30/11/2022
- - - - - -জয় মা চন্ডী - - - - - - - - - - - -
এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচন্ডী, চন্ডী এলো...
অসুর সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে
ধ্বংস করিতে সব বন্ধন বন্দী,
শ্রীচন্ডী, চন্ডী এলোরে এলো ঐ॥
দনুজদলনী চামুন্ডা এলো ঐ প্রলয় অগ্নি জ্বালি।
নাচিছে তাথৈ তাথৈ তাতা থৈ থৈ
দুৰ্বলে বলে মা মাভৈঃ মাভৈঃ
মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দী,
শ্রীচন্ডী, চন্ডী, এলো রে এলো ঐ
রক্ত-রঞ্জিত অগ্নি শিখায়...
করালী কোন্ রসনা দেখা যায়।
পাতাল তলের যত মাতাল দানব
পৃথিবীতে এসেছিল হইয়া মানব
তাদের দন্ড দিতে আসিয়াছে চন্ডীকা
সাজিয়া চন্ডী, শ্রীচন্ডী, চন্ডী এলো রে। এলো রে।
এলরে।
যা চন্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী
যা ধূম্রেক্ষণচন্ডমুন্ডমথনী যা রক্তবীজাশনী |
শক্তিশুম্ভনিশুম্ভদৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা
সা দেবী নবকোটীমূর্তিসহিতা মাং পাতু বিশ্বেশ্বরী | মা সবাইকে আশির্বাদ করো। ভালরাখো।
জয় মা চন্ডী। আহ্বায়ক - -পণ্ডিত অচিন্ত্য ভট্টাচার্য্য গুপ্তপ্রেশ পজ্ঞিকার প্রধানরাজগণক ওপৌরহিত্য পরিষদের প্রধান। আসুন আমরা সবাই মিলে মায়ের পায়ে পুষ্পাজ্ঞলিদি।
২৩০ তম বর্ষের বড়িশা সর্বজনীন শ্রীশ্রী চণ্ডী পুজো ও মেলা। উদ্বোধন ৩০ শে নভেম্বর ২০২২।নিরঞ্জন হবে ৯ ই ডিসম্বর ২০২২।
১/১২/২০২২ - মহাঅষ্টমী
২/১২/২০২২ - মহানবমী
৩/১২/২০২২ - দশমী
মেলা চলবে ৩০ শে নভেম্বর ২০২২ থেকে ৯ ই ডিসম্বর ২০২২।
জয় শ্রী শ্রী চন্ডী
জয় ভবানী