাস বা স্টুল তৈরি করে।।।
ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস অনেক মানুষের মধ্যেই দেখা যায়, বিশেষত মহিলারা এই রোগে বেশি ভুগে থাকেন, ভারতবর্ষ সহ এশিয়ান কান্ট্রি প্রায় ৩৩ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।।।
এই রোগটি দুই প্রকারের হয়ে থাকে। কারোর কারোর অত্যধিক কোষ্ঠকাঠিন্য জনিত আই বি এশ,আবার কারো কারো আমাশা জনিত আইবিএস হয়ে থাকে।।
খুব সংক্ষেপে বলি যারা কোষ্ঠকাঠিন্য জনিত আইবিএস এ ভোগেন, তাদের ব্রেন ও ক্ষুদ্রান্ত এর সঙ্গে যোগাযোগ অধিক পরিমাণে বিঘ্নিত হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দেখা যায় এতে রোগীর খাবার পরে পেট খুব টাইট হতে থাকে এবং গ্যাসের প্রদাহ খুব বেশি পরিমাণে হয়ে থাকে এবং অত্যধিক গ্যাস নিচে দিয়ে না নির্গত হয় পাকস্থলীতে ভরে ওঠে এবং বুকপিট গলা সম্পূর্ণ চেপে ধরে শ্বাসকষ্টের ও আকার নিতে পারে, এই জাতীয় রোগীরা দু'দিন তিনদিন পটি না করেও জীবন কাটিয়ে দিতে পারে, এইসব রোগীরা দীর্ঘ কোষ্ঠকাঠিন্যের জন্য বিভিন্ন প্রকার লাগছেটিভ দ্বারা হেবিচুটেড হয়ে যায়, ও পেটের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করে।মানসিক উদ্বেগ বা অনিদ্রা এর প্রধান কারণ এর ফলে ব্রেন থেকে কটিজল(CORTISOL) নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয় যার ফলে কোষ্ঠকাঠিন্য জনিত আইবিএস রোগ সৃষ্টি করে।।
অপরদিকে যারা আমাশা জনিত আইবিএস এ ভোগেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ট্রিগারিং এজেন্ট যেমন খাদ্যদ্রব্য, মানসিক উদ্বেগ, এলার্জি, কিছু কিছু মেডিসিন আমাশাকে বা আই বি এস কে সৃষ্টি করে, এর ফলে রোগী কিছু খেলেই পটির রিফ্লেক্স আসে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে অন্তত দিনে ১০ থেকে ১৫ বার স্টুল পাস করে,বিশেষত রোগীর দৈনন্দিন জীবন দুরবিসহ হয়ে ওঠে, রাস্তাঘাটে ট্রামে বাসে মিটিং মিছিলে অফিসে যেকোনো ট্রিগারিং এজেন্ট দ্বারা প্রভাবিত হয় সব সময় টয়লেট পাস করতে হয়।।। এই জাতীয় রোগীরা আসল রোগের চিকিৎসা না করে, দুর্বিষহভাবে এন্টিবায়োটিক দ্বারা অ্যাবিউজ হয়, যেমন ওটু বা নরফ্লক্স টি জেড বা মেট্রোজিল বা টিনিডা জল এইসব গ্রুপের এন্টিবায়োটিক খেতে খেতে শরীরের ভেতরে ভালো ব্যাকটেরিয়া গুলো মরে যেতে থাকে এর ফলে ডিসবায়োসিস বা SIBO, মারাত্মক আকার ধারণ করে, ফলে এন্টিবায়োটিক প্রভাবিত হয় পেশেন্টের ডায়রিয়া শুরু হয়, ফলপ্রসু ডিআইডিশন বাড়তে থাকে পেশেন্ট দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন ক্ষেত্রে রোগীকে ভর্তি ও পর্যন্ত করতে হয় আমাদের।।।
তাই আমার বিনীত অনুরোধ বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের অনুধাবন না করে, সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অবলম্বন না করে, নিজে থেকে কোন ওষুধ খাবেন না বিশেষত এন্টিবায়োটিক দারা রোগ নিরাময় করতে যাবেন না, আমার এখন চেম্বারে এইরকম জাতীয় রোগীর সংখ্যা এত বেড়ে গেছে যারা নিজেরাই চিকিৎসা করছে এবং যখন নিজের চিকিৎসায় কোন কাজ হচ্ছে না তখন ডাক্তারবাবুদের শরণাপন্ন হচ্ছে এতে আমাদের রোগীকে সুস্থ করতে অনেক সময় লেগে যাচ্ছে তাই, মনে রাখবেন কনস্টিপেশন হলেই লাকজেটিভ নয় বা লুজ মোশন বা ডায়রিয়া হলেই অ্যান্টিবায়োটিক নয়।।।।
মনে থাকবে তো ডক্টর দেবাশীষ দত্তের কথা।।
সবাই খুব ভালো থাকবেন।।
পারলে পোস্টটাকে শেয়ার করুন।।।
সকলকে ভাল রাখার অঙ্গীকারবদ্ধ
ডক্টর দেবাশীষ দত্ত।।।
গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট এবং হেপাটোলজিস্ট
www.drdattadebasish.com
9830088419
❤️🙏💛

A USG REPORT,COULD YOU GUESS WHAT IS THE DIAGNOSIS?
04/04/2025

A USG REPORT,COULD YOU GUESS WHAT IS THE DIAGNOSIS?

COULD YOU GUESS DIAGNOSIS?, TODAY I HAVE RECEIVED DURING COLONOSCOPY 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
04/04/2025

COULD YOU GUESS DIAGNOSIS?, TODAY I HAVE RECEIVED DURING COLONOSCOPY 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

LATEST UPDATE OF FATTY LIVER❤️🙏💛SUBSCRIBE THE CHANNEL FOR LATEST UPDATE❤️🙏💛
03/04/2025

LATEST UPDATE OF FATTY LIVER❤️🙏💛
SUBSCRIBE THE CHANNEL FOR LATEST UPDATE❤️🙏💛

Address

117 BAITHAKKHANA Road
Kolkata
700009

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 2pm

Telephone

+919830088419

Alerts

Be the first to know and let us send you an email when Subhashis Diagnostics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Subhashis Diagnostics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram