14/06/2025
অনেক বয়স্ক মানুষ যাঁদের প্রেসার কমানোর ওষুধ প্রেসক্রাইব করা হয়ে থাকে কিছুদিন বা কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার পর বন্ধ করে দেন। জিজ্ঞেস করলে বলেন, প্রেসার নরমাল হয়ে গিয়েছিল,শারীরিক কোনো অসুবিধে বুঝিনি তাই বন্ধ করে দিয়েছি। বয়স্ক মানুষদের সাধারণত এসেন্সিয়াল হাইপার্টেনশন হয়, কারণ হিসেবে রক্তবাহর দেয়ালের elasticity কমে যায় বা স্টিফনেস বেড়ে যায় যার আবার অনেক কারণ আছে, আমি ডিটেলে যাচ্ছি না। যেটা বলতে চাই উনাদের প্রেসার নরমাল হয়ে গেলেও এবং শারীরিক অসুবিধে না হলেও প্রেসারের ওষুধ খেয়ে যেতে হবে। প্রেসার বেশি থাকলে সাধারণত কোনো অসুবিধে বোঝা যায় না যদি না মালিগন্যান্ট হাইপার্টেনশন হয় বা তার আশে পাশে প্রেসারের মাত্রা চলে যায়। কিন্তু দীর্ঘদিন যদি প্রেসার বেশি থাকে তাহলে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অর্গান যেমন হার্ট, কিডনি, চোখ, ব্রেন, ধমণীর দেওয়াল ইত্যাদি খারাপ হতে শুরু করে। সেক্ষেত্রে অনেকেই এই সমস্ত অর্গান খারাপ হলে যে উপসর্গ হয় সেগুলি নিয়ে ডাক্তারবাবুদের কাছে যান। তখন investigate করে জানা যায় আসল কারণ ছিলো বহুদিন ধরে থাকা উচ্চ রক্তচাপ। তাই এসেন্সিয়াল হাইপার্টেশন এ যারা ভুগছেন রোজ প্রেসারের ওষুধ খাবেন। ওষুধ শুরু করার পর যদি কোনো রকম পার্শ প্রতিক্রিয়া হয় ডাক্তারবাবু কে জানান ,উনি আপনার ওষুধের মাত্রা অথবা ওষুধের প্রকার পরিবর্তন করে দেবেন।