31/03/2024
মেয়েদের ওভারিয়ান চকলেট সিস্ট ও হোমিওপ্যাথি তে ভাল হয় ।
উনি যখন প্রথম আগস্ট ২০২৩-এ এসেছিলেন , পিরিয়ডের problem এর জন্য , পিরিয়ড ইরেগুলার হত এবং যন্ত্রণা হত । তখন আমি পলিসিসটিক ওভারি provisional ডায়াগনসিস করি,এবং ইউ এস জি করতে দেই, দেখি চকলেট সিস্ট ধরা পড়েছে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করি। প্রথম মাসেই ওনার পিরিয়ড normal হয়ে গেল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে । তারপর কয়েকদিন মেডিসিন চলার পর রিসেন্ট আমি ওনাকে টেস্ট করাই, অর্থাৎ ২৪ ৩ ২০২৪ এ , উনি একই ল্যাবরেটরি থেকে টেস্ট টি রিপিট করেন। দেখা যায়,শুধুমাত্র ফলিকলস রয়েছে। চকলেট সিস্ট আর নেই। হোমিওপ্যাথিতেও কিন্তু বিনা অপারেশনে অনেক কিছু পসিবল। আমার পেশেন্টদের কে আমি ধন্যবাদ জানাই,আমার উপর তাদের অগাধ বিশ্বাস রাখার জন্য, এই বিশ্বাসেই হয়তো, সমস্ত পেশেন্ট,ও তাদের পরিবারের সকল সদস্যদের কে ,এবং তাদের বন্ধু বান্ধব দেরকেউ ট্রিটমেন্টের জন্য নিয়ে আসেন । ঈশ্বরের কাছে আমার এটিই প্রার্থনা এই বিশ্বাসের যেন মর্যাদা রাখতে পারি,আরো ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যেন তাদেরকে প্রভাইড করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট ও যেন করতে পারি।
Ovarian chocolate cyst in women cured by homeopathy, without operation.
When she first came in August 2023, for period problem, periods were irregular and painful. Then I made a provisional diagnosis of polycystic o***y, and suggested for USG, I saw that chocolate cyst was diagnosed. Homeopathic treatment was started according to diagnosis. Her period became normal in the first month with homeopathic medicines.
Then after a few days of treatment, I recently tested him, that is, on 24 3 2024, she repeated the test from the same laboratory. It can be seen that there are only follicles, no more chocolate cysts.
Many things are possible in homeopathy but without surgery.
I thank my patients, for their immense faith, because of this belief, all the patients bring their family members and friends for treatment. This is my prayer to God to honor this faith and provide them with better homeopathic treatment. and in some cases of emergency patients management.