24/08/2023
উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) - Hypertension
আজকের সমাজে এই রোগটির নাম শোনেনি , এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর । যদি বলি এই রোগটি এতটাই ভয়ঙ্কর যে এর সাথে তুলনা করতে গেলে অনেক ছোঁয়াচে রোগকেও পিছনে ফেলে দেবে , কেউ কি বিশ্বাস করবেন ! আজ্ঞে হ্যাঁ , তাহলে শুনুন , এই মুহুর্তে দিনে অন্তত ৩০ হাজার , হ্যাঁ ঠিকই শুনছেন , ৩০০০০ লোক সারাদিন এ পৃথিবীতে মারা যাচ্ছেন এই রোগটির জন্যে ।
আজকে হয়তো আপনি ভাবছেন , কেন ডাক্তার দেখাব , শরীরে তো কোনো অসুবিধা নেই । যুবক-যুবতীরা ভাবছেন , অল্প বয়স , এখন তো কিছু হবে না ! এনাদের জন্যে বলি , উচ্চ রক্তচাপ-এর সমস্যা বাচ্চা থেকে বুড়ো সকলের হতে পারে, তাই ডাক্তার এর পরামর্শ নিয়ে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করান । শরীর অনেক দিন সহ্য করবে , কিন্তু যেদিন জানান দেবে আর না পেরে , সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে । হয়তো কোনো অঙ্গ খারাপ হতে শুরু করে দিয়েছে , বা , হয়তো স্ট্রোক এর মতো প্রাণঘাতী বা , আরও ভয়ানক পক্ষাঘাত এর মতো মারাত্মক কিছু হওয়ার পর আপনার টনক নড়ল । হয়তো বা , কিডনিটা বিকল হতে শুরু করে দিয়েছে , ডায়ালিসিস লাগবে । কী করবেন তখন ?
আমি কোনো ভয় পাওয়াচ্ছিনা । প্রতিদিন এরকম অনেক রুগী ও তার পরিবারের অসহায়তা দেখতে খুব খারাপ লাগে বিশ্বাস করুন । দয়া করে একটু সচেতন হন এবং পাশের বাড়ির প্রতিবেশীকেও বলুন যে “স্বাস্থ্যই সম্পদ” , স্বাস্থ্য গেলে সব যাবে ।
আর যারা কিছু ধরা পড়ার পরেও ডাক্তার বাবুর উপদেশ না মেনে আরেকটু দেখেনি এরকম ভাবছেন , তাদের জন্যে বলি , আপনি আজকে বুঝবেন না কী করছেন , হয়তো আজ মানলে , আরও ২০-২৫ টা বছর পরে কিছু জটিলতা হত , তা আরও আগে হবে । হয়তো আপনার অঙ্গহানি হতো না , কিন্তু হবে । আজকের ওষুধের Side effect বাঁচাতে গিয়ে , আপনি হয়তো ৫০ বছর বয়সে পঙ্গু হয়ে বিছানায় পরে গেলেন ।
এগুলো কী কাম্য ? কখনোই নয় !
আপনি বলবেন , ডাক্তারবাবু আপনি কী নিশ্চয়তা দিচ্ছেন যে ওষুধ খেলে হবেনা ? না ভাই , দিচ্ছিনা। কখনোই দেবনা । আমাদের কী দায় বলতে পারো ? আজকে যা বলছি তা বুঝতে আগামী ৩০ বছর ভালভাবে বেঁচে থাকতে হবে । বিছানায় পরে থেকে নয় । তাই আজ থেকে , এখন থেকেই শুরু হোক সচেতনভাবে ভালো ভাবে বেঁচে থাকা ।
আজকের উপদেশ :
১. নিয়মিত ডাক্তার দেখান । পরীক্ষা করান ডাক্তারবাবুর পরামর্শ মতো ।
২. নিজের মতো করে ওষুধ বন্ধ বা , শুরু করবেন না ।
৩. হাইপারটেনশন এর রুগীরা নিয়মিত রক্তচাপ , রক্তের কোলেস্টেরল এর মাত্রা , ইউরিয়া , ক্রিয়েটিনিন পরীক্ষা করবেন । মূত্র পরীক্ষা করবেন ।
৪. তামাক সেবন বন্ধ করুন ।
৫. মদ্যপান বন্ধ করুন ।
৬. আলাদা করে নুন খাবেন না । তেল - এর পরিমাণ রান্নায় কম করুন ।
৭. সুষম খাদ্য পরিমিত পরিমাণে খান ।
৮. রোজ অল্প হলেও হাঁটুন । চেষ্টা করুন খাওয়ার পরে ১৫ মিনিট হাঁটার ।
ধন্যবাদ ,
Dr AVIJIT CHAKI
MBBS
Practising Consultant Physician
(Kudghat , Keorapukur , Thakurpukur)
Cardio-Diabetic-Thyoid-Renal Counsellor
Special interest in Nephrology
Attached with DM Hospitals Pvt LTD
( ICU and Dialysis MO incharge)
📲 089816 41820
📧 dr.avijit.chaki@gmail.com