Dr Madhusudan Bhowmik

Dr Madhusudan Bhowmik My page is made for everyone including you too.My page describes pain, pleasure, personality and purpose of human life in lyrics.

please come, join ,deliver opinion and take the taste of every lines .Thank you .....Dr Bhowmik

মনের মতি           #ডাঃ মধুসূদন ভৌমিকযাইনি কোথাও ঘরেই আছি যেমনি ছিলাম আগেচমকে গেলাম হঠাৎ কেন এত পুলক জাগে !কারন বোধহয় শী...
06/11/2022

মনের মতি
#ডাঃ মধুসূদন ভৌমিক

যাইনি কোথাও ঘরেই আছি যেমনি ছিলাম আগে
চমকে গেলাম হঠাৎ কেন এত পুলক জাগে !
কারন বোধহয় শীতের আমেজ ! নাকি অন্যকিছু ?
চুপিসারে সাধুবেশে নিলাম মনের পিছু !
মন যে দেখি বাগ মানেনা ! ছুটছে ঘোড়ার মতই -
যতই আমি হদিশ খুঁজি এগিয়ে চলে ততই !
নাছোড়বান্দা আমিও কিন্তু যাচ্ছি সংগোপনে -
পাহাড়-সাগর-মরু-টপকে মন ঢুকছে বনে !
তরতরিয়ে ঝড়ের বেগে এগোয় মনের মাঝি
হঠাৎ খুশীর খবর নেবোই রেখে দিলাব বাজি ।
একটা হরিণ পেখম তুলে নাচে পথের পাশে
মন ছুটে যায় পাশ দিয়ে তার দেয়না লাগাম রাশে ।
মিষ্টি সুরে কোকিলবধূ কুহুকুহু ডাকে
বাঘসিংহ বাদ যায়না আছে পথের বাঁকে ।
ভ্রমর অলির পালা কীর্তন ঢুকছেনা তার কানে
যাচ্ছে কোথায় মন বাবাজি মনই সেটা জানে ।
চুপিসারে আমিও কিন্তু নিচ্ছি মনের পিছু
হঠাৎ যেন চমকালো মন একটু হলাম নিচু !
থমকালো মন বনফুলের স্বর্গরাজ্যে এসে
কে জানে মন কেন এল কাকে ভালবেসে ?
ঘনিয়ে এলো রাতের আঁধার পথ হারালো রবি ,
আবছা আলোয় দেখতে পেলাম প্রিয়ার প্রতিচ্ছবি ।
💐💐💐💐💐💐06/11/2022💐💐💐💐💐

বিশ্ব মাতৃ দিবস                  ডাঃ মধুসূদন ভৌমিক 'মা' শব্দে জাদু আছে মধু আছে জানি'মা' বিশ্বের শ্রেষ্ঠ শব্দ মনেপ্রাণে ম...
08/05/2022

বিশ্ব মাতৃ দিবস
ডাঃ মধুসূদন ভৌমিক

'মা' শব্দে জাদু আছে মধু আছে জানি
'মা' বিশ্বের শ্রেষ্ঠ শব্দ মনেপ্রাণে মানি
এই সেদিনও কাজে যেতাম
মায়ের মুখটি দেখে
অর্ধেক মন সঙ্গে নিতাম
অর্ধেক যেতাম রেখে ।
কর্মস্থলে হৈ-হুল্লোড় বহু বন্ধুর মেলা
হুহু করে দ্রুত বেগে ফুরিয়ে যেত বেলা
সব ভালো ,তবু মন খচখচ
ফিরতে হবে ঘরে
মায়ের জন্য মনটা সদাই
কেমন কেমন করে ।
মায়ের ছোঁয়া পরশমণি ! সব ক্লান্তির শেষ
মায়ের কোল , পাহাড় নদী ! আস্ত একটি দেশ
আমি এখন ছোট্টটি নই
খাইনি মায়ের দুধু
চোখের আড়াল হোলেই দেখি
মরুভূমি ধুধু ।
'মা' নেই মোর অর্থ আছে ,আছে বাড়িগাড়ি
কোন কিছুর সার নেই আজ, ছিন্ন যখন নাড়ি
সবার মাথায় মায়ের ছাতা
আমার মাথা খালি
আজ বিশ্ব মাতৃদিবস
আমার চোখে বালি ।
😢😢😢😢08/05/2022😢😢😢😢

বোশেখের রোদে ঝলসানো পাতাপতপত করে নড়ছে ,রোদ ঢালা রবি ঢলে অস্তাচলেতোমাকেই মনে পড়ছে ।ধপধপে সাদা বলাকারা ফিরেচিকচিক করে পাখন...
30/04/2022

বোশেখের রোদে ঝলসানো পাতা
পতপত করে নড়ছে ,
রোদ ঢালা রবি ঢলে অস্তাচলে
তোমাকেই মনে পড়ছে ।

ধপধপে সাদা বলাকারা ফিরে
চিকচিক করে পাখনা ,
গোধূলির দিয়া কেঁপে বলে হিয়া
স্মৃতি হয়ে প্রিয়া থাকনা ।

সাগরের বুকে ঢেউ উঠে বলে
স্মৃতি হয়ে কেন থাকবে ?
প্রেমময় মন জেনো আজীবন
ভালোবাসা মনে রাখবে ।

রাতজাগা চাঁদ ভাঙে স্মৃতিবাঁধ
স্বপ্নও হয় সত্যি !
সব মনে পড়ে বৈশাখী ঝড়ে
হোকনা তা এক রত্তি ।

কাকে রাখি আশে কারে আশপাশে
এ কোন অনাসৃষ্টি ?
বিনামেঘে আজ ধেয়ে আসে বাজ
স্মৃতি যেন শিলাবৃষ্টি !
**********30/04/2022**************

ঝর্ণার কান্নাডাঃ মধুসূদন ভৌমিক চোদ্দমাদোল নাম শুনেছো মেয়ে ?ঝর্ণা ঝরে চোদ্দ সিঁড়ি বেয়ে !দাঁড়িয়ে  যারা নীল পাহাড়ের নীচে ,স...
25/04/2022

ঝর্ণার কান্না
ডাঃ মধুসূদন ভৌমিক

চোদ্দমাদোল নাম শুনেছো মেয়ে ?
ঝর্ণা ঝরে চোদ্দ সিঁড়ি বেয়ে !
দাঁড়িয়ে যারা নীল পাহাড়ের নীচে ,
স্নানের মজা নিচ্ছে তা যে মিছে !
ঘুণাক্ষরেও টের পায়না তারা -
পানিস্পর্শেই তারা দিশেহারা !

হাসেন তিনি ঊর্ধে আছেন যিনি '
প্রথম পরশ পেয়ে ধন্য তিনি ;
কনায় কনায় জন্ম নেওয়া বারি --
কনে জন্ম চরণ ছুঁয়ে তারই !
তার হৃদয়ে সেটাই প্রথম ছোয়াঁ ,
ছোঁয়া তো নয় আত্মাশুদ্ধির মোয়া !

সারা জীবন যায়না তাকে ভোলা--
ছিন্ন গোলাপ পাঁপড়িগুলো খোলা ,
ঝর্ণা ছুঁয়ে নাচছে নকল লোক !
জলের কনার কি নিদারুণ শোক !
সে ভুলেনা প্রথম প্রেমের স্বাদ --
কি সুন্দর পবিত্র নিখাদ !

মুখিয়ে থাকে সারা জীবন ধরে--
কখন পাবে তারে নিজের করে !
হয়তো তুমি তেমনি এক মেয়ে ,
চেয়ে আছো প্রিয়র পথে চেয়ে--
আমি ধন্য আমিই ভাগ্যবান ,
তোমার ছোয়াঁ আজও যে অম্লান !

আমি পাগল উন্মত্ত ঢেউ---
আমার ছোঁয়া আর পাবেনা কেউ ,
তুমি আমার প্রথম ছোঁয়া নারী ;
তোমায় ভুলে থাকতে কি আর পারি ?
বেঁচে আছি বিধির বিধান মেনে--
আবার তোমায় বুকে নেব টেনে !

সেদিন- যেদিন ফিরবে মাটি ছেড়ে ,
আমার থেকে কেউ নেবেনা কেড়ে ;
ঝর্ণা নও আর চোদ্দ ঘাটের মেয়ে ,
ধন্য হবো আবার তোমায় পেয়ে ।
জন্ম-মৃত্যুর মাঝের স্বপ্ন-পথ ,
নকশা-কাটা মিথ্যা নকল রথ !
*********24/04/2022*********

18/04/2022

তুমি

ডাঃ মধুসূদন ভৌমিক

তুমি যখন বসো আমার পাশে চৈত্র বোশেখ কিংবা আষাড় মাসে
জরি দেওয়া নীল শাড়িটা পরে
দাবদাহে মুষড়ে পড়া দেহে একুল ওকুল দুকূল দিয়ে বেয়ে
হিমাচলের ঝর্ণা এসে ঝরে ।

যখন বলো এবার উঠি আমি তখন বুঝি তুমি কত দামি
মুখে বলি আচ্ছা তবে এসো
আধার ঘনায় গোপন হৃদিতলে মন পাখিটা মনেমনে বলে
এমনি করে অনেক ভালোবেসো ।

স্নানটি সেরে যখন ঢোকো ঘরে ভিজে চুলের গন্ধে ভুবন ভরে
কারো ভিতর হচ্ছে কেমনতরো
তুমি থাকো দেবদেবীদের নিয়ে ঝড় বয়ে যায় আমার উপর দিয়ে
বুঝেও তুমি না বুঝার ভান করো ।

যখন দেখি সন্ধ্যাপ্রদীপ হাতে গলায় আঁচল চাবি বাঁধা তাতে
তুলসিতলে প্রণাম করো তারে
কি জানি কি বিড়বিড়িয়ে বলো আমিও কিন্তু মনেমনে বলি
ভালোরেখো ভালোবাসি যারে ।
*******18/04/2022**********************

Address

Calcutta Bara Bazar

Telephone

+919434128519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Madhusudan Bhowmik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category