Astrolger Abhra Shastri -Gold Medalist Vastu, Palmistry & Numerology

  • Home
  • India
  • KOLKATA
  • Astrolger Abhra Shastri -Gold Medalist Vastu, Palmistry & Numerology

Astrolger Abhra Shastri -Gold Medalist Vastu, Palmistry & Numerology astrology

16/04/2025

25/01/2025
 ুরু_পূর্ণিমার_উপলক্ষে_অসাধারণ  #একটি_দিন_এভাবেই_আমাদের_মাথার  #উপরে_গুরুর_কৃপা_থাকে
21/07/2024

ুরু_পূর্ণিমার_উপলক্ষে_অসাধারণ #একটি_দিন_এভাবেই_আমাদের_মাথার #উপরে_গুরুর_কৃপা_থাকে

 #দশমাংশ_কুন্ডলী প্রতিটা বর্গ কুন্ডলীর একটা অনন্য ভূমিকা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে, বর্গ কুন্ডলীর বিশ্লেষণ করা মানে গভীরভা...
04/04/2024

#দশমাংশ_কুন্ডলী

প্রতিটা বর্গ কুন্ডলীর একটা অনন্য ভূমিকা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে, বর্গ কুন্ডলীর বিশ্লেষণ করা মানে গভীরভাবে কোন একটি নির্দিষ্ট বিষয়কে বিশ্লেষণ করা এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যেকোন বর্গ কুন্ডলী নিপুণ ভাবে প্রেডিকশন করতে সাহায্য করে, আমি মনে করি বর্গ কুণ্ডলী বিশ্লেষণ ছাড়া জ্যোতিষ বিচার অসম্পূর্ণ।

আজকে আমার আলোচনার বিষয় দশমাংশ কুন্ডলী।মূলত কর্মের সফলতা বা উন্নতির জন্য আমরা এই কুন্ডলী বিচার করে থাকি।
মূলত আমরা লগ্ন কুণ্ডলীর দশম ভাব থেকে কর্ম কে বিচার করি, সেই কর্মের আরও গভীর বিশ্লেষণের জন্য আমরা দশমাংশ কুন্ডলী বিচার করে থাকি। একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা দশমাংশ কুন্ডলী নির্মাণ করে থাকি সেটির বিষয়ে কখনো দীর্ঘ আলোচনা করা যাবে কিন্তু আজকে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে দশমাংশ কুন্ডলী একজন জাতক অথবা জাতিকার কর্মের সফলতা, বিফলতা, কর্মের জন্য
বিদেশ যাত্রা ইত্যাদি বিষয় কে নির্দেশ করে।

প্রথমত:- দশমাংশ কুন্ডলীর লগ্ন ভাব বিশ্লেষণ করা প্রয়োজন, যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর লগ্ন কোন চর রাশি হয়ে থাকে তাহলে সেই কর্মের স্থিরতার অভাব দেখা যায়, একাধিকবার কর্মের পরিবর্তন ঘটে থাকে। যদি লগ্নটি কোন স্থির রাশি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কর্মের প্রতি খুব দৃঢ়চেতা হয়ে থাকে, এবং কর্মের স্থিরতা লক্ষ করা যায়।
যদি লগ্নটি দ্যাত্বক রাশি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কর্ম নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে থাকে, অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
যদি দশমাংশ কুন্ডলীর লগ্ন পতি বলবান হয়ে ২,৪,৫,৯,১০,১১ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে এবং শুভ গ্ৰহের দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তি প্রবল ভাবে উন্নতি করবেই যতই বাধা আসুক সে দৃঢ়চেতা হবে।

দ্বিতীয়ত:- দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাব বিশ্লেষণ করা আবশ্যক, কারণ চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করে থাকি, যেকোনো বর্গ কুন্ডলীর চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করতে পারি, যেমন চতুর্থাংশের চতুর্থ ভাব থেকে মাতৃসুখ বা গৃহসুখ, নবাংশের চতুর্থ ভাবে থেকে বিবাহিত জীবনের সুখ ঠিক তেমনি দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাব থেকে কর্মের সুখ বা আদৌ সেই ব্যক্তি কর্মজীবনের সুখী হবে কিনা সেটা বিচার করা যায়।
যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাবে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধের মত শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে সুখী হয়ে থাকে এবং তার সাথে যদি দেখা যায় চতুর্থ পতি লগ্ন পতি, দ্বিতীয় পতি, পঞ্চম পতি, নবম পতি, দশম পতি এবং একাদশ পতি সাথে সংযোগ তৈরি করে তাহলেও সেই ব্যক্তি কর্মজীবনে সুখী হয় এবং উচ্চ কর্ম প্রাপ্তি ঘটে।
এছাড়াও যদি লগ্ন কুন্ডলীর(D1) চতুর্থ পতি দশমাংশকুণ্ডলীর চতুর্থ ভাবের সাথে সংযোগ তৈরি করে তাহলেও সেই ব্যক্তি কর্মজীবনে প্রভূত ব্যাপ্তি লাভ করে এবং মাতার সাহচর্যে জীবনে উন্নতি হয়ে থাকে।

তৃতীয়ত:- দশমাংশ কুন্ডলীর নবম পতির অবস্থান বিশ্লেষণ করা অত্যন্ত আবশ্যক কারণ দশমাংশ কুন্ডলীর নবমভাব কর্মের ভাগ্যকে নির্দেশ করবে।
যদি দেখা যায় নবাংশ কুন্ডলীর নবম পতি শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবে। যদি দেখা যায় লগ্ন কুন্ডলীর(D1) নবম পতি এবং দশমাংশ কুন্ডলীর নবম পতি একত্রে অবস্থান করছে এবং সেটা কোনভাবে যদি নবম, একাদশ বা দশমভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই ব্যক্তি রাজসম্মান পেয়ে থাকে এবং কর্মজীবনে তার ব্যাপ্তি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।

চতুর্থত:-দশমাংশ কুন্ডলীর দশম পতি বা দশমভাব
থেকে নির্ণয় করা যায় তার কর্ম কিরূপ হতে চলেছে। যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশম পতি স্থির রাশিতে অবস্থান করছে তাহলে সেই ব্যক্তির কর্মজীবনের স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে, যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশম পতি কোন চর রাশিতে অবস্থান করছে তাহলে সেই ব্যক্তির জীবনে কর্ম ক্ষেত্রে একাধিক পরিবর্তণ আসে, একাধিকবার ক্ষেত্র পরিবর্তন হয়।
যদি দেখা যায় দশমাংশ কুণ্ডলীর দশম পতি দ্যাত্বক রাশিতে অবস্থান করে তাহলে সেই ব্যক্তির জীবনে একাধিকবার প্রাথমিক পর্যায়ে কর্মের পরিবর্তন বা স্থায়িত্বের অভাব থাকলেও পরবর্তী সময়ে স্থিরতা আসে এবং কর্মে উন্নতি ঘটে।

যদি দেখা যায় লগ্ন কুন্ডলীর(D1) দশম পতি এবং দশমাংশ কুন্ডলীর দশম প্রতি সহাবস্থান করছে অথবা দৃষ্টি বিনিময় যোগ তৈরি করেছে তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে প্রভূত সফলতা লাভ করে থাকে।
যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশমভাবের অধিপতি লগ্ন, একাদশ, চতুর্থ, পঞ্চম, নবম এবং একাদশ ভাবের সাথে সংযোগ তৈরি করেছে তাহলে দশমাংশ কুন্ডলীর দশম ভাবের অধিপতির দশায় সেই ব্যক্তির কর্মজীবনে বিশেষ শুভ পরিবর্তন ঘটে এবং উন্নতি হয়।
আমি ব্যক্তিগতভাবে দেখেছি যদি লগ্ন কুন্ডলীর লগ্নপতি বা দশম পতির সাথে দ্বাদশ ভাবের শুভ সংযোগ তৈরি হয় তাহলে সেই ব্যক্তি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্মে সফলতা অর্জন করে। একই রকম ভাবে যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর লগ্নপতি অথবা দশম পতির সাথে দ্বাদশ ভাবে শুভ সংযোগ তৈরি হয়েছে তাহলে নিশ্চিতভাবেই বলা যায় সেই ব্যক্তি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্ম করবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে।

আরো নতুন কিছু জানতে অবশ্যই আমাদের সঙ্গে এই পেজে যুক্ত হন , এবং জন্ম কুণ্ডলী বিচারে যোগাযোগ করুন এই নাম্বারে 7596827297 🙏🙏🙏

03/04/2024

ূত্রগুলো_এপ্লাই_করুন:
~~~~~~~~~~~~~~~
বিবাহিত জীবনে দুঃখী হবেন যারা:
~~~~~~~~~~~~~~~~~~~
১। ৭মে অশুভ গ্রহের অবস্থান থাকলে (নৈসর্গিক পাপগ্রহ)

২। ৭মে অশুভ গ্রহের দৃষ্টি থাকলে (নৈসর্গিক পাপগ্রহ) পাপগ্রহ-রবি/মঙ্গল/শনি/রাহু/কেতু শুভগ্রহ = চন্দ্র বলবান হইলে/বুধ পাপগ্রহ যুক্ত না হইলে/পাপগ্রহ দ্বারা দৃষ্ট না হইলে/বৃহস্পতি বলবান হইলে/শুক্র বলবান হইলে

৩। ৭ম ভাব - অশুভ রাশি/অশুভ নবাংশ রাশি হইলে

৪। লগ্নভাব বা লগ্নপতি অশুভ গ্রহ যুক্ত হইলে/অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হইলে ৫। ৭মভাব বা ৭মপতি অশুভ গ্রহ যুক্ত হইলে/অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হইলে।

৬। লগ্নভাব আর ৭ম ভাব অশুভ গ্রহের মধ্যবর্তী হইলে।

৭। লগ্নপতি আর ৭মপতি পরস্পর পরস্পরে দুঃস্থানে থাকলে

৮। লগ্নপতি আর ৭ম পতি পরস্পরে দুঃস্থানে থাকলে

৯। দ্বাদশে পাপ গ্রহ থাকলে/পাপ গ্রহের দৃষ্টি থাকলে

১০। চন্দ্রের ৭মে পাপগ্রহের অবস্থান/দৃষ্টি থাকলে

১১। দ্বিতীয়পতি/৫মপতি/৭মপতি/১১শপতি দুঃস্থানে থাকলে কিম্বা একত্রে দুঃস্থানে থাকলে দুঃস্থান - ৬ষ্ঠভাব/৮ম ভাব/১২শ ভাব দুঃস্থানপতি-৬ষ্ঠপতি/৮মপতি/১২শ পতি

১২। শুক্রের দ্বিতীয়ে/৪র্থে/৭মে/৮মে/১২ শে পাপগ্রহ থাকলে/দৃষ্টি থাকলে ১৩। চন্দ্রের দ্বিতীয়ে/৪র্থে/৭মে/৮মে/১২ শে পাপগ্রহ থাকলে/দৃষ্টি থাকলে

১৪। লগ্নের দ্বিতীয়/৪র্থে/৭মে/৮মে/১২ শে পাপগ্রহ থাকলে/দৃষ্টি থাকলে

১৫। মঙ্গল দ্বিতীয়ে/৪র্থে/৭মে/৮মে/১২ শে থাকলে/মঙ্গলের উপরিউক্ত ভাবগুলোর মধ্যে যেকোন একটি ভাবের দৃষ্টি থাকলে

১৬। দ্বিতীয়পতি ও ৭ম পতি একত্রে দুঃস্থানে থাকলে/উহাদের দৃষ্টি যদি দুঃস্থানে থাকে।
১৭। দ্বিতীয়পতি ও ৭ম পতি পরস্পর পরস্পরের দুঃস্থানে থাকলে।
১৮। শুক্র দুঃস্থানে থাকলে কিম্বা দুঃস্থানপতির দ্বারা সৃষ্ট হইলে

১৯। ৪র্থে পাপগ্রহ থাকলে/৪র্থ ভাব পাপগ্রহের মধ্যবর্তী হইলে/৪র্থে পাপগ্রহের দৃষ্টি থাকলে/

২০। ৪র্থপতি পাপগ্রহের সহিত থাকলে/ ৪র্থপতি পাপগ্রহের দ্বারা দৃষ্ট হইলে/৪র্থপতি পাপগ্রহের মধ্যবর্তী হইলে/৪র্থ পতি অস্তগত/নীচস্থ/বলহীন হয়ে অবস্থান করলে

২১। ৪র্থ পতি দুঃস্থানপতি একত্রে থাকলে/দুঃস্থানপতির নক্ষত্রে থাকলে/দুঃস্থানপতির দ্বারা দৃষ্ট হলে/তৃতীয়ে থাকলে

২২। লগ্নপতি লগ্নের দুঃস্থানে থাকলে (৬ষ্ঠ/৮মে/১২শে)

২৩। ৭মপতি ৭মের দুঃস্থানে থাকলে (১২শে/দ্বিতীয়ে/৬ষ্ঠে)

২৪। ৫মপতি ও ৯মপতি পরস্পরের দুঃস্থানে থাকলে

২৫। ৫মপতি ও ৭মপতি পরস্পর পরস্পরের দুঃস্থানে থাকলে।

এরকমই আরো তথ্য জানতে সঙ্গে থাকুন।

27/02/2024

Best Quality

Om Namah Shiva
13/11/2023

Om Namah Shiva

13/11/2023

শান্তনু বাবু নিজেই মায়ের পূজা করলে

Address

New Barrackpur
Kolkata
700131

Telephone

+917596847297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrolger Abhra Shastri -Gold Medalist Vastu, Palmistry & Numerology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astrolger Abhra Shastri -Gold Medalist Vastu, Palmistry & Numerology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram