04/04/2024
#দশমাংশ_কুন্ডলী
প্রতিটা বর্গ কুন্ডলীর একটা অনন্য ভূমিকা রয়েছে জ্যোতিষ শাস্ত্রে, বর্গ কুন্ডলীর বিশ্লেষণ করা মানে গভীরভাবে কোন একটি নির্দিষ্ট বিষয়কে বিশ্লেষণ করা এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যেকোন বর্গ কুন্ডলী নিপুণ ভাবে প্রেডিকশন করতে সাহায্য করে, আমি মনে করি বর্গ কুণ্ডলী বিশ্লেষণ ছাড়া জ্যোতিষ বিচার অসম্পূর্ণ।
আজকে আমার আলোচনার বিষয় দশমাংশ কুন্ডলী।মূলত কর্মের সফলতা বা উন্নতির জন্য আমরা এই কুন্ডলী বিচার করে থাকি।
মূলত আমরা লগ্ন কুণ্ডলীর দশম ভাব থেকে কর্ম কে বিচার করি, সেই কর্মের আরও গভীর বিশ্লেষণের জন্য আমরা দশমাংশ কুন্ডলী বিচার করে থাকি। একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা দশমাংশ কুন্ডলী নির্মাণ করে থাকি সেটির বিষয়ে কখনো দীর্ঘ আলোচনা করা যাবে কিন্তু আজকে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে দশমাংশ কুন্ডলী একজন জাতক অথবা জাতিকার কর্মের সফলতা, বিফলতা, কর্মের জন্য
বিদেশ যাত্রা ইত্যাদি বিষয় কে নির্দেশ করে।
প্রথমত:- দশমাংশ কুন্ডলীর লগ্ন ভাব বিশ্লেষণ করা প্রয়োজন, যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর লগ্ন কোন চর রাশি হয়ে থাকে তাহলে সেই কর্মের স্থিরতার অভাব দেখা যায়, একাধিকবার কর্মের পরিবর্তন ঘটে থাকে। যদি লগ্নটি কোন স্থির রাশি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কর্মের প্রতি খুব দৃঢ়চেতা হয়ে থাকে, এবং কর্মের স্থিরতা লক্ষ করা যায়।
যদি লগ্নটি দ্যাত্বক রাশি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কর্ম নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে থাকে, অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
যদি দশমাংশ কুন্ডলীর লগ্ন পতি বলবান হয়ে ২,৪,৫,৯,১০,১১ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে এবং শুভ গ্ৰহের দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তি প্রবল ভাবে উন্নতি করবেই যতই বাধা আসুক সে দৃঢ়চেতা হবে।
দ্বিতীয়ত:- দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাব বিশ্লেষণ করা আবশ্যক, কারণ চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করে থাকি, যেকোনো বর্গ কুন্ডলীর চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করতে পারি, যেমন চতুর্থাংশের চতুর্থ ভাব থেকে মাতৃসুখ বা গৃহসুখ, নবাংশের চতুর্থ ভাবে থেকে বিবাহিত জীবনের সুখ ঠিক তেমনি দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাব থেকে কর্মের সুখ বা আদৌ সেই ব্যক্তি কর্মজীবনের সুখী হবে কিনা সেটা বিচার করা যায়।
যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর চতুর্থ ভাবে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধের মত শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে সুখী হয়ে থাকে এবং তার সাথে যদি দেখা যায় চতুর্থ পতি লগ্ন পতি, দ্বিতীয় পতি, পঞ্চম পতি, নবম পতি, দশম পতি এবং একাদশ পতি সাথে সংযোগ তৈরি করে তাহলেও সেই ব্যক্তি কর্মজীবনে সুখী হয় এবং উচ্চ কর্ম প্রাপ্তি ঘটে।
এছাড়াও যদি লগ্ন কুন্ডলীর(D1) চতুর্থ পতি দশমাংশকুণ্ডলীর চতুর্থ ভাবের সাথে সংযোগ তৈরি করে তাহলেও সেই ব্যক্তি কর্মজীবনে প্রভূত ব্যাপ্তি লাভ করে এবং মাতার সাহচর্যে জীবনে উন্নতি হয়ে থাকে।
তৃতীয়ত:- দশমাংশ কুন্ডলীর নবম পতির অবস্থান বিশ্লেষণ করা অত্যন্ত আবশ্যক কারণ দশমাংশ কুন্ডলীর নবমভাব কর্মের ভাগ্যকে নির্দেশ করবে।
যদি দেখা যায় নবাংশ কুন্ডলীর নবম পতি শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবে। যদি দেখা যায় লগ্ন কুন্ডলীর(D1) নবম পতি এবং দশমাংশ কুন্ডলীর নবম পতি একত্রে অবস্থান করছে এবং সেটা কোনভাবে যদি নবম, একাদশ বা দশমভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই ব্যক্তি রাজসম্মান পেয়ে থাকে এবং কর্মজীবনে তার ব্যাপ্তি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।
চতুর্থত:-দশমাংশ কুন্ডলীর দশম পতি বা দশমভাব
থেকে নির্ণয় করা যায় তার কর্ম কিরূপ হতে চলেছে। যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশম পতি স্থির রাশিতে অবস্থান করছে তাহলে সেই ব্যক্তির কর্মজীবনের স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে, যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশম পতি কোন চর রাশিতে অবস্থান করছে তাহলে সেই ব্যক্তির জীবনে কর্ম ক্ষেত্রে একাধিক পরিবর্তণ আসে, একাধিকবার ক্ষেত্র পরিবর্তন হয়।
যদি দেখা যায় দশমাংশ কুণ্ডলীর দশম পতি দ্যাত্বক রাশিতে অবস্থান করে তাহলে সেই ব্যক্তির জীবনে একাধিকবার প্রাথমিক পর্যায়ে কর্মের পরিবর্তন বা স্থায়িত্বের অভাব থাকলেও পরবর্তী সময়ে স্থিরতা আসে এবং কর্মে উন্নতি ঘটে।
যদি দেখা যায় লগ্ন কুন্ডলীর(D1) দশম পতি এবং দশমাংশ কুন্ডলীর দশম প্রতি সহাবস্থান করছে অথবা দৃষ্টি বিনিময় যোগ তৈরি করেছে তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে প্রভূত সফলতা লাভ করে থাকে।
যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর দশমভাবের অধিপতি লগ্ন, একাদশ, চতুর্থ, পঞ্চম, নবম এবং একাদশ ভাবের সাথে সংযোগ তৈরি করেছে তাহলে দশমাংশ কুন্ডলীর দশম ভাবের অধিপতির দশায় সেই ব্যক্তির কর্মজীবনে বিশেষ শুভ পরিবর্তন ঘটে এবং উন্নতি হয়।
আমি ব্যক্তিগতভাবে দেখেছি যদি লগ্ন কুন্ডলীর লগ্নপতি বা দশম পতির সাথে দ্বাদশ ভাবের শুভ সংযোগ তৈরি হয় তাহলে সেই ব্যক্তি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্মে সফলতা অর্জন করে। একই রকম ভাবে যদি দেখা যায় দশমাংশ কুন্ডলীর লগ্নপতি অথবা দশম পতির সাথে দ্বাদশ ভাবে শুভ সংযোগ তৈরি হয়েছে তাহলে নিশ্চিতভাবেই বলা যায় সেই ব্যক্তি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কর্ম করবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে।
আরো নতুন কিছু জানতে অবশ্যই আমাদের সঙ্গে এই পেজে যুক্ত হন , এবং জন্ম কুণ্ডলী বিচারে যোগাযোগ করুন এই নাম্বারে 7596827297 🙏🙏🙏