আপনার বাচ্চার স্বাভাবিক বিকাশে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?
- হাঁটা চলা
- স্মৃতি
- কমিউনিকেশন
-আত্মরক্ষা সংক্রান্ত সচেতনতা
- আবেগ নিয়ন্ত্রণ
- নির্দেশ অনুসরণ করা
- মনোযোগ অথবা একাগ্রতা
- লেখার সময় পেন বা পেন্সিল ধরতে পারা
- নতুন কিছু শেখা ( খেলনা নিয়ে নতুন কিছু খেলা, পড়তে শেখা ইত্যাদি)
- নিজের কাজ নিজে করতে পারা ( টয়লেট করা, নিজের হাতে খাওয়া, স্নান করা, জামাকাপড় খোলা পড়া ইত্যাদি)
- সামাজিক কা
র্যকলাপ ( সমবয়সীদের সাথে খেলা, নিজের টার্ন আসা পর্যন্ত অপেক্ষা, অন্যের সাথে নিজের জিনিস ভাগ করে নেয়া ইত্যাদি )
- সেনসরি এবং ব্যবহারের অস্বাভাবিকতা ( ক্রমাগত লাফিয়ে যাওয়া, ছুটে বেড়ানো, সব জিনিস ছুঁয়ে দেখা অথবা ছুড়ে ফেলে দেওয়া, আবার কোনো জিনিস ধরতে বা ছুঁতে না চাওয়া, কোনো মুভমেন্টে ভয় পাওয়া, নিজের জগতে হারিয়ে থাকা ইত্যাদি )
আমাদের সার্ভিস :-
1 অকুপেশনাল থেরাপি
2 সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি
3 বিহেভিওরাল থেরাপি
4 অ্যাক্টিভিটি ইন ডেইলি লাইফ ট্রেনিং (টয়লেটিং, ড্রেসিং, ফিডিং)
5 ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস
6 ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন ট্রেনিং
7 ওয়াকিং ট্রেনিং
8 হ্যান্ড রাইটিং ট্রেনিং
সক্রিয় ও আনন্দময় ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমেই বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। যদিও বাচ্চার কোনও অর্থপুর্ণ ক্রিয়াকলাপ বা খেলায় স্বতঃস্ফূর্ত ভাবে মজা করে অংশগ্রহণ করানোই আমাদের থেরাপিস্টের প্রথম লক্ষ্য। সাধারণত একজন দক্ষ ও অভিজ্ঞ থেরাপিস্ট শিশু নির্দেশিত খেলার মধ্যেই প্রমাণ ভিত্তিক চিকিৎসা দেবার চেষ্টা করে থাকেন আমাদের ক্লিনিকে ।
ফ্ল্যাট নম্বর : জি-বি, তিরুপতি অ্যাপার্টমেন্ট, ১৩ কবি নবীন সেন রোড, কাজীপাড়া (কোঅপারেটিভ গলি), নাগেরবাজার, দমদম, কলকাতা
বিষদে জানতে আমাদের কল বা হোয়টসঅ্যাপ করুন : ৮০১৩৪৩৬২৮৩ / ৭২৭৮৩৯৭৯৫৫