DrKousick Mati MD homoeopathy

DrKousick Mati  MD homoeopathy Advance Homoeopathic treatment and modern research on homoeopathy. Consultant Homoeopathy

আমার ক্লিনিক উন্নত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং রোগীর ভালো যত্নের জন্য Ai ক্লিনিকে আপগ্রেড হয়েছে।
14/06/2024

আমার ক্লিনিক উন্নত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং রোগীর ভালো যত্নের জন্য Ai ক্লিনিকে আপগ্রেড হয়েছে।

মেয়েদের ওভারিয়ান চকলেট সিস্ট ও  হোমিওপ্যাথি তে ভাল হয় ।উনি যখন প্রথম আগস্ট ২০২৩-এ এসেছিলেন , পিরিয়ডের  problem এর জন...
31/03/2024

মেয়েদের ওভারিয়ান চকলেট সিস্ট ও হোমিওপ্যাথি তে ভাল হয় ।
উনি যখন প্রথম আগস্ট ২০২৩-এ এসেছিলেন , পিরিয়ডের problem এর জন্য , পিরিয়ড ইরেগুলার হত এবং যন্ত্রণা হত । তখন আমি পলিসিসটিক ওভারি provisional ডায়াগনসিস করি,এবং ইউ এস জি করতে দেই, দেখি চকলেট সিস্ট ধরা পড়েছে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করি। প্রথম মাসেই ওনার পিরিয়ড normal হয়ে গেল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে । তারপর কয়েকদিন মেডিসিন চলার পর রিসেন্ট আমি ওনাকে টেস্ট করাই, অর্থাৎ ২৪ ৩ ২০২৪ এ , উনি একই ল্যাবরেটরি থেকে টেস্ট টি রিপিট করেন। দেখা যায়,শুধুমাত্র ফলিকলস রয়েছে। চকলেট সিস্ট আর নেই। হোমিওপ্যাথিতেও কিন্তু বিনা অপারেশনে অনেক কিছু পসিবল। আমার পেশেন্টদের কে আমি ধন্যবাদ জানাই,আমার উপর তাদের অগাধ বিশ্বাস রাখার জন্য, এই বিশ্বাসেই হয়তো, সমস্ত পেশেন্ট,ও তাদের পরিবারের সকল সদস্যদের কে ,এবং তাদের বন্ধু বান্ধব দেরকেউ ট্রিটমেন্টের জন্য নিয়ে আসেন । ঈশ্বরের কাছে আমার এটিই প্রার্থনা এই বিশ্বাসের যেন মর্যাদা রাখতে পারি,আরো ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেন তাদেরকে প্রভাইড করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট ও যেন করতে পারি।

Ovarian chocolate cyst in women cured by homeopathy, without operation.

When she first came in August 2023, for period problem, periods were irregular and painful. Then I made a provisional diagnosis of polycystic o***y, and suggested for USG, I saw that chocolate cyst was diagnosed. Homeopathic treatment was started according to diagnosis. Her period became normal in the first month with homeopathic medicines.
Then after a few days of treatment, I recently tested him, that is, on 24 3 2024, she repeated the test from the same laboratory. It can be seen that there are only follicles, no more chocolate cysts.

Many things are possible in homeopathy but without surgery.

I thank my patients, for their immense faith, because of this belief, all the patients bring their family members and friends for treatment. This is my prayer to God to honor this faith and provide them with better homeopathic treatment. and in some cases of emergency patients management.

23/03/2024

আজকের যে case আপনাদের সাথে শেয়ার করতে চলেছি,সেটি অত্যন্ত ক্রিটিক্যাল একটি কেস। নেক ফিমারফ্যাকচার ওনার বয়সটা শুনলে আরো অবাক হবেন, পেশেন্ট আশি বছর বয়স্ক একজন মহিলা। বলা বাহুল্য উনি অন্য একজন অর্থোপেডিক ডাক্তার আন্ডারে ট্রিটমেন্টে ছিলেন। উনি বলেছিলেন এটা হবার চান্সেস খুবই কম বা হলেও অনেক দেরি লাগবে। বা hip রিপ্লেসমেন্টও করতে হতে পারে। কিন্তু বয়সের কথায় মাথায় রেখে সেটি করা সম্ভব নয় এক্ষুনি।
পেশেন্টকে আমি কখনোই চোখে দেখিনি বা টাচ করেও দেখিনি। একদিন আমি চাপাডাঙ্গা চেম্বার করছি, উনার নাতি এসে ফার্মেসিতে জিজ্ঞাসা করেন,যে আমার ঠাকুমার কোমর ভেঙে গেছে,বিছানা থেকে একেবারে উঠতে পারছেন না। অর্থপেডিকের আন্ডারে আছেন। কিন্তু যন্ত্রণা ওনার কাছে কমছে না একদমই। তখন ফার্মেসি থেকে আমার কাছে রেফার করা হয় আমি ওর থেকে case পুরো শোনার পর মেডিসিন পেসক্রাইব করি,অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনস । এক সপ্তাহ পরে উনি আমার কাছে আসেন উনার নাতি এবং বলেন যন্ত্রনা অনেক কমে গেছে। তারপরে একমাস মেডিসিন কন্টিনিউ চলে। বলা বাহুল্য আমার প্রেসক্রিপশন কন্টিনিউ চলে। অবশ্যই homeopathy medicines. আবার রিপিট এক্সরে করে,তা রিপোর্টটি আমি অ্যাটাচ করে দিয়েছি ভিডিওর সাথে। এবং পেশেন্টের নাতি আপ্লুত হয়ে আমাকে একটা রিভিউ দিয়ে যায়। আর এটাও বলেন। ওই অর্থপেডিক ডাক্তারের কাছে ওই রিপোর্টটা নিয়েও জান উনারা, দেখে অর্থোপেডিক ডক্টর স্টান্ট হয়ে যান। উনি বলেন কিভাবে এটা সম্ভব? তারপরে উনি বলেন এবার আস্তে আস্তে হাঁটান তাহলে।
আরো impossible medical case আমি দিতে থাকবো। homeopathy ও অনেক ভালোভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারে তার প্রমাণ স্বরূপ। এবং অনেকাংশে সার্জারি কেউ যে এভয়েড করা যায় হোমিওপ্যাথিতে তার প্রমাণ স্বরূপ। ধন্যবাদ ঈশ্বর





17/03/2024

আজকে যে case নিয়ে আলোচনা করছি। asthma র একটি পেশেন্ট। যে নিয়মিত শ্বাসকষ্টে ভুগতেন এবং ইনহেলের বা নেবুলাইজেশন করতে হতো রেগুলারলি। বলাবাহুল্য উনি একজন down's syndrome সিনড্রোমের পেশেন্ট। tertiary care সরকারি হসপিটালে চিকিৎসারত ছিলেন আমার কাছে আসার আগে। এখন ও প্রায় সুস্থ। আমার কাছে আসার পর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এ। এবার দেখে নিন এই ভিডিওটি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আরো ক্রিটিকাল পেশেন্ট কে যেন আমি সুস্থ করতে পারি। আমার সাথে আপনারা নিয়মিত থাকুন। আমি কিছু কিছু ক্রিটিক্যাল case s আমি এই ধরনের আপলোড করব। যারা খুবই ভালো হোমিওপ্যাথিতে সাড়া দিয়েছেন। পেশেন্ট রিলেটিভসের proper consent নিয়েই এই ভিডিওটি পোস্ট করলাম। আরো বহু case আছে যা হোমিওপ্যাথিতে ঠিক হচ্ছে। এগুলি আস্তে আস্তে পোস্ট করব।


18/01/2024

আজকেই যে case টি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটি একজন কিডনি ফেলিওর পেশেন্টের case। উনি একজন ৬২ বছর বয়স্কা মহিলা উনি কলকাতার একটি টারসিয়ারিকের হসপিটালে নেফ্রলজিস্ট এর আন্ডারে টিটমেন্টরত।

উনার মেয়ে আমার কাছে ট্রিটমেন্ট করেন। উনারাও অনেক। বড় বড় হসপিটালে ডাক্তার দেখাতেন। আমার কাছে আসার আগেই উনারা চেন্নাইতেও গেছিলেন। কিন্তু সেখানে সেরকম রিলিফ না পাওয়ায়। আমার কাছে আসেন। এখানে ট্রিটমেন্ট করিয়ে। উনি প্রায় সুস্থ ওনার কথা অনুযায়ী। তারপর থেকে উনার। যেখানে যত আত্মীয় আছে আমার কাছেই ট্রিটমেন্ট করাতে নিয়ে আসেন। সে উলুবেরিয়া হোক বা বাগনান হোক বা আমতা হোক বা কলকাতা হোক।
উনার আমি পরে আপলোড করব।

এবার আসি মেইন টপিকে অর্থাৎ উনার মায়ের কিডনি ফেলিওরের কেসে, যখন এসেছিলেন উনি। উনার হিমোগ্লোবিন লেভেল আট এর অনেক নিচে। এবং দুর্বলতা ভাব প্রচন্ড ছিল। মাথা ঘোড়াও কিন্তু তার সাথে ছিল। বলাবাহুল্য সেই সময় উনি শুধুমাত্র ওই হসপিটাল এর নেফ্রলজিস্ট এর ওষুধই নিতেন ,হিমোগ্লোবিনের অবস্থা দেখে,ওই ডাক্তারবাবু উনাকে সপ্তাহে দুটি করে erythropoietin injection

নেবার পরামর্শ দেন । কিন্তু উনি সেটা নেননি। উনি বলেন যাই হয়ে যাক আমি কোন ইনজেকশন নিতে চাইছি না বাবা। বলাবাহুল ওই নেফ্রলজিস্ট কিন্তু ওনাদের প্রটোকলোয়াইজ ঠিকই ম্যানেজমেন্ট করছিলেন। এই নয় যে উনি উনার ট্রিটমেন্ট কোন রকম খারাপ পেয়েছেন বলে এসেছেন।
তখন আমি বলি উনার মেডিসিন যে রকম চলছে ঠিক সেরকমই নেবেন শুধু ইনজেকশনটা আপনি নিতে চাইছেন না ওই জায়গাতে আমি ট্রিটমেন্ট টা শুরু করব। আমি ট্রিটমেন্ট শুরুও করে দিলাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর অ্যানিমিয়া due to CKD । লাস্ট সপ্তাহে হিমোগ্লোবিনে রিপোর্ট করিয়ে নিয়ে আবার আসেন আমার কাছে দেখি উনার হিমোগ্লোবিন লেভেল ১০.২ হয়ে গেছে।
উনার বিশ্বাস আমার উপর এতটাই বেড়ে গেছে উনি হয়ে বলেই ফেললেন আমি তোমার ট্রিটমেন্ট ছাড়া আর কোন ট্রিটমেন্ট করতে চাই না। তখন আমি ওনাকে বোঝালাম। আমি আপনার ট্রিটমেন্ট ছেড়ে দিচ্ছি না। আমার ট্রিটমেন্ট যে রকম চলছে চলুক আপনি ওনাদেরকেও যেরকম ভিজিট করছেন করবেন এবং আমার প্রেসক্রিপশনটিও দেখাবেন।
আমার প্রতি ওনার যে এতটা বিশ্বাস তৈরি হয়েছে এটির জন্য আমি আপ্লুত, ঈশ্বর আশীর্বাদ এবং আপনাদের মত পেশেন্টের বিশ্বাসী আমার এগিয়ে যাবার পথের পাথেয় করে রাখবো।

আজকে Case লো প্লেটলেট কাউন্টের। কয়েকদিন আগেও আমি platelets কাউন্টের আরো একটি   Case বিবরণ দিয়েছিলাম। ডেঙ্গু রিলেটেড, ক...
18/12/2023

আজকে Case লো প্লেটলেট কাউন্টের। কয়েকদিন আগেও আমি platelets কাউন্টের আরো একটি Case বিবরণ দিয়েছিলাম। ডেঙ্গু রিলেটেড, কিন্তু আজকের Case একজন কিডনির পেশেন্টের। উনি কিডনির জন্যেও আমারই মেডিসিন নিয়ে যাচ্ছেন । হোমিওপ্যাথি মেডিসিনেও যে প্লেটলেট ট্রান্সফার না করেও খুবই দ্রুততার সাথে. Platelets count বাড়িতে সক্ষম তার প্রমাণ এটি ,আগের আলোচনার যে প্লেটলেট কাউন্টের কেসটি দিয়েছিলাম তা এক সপ্তাহের মধ্যেই কার্যকর হয়েছিল হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা।
কয়েকদিনের মধ্যেই। আমি আরো একটি। নিউরোলজিক্যাল Case. আপলোড করব কিন্তু ওটি ভিডিও রেকর্ড করে আপলোড করব এবং আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওই ধরনের প্রবলেম থেকে আপনারা রক্ষা পাবেন এবং কিভাবে ওই ধরনের প্রবলেম হয়ে থাকে তা আমি লাইভ দেখানোর চেষ্টা করব ।
অনেকের ধারণা আছে হোমিওপ্যাথিতে কিছু হয়না। তাদের ওই ভ্রান্ত ধারণা গুলিকে মিথ্যা প্রমাণ করছে, এই ধরনের এভিডেন্স বেস ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে কিন্তু অনেক অসাধ্য সাধন হয় আমার মাত্র ১২-১৩ বছরের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি। এবং চেষ্টা করছি আপনাদের সাথে সব share করতে , সব সময় সব Case আপলোড করার হয়তো সময় পাইনা কিন্তু কিছু কিছু case আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং করবো। আপনাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের উপর বিশ্বাস যোগ্যতা জাতে দৃঢ় হয়।
আমি আবারো সেই সমস্ত পেশেন্টদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, যারা হোমিওপ্যাথির উপরে এবং আমাদের উপর বিশ্বাস রাখেন।

আজকে  আলোচনা করছি  একটি ইউটেরাস  টিউমার ,যাকে ফাইব্রয়েড ইউটেরাস,বা ইউটেরাইন fibroid বলা হয়। অনেকেই মানে অনেক ডাক্তার আ...
04/12/2023

আজকে আলোচনা করছি একটি ইউটেরাস টিউমার ,যাকে ফাইব্রয়েড ইউটেরাস,বা ইউটেরাইন fibroid বলা হয়। অনেকেই মানে অনেক ডাক্তার আমার আগেই তাদের কাছে উনি কনসাল্টেশন নিয়েছিলেন, এনাকে অপারেশন করিয়ে নেবার জন্য সাজেশন দিয়েছিলেন। কিন্তু উনি অপারেশন করাতে চাননি। তাই অন্য কোথাও আমার নাম শুনে আমার কাছে এসেছিলেন কনসালটেশনের জন্য এর সাথে আরো অনেক কম্প্লিকেশন্সও ছিল , আমি প্রথমেই আগস্ট মাসে,একটি ইউ এস জি করাই তাতে uterine fibroid টির সাইজ বেড়েছে ধরা পড়ে। রিপোর্টটি আমি আমার এই পোস্টটির সাথে অ্যাটাচ করে দিলাম। তারপরে case taking করি। এবং আমি হোমিওপ্যাথিক মেডিসিন prescribe করি।তারপর উনি আরো কয়েকবার ভিজিট করেছিলেন আমাকে, recently আমি আবারো ইউ এস জি করাই তাতে দেখা যায় fibroid টি আর নেই। এই রিপোর্টটিও আমি আমার এই পোস্টের সাথে অ্যাটাচ করে দিলাম। আপনাদের সুবিধার্থে। হোমিওপ্যাথিতেও যে অনেক বড় বড় case বিনা অপারেশনই শুধু মেডিসিনে ঠিক করা সম্ভব। তার আরও একটি প্রমাণ এই কেসটি। সকলের হোমিওপ্যাথির উপরে যে ধারণাটি ছিল,তার থেকেও যে হোমিওপ্যাথি অনেক বেশি কিছু করতে পারে মেডিকেল ফিল্ডে তা অনস্বীকার্য

আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব। উনি একজন  অ্যালকোহলিক লিভার ডিজিজের পেশেন্ট। সাথে রক্তে কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড এর  ...
18/11/2023

আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব। উনি একজন অ্যালকোহলিক লিভার ডিজিজের পেশেন্ট। সাথে রক্তে কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড এর পরিমাণ অনেকটাই বেশি, এবং সঙ্গে হাই ব্লাড প্রেশার। এই দুটি জন্য অর্থাৎ কোলেস্টেরল এবং টাইগ্লিসরাইড সাথে হাই ব্লাড প্রেসারের জন্য হোমিওপ্যাথি মেডিসিন উনি নিচ্ছেন আমার থেকে।
এবার আসি। লিভার প্রবলেম এর ব্যাপারটা।
ইনি একজন বহুদিন ধরে মদ্যপান করে থাকেন এই ধরনের একজন ব্যক্তি। প্রথমে যখন ইনি আসেন। আজ থেকে প্রায় ছয় মাস আগে উনার মনোবল এতটাই কমে গেছিল যে ওনার বাঁচার ইচ্ছাটাই চলে গেছিল। হাত কাঁপা, অত্যন্ত দুর্বলতা। এগুলো তো ছিলই। তখন আমি উনার সমস্ত blood tests করতে দিই। With লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট। এবং প্রেসার মাপি যখন দেখি অত্যন্ত হাই হয়ে রয়েছে সবকিছু। তারপরে একটা একটা ওষুধ দেওয়া শুরু করি। এবং রিপিট টেস্ট করার পরে দেখি। উনার সবকিছু নরমাল হয়ে গেছে। সেটি এক মাসের মধ্যেই।
কিন্তু ওই যে যা হয় একবার ভালো হয়ে গেলে অনেক পেশেন্টের আর ডাক্তারের কথা মনে থাকে না। এনার ক্ষেত্রেও ঠিক তাই হলো। আবার মধ্যপন শুরু করলেন। এবং আবার সবকিছু হাই হয়ে গেল। প্রথমে লিভারের ট্রিটমেন্ট টা করলাম। সাথে অন্য ট্রিটমেন্টও দিলাম। দেখলাম লিভারের। সমস্যাগুলি দু সপ্তাহের মধ্যেই কমে গেল হোমিওপ্যাথিতে। আমি রিপোর্টগুলি। আপনাদের সুবিধার্থে। এই পোস্টটির সাথে দিলাম ।
হোমিওপ্যাথি যে ইমারজেন্সি ম্যানেজমেন্ট এর ক্ষেত্রেও অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে। তার একটি প্রমাণ। আমার এই কেসটি। আপনারা হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখুন। এভিডেন্স বেস মেডিসিন যে কতটা জরুরী। তার একটা একটা করে প্রমাণ। আমারই এই case গুলি।

No surgical intervention, result from Homoeopathy.
30/10/2023

No surgical intervention, result from Homoeopathy.

Thank you all my patients and my teachers, for you I received this excellence award. Thanks God.  I, committed, to provi...
03/06/2023

Thank you all my patients and my teachers, for you I received this excellence award. Thanks God. I, committed, to provide better treatment in future.

আজকে একটি ইন্টারেস্টিং কেস নিয়ে ডিসকাস করব। কিছুদিন আগেই পেশেন্টের পিটিসি এ, অর্থাৎ heart করনারি আঠারিতে স্টেন্ট বসানো ...
23/05/2023

আজকে একটি ইন্টারেস্টিং কেস নিয়ে ডিসকাস করব। কিছুদিন আগেই পেশেন্টের পিটিসি এ, অর্থাৎ heart করনারি আঠারিতে স্টেন্ট বসানো হয়েছে। উনি ইস্তিমিক হাট ডিজিজ এর পেশেন্ট। উনি একজন পিজি হসপিটালের নামকরা প্রফেসর ডক্টর , under চিকিৎসা রত। আর বলে রাখি উনি প্রেসারেরও মেডিসিন নেন নিয়মিত। উনি Vertin, Stemitil জাতীয় ওষুধ ব্যবহার করেও কোনরকম রিলিফ পাননি। উনি অন্য পেশেন্ট এর রেফারেন্সে আমার কাছে আসেন, এবং বলেন যে আমার প্রচন্ড মাথা ঘোরে আমি দাঁড়াতে পর্যন্ত পারি না। মাথা ঘোরার জন্য অন্য ডাক্তারবাবু কেউ উনি কনসাল্ট করেছেন, কেউ কেউ বলেছেন স্পন্ডালাইসিস থেকে হচ্ছে, কেউ কেউ বলেছেন গ্যাস থেকে ঘটছে ইত্যাদি । আমি তখন ওনার পুরো case taking করে আমি প্রভিশনাল ডায়াগনোসিস করলাম যে উনার sensory নিউরাল হেয়ারিং লস, অর্থাৎ কানের নার্ভ থেকেই ওড়ার মাথা ঘোরা হচ্ছে। তারপর সেই মতো আমি মেডিসিন দিতে শুরু করি হোমিওপ্যাথি এবং আরো বলি যে, heart ar যে regular মেডিসিনগুলো নেন সেগুলো কন্টিনিউ করতে। এইভাবে ক্রমাগত কয়েকটি ভিজিট করার পর দেখলাম উনার মাথা ঘোরা অনেকটাই কমে গেছে । উনি খুব আশ্বস্ত ও হলেন। আমি তখন বললাম। আপনি একবার হার্টের চেকআপ করে নিন ওই স্যারের কাছ থেকে। এবং কনফার্ম হওয়ার জন্য আমি অডিওমেট্রি বলে একটি টেস্ট ওনাকে প্রেসক্রাইব করলাম।
ইন্টারেস্টিং ব্যাপার এখানে হলো যখন উনি ওই নামকরা কার্ডিয়লজিস্টকে দেখাতে জান, আমার প্রেসক্রিপশনগুলি ওনাকে দেখান এবং বলেন যে এখন কিন্তু মাথা ঘোরা অনেকটাই বন্ধ হয়ে গেছে আমার। ওই ডাক্তারবাবু শুনে বললেন " বা! কৌশিক তো এটা ভালো ধরেছে, আমি এই ব্যাপারটা তো ভেবে দেখিনি।" তখন উনি প্রেসক্রাইব করলেন" যে আমার মেডিসিনের সাথে কৌশিকের মেডিসিনগুলো যেন কন্টিনিউ করা হয়। আরো বললেন ও যে অডিওমেট্রি বলেছে সেটি করিয়ে নেবার জন্য।"
এই কথায় অনুযায়ী। উনি কলকাতার একটি নামকরা পাইভেট হসপিটালের চেনের ইএনটি স্পেশালিস্ট এর কাছে যান। ওই audiometry করার জন্য, উনি audiometry করেন। এবং বলেন, "কৌশিক যে ডায়াগনোসিসটি করেছিলেন। sensory নিউরাল হেয়ারিং লস। ওই ডায়গনস্টিক কিন্তু কনফার্ম। উনি আরো বলেন। আপনি ওই ডাক্তার বাবুকে অর্থাৎ কৌশিক কে? ধরে রাখুন। ছাড়বেন না। "
যখনই পেশেন্টটি এসে। এইসব কথাগুলি আমার কাছে এক্সপ্লেইন করেন, তখন আমি রিয়েলাইজ করি কই? কেউ তো হোমিওপ্যাথি ডাক্তার বলে অবজ্ঞা করছে না। আমার ট্রিটমেন্ট কে অর্থাৎ হোমিওপ্যাথি কে সকলেই তো সমর্থন করছেন। গত sunday এসছিলেন। এই মুহূর্তেও আমি উনার অন্য ট্রিটমেন্ট করছি। মাথা ঘোরা যে ট্রিটমেন্ট, আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি তার সত্ত্বেও কিন্তু উনি এখন বেটার আছেন। হোমিওপ্যাথিতে কিন্তু অনেক বড় বড় ট্রিটমেন্টই হয়। আমি আবারও রিয়েলাইজ করলাম। তবে শুধু সিম্পটম সিমিলারিটি না, কারণ ধরে টিটমেন্ট টাও কিন্তু দরকার।



Address

Jangipara, Serampore
Kolkata
712404

Telephone

+91 9903097262

Website

Alerts

Be the first to know and let us send you an email when DrKousick Mati MD homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DrKousick Mati MD homoeopathy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram