18/07/2025
NCAHP (D.O NO - Z20025 /7/2025/NCAHP গতকাল ( ১৭/০৭/২৫ ) যে নোটিস প্রকাশিত করেছে, সেই নোটিসের পরিপেক্ষিতে, এবং পশ্চিমবঙ্গে স্বাস্থ্যভবনে কিছু সিপিএম ও বিজেপি সমর্থিত অধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কলুষিত করার জন্য এলাইড হেলথ কাউন্সিলে বারংবার বাধা দিচ্ছে এই নিয়ে তীব্র প্রতিবাদ জানাই, এই বিষয় গুলোকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ এলাইড এন্ড হেলথকেয়ার সেলের প্রেস স্টেটমেন্ট :
On Live : Surya singha Mahapatra (State Joint Convenor, WBTMCP Allied &Healthcare Cell )