Maa Diagnostic Centre And Pathological Lab Llp

Maa Diagnostic Centre And Pathological Lab Llp We provide a wide array range of services like X-Ray, Sonography, ECG, Stress Test 2D Echo, Mammography, Diet Consultation and so on.

https://www.facebook.com/MAADiagnostic2015Another fake profile has come out in the social market. You will look and list...
13/09/2022

https://www.facebook.com/MAADiagnostic2015
Another fake profile has come out in the social market. You will look and listen and find out. We do not talk about money here on our profile or page.
Please friends Report this profile immediately...

নয়াদিল্লি | জাগরণ লাইফস্টাইল ডেস্ক: প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার সারাবিশ্বের মানুষ জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পাল...
20/05/2022

নয়াদিল্লি | জাগরণ লাইফস্টাইল ডেস্ক: প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার সারাবিশ্বের মানুষ জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালন করে এবং এ বছর 20 মে দিবসটি পালিত হবে। বিপন্ন প্রজাতি ও উপায় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। যার মাধ্যমে আমরা তাদের রক্ষা করতে পারি।

বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস, এইচআইভি ভ্যাকসিন সচেতনতা দিবস নামেও পরিচিত, প্রতি বছর 18 মে পালন করা হয়। ইভেন্টটি এমন একটি ভ্...
18/05/2022

বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস, এইচআইভি ভ্যাকসিন সচেতনতা দিবস নামেও পরিচিত, প্রতি বছর 18 মে পালন করা হয়। ইভেন্টটি এমন একটি ভ্যাকসিনের জরুরী প্রয়োজনকে তুলে ধরে যা মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) থেকে একোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম (এইডস) প্রতিরোধ করতে পারে। এই ইভেন্টটি অগণিত স্বাস্থ্য পেশাদার, বিজ্ঞানী, সম্প্রদায়ের সদস্য এবং স্বেচ্ছাসেবকদেরও সম্মানিত করে যারা একটি এইডস ভ্যাকসিন তৈরিতে সহায়তা করছেন।

বুদ্ধ পূর্ণিমা, যা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, জাপান, কম্বোডিয়া, চীন, ইন্দোনে...
16/05/2022

বুদ্ধ পূর্ণিমা, যা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত, নেপাল, ভুটান, বার্মা, থাইল্যান্ড, তিব্বত, জাপান, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশ জুড়ে বিভিন্ন উপায়ে পালন করা হয়। শুভ অনুষ্ঠানটি উত্সাহ এবং উত্সাহের সাথে উদযাপিত হয়। ভক্তরা প্রার্থনা করতে এবং বুদ্ধের শিক্ষা থেকে শেখার জন্য বিভিন্ন মঠ এবং বৌদ্ধ মন্দিরে ভ্রমণ করেন।

নার্সদের সেবাকে সম্মান জানাতে 12 মে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। এটি ইংরেজ সমাজ সংস্কারক, পরি...
12/05/2022

নার্সদের সেবাকে সম্মান জানাতে 12 মে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। এটি ইংরেজ সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী।
নার্স দিবস সারা বিশ্বে নার্সদের অবদানকে সম্মান ও উদযাপন করার একটি বিশেষ দিন। প্রতি বছর 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীতে দিবসটি পালিত হয়। বিশেষ দিনটি আন্তর্জাতিক নার্স কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়েছিল এবং 1974 সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়।

09/05/2022

জল পড়ে, পাতা নড়ে’ছোট রবিকে মনে পড়েরবিপক্ষে কবি প্রণাম৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন৷ রাজ্যজুড়ে কথায়-গানে-কবিতায় পালি...
09/05/2022

জল পড়ে, পাতা নড়ে’
ছোট রবিকে মনে পড়ে

রবিপক্ষে কবি প্রণাম৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন৷ রাজ্যজুড়ে কথায়-গানে-কবিতায় পালিত ২৫ বৈশাখ৷ পঁচিশের সকালে রবি-স্মরণে রাস্তায় রাস্তায় শোভাযাত্রায় পা মেলাল অসংখ্য কচিকাঁচা। তাদের দেখেই ইচ্ছে হল ছোট্ট রবির কথা লেখার।

জল পড়ে, পাতা নড়ে...
তাঁর পড়া প্রথম কবিতা। সাধারণ এক ঘটনার কী অসাধারণ পর্যবেক্ষণ! বৃষ্টির জল পড়ে গাছের পাতা নড়ার মতো ঘটনা তো ছোটবেলায় আমরা সবাই দেখেছি। কিন্তু এই পর্যবেক্ষণ ছোট্ট শিশুর মনের পাতাকেও ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল।

রবীন্দ্রনাথ ঠাকুর।
জন্ম কলকাতার জোড়াসাঁকোর ৬ নম্বর দ্বারকানাথ লেনের বিখ্যাত ঠাকুর পরিবারে। বাংলা ক্যালেণ্ডারে তারিখ ছিল ২৫ বৈশাখ, ১২৬৮। ইংরেজি ৭ মে, ১৮৬১। দিনটি ছিল মঙ্গলবার। ভোর আড়াইটে থেকে তিনটের মধ্যে জন্ম। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী।

জীবনের প্রথম দশটি বছর বাবার সঙ্গে ছোট্ট রবির পরিচিত হওয়ার খুব একটা সুযোগ হয়নি।বাইরের কাজে ব্যস্ত থাকতেন বাবা। বাড়ির অন্তঃপুরে ডুবে থাকতেন মা। অন্তঃপুর ও বাড়ির বাইরের জগৎ নিষিদ্ধ ছিল শিশু-বালকদের জন্য। ফলে, বাড়ির ভৃত্যদের কড়া অনুশাসনের মধ্যেই ঠাকুরবাড়ির দোতলায় দক্ষিণ-পূর্ব কোণের ঘরে অন্য কচিকাঁচাদের সঙ্গে বেড়ে উঠেছে রবি-শৈশব। সেই সুযোগে শিশুদের নানারকম নিষেধাজ্ঞা ও কঠোর শাসনে আটকে রাখত ভৃত্যরা।
রবীন্দ্রনাথের শিক্ষারম্ভ হয় দাদা হেমেন্দ্রনাথের হাতে। পারিবারিক পরিবেশেই ঈশরচন্দ্র বিদ্যাসাগরের


‘বর্ণপরিচয়’ বইটি দিয়ে রবীন্দ্রনাথের পড়াশোনা শুরু হয়। ‘রবিজীবনী’-র লেখক প্রশান্তকুমার পাল
লিখেছেন- ‘ঈশরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘বর্ণপরিচয়’ বইয়ের প্রথম ভাগ রবীন্দ্রনাথের প্রথম পড়ার বই
হিসেবে ধরে নেয়া যায়, তবে ঠাকুরবাড়ির হিসাবের খাতায় রবীন্দ্রনাথের জন্য বইটি কেনার কথা কোথাও উল্লেখ নেই।’ অন্যদিকে, ‘রবীন্দ্রকথা’ বইয়ের লেখক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আরম্ভ হয় গৃহশিক্ষক মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের হাতে। তিনি ছিলেন তৎকালীন বর্ধমান জেলার বাসিন্দা। জোড়াসাঁকো বাড়ির ঠাকুরদালানে বসত মাধব গোঁসাই-এর পাঠশালা। সেই পাঠশালায় বাড়ির শিশুদের সাথে পাড়া-প্রতিবেশীর ছেলেরাও পড়াশোনা করতে আসত।’ পরবর্তী কালে এই ঠাকুরদালানের পাঠশালার গুরু মশাই ‘মাধব গোঁসাই’-এর দেখা মেলে রবীন্দ্রনাথ এর ‘ছেলেবেলা’ ও ‘শিশু’ কাব্যগ্রন্থের ‘পুরোনো বট’ কবিতায়।
ওখানেতে পাঠশালা নেই, পণ্ডিতমশাই-
বেত হাতে নাইকো বসে মাধব গোসাঁই।
সারাটা দিন ছুটি কেবল, সারাটা দিন খেলা,
পুকুর-ধারে আঁধার-করা বটগাছের তলা।
- পুরোনো বট
কর খল’, ‘জল পড়ে পাতা নড়ে’। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’- এর প্রথম ভাগ পড়ার সময়ই প্রথম কাব্যের স্বাদ পান। রবীন্দ্রনাথ তাঁর ‘জীবনস্মৃতি’ গ্রন্থে লিখেছেন, ‘আমরা তিনটি বালক(দাদা সোমেন্দ্রনাথ, ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় এবং কবি) একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দু’টি আমার চেয়ে দুই বছরের বড়ো। তাঁহারা যখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল, কিন্তু সে-কথা আমার মনেও নাই। কেবল মনে পড়ে, ‘জল পড়ে পাতা নড়ে’। তখন কর, খল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কূল পাইয়াছি। সেদিন পড়িতেছি ‘জল পড়ে পাতা নড়ে’। আমার জীবনে এইটেই আদি কবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি, কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না— তাহার বক্তব্য যখন ফুরায় তখনো তাহার ঝংকারটা ফুরায় না— মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া, সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল।’
দোতলার ঘরের বারান্দার জানালার ফাঁক দিয়ে দেখা সেই বটগাছ, ঘাট বাঁধানো পুকুরে নানাজনের
স্নানের দৃশ্য, রাজহাঁস-পাতিহাঁসের ডুব দেওয়া, গুগলি তুলে খাওয়া, পালকের মধ্যে ঠোঁট দিয়ে
পালক সাফ করার দৃশ্য দেখে মুগ্ধ হতেন রবীন্দ্রনাথ। ছোট্ট মন ছটফট করত বাইরে বেরনোর।
‘পুরোনো বট’ কবিতায় লিখেছেন-
গল্প কত ছিল যেন, তোমার খোপে-খাপে,
পাখির সঙ্গে মিলে-মিশে ছিল চুপে-চাপে,
দুপুর বেলা নূপুর তাদের বাজত অনুক্ষণ,
ছোটো দুটি ভাই-ভগিনীর আকুল হত মন।

কিন্তু সেই আকুল মন জানত, বাইরে বেরনোর উপায় নেই। তাই এসব দৃশ্য উপভোগের ভিতর
দিয়েই রবি আপন দু:খবোধকে জয় করে খুঁজে নিয়েছিলেন নতুন আনন্দ। ধরেছিলেন কলম।
রবীন্দ্রনাথ প্রথম কবিতা লিখেছিলেন সাত-আট বছর বয়সে| তারপর আর থামেননি তিনি। লেখনি
দিয়েই তিনি আলোকিত করেছেন বাংলার মুখ, দেশের মুখ। বাংলা ভাষাকে অধিষ্ঠিত করেছেন
বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে।

আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে-
আজি হতে শতবর্ষ পরে।
- ১৪০০ সাল
শতবর্ষ পার৷ জন্মের দেড়শো বছর পরও বাঙালির মননে, সাংস্কৃতিক উত্তরাধিকারে সমান প্রসঙ্গিক
রবীন্দ্রনাথ ঠাকুর৷ তাই দিন আসে দিন যায়৷ ২৫ বৈশাখ তাঁর কৌলিন্য হারায় না৷ শ্রদ্ধায়-স্মরণে
চিরভাস্বর কবিগুরুর জন্মদিন৷

কবিগুরুর ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বরাবরের মতো এদিন ভোর থেকে অনুষ্ঠানের আবহ
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে৷ শ্রদ্ধা নিবেদনের জন্য অসংখ্য সাধারণ মানুষের ভিড়৷ চিরাচরিত প্রথা
মেনে এদিন ভোরে প্রথমে কবিগুরুর জন্মকক্ষ ও প্রয়াণকক্ষে মাল্যদান করা হয়৷ তারপরই
কবিতায়-গানে রবীন্দ্রমুখর হয়ে ওঠে ঠাকুরবাড়ি প্রাঙ্গন৷

শান্তিনিকেতনেও চিরাচরিত প্রথা মেনে পালিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী৷ গুরুদেবের ১৫৮ তম জন্মদিন
উপলক্ষে ভোর পাঁচটায় রবীন্দ্র ভবনে রবি ঠাকুরের গাওয়া গানের রেকর্ড বাজানো হয়৷ এরপর
সকাল সাড়ে ৬টায় শান্তিনিকেতন উপাসনাগৃহে বৈদিক স্তোত্র পাঠ ও রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে
গুরুদেবকে স্মরণ করা হয়৷ সকাল ৮টায় উত্তরায়ণের শ্যামলী গৃহপ্রাঙ্গনে বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে
শুরু হয় মূল অনুষ্ঠান৷

প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। অনুষ্ঠানটি আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতি, ইতিহা...
08/05/2022

প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। অনুষ্ঠানটি আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতি, ইতিহাস, মূল্যবোধ এবং প্রভাব উদযাপনের জন্য চিহ্নিত করা হয়। এই দিনে, লোকেরা সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের শ্রদ্ধা জানায় যারা মানবিক কাজে অবদান রাখে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতি বছর 8 মে পালিত হয় থ্যালাসেমিয়া আক্রান্তদের স্মরণে এবং যারা এই রোগের সাথে বাঁচতে সংগ্রাম...
08/05/2022

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতি বছর 8 মে পালিত হয় থ্যালাসেমিয়া আক্রান্তদের স্মরণে এবং যারা এই রোগের সাথে বাঁচতে সংগ্রাম করে তাদের উত্সাহিত করতে। 2021 সালের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের থিম হল "বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া সম্প্রদায়ের স্বাস্থ্য বৈষম্য মোকাবেলা করা"।

মা দিবস হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলার উদযাপন সম্পর্কে যিনি আপনাকে বড় করেছেন এবং আপনি কে তার জন্য আপনাকে রূপ দি...
08/05/2022

মা দিবস হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলার উদযাপন সম্পর্কে যিনি আপনাকে বড় করেছেন এবং আপনি কে তার জন্য আপনাকে রূপ দিয়েছেন। একটি শিশুর কোলে আপনাকে সান্ত্বনা দেওয়া থেকে শুরু করে, আপনার জ্বর হলে রাতে জেগে থাকা, স্কুলের জন্য হাজার হাজার লাঞ্চ বক্স প্যাক করা, আপনার স্নাতক হওয়ার জন্য গর্বিত হয়ে উঠা - সবকিছুর জন্য আপনার মা ছিলেন।

বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং শারীরিক সুস্থতার প্র...
06/05/2022

বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং শারীরিক সুস্থতার প্রচারের জন্য |

আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন (IAAF) তরুণদের মধ্যে অ্যাথলেটিক্সে অংশগ্রহণের জন্য বিশ্ব অ্যাথলেটিক্স দিবস চালু করেছে। বিশ্ব অ্যাথলেটিক্স দিবস IAAF-এর সামাজিক দায়বদ্ধতা প্রকল্প 'অ্যাথলেটিক্স ফর এ বেটার ওয়ার্ল্ড'-এর অংশ। আজকের বিশ্বে, তরুণদের মধ্যে স্থূলতার হার বেড়ে যাওয়ায়, ফিটনেস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইভাবে, বিশ্ব অ্যাথলেটিক্স দিবসটি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং শারীরিক সুস্থতার প্রচারের জন্য পালিত হয়। প্রতি বছর ৭ই মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয়। এমনকি বিশ্বব্যাপী এই ধরনের ইভেন্টের তারিখ মনে রাখা গুরুত্বপূর্ণ হলেও এর তাৎপর্য সম্পর্কে জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ। প্রতি বছর ৭ মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয়। অ্যাথলেটিক্স একটি ট্র্যাক এবং ফিল্ড খেলা যা দৌড়ানো, লাফ দেওয়া, হাঁটা এবং নিক্ষেপের মতো কার্যকলাপগুলিকে অন্তর্ভুক্ত করে। ক্রীড়াবিদরাও বিভিন্ন বিভাগে প্রায় দুই ডজন বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের মতো দেশে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ইনডোর লোকেশন পাওয়া যায়।

এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য সুখী সময়ের আশা এবং হাসিতে পূর্ণ এক বছরের স্বপ্নের আলোকিত করুক! আপনাকে অক্ষয় তৃতীয়ার অনেক...
03/05/2022

এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য সুখী সময়ের আশা এবং হাসিতে পূর্ণ এক বছরের স্বপ্নের আলোকিত করুক! আপনাকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা।

Address

118B, Acharya Jagadish Chandra Bose Road
Kolkata
700014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa Diagnostic Centre And Pathological Lab Llp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maa Diagnostic Centre And Pathological Lab Llp:

Share