
12/04/2025
"CHOLESTASIS"!!!! WHAT IS THIS?
GOOD NEWS " PREGA NEWS( PREGNANCY KIT) SHOWS DOUBLE TICK,BUT DO YOU KNOW CHOLESTASIS OR BILIARY STASIS OCCUR IN PREGNANCY LEADING TO GALLSTONE!! SO BE CAREFUL❤️🙏💛
SEE WHAT DR DEBASHIS DUTTA GASTROENTEROLOGIST DELIVERED ❤️🙏💛
মানবিক হোক, সহানুভূতি সম্পন্ন হোক আমাদের এই কর্ম।।।
ডাক্তারবাবু ডাক্তারবাবু, খুব পেটে ব্যাথা দুদিন হল কিছু পেটে রাখতে পারছি না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, জলটাও শুদ্ধ। বউবাজারে ব্যাংক অব ইন্ডিয়া আর কাছে আমার এক বন্ধু থাকে,আপনার কথা ওর মুখে শুনলাম, আমি কলেজ স্ট্রিটে থাকি,আমার ছোট ছেলে তিন মাস বয়স, দু বছরের আমাদের বিবাহিত জীবন, ডাক্তারবাবু কি হলো জানি না অসম্ভব পেটে যন্ত্রণা করছে, আপনি একটু বাঁচান। ইনি আমার কর্তা, আজ অফিস কামাই করে আমাকে আপনার কাছে নিয়ে এসেছে, তখন বেলা সাড়ে বারোটা বাজে, প্রেসেন্টের ভিড়ও ছিল, যাই হোক পাঁচ জনের পরে ছিলেন, এত কষ্ট হচ্ছে দেখে দু'নম্বরে ডেকে নিলাম, হাইট শর্ট, ফ্যাটি,ওজন ১০২ কেজির উপর, খুব আস্তে আস্তে কথা বলেন, কথার মধ্যেও খুব মিষ্টতা আছে। খুব কষ্ট পাচ্ছে এটা সহ্য করেই উনি চলেছেন এটা ওনাকে দেখে বোঝাই যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম সকাল থেকে কি খেয়েছেন, কিছু না জল খেলেও বমি হয়ে যাচ্ছে।। যাই হোক পেসেন্ট এক্সামিনেশন শুরু হল,আমি বললাম ইনভেস্টিগেশন গুলো সব করতে হবে,সমস্ত ব্লাড প্যারামিটার ও আলট্রাসনোগ্রাফি সবকিছু প্ল্যানিং করা হলো, নেক্সট ডে রিপোর্ট এলো, পেসেন্ট দেখে একটা ক্লিনিকাল আইডিয়া তো আমাদের হয়েই থাকে, তার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গেল গলব্লাডারে মাল্টিপিল স্টোন এবং ফ্যাটি লিভার গ্রেড ২। রিপোর্ট নিয়ে পেসেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে বসলাম, রোগের গভীরতা এবং গুরুত্ব দুটোই বোঝালাম, রোগীর চোখটা ছল ছল করে উঠলো, ডাক্তারবাবু তিন মাস আগেই সিজার হয়েছে আবার আপনি একটা অপারেশনের কথা বলছেন, এটা কি করতেই হবে,তখনও নিষ্পাপ মেয়েটি ভাবছে ওষুধ খেলে আমার ব্যথাটা কমে যাবে, আমি ভালো হয়ে যাব, ভালো করে বোঝালাম, কিন্তু তখন বলে ডাক্তার বাবু অনেকদিন আগে থেকে টিকিট কাটা আছে আমরা শুক্রবার দিন সিকিম যাব, সমস্ত হোটেল বুকিং হয়ে গেছে গাড়িও বুকিং হয়ে গেছে, আমরা কি যেতে পারবো না।এখানে দেখুন একটা ডাক্তারের পক্ষে কতটা নির্মম হওয়া যেতে পারে, একদিকে রোগীর স্বাধীনতা পারিবারিক আনন্দ বিনোদনের একটি দিক, অপরদিকে নির্মম বাস্তবতা।।।
আমি খানিকটা এখতিয়ার বহির্ভূতই কাজ করলাম, ঠিক আছে আমি অফিসিয়ালি তো আপনাকে এলাও করতে পারবো না,আন অফিসিয়ালি আপনাকে এলাও করলাম।।
কিন্তু যেমনটি চার্ট করে দেবো ঠিক তেমনটি চলতে হবে যদি ১০ দিন আপনি আনন্দ করে ঘুরে আসতে চান সিকিমে,
একদম নিয়মমেনে খাদ্য তালিকা তৈরি করে দিলাম কি কি খাবার একদম বর্জন সেগুলো তালিকাভুক্ত থাকলো, বিশেষ করে তৈলাক্ত জিনিস সম্পূর্ণভাবে বর্জন করতে হবে যে কোন প্রকার খাদ্য খেলে সেই খাদ্যের ঝোল বা গ্রেভি একদম এভয়েড করবেন।
লিস্ট অফ ঔষধ প্রোপারলি গাইড করে দেয়া হলো,ইমারজেন্সি সিচুয়েশনে কি কি ওষুধ চলবে প্রোপার ইন্সট্রাকশন দেয়া হলো।
খুব ক্রেসফুল জার্নি হবে জেনে সিটিং পস্টার বা মিডিল সিটে বসা, দিলে ঢালা জামা কাপড় পরা, দীর্ঘ টাইম খালি পেটে ঢাকা সম্পূর্ণভাবে বর্জনীয় এটা জানিয়ে দেয়া হলো।।
ডাক্তার আপনার সঙ্গে সব সময় আছে যদি কোন অসুবিধা হয় সিকিম থেকে ফোন করবেন, পেসেন্ট ১০ তারিখে কলকাতা ল্যান্ড করছে,ইভনিং এডমিশন ও ১১ তারিখ মর্নিং অপারেশন এইভাবে প্ল্যানিং করা হয়েছে, আশা করি মিসেস দে ওনার ও পরিবারের যাত্রা সফল হবে এই কামনা করি 🙏
এখানে কয়েকটা জিনিস খুব উল্লেখযোগ্য, যে গর্ভাবস্থায় মহিলাদের লিভারে পিত্তরসের ঘনত্ব বাড়তে থাকে এবং ষ্টিয়েটোসিস দেখা যায় এক্ষেত্রে গলব্লাডারে পাথর ফর্মেশন এর চান্স খুব বেশি হয়।বেশিরভাগ ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা কেবলমাত্র লোয়ার পার্ট ইউ এস জি করে থাকেন শুধু বেবি দেখার জন্য, কিন্তু আমার বক্তব্য অলওয়েজ হোল আবডমেন্ট সোনোগ্রাফি করা দরকার, তাতে বিলিয়ারি ডিজিস বা গল স্টোন খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, আমাদের কাছে প্রেগনেন্সির ডেলিভারি হয়ে যাবার পরে এরকম প্রচুর কেস গলর্স্টোন প্রবলেম নিয়ে ভর্তি হয় এবং ওটি করতে হয়।।এক্ষেত্রে বলে রাখি গর্ভাবস্থায় "ইউ ডি সি এ" জাতীয় ওষুধ প্রোপার ডুজে নাইন মান্থ খেলে এই গল স্টোন থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে।
তাই এই ক্যাপশন দিয়ে শুরু করলাম, কিছুটা মানবিক ও সহানুভূতি সম্পন্ন হয়ে আমাদের চিকিৎসা করতে হয় যাতে মানুষকে জীবন যন্ত্রণা থেকে মুক্তির পাশাপাশি, মানসিক পরিতৃপ্তি প্রদান করা যায়।।।
মিসেস দে আপনার যাত্রা শুভ হোক আপনি খুব আনন্দের দিন কাটিয়ে সিকিম টুর কমপ্লিট করে কলকাতায় ফিরুন 🙏
আপনাদের ডাক্তার ডক্টর দেবাশীষ দত্ত
ফলো করুন ও শেয়ার করুন
গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ও হেপাটোলজিস্ট
www.drdattadebasish.com
9830088419
#শুভাশিস #রুদ্রাক্ষ #মা #ডক্টর #জীবন_চক্র ❤️🙏💛