15/07/2022
বেশ কিছুদিন ধরে কিছু ছিদ্রানেস্বী ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু ধামা ধরা বৈদ্যুতিন মাধ্যম ও হলুদ সাংবাদিক এর সহায়তায় পশ্চিমবঙ্গের তথা এশিয়ার অন্যতম সেরা ব্লাড সেন্টার IBTM&IH কে তথা এই ব্লাড সেন্টারের ভান্ডার পূরণে সহায়তা করেন যে সকল স্বেচ্ছাসেবী সংস্থা ও সর্বোপরি যে সকল লক্ষাধিক রক্তদাতা তাদের আবেগ উদ্যোগ ও সেবাব্রতি র কর্মকাণ্ড কে কলুষিত করার অপপ্রচেষ্টার চালিয়ে যাচ্ছেন।ওই কুৎসিত অপপ্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার ও তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন রক্ত আন্দোলনের সঙ্গে প্রথম থেকে জড়িত বিশিষ্ট সমাজসেবী সংস্থা তারা হলেন (WBVBDF)এর সাধারণ সম্পাদক ও ভারত সরকারএর রক্ত দান আন্দোলনের পরামর্শ দাতা মাননীয় অপূর্ব ঘোষ, মাননীয় শ্রী আশীষ ঘোষ,(AVBD) এর সক্রিয় সদস্য ও রক্তদান আন্দোলনের পুরোধা ও মাননীয় শ্রী শুভেন্দু চক্রবর্তী (NBVBDA) এর সাধারণ সম্পাদক। এই সকল স্বেচ্ছাসেবী সংস্থা বছরে ৩০০ থেকে ৫০০ রক্ত দান শিবির পরিচালনা করেন।
তারা সকলে সম্মিলিতভাবে এই ব্লাড ব্যাংকের সকল কর্মীকে করোনা কালে তাদের নিরলস পরিষেবা ও কর্মকান্ড কে অকুণ্ঠ আন্তরিক ধন্যবাদ জানান। এই ব্লাড সেন্টারের আধিকারিকও সেই সব স্বেচ্ছাসেবী সংস্থার সকলকে ও তাদের মাধ্যমে সকল রক্তদাতা দের ধন্যবাদ ও অভিনন্দন জানান। আধিকারিক এও জানান রক্তদাতাদের মহান দান যথেষ্ট মর্যাদার সাথে রক্ষা করা হয় ও তার যথাযত ব্যবহারে সর্ব্বোচ প্রয়াস গ্রহণ করা হয়। উনি এও অনুরোধ করেন কুচক্রীদের ঘৃন্য প্রয়াসে বিভ্রান্ত না হতে।
এই ব্লাড সেন্টার থেকে এই করোনা কালেও ২০২১ সালে ১,০৫,৫৫৭ টি রক্তের উপাদান তৈরী হয়েছে মহান রক্তদাতাদের দানের রক্ত উপাদানে পৃথকীকণের ফলে। । প্রতিদিন ২০০ এর অধিক রক্তের উপাদান সরবরাহ করা হয়। যার মধ্যে ৮০ থেকে ৯০জন থাকেন থ্যালাসেমিয়া রোগী। নিয়মিত রক্ত সঞ্চারণের মাধ্যমে এই সকল রোগীর জীবন ফল্গু ধারা প্রবাহিত হয়।
তাই রক্ত দান আন্দোলনের সকল স্বেচ্ছাসেবী ও IBTM&IH এর সকল আধিকারিক ও কর্মী বর্গের থেকে সকল মহান রক্ত দাতা দের নিকট নিবেদন ওই কুচক্রী ছিদ্রানেস্বী ব্যক্তি দের প্ররোচনায় বিভ্রান্ত হবেন না।
আপনাদের মহান দান সর্বোচ্চ সম্মানের সাথে যথাযথ ব্যবহার করায় কোনও রকম আপস করা হবে না।
আপনারা এগিয়ে আসুন। আপনাদের মহান দান মুমূর্ষু রোগীর প্রাণ।