
29/07/2025
#উদয়_চৌকাঠে_ডাক্তার - সুন্দরবন, জুলাই'২৫
সুন্দরবনের ছোটো মোল্লাখালী বাজারে উদয়ের ভাসমান ক্লিনিকে জুলাই মাসের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল ডাঃ আসিফ মহাম্মদের উপস্থিতিতে।
গত কয়েকদিন যাবৎ মাত্রাধিক বৃষ্টি। চাষের জমি জলের তলায়। বহুমানুষের ফসল নষ্ট হয়ে গেছে। দৈনিক কর্মীদের কাজ হচ্ছে না। ফলে দুঃশ্চিন্তায় ভুগছেন অনেকেই। গতকাল ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির। বৃষ্টির সথে চলেছে ঝড়ো হাওয়া। তারপরও সবকিছুকে উপেক্ষা করে ডাক্তারবাবু হাওড়া থেকে রহনা হলেন সুন্দরবনের উদ্দেশ্যে। যথারীতি স্বাস্থ্য শিবির হল, সঙ্গে বিনামুল্যে ব্লাড সুগার, ইসিজি ও মহিলাদের জন্য হিমোগ্লোবিন পরীক্ষা সবটাই হল এবং সংখ্যায় কম হলেও যেসকল রুগীরা সমস্যায় ভুগছিলেন তাদের উপস্থিতি আমাদের আগামীদিনের কাজে জন্য উৎসাহিত করল।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন।
#স্বাস্থ্য_শিবির #উদয়
#সুন্দরবন