
02/08/2025
আমি "নিউরোসার্জেনের ডায়েরী" লিখেছিলাম সাধারন মানুষের জন্য। ব্রেন টিউমার, প্যারালিসিস, ভেন্টিলেশন শব্দগুলি ভীতিপ্রদ। আমি এই বইয়ে এইসব শব্দগুলি নিয়ে ভয়কে জয় করার কাহিনী লিখেছি। মানুষের ভালোবাসা, আত্মত্যাগের সত্যিঘটনাগুলি লিখেছি। জীবনের কঠিন সময়ে মা-বাবা, স্বামী, স্ত্রী, সন্তানের পাশে, এমনকি সম্পূর্ণ অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর সাক্ষী থেকেছি। একজন ডাক্তার সঠিক চিকিৎসা করে রোগীকে সুস্থ করতে পারেন কিন্তু সাথে চাই পরিবারের ভালোবাসা ও সেবা শুশ্রুষা। অনেকে এই বই পড়ে কেঁদেছেন, অনেকে আমাকে আশীর্বাদ করেছেন, কেউ এসে প্রণাম করেছেন। তবে সবথেকে আনন্দ পেলাম যেদিন একজন জুনিয়ার ডাক্তার বললো স্যার আমি আপনার মতো নিউরোসার্জন হতে চাই এই বইটা পড়ার পর থেকে। অসংখ্য ধন্যবাদ দীপ প্রকাশন কে এই বই প্রকাশ করে সমাজের কিছু মানুষকে ভয়কে জয় করে বাঁচতে শেখার গল্প শোনানোর জন্য।
পুঃ - কাল একজন পাঠকের খুব সুন্দর একটি চিঠি পেলাম। সবার সাথে শেয়ার করে নিলাম।