21/03/2022
গ্রহ পরিচিতি তৎসহ গ্রহের কারকতা ...........
***************************************
জগৎ মাতা চন্দ্র :-----
চন্দ্র কর্কট রশির অধিপতি।
২৮ দিনে একবার রাশিচক্র পরি ভ্রমন করে।
চন্দ্রের তুঙ্গী ঘর বৃষ রাশির ০ডিগ্রি-০৩ ডিগ্রি।
নীচ ঘর বৃশ্চিক রাশির ০ ডি-০৩ ডি।
মূল ত্রিকোন বৃষ রাশির ০৪ ডিগ্রি-৩০ ডিগ্রি। প্রতিক ঈদের চাদ।
মূল বৈশিষ্ট :----- ভাবাবেগ।
চন্দ্রের নির্দেশক :----- গৃহস্থালী জীবন ও সন্তান লালন পালন।
দেহভাব বিচারে চন্দ্র নিয়ন্ত্রিত অঙ্গ :----- বক্ষ , পাকস্থলি , জীবন দায়ি রসের ভারসাম্য , হজম শক্তি , গ্রন্থিরস , পুরুষের বাম চোখ , নারীর ডান চোখ।
চন্দ্র পৃথিবীর নিকটতম হওয়ায় এবং দ্রুত রাশিচক্র প্রদক্ষীন করে বলে প্রতিটি জন্ম ছকে চন্দ্রেও প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্র স্ত্রী জাতির এবং স্ত্রী লোকের স্বভাব নির্দেশক।চন্দ্র মাতা স্ত্রী ও কন্যানির্দেশ করে। এছাড়াও মানবের মনভাব , সহজাত প্রবৃতি , জোয়ার-ভাটা,চন্দ্র কলা , ধারন ক্ষমতা , দ্বিধা দ্বন্দ , অনুভুতি , অভ্যাশের ধরন , প্রতিফলন নির্দেশ করে।
চন্দ্র পরিবর্তনশীলতা ও দ্বিধাগ্রস্থতার কারক। ব্যাক্তিগত আগ্রহ , চাওয়া-পাওয়া , আকর্ষন
ক্ষমতা , ভূমি ও নারী গর্ভেও উর্বরতা ও বৃদ্ধি নিয়ন্ত্র্রন করে। মানুষের গ্রহন যোগ্যতা , সচেতনতার নির্দেশক চন্দ্র। তরল পদার্থ , পন্যদ্রব্য , নৌ যান , নৌসেনা , পানিয় , খাদ্যদ্রব্য , হাস-মুরগি-মৎস-গরু-ছাগল এর খামার , সেবা , শিশু খাদ্য , শিশু পন্য. সেবা , হোটেল মোটেল , রেষ্টুরেন্ট , ব্যাবসায়ী এবং সাধারন জনগন নির্দেশ করে।
জন্ম ছকের যে গৃহে চন্দ্র অবস্থান করে , সে গৃহ থেকে আমরা জাতক জাতিকার আবেগ-অনুভূতি , মস্তিস্কেও উত্থান পতন , ও তার মন-মানসিকতা সম্পর্কে ধারনা পেয়ে থাকি।
জগৎ পিতা রবি :-----
রবি সিংহ রাশির অধিপতি।
৩৬৫ দিনে একবার রাশিচক্র পরিভ্রমন করে।
রবির তুঙ্গী স্থান মেষ রাশির ০ডিগ্রি- ১০ ডিগ্রি পর্যন্ত।
মূল ত্রিকোন সিংহ রাশির ০ ডিগ্রি- ২০ ডিগ্রি পর্যন্ত।
নীচ স্থান তুলা রাশির ০ ডিগ্রি – ১০ ডিগ্রি পর্যন্ত।
রবি একটি রাশি ৩০ দিনে অতিক্রম করে ।
গ্রহ প্রতিক :----- অসীম ক্ষমতার বৃত্তের মাঝে এক ব্যক্তি। বা যোদ্বার ঢাল।
মূল বৈশিষ্ট :----- অন্তদৃষ্টি ( আত্মা)
দেহভাব বিচারে রবির নিয়ন্ত্রিত অঙ্গ :----- হৃদযন্ত্র , পিঠ , প্লীহা , রক্তসঞ্চালন , শুক্রকীট , পুরুষের ডান চোখ , নারীর বাম চোখ।
রবির মূল ধর্মই হলো তার স্বতন্ত্র্যতা , তার নেতৃত্ব দানের ক্ষমতা ও সাফল্য লাভ। রবি পৌরসত্ব , পিতা , কর্মকর্তা , গৃহকর্তা ও পুরুষ জাতির নির্দেশক।
রবি নিয়ন্ত্রন করে স্বাস্থ্য , আত্মা , জীবনি শক্তি , কর্তৃপক্ষ , কর্তাব্যক্তি , পদমর্যাদা , উপাধি , উচ্চ পদস্ত ব্যাক্তি , সাফল্য , সম্মান , কর্ম উদ্দম , নির্বাচনের দক্ষতা এবং অভিজ্ঞতা।
রবি সুরক্ষা ও জীবনি শক্তির কারক।
জন্ম ছকের রবি স্থিত ঘর থেকে আমরা জাতক- জাতিকার সাফল্য বিচার করি।
মঙ্গল ( দেব সেনাপতি ) :-----
মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ।
তুঙ্গী স্থান মকর রাশির ০ ডিগ্রি- ২৪ ডিগ্রি।
মূল ত্রিকোণ মেষ রাশির ০ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি পর্যন্ত।
নীচ স্থান কর্কট রাশির ০ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি। মঙ্গল একটি রাশি কমবেশী ৪৫ দিনে অতিক্রম করে ।
রশি চক্র পরিভ্রমনে সময় লাগে ১৮ মাস ( কমবেশী )।
গ্রহ প্রতিক :----- যোদ্ধার (রন দেবতার ) ঢাল ও বর্শা।
মঙ্গলের নির্দেশক :----- কাজ কর্ম , আক্রমনের আকাঙ্খা , কর্মক্ষমতা।
মূল মন্ত্র :----- কর্মশক্তি।
দেহ ভাব বিচারে :----- পেশি , জননেন্দ্রিয় , মুখ মণ্ডল , মস্তক , লোহিত কণিকা , নার্ভ , মূত্র গ্রন্থি।
মঙ্গল মানুষের পাশবিক প্রবিৃতির নির্দেশক , আমাদেও আশা আকাঙ্খা , যৌনক্ষমতা আমাদের উচ্চাকাঙ্খা , বলপ্রয়োগ , ক্ষমতা , সাংগঠনিক দক্ষতা , কর্মক্ষমতা , ঝগড়া , বিবাদ , প্রতিযোগিতামুলক প্রবিৃত্তি ও মৃত্যু নির্দেশ করে।
মঙ্গল নিয়ন্ত্রন করে অস্ত্রপাচার , অস্ত্রাঘাত , যুদ্ধাস্ত্র , রনাঙ্গন , দুর্ঘটনা , ক্ষত যন্ত্রনা , কেটে যাওয়া , পুড়েযাওয়া , ঝলসে যাওয়া , উগ্রতা , হিংসা , ধারালো যন্ত্রপাতি , লোহা , তামা।
মঙ্গলের কার্য প্রনালি হঠাৎ , দম্ভপূর্ণ , ধংমকারী। মঙ্গল কাজ করে সাহসিকতার সাথে। সম্পুর্ণ বল প্রয়োগ করে। রাগান্বিত ভাবে , ধংসাত্মক প্রকৃয়ায়।
জন্ম ছকের যে ঘরে মঙ্গল অবস্থান করে আমরা সে ঘর থেকে জাতকের প্রান শক্তির বা কর্ম শক্তির পরিচয় পাই।
বুধ ( বালক গ্রহ ) :-----
বুধ মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ।
তুঙ্গী স্থান কন্যারাশির ০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি ।
মূল ত্রিকোন কন্যার ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি।
নীচ স্থান মীন রাশির ০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি।
বুধ সূর্যকে প্রদক্ষিন করতে সময় নেয় ৮৮ দিন। কিন্তু রাশি চক্র পরিভ্রমনে প্রায় ২১৬ দিনসময় নেয়।
রবি থেকে বুধ কখনোই ২৪ ডিগ্রির বেশী দূরে যেতে পারে না বলেই রাশি চক্র ভ্রমনে মোটামুটি রবির মতই সময় লাগে।
প্রতিক :----- দেবতা হার্মিসের ডানা যুক্ত টুপি।
দেহ ভাব বিচারে :----- বাক যন্ত্র , বাক শক্তি , জিহ্বা , মস্তিস্ক,দৃষ্টি শক্তি , শ্বাস প্রশ্বাস , বাহু ও হাত , সকল হরমোন , স্মায়ুতন্ত্র
বুধের নির্দেশক :----- মেধা ও প্রকাশ।
মূল বৈশিষ্ট :------ যুক্তি বিন্যাস।
বুধ ক্লিব গ্রহ।
বুধ নিয়ন্ত্রন কওে যুক্তি , যোগাযোগ মাধ্যম , মেধা , সচেতনতা , হাতের কৌশল , যুক্তিবাদ , প্রেরন , শব্দ , মতামত এবং বোধগম্য ইন্দ্রিয়াপলব্ধি।
বুধের কার্য প্রনালি দ্রুত,সন্দেহ জনক, পরিবর্তনশিল।
বুধ সংক্ষিপ্ত ভ্রমনের কারক।
ইহা ভাই বোন , বাচ্চা, সহকারী , লেখনী শক্তি , হিসাব নিরিক্ষন , সচিবিক বিদ্যা , প্রতিবেশী ,
চিঠি-পত্র , সকল প্রকার তথ্য আদান-প্রদানের মাধ্যম , কারবার , পন্য ও সেবার লেনদেন , আবেগ প্রবনতা ও কৌশল নির্দেশ করে।
জন্ম ছকের বুধ স্থিত স্থান থেকে আমরা সকল প্রকার যোগাযোগ বুঝতে পারি।
বৃহস্পতি ( দেব গুরু ) :-----
বৃহস্পতি ধনু ও মীন রাশির অধিপতি গ্রহ।
তুঙ্গী স্থান কর্কট রাশির ০ডিগ্রি-৫ ডিগ্রি।
মূল ত্রিকোণ ধনু রাশির ০ ডিগ্রি – ১০ ডিগ্রি। নীচস্থান মকর রাশির ০ ডিগ্রি- ৫ ডিগ্রি।
রাশি চক্র পরিভ্রমনে সময় লাগে ১২ বৎসর।
প্রতীকঃ গ্রীক বর্ণেও দেবতা জিউস এর অদ্যাক্ষর।
দেহ ভাব বিচারে :----- শরীরের রক্তবাহিনালি। যকৃত , উরু , কোমড় , পায়ের পাতা , ডান কর্ণ , কপাল , অগ্নাশয়।
বৃহস্পতি নির্দেশ করে :----- উপকারি , সুরক্ষার প্রচেষ্টা।
বৃহস্পতির মূল বৈশিষ্ট :----- বিস্তার ।
বৃহস্পতি মানব জীবনের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রন করে।
যেমন মানবের বিদ্যাশিক্ষা , ধন উপার্জন , বিবাহ ও সন্তান লাভ। এছাড়াও অবসর সময় , বৃহৎ কারবার , উচ্চ ধ্যান-ধারনা , আশাবাদ, উচ্চতা , জন্ম , ন্যায়পরায়নতা , উন্নতি , প্রশ্রয় দান , উচ্চশিক্ষা , ক্রিড়া , ভাগ্য , দুর ভ্রমন , শিকাড় বা পশু পালন।
বৃহস্পতি হচ্ছে বিচারক , আইন প্রনেতা , ও সাহায্য কারি। বৃহস্পতির কর্ম প্রক্রিয়া সুশৃঙ্খল। বৃহস্পতি স্বাস্থ্য ও বৃদ্ধি নিয়ন্ত্রন করে। জন্ম ছকের বৃহস্পতি স্থিত গৃহ থেকে ভাগ্যউন্নতি ও অবসর সময় বিচার করা হয়।
শুক্র ( প্রেম ও কামের দেবী ) :-----
শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি।
শুক্রের তুঙ্গী স্থান মীন রাশির ০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত।
মূল ত্রিকোণ তুলা রাশির ০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত।
নীচ স্থান কন্যা রাশির ০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত।
একটি রাশি পরিভ্রমণ করতে শুক্রের সময় লাগে ২৮ দিন ।
রাশি চক্র পরিভ্রমনে শুক্রেও সময় লাগে ৩৩৬ দিন প্রায়।
গ্রহ প্রতিক :----- দেবী ভেনাসের আয়না।
শুক্রর নির্দেশক :----- সামাজিকতা , অপরকে মূল্যায়ন।
শুক্রের মূল বৈশিষ্ট ঃ প্রেম-আবেগ।
দেহ ভাব বিচারে :----- কন্ঠনালী , থুতনী , গাল , স্বাদ , কিডনি , জরায়ু , দেহাভ্যন্তরিন প্রজননেন্দ্রিয় , স্পর্শ কাতর অঙ্গ সমূহ।
শুক্র কখোনই রবি থেকে ৪৮ ডিগ্রির বেশী দূরত্বে যেতে পারেনা । তাই রাশি চক্র পরিভ্রমনে ২২৪ দিন লাগলেও প্রায় রবির সাথেই একবার পৃথিবীকে প্রদক্ষিন করে। শুক্র প্রেম ও ভালোবাসার গ্রহ। শুক্রের নিয়ন্ত্রনে শিল্প , সংস্কৃতি , সৌন্দর্য্য জ্ঞাণ , অধিকার , জীবন সঙ্গী , আকর্ষন , সু-স্বাদ , ভাবাবেগ , মিষ্টান্ন ও চিনি , বর্ণ বা রং , সুরেলা
ধ্বণি , কবিতা , চিত্র শিল্প , অলংকার , সঙ্গীত , নাটক , যন্ত্রসঙ্গীত।
শুক্রের কার্য প্রণালী শান্ত এবং সামঞ্জস্য পূর্ণ।
শুক্র নিয়ন্ত্রন কওে আবেগ তাড়িত সম্পর্ক , কেমলতা , নৈতিক চরিত্র , বিবাহিত জীবন , এবং সকল প্রকার ঐক্য। সামাজিকতা , স্বভাব , বিলাসীতা , আনন্দ , এবং উপলব্দি।
শুক্র প্রেম ভালোবাসার কারক তবে যৌনতার কারক নয়। জন্ম ছকের শুক্র স্থিত গৃহ থেকে আমরা জাতকের প্রেম ভালোবাসা আনন্দ নির্ণয় করি।
শনি ( ছায়া ও রবি পুত্র ) :-----
শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ।
শনির তুঙ্গী স্থান তুলা রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি।
মূল ত্রিকোণ কুম্ভ রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি। নীচ স্থান মেষ রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি।
শনি একটি রাশি অতিক্রম করে ৩০ মাস কমবেশী ৯০০ দিন ।
রাশি চক্র পরিভ্রমনে শনির সময় লাগে ৩০ বৎসর।
গ্রহ প্রতিক :----- কালের দেবতা ক্রনাসের কাস্তে।
শনির নির্দেশক :----- নিরাপত্তা ও নির্বঘ্নতার আকাঙ্খা।
শনির মূল বৈশিষ্ট :----- শিক্ষক।
দেহ ভাব বিচারে শনি :----- চামড়া , হাড় , দন্ত , অস্তি বন্ধনী , হাটু, বাম কর্ণ , শ্রবনইন্দ্রিয় ও কান , পিত্ত থলি , দেহের আমিষ।
শনি নিয়ন্ত্রন করে কাঠামো নিয়মানুবর্তিতা ,
দায়-দায়িত্ব , প্রতিষ্ঠান , উচ্চাকাঙ্খা , কর্মের যোগ্যতা , সীমাবদ্ধতা , দুঃখ ও বিলম্ব।
শনি আরো নির্দেশ করে বিজ্ঞানের সুত্র ও তার ব্যাখ্যা , প্রবীন ব্যাক্তি , গভীরতা , ধৈর্য্য , ভয় , ঐতিহ্য , সামাজিকতা , গোড়ামী , এবং সময়ের সদ্বাবহার।
শনি সত্যতা , সংকোচন , কঠিন করন , জ্ঞান , বয়োবৃদ্ধ। শনির কাজ ধীর গতির তবে দীর্ঘস্থায়ী। শনি হলো জন্ম ছকের উল্লেখযোগ্য গ্রহ।
পূর্বে শনিকে চরম ক্ষতিকর গ্রহ হিসেবে ধরা হতো।
ইউরেনাস/ ইন্দ্র বা প্রজাপতি ( অপ্রত্যাশিত ঘটনার কারক ) :-----
ইউরেনাসকে পাশ্চাত্য মতে কুম্ভ রাশির অধিপতি গ্রহ বলা হয়।
ইউরেনাস একটি রাশি অতিক্রম করতে সময় লাগে ৭ বৎসর ।
ইউরেনাস ৮৪ বৎসরে একবার রাশি চক্র পরিভ্রমন করে।তুঙ্গী স্থান বৃশ্চিক রাশি।
নীচ স্থান বৃষ রাশি।
গ্রহ প্রতিক ইংরেজী বড় হাতের এইচ ।
ইউরেনাসের নির্দেশক :----- স্বাধীনতা।
ইউরেনাসের মূল বৈশিষ্ট :----- গণ-জাগরন।
দেহ ভাব বিচাওে :----- নার্ভ সিষ্টেম , দেহের বিদুৎ প্রবাহ , পায়ের গোড়ালী।
ইউরেনাস নিয়ন্ত্রন করে আবিস্কার , নতুনত্ব , বিজ্ঞানম বিদ্যুৎ প্রবাহ , যাদুবিদ্যা , ভার্চুয়াল বিষয় , বৈদ্যুতিক বাতি , জ্যোতিষ শাস্ত্র , মনোবিজ্ঞান , রঞ্জন রশ্মি , বিমান , প্রাকৃতিক নিয়ম , ভবিষ্যৎ , মানবতা , বুদ্ধিমত্মা অদ্ভুত , সংস্কার মুক্ত , অহংবোধ এবং অবাস্তব বিষয়।
সৃজনশীল আকাঙ্খা , হঠাৎ পরিবর্তন , বিপ্লব , অভ্যূত্থান এবং স্বৈরাচারী আচরন। মৌলিকত্ব , উদ্ভাবনি দক্ষতা , রাষ্ট্রদ্রোহ এবং স্বায়ত্ব শাষন নির্দেশ করে।
ইউরেনাসের কার্য প্রণালী হঠাৎ , অনভিপ্রেত , এবং কখোনো কখনো ধংসাত্মক। ইউরেনাস প্রথা ভাঙ্গতে আগ্রহী।
এটি ক্লিব এবং ইন্দ্রিয়াশক্তি হীন।
ইউরেনাস অতিন্দ্রিয় বিষয়েও আলোক পাত করে। বর্তমানে ইউরেনাসকে প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমি-কম্প , অগ্নৎুপাত , সুনামীর কারক বলা হয়।
নেপচুন/বরুণ ( রহস্যময় ও জলজ বিষয় ) :-----
পাশ্চাত্য মতে নেপচুনকে মীন রাশির অধিপতি গ্রহ বলা হয়। একটি রাশি অতিক্রম করতে সময় লাগে ১৪ বৎসর ।
১৬৮ বৎসরে একবার রাশচক্র পরিভ্রমন করে।
গ্রহ প্রতীক :----- গ্রীক মিথলজির জল দেবতা পোসাইডনের রাজ দন্ড।
প্রাচ্য জ্যোতিষে নেপচুনকে জলদেবতা বরুন বলা হয়।
নির্দেশক :----- আধ্মাত্মীকতা ও বাস্তবকে এড়িয়ে যাওয়া।
বৈশিষ্ট :----- অনুভূতি লব্দ জ্ঞান।
দেহ ভাব বিচারে :---- মেরু দন্ডের হাড় , নার্ভ কোষ , পা এর পাতা , মস্তিস্কের গ্রন্থি , টেলি পেথিক বিষয় , রক্তের কণিকা।
নেপচুন সমূদ্র সংক্রান্ত বিষয়,তরল , শাস্ত্রীয় সঙ্গীত , চলচিত্র , মঞ্চ , টেলিভিশন , মোহনীয় বিষয় , স্বপ্নতত্ত , মায়াজাল ঐন্দ্রজালিক বিষয় , যাদু , প্রবঞ্চনা , আধ্যাত্মীক বিষয় , আদিভৌতিক বা কাল্পনিক বিষয় , এবং সে সব বিষয় যা আমরা বিনা প্রশ্নে মেনে নেই তা নির্দেশ করে। এছারাও কুয়াশা , পেট্রলিয়াম , রহস্যময় বিষয় , তোষামদ , সৌরভ , দিব্যদৃষ্টি , কাব্যপ্রেম , নৃত্যকলা , মাদক দ্রব্য , মাদকাসাক্ত , কোমল পানিয় , মদ , জুয়া , বিশাদ , নিশাচর , সমাধি ক্ষেত্র , সম্মোহোন বিদ্যা , অশরীরী ও অস্বাভাবিক বিষয় নির্দেশ করে।
নেপচুনের কার্য প্রনালী অতিসূক্ষ্ম , ক্রমান্বয়ে ছলনাময় ও কুচক্রীময়।
প্লুটো/যম বা রুদ্র ( ভূগর্ভস্ত বিষয় ) :-----
প্লুটোকে পাশ্চাত্য জ্যোতিষে বৃশ্চিক রাশির অধিপতি ধরা হয়।
সমগ্র রাশি চক্র পরিভ্রমনে প্লুটোর সময় লাগে ২৫২ বৎসর।
একটি রাশি অতিক্রম করতে সময় লাগে ২১ বৎসর ।
আবিস্কার হবার পরে প্লুটো এখোনো রাশি চক্র পুরোপুরি ঘুওে আসেনি বলে এখোনো এর তুঙ্গী ও নীচ স্থান নির্ধারন করা হয়নি।
গ্রীক মাইথোলজির পাতালের দেবতা প্লুটোর নামানুসারে এর নাম প্লুটো রাখা হয়েছে।
প্রাচ্য জ্যোতিষে প্লুটোকে রুদ্র নামে নামকরন করা হয়েছে।
প্লুটো নির্দেশ করে :----- নিশ্চিহ্ন করা , ধংস করা , ভয়ানক ক্ষতি দুঃখ-দূর্দশা , লুকিয়ে থাকা , গোপন রাখা , হঠাৎ উত্তেজিত হওয়া , অস্থিরতা , দাম্ভিকতা,কতৃত্বপ্রিয়তা, মিলিত হওয়া।
প্লুটোর মূল বৈশিষ্ট :----- রুপান্তর ।
প্লটো নিয়ন্ত্রন করে গোপনিয় বিষয় যা দেখা যায় না। প্লুটো আরো নির্দেশ করে জড় পদার্থ , ধংস , বিনাশ , পারমানবিক শক্তি , অপরাধ ও অপরাধ জগৎ।
এটি আতঙ্ক , সংস্কার , ধীর বৃদ্ধি , রুপান্তর প্রক্রিয়া , শুরু ও শেষ , জন্ম ও মৃত্যু , বিচ্ছিন্ন করন , বল প্রয়োগ , অদৃশ্য বিষয় , অপহরন , বেনামী বস্তু , ব্যাকটেরিয়া ভাইরাস , উৎপত্তি , পালন , লয়। অনাবিস্কৃত বিষয় , ভূ-আভ্যন্তরিন সম্পদ।
প্লুটোর কার্য প্রনালী ধীর গতির , অত্যন্ত গোপনিয় এবং অপরিহার্য।
রাহু ( কামসূচক ) :-----
পাশ্চাত্য জ্যোতিষীগন রাহু ও কেতুকে গ্রহ বলে স্বীকার করে না। তারা রাহু ও কেতুকে মঙ্গলের মাথা ও লেজ বলে থাকে।
তাদেও ভাষায় রাহু ও কেতু হলো উপগ্রহ। মহাকাশেও রাহু এবং কেতু নামে কোনো দৃশ্যমান গ্রহ নেই। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে কক্ষপথ রয়েছে এবং পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের যে কক্ষপথ রয়েছে , এই দুই কক্ষপথের যে ছেদ বিন্দু রয়েছে তার উপরের অংশকে রাহু ও নিচের অংশকে কেতু বলে।
ভারতিয় পুরাণ অনুসারে সমুদ্র মন্থন কওে অমৃত উত্তলনের পর অমরত্ব লাভের উদ্দেশ্যে দেবতারা যখন অমৃত পান করছিলেন তখন অসুর স্বর্ভানুর ছদ্ববেশে দেবতাদের সাথে অমৃত পান কওে ফেলে এমন সময় চন্দ্রদেব ও সূর্য দেব স্বর্ভানুর কে চিনতে পারে এবং বিষ্ণুকে বলে দেয় , বিষ্ণু তখন তার চক্রবাণ দ্বারা অসুর স্বর্ভানুরকে শিরচ্ছেদ করে । যেহেতু স্বর্ভানুর অমৃত পান করে ফেলেছিল তাই তার খন্ডিত দেহের উপরের অংশ এবং নিচের অংশ অমরত্ব প্রাপ্ত হয়। উপরের মস্তকের অংশই রাহু। রাহু দুরাকাঙ্খা ও অদম্য লোভের প্রতিক। মহর্ষি পরাশর , বেদব্যস , জৈমিনী প্রভৃতি ঋষিগন রাহু ও কেতুকে গ্রহ হিসেবে ধরেছেন।
আর্য ঋষিগন কন্যা রাশিকে রাহুর স্বক্ষেত্র এবং কুম্ভ রাশিকে কেতুর স্বক্ষেত্র হিসেবে বিচার করেছেন।
মহর্ষি পরাশর বৃষ রাশিকে রাহুর তুঙ্গী স্থান হিসেবে বিচার করেছেন , অন্যান্য ঋষিগন মিথুন রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি স্থানকে রাহুর তুঙ্গী স্থান ও ধনু রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি স্থানকে নীচ স্থান ধরেছেন।
রাহুর মূল ত্রিকোণ শনির ন্যায় কুম্ভ রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি পর্যন্ত।
প্রাচ্য জ্যোতিষে এই জন্যই হয়তো রাহু শনির অনুরুপ ফল দেয় বলে মনে করা হয়।
রাহু সর্বদা বক্র পথে চলে।
এক রাশি অতিক্রম করতে সময় নেয় প্রায় ১৮ মাস।
রাশিচক্র অতিক্রম করে ১৮ বৎসরে।
কেতু সর্বদাই রাহুকে অনুসরন করে এবং রাহু থেকে ১৮০ ডিগ্রি বিপরিতে অবস্থান করে।
বৃষরাশি থেকে কন্যা রাশি পর্যন্ত রাহু শুভ ফল প্রদান করে।
রাহুর কারকতা :----- ইন্দ্রিয়াশক্তি , কামনা-বাসনা , প্রেম-প্রীতির ভেতরেও উদ্যমতার ভাব।
রাহু চন্ডাল। ভাষার চন্ডতা ও অমার্জিত আচরন তার কাম্য। রাহু নিদ্রা প্রিয়তা , বিদেশ যাত্রা , দৈহিক অবসাদ , মানসিক উত্তেজনা প্রভৃতি নির্দেশ করে।
রাহুর বৈশিষ্ট :----- ক্ষুধা , অদমনিয় আকাঙ্খা , অতৃপ্ততা , অধপতনের কারন , প্রবাস বাস।
দেহ ভাব বিচারে :----- ওষ্ঠ , দন্ত , ত্বক , মৃত শিড়া উপশিড়া।
রাহু নির্দেশ করে ভোগের আকাঙ্খা , রিপুর অধিনতা , ভোগ জনিত সুখ-দুঃখ , অতৃপ্ত বাসনা , আত্মসাৎ করার ইচ্ছা , স্বার্থপরতা , আত্মসর্বস্বতা , দানে কুন্ঠাবোধ , নির্লজ্জতা , স্থুলতা , অশ্লীলতা , কদর্যতা , নৃশংসতা , পৌত্তলিকতা , জড়বাদ , অশুচি , পৈশাচিকতা। হঠাৎ অপ্রত্যাশিত উপায়ে ধন প্রাপ্তি।
কেতু ( মোক্ষ কারক ) :-----
কেতুকে বলা হয় সর্প।
অসুর স্বর্ভানুর শরীরের নীচের অংশ কেতু নামে পরিচিত।
কেতু অসুর , নীচ জাতি , চর্ম রোগ , চক্ষুপীড়া , অন্ধত্য , নির্জীবতা , ক্ষুধা জনিত কষ্ট , রহস্যময় ঘটনা , রহস্যময় বিষয় , মোক্ষ প্রাপ্তি নির্দেশ করে। মহর্ষি পরাশরের মতে কেতুর তুঙ্গীস্থান বৃশ্চিক রাশি, নীচ স্থান বৃষ রাশি ।
অন্যান্য ঋষিদের মতে ধনু রাশি কেতুর তুঙ্গী স্থান ও মিথুন নীচস্থান।
কেতুর মূল ত্রিকোণ স্থান সিংহ রাশির ০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি পর্যন্ত।
কেতু রাহুর নেয় সর্বদা বক্র গামী , ও ১৮ বৎসরে একবার রাশিচক্র পরিভ্রমন করে। কেতু একটি রাশি অতিক্রম করতে সময় লাগে ১৮ মাস ।
প্রচ্য জ্যোতিষে বলা হয় কেতু মঙ্গলের ফল প্রদান করে।
কেতুর কারকতা :------ ত্যাগ , তিতিক্ষা , তপস্যা , ব্রম্ম জ্ঞান , দর্শণ ও গণিত বিদ্যা , ( মহর্ষি জৈমিনি কেতুকে গণিতজ্ঞ বলেছেন।) ধৈর্য্য , অকৃতজ্ঞতা , হৃদয়হিনতা , বিশ্বাসঘাতকতা , গুন্ডা , নৃশংস , হত্যাকারি , ঐন্দ্রজাল চর্চাকারী।
দেহভাব বিচারে কেতু :----- মেরুদন্ড , উদর , অধর , কেশ , মোহাচ্ছন্য অবস্থা , জড়তা , আলস্য ,
অবসাদ , অনুভুতির অভাব , অহংকার ,আত্মজ্ঞান , নির্বুদ্ধিতা , অন্তর্নিহিত জ্ঞাষ , সমাধি , গুপ্ত বিষয় , রহস্যময় জীবাণুর বিস্তার।
গ্রহের দীপ্তাংশ ও দৃষ্টি সারনী :------
ক্রম গ্রহ সামনে ও পেছনে ডিগ্রি করে মোট ডিগ্রি দৃষ্টি (প্রাচ্য) ঘরে রাশিতে স্থিতি কাল বক্র কাল :----
১) রবি ,, ৭ ডিগ্রি ৩০ মিনিট /১৫ ডিগ্রি / ৭ মে / ৩০ দিন / বক্রী হয় না ।
২) চন্দ্র ,, ৬ ডিগ্রি / ১২ ডিগ্রি / ৭ মে / ২দিন ৬ঘন্টা / বিক্রী হয় না । ,
৩) মঙ্গল ,, ৪ ডিগ্রি / ৮ ডিগ্রি / ৪র্থে,৭মে,৮মে / ৪৫ দিন / ৭৬ দিন ।
৪) বুধ ,, ৩ ডিগ্রি ৩০ মিনিট /৭ ডিগ্রি / ৭মে / ১৮ দিন / ২১ দিন ।
৫) বৃহস্পতি ,, ৪ ডিগ্রি ৩০ মিনিট / ৯ ডিগ্রি / ৫মে,৭মে,৯মে / ১ বৎসর /১০০ দিন ।
৬) শুক্র ,, ৩ ডিগ্রি ৩০ মিনিট /৭ ডিগ্রি / ৭মে / ২৮ দিন / ১২ দিন ।
৭) শনি ,, ৪ ডিগ্রি ৩০ মিনিট / ৯ ডিগ্রি / ৩ য়,
৭ মে, ১০মে /৩০ মাস /১৮৪ দিন ।
৮) রাহু ,, নাই / ৫মে, ৭মে, ৯মে ও ১২শে /১৮ মাস / সব সময় বক্রী ।
৯) কেতু ----- রাহুর ন্যায় । তবে কেতু অন্ধ কোনো দৃষ্টি নাই ।
১০) ইউরেনাস ,, ,, ,, ২য় ও ১১শে / ৭ বৎসর /১৫২+
১১) নেপচুন ,, ,, ,, ৫ মে, ৭মে, ১২শে / ১৪ বৎসর / ১৬০+
১২) প্লুটো ,, ,, ,, ৩য় ও ৬ষ্ঠে / ২১ বৎসর / ১৬২+