08/10/2025
কাশি নিয়ে আর Confusion রাখবেন না!
1.Cough Syrup ::খুব ছোট্ট শিশুদের সর্দি কমানোর জন্য (cough Suppresant group medicine )মুখে খাওয়া ওষুধ একদম Safe না।
2.যেখানে বার বার শিশুদের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট হয়, সেখানে Inhaler বা Nebulization Use করতে পারেন।।✅
3.Cough Syrup এর ক্ষেত্রে proper dose / Frequency maintain করা খুব দরকার।✅
4. Cough Syrup preparation দেখে শিশুকে দিবেন। অল্প একটু-আধটু কাশি হলেই, তা বন্ধ করার জন্যে Medicine দেওয়ার দরকার নেই।
5. শিশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ওষুধ দেবেন, যা শিশুর বয়স, কাশির ধরন , বা শিশুর অন্য কোনও সমস্যার উপর নির্ভর করে।,✅
6. কাশির সিরাপ অনেক ধরণের: কোনটা অ্যালার্জিক কাশির ওষুধ, কোনোটা শুকনো কাশির বা কোনোটা ঘড়ঘড় কাশির সিরাপ,
7. স্যালাইন নাকের ড্রপ খুবই গুরুত্বপূর্ণ কাশির ওষুধ
আপনার শিশু চিকিৎসকের পরামর্শ আপনার জন্য উপযুক্ত এবং সর্বত্তম হবে।।🙏
কাশি বন্ধ করার কথা ভাববেন না। অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকে সারে। তাড়াতাড়ি সারানোর জন্য ম্যাজিক ড্রাগ বাচ্চাদের জন্য নিরাপদ নয়।
কাশি আমাদের প্রাণ বাঁচায় ✅(COUGH IS A PROTECTIVE REFLEX)