
06/11/2022
মনের মতি
#ডাঃ মধুসূদন ভৌমিক
যাইনি কোথাও ঘরেই আছি যেমনি ছিলাম আগে
চমকে গেলাম হঠাৎ কেন এত পুলক জাগে !
কারন বোধহয় শীতের আমেজ ! নাকি অন্যকিছু ?
চুপিসারে সাধুবেশে নিলাম মনের পিছু !
মন যে দেখি বাগ মানেনা ! ছুটছে ঘোড়ার মতই -
যতই আমি হদিশ খুঁজি এগিয়ে চলে ততই !
নাছোড়বান্দা আমিও কিন্তু যাচ্ছি সংগোপনে -
পাহাড়-সাগর-মরু-টপকে মন ঢুকছে বনে !
তরতরিয়ে ঝড়ের বেগে এগোয় মনের মাঝি
হঠাৎ খুশীর খবর নেবোই রেখে দিলাব বাজি ।
একটা হরিণ পেখম তুলে নাচে পথের পাশে
মন ছুটে যায় পাশ দিয়ে তার দেয়না লাগাম রাশে ।
মিষ্টি সুরে কোকিলবধূ কুহুকুহু ডাকে
বাঘসিংহ বাদ যায়না আছে পথের বাঁকে ।
ভ্রমর অলির পালা কীর্তন ঢুকছেনা তার কানে
যাচ্ছে কোথায় মন বাবাজি মনই সেটা জানে ।
চুপিসারে আমিও কিন্তু নিচ্ছি মনের পিছু
হঠাৎ যেন চমকালো মন একটু হলাম নিচু !
থমকালো মন বনফুলের স্বর্গরাজ্যে এসে
কে জানে মন কেন এল কাকে ভালবেসে ?
ঘনিয়ে এলো রাতের আঁধার পথ হারালো রবি ,
আবছা আলোয় দেখতে পেলাম প্রিয়ার প্রতিচ্ছবি ।
💐💐💐💐💐💐06/11/2022💐💐💐💐💐