Dr Arpan Saha -Pediatrician/Child Specialist

Dr Arpan Saha -Pediatrician/Child Specialist To Dr Arpan Saha, being pediatrician and neonatologist most important aspect is care and compassion
(4)

27/07/2025

LIVE | Season change এ যেসব সমস্যায় পড়ছে বাচ্চারা... কি করবেন? | Dr Arpan Saha | Suman Chakraborty

� New to streaming or looking to level up? Check out StreamYard and get ₹740 discount! �

27/07/2025

আজ রাত ৯.৩০ লাইভে আসছি

LIVE Tonight at 9 PM! 📌 Season change is here, and so are the health concerns for our little ones. 🤧Join Us Live today a...
27/07/2025

LIVE Tonight at 9 PM! 📌

Season change is here, and so are the health concerns for our little ones. 🤧

Join Us Live today as we will discuss what parents should really do during this time.

🗓️ Date: 27th July
🕘 Time: 9:00 PM

Don't miss it — let’s make parenting smarter together! 💬👶



[pediatrician advice, child health tips, season change illness, Dr Arpan Saha, parenting guide, child specialist Kolkata, live health talk, seasonal flu in kids, child care monsoon, kids health care]

আপনার দেওয়া সামান্য সময় বদলে দিতে পারে আপনার শিশুর ভবিষ্যৎ 🧠👦
26/07/2025

আপনার দেওয়া সামান্য সময় বদলে দিতে পারে আপনার শিশুর ভবিষ্যৎ 🧠👦

Saluting the bravery, valor, and sacrifice of our heroes.Their courage echoes through the mountains, their legacy lives ...
26/07/2025

Saluting the bravery, valor, and sacrifice of our heroes.

Their courage echoes through the mountains, their legacy lives in every heartbeat of the nation. 🇮🇳
Jai Hind!

জীবনযুদ্ধে ছোট্ট এক যোদ্ধার জয় | A Victory Over the Silent Killerকালাচ, যাকে ইংরেজিতে Common Krait বলা হয়, একটি অত্যন্ত ...
22/07/2025

জীবনযুদ্ধে ছোট্ট এক যোদ্ধার জয় | A Victory Over the Silent Killer

কালাচ, যাকে ইংরেজিতে Common Krait বলা হয়, একটি অত্যন্ত বিষাক্ত neurotoxic সাপ। এর বিষ সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রে আঘাত হানে। সবচেয়ে ভয়ের বিষয় হলো—কালাচ কামড়ালে অনেক সময় কোনো দাগ বা চিহ্ন থাকে না, তীব্র ব্যথাও অনুভব হয় না, এমনকি কোনো রক্তপাতও হয় না। ফলে অনেকেই বুঝতেই পারেন না যে এক নীরব মৃত্যু ধীরে ধীরে শরীরকে গ্রাস করে ফেলছে।

প্রাথমিক লক্ষণ শুনলে অবাক হবেন—কামড়ানোর পর অনেক সময় শুধু পেটে হালকা ব্যথা হয়। তবে সময়ের সঙ্গে এই ব্যথা বাড়তে থাকে এবং পেট শক্ত বা টাইট হয়ে যায়। এই সাধারণ একটি উপসর্গই পরবর্তীতে হয়ে উঠতে পারে মারাত্মক সংকেত।

সেদিন সকাল ১১টা –

মাত্র ১০ বছরের একটি মেয়ে হঠাৎ তার মাকে জানায় যে তার পেটে ব্যথা করছে। মা ভাবেন, এটা বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যা—সাধারণ ঘরোয়া ওষুধ দিয়ে দেন। কিন্তু সময়ের সঙ্গে পেটব্যথা কমার বদলে ভয়ঙ্কর রূপ নিতে থাকে। বিকেল ৪টা নাগাদ মেয়েটির শুরু হয় গলা ব্যথা ও মুখ থেকে অতিরিক্ত লালা ঝরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে।

শ্বাসকষ্ট দেখে আতঙ্কিত পরিবার তাকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হলেও অবস্থা আরও খারাপ হতে থাকে। তখনই চিকিৎসকরা লক্ষ্য করেন মেয়েটির চোখ ভারী হয়ে যাচ্ছে, ঢুলু ঢুলু লাগছে (যাকে Ptosis বলা হয়), মুখও ঝুলে পড়ছে—এ যেন স্নায়ুতন্ত্রের স্পষ্ট বিপর্যয়।

চিকিৎসকরা তখনই সতর্ক হয়ে যান—এটা গ্যাস্ট্রিক নয়, এটা neurotoxic snakebite, সম্ভবত কালাচ। এরপর দ্রুত রোগীকে Galaxy Hospitals-এ আমার ( Dr Arpan Saha -Pediatrician/Child Specialist ) অধীনে ভর্তি করা হয়।

প্রাণবাঁচানোর যুদ্ধ শুরু –

Galaxy Hospital-এ ভর্তি হওয়ার সময় মেয়েটির অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। আমাদের দক্ষ মেডিকেল টিম বুঝে যায়—এটা এক সেকেন্ডও দেরি করার সময় নয়। তখনই শুরু হয় সাপের বিষের জন্য Anti-venom, Atropine, Neostigmine-এর মত গুরুত্বপূর্ণ ওষুধের প্রয়োগ, এবং মেয়েটিকে রাখা হয় ভেন্টিলেশনে।

এইসব ওষুধ স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে এবং শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা রক্ষা করে।

জীবনের জয় –

আমাদের টিমের নিরলস প্রচেষ্টা এবং সময়মতো চিকিৎসার ফলেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েটির দেহ সাড়া দিতে শুরু করে। পরের দিনই সে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে সে ফিরে পায় মুখের হাসি, কথা বলার শক্তি এবং স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস।

ছবিতে দেখুন—আজ সে হাসিমুখে, শক্তভাবে দাঁড়িয়ে আছে পরিবারের পাশে।

এই গল্প শুধু তার নয়—এই গল্প আমাদের সবার।

এটা এক নীরব মৃত্যুর ছায়া থেকে জীবনের ফিরে আসা, এক সতর্কবার্তা—যা আমাদের শেখায়,
👉 “ভয় নয়, সচেতনতাই বাঁচাতে পারে জীবন।”

আমরা, Galaxy Hospital-এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিম, গর্বিত যে আমরা এই জীবনযুদ্ধে একজন নীরব সৈনিক হিসেবে লড়াই করতে পেরেছি।

✍️ Dr. Arpan Saha
MBBS, MD (Pediatrics)

20/07/2025

মায়ের বুকের দুধ বাড়ানোর ৫টি কার্যকরী উপায় 👩‍🍼🩺



[increase breast milk naturally, how to increase breast milk, breastfeeding tips, breast milk production, new mom advice, pediatrician tips for moms, breast milk boosting foods, natural ways to increase milk supply, baby feeding help, newborn baby care, Dr Arpan Saha]

18/07/2025

আপনার শিশুর কানের পেছনে গুলটি দেখা যাচ্ছে? এটি কখন সাধারণ আর কখন হতে পারে চিন্তার বিষয়? 👩‍🍼👂



[child swelling behind ear, swelling behind ear, kids health, pediatric ear problems, ear infection in children, Swelling in the neck, Tumer in the neck, Swelling in the scalp, Omit ear swelling swollen lymph nodes in kids, child health tips, parenting advice, baby ear care]

💕আমার দুটি হৃদস্পন্দন: লুব ও ডুপ 💞প্রেম মানেই শুধু চোখে চোখ রেখে ভালোবাসা নয়। প্রেম কখনও এক কাপ গরম চায়ে, কখনও একসাথে ...
17/07/2025

💕আমার দুটি হৃদস্পন্দন: লুব ও ডুপ 💞

প্রেম মানেই শুধু চোখে চোখ রেখে ভালোবাসা নয়। প্রেম কখনও এক কাপ গরম চায়ে, কখনও একসাথে ছাদে চুপচাপ বসে থাকা। আমার জীবনে প্রেম এসেছে দুই রূপে — একবার 'লুব' হয়ে, আবার একবার 'ডুপ' হয়ে।

লুব — আমার স্ত্রী, আমার জীবনের প্রথম হৃদস্পন্দন। ওর হাসিতে আমি বাঁচি, ওর অভিমানেই আমি বদলাই। ওর হাত ধরে হেঁটেছি জীবনের অনেক বন্ধুর পথ, কখনও ঝড়ে, কখনও রোদে। প্রেমটা ওর চোখে দেখেছি, আর শান্তিটা ওর কাঁধে মাথা রাখলেই মেলে।
ও শুধু আমার স্ত্রী নয়, ও-ই আমার দিনের শেষ শান্তি, ও-ই আমার রাতের শেষ প্রার্থনা।

আর ডুপ — আমাদের ছোট্ট পরী অশ্মি, আমাদের ভালোবাসার সবচেয়ে মিষ্টি রূপ। ওর একটুখানি হাসি যেন পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। প্রথম যেদিন ওর কান্না শুনেছিলাম, বুঝেছিলাম — এ এক নতুন ভালোবাসা, যেখানে শুধু নিঃস্বার্থ দান, শুধুই নিঃশব্দে চোখ ভিজে ওঠা।

আজ আমি একটা নয়, দুটো হৃদয় নিয়ে বাঁচি।
একটা হৃদয় আমার পাশে হাঁটে, আরেকটা আমার কোলে খেলে।
একজন আমার জীবনসঙ্গী, আর একজন আমার জীবন।

এই 'লুব' আর 'ডুপ' — এই দুই হৃদস্পন্দন ছাড়া আমি অপূর্ণ।
এঁদের ভালোবাসায়ই আমি সম্পূর্ণ।

15/07/2025

মশার কামড়ে যেন শিশুর অসুখ না হয়—জানুন কীভাবে তাকে সুরক্ষিত রাখবেন। 🛡️🦟👶



[mosquito bite protection for babies, mosquito repellent for infants, is mosquito coil safe for baby, how to protect baby from mosquito bites, baby care tips, Dr Arpan Saha pediatrician, child safety from mosquitoes, dengue prevention tips, baby health guide, mosquito repellent spray safety, natural mosquito repellent for children]

শিশুর প্রথম টান – মায়ের চুল ধরে প্রথম অনুভবশিশুর জন্মের পর প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা নিয়ে আসে মায়ের জীবনে। তার প্...
12/07/2025

শিশুর প্রথম টান – মায়ের চুল ধরে প্রথম অনুভব

শিশুর জন্মের পর প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা নিয়ে আসে মায়ের জীবনে। তার প্রতিটি হাসি, কান্না, কিংবা ঘুমানো – সব কিছুতেই যেন এক অনন্য অনুভব। তবে শিশুর জীবনের একটি বিশেষ মাইলস্টোন হয় যখন সে প্রথমবার চারপাশের বস্তু ধরতে শেখে। সাধারণত ৩ থেকে ৫ মাস বয়সে শিশু ধীরে ধীরে নিজের হাত ব্যবহার করতে শুরু করে এবং সামনে যা পায়, তা ধরার চেষ্টা করে।

এই সময়ে মায়েরা প্রথম টের পান এই পরিবর্তন – যখন ছোট্ট সেই নিষ্পাপ হাতটা আচমকা মায়ের চুল মুঠো করে ধরে টান মারে। টানটা ছোট হলেও ব্যথাটা কিন্তু সত্যি! চোখে জল এসে যেতে পারে, কিন্তু তবুও সেই মুহূর্তটা বিশেষভাবে স্মরণীয়। কারণ সেই টানেই লুকিয়ে থাকে শিশুর বেড়ে ওঠার এক নতুন ধাপের চিহ্ন।

এই প্রথম টানটা হয়তো ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথার মধ্যেই মায়েরা খুঁজে পান এক অভাবনীয় আনন্দ। শিশুর মুখে ছোট্ট এক বিস্ময়ের হাসি, তার নিজের আবিষ্কারের গর্ব – এগুলো মায়ের চোখে আনন্দের অশ্রু এনে দেয়। কারণ তিনিই জানেন, এই টানটা শুধু ব্যথা নয়, বরং এক নতুন সম্পর্কের বাঁধনের টান।

09/07/2025

অচেনা মানুষ দেখলে যদি আপনার বাচ্চা ভয়ে সরে আসে বা লুকিয়ে পড়ে—তবে এটা একেবারেই অবহেলার বিষয় নয়।❌
এই আচরণের পিছনে থাকতে পারে গভীর মানসিক সংকেত 😟🧠



[ child fear of strangers, why kids fear unknown people, parenting advice in Bengali, child psychology, Dr Arpan Saha pediatrician, Ananya Sengupta psychologist, child therapy, parenting videos in Bengali, emotional support for children, child behavior]

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arpan Saha -Pediatrician/Child Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Arpan Saha -Pediatrician/Child Specialist:

Share

Category