
23/07/2025
আপনার বাস্তু কে, ঠিক কি ভাবে রাখবেন......
বাস্তু মানে হচ্ছে বসবাসের উপযুক্ত স্থান l অর্থাৎ আপনি যে গৃহে বসবাস করছেন বা আগামী দিনে ফ্ল্যাট বা বাড়ি কিনে বসবাস করবেন , তাদেরকে কিছু বিষয়ে অবশ্যই বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকতে হবে, যেমন ঈশান কোণে বা ৪৫ ডিগ্রিতে টয়লেট এবং রান্নাঘর না থাকে, থাকলে না কেনায় উচিত। যে বাড়িতে ঈশান কোণে টয়লেট এবং রান্নাঘর রয়েছে তাদের সমস্ত রকমের গৃহসুখ নষ্ট করে।। বাড়ির প্রবেশ দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আপনার বাড়িকে পজিটিভ রাখতে পারবেন । বাড়ির উত্তর দিকে নেগেটিভ করা যাবে না, তাহলে স্বাস্থ্য সমস্যায় গোটা পরিবারকে ভুগতে হবে, অতএব উত্তর দিকে এন্টি কালার,টয়লেট, ডাস্টবিন, স্টোর রুম না থাকে, থাকলে স্বাস্থ্যের কারণে অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে। গৃহে অর্থনৈতিক স্বচ্ছলতা রাখতে বাড়ির দক্ষিণ-পূর্ব দিক কে ঠিক রাখুন, দক্ষিণ পূর্বদিকে টয়লেট, নীল এবং কালো রং জলের ট্যাংক, আন্ডারগ্রাউন্ড জলের ট্রাঙ্ক না থাকে। থাকলে অর্থনৈতিক সমস্যা থেকে কোনদিন মুক্ত হতে পারবেন না, পরিশ্রমের তুলনায় আয় কমে যাবে, চাকরির জায়গাতে কোনরকমই সফলতা আসবেনা, অর্থনৈতিক প্রতারিত হবেন, ফলে গৃহে অর্থনৈতিক সমস্যা ধার দেনা লোনে জড়িয়ে পড়বেন।।
বাস্তুতে কোন কিছু না ভেঙে সম্পূর্ণভাবে রেমিডি করা সম্ভব ।।
Astrologer Vastu expert
Sri Ananda
বাস্তু ভিজিটের জন্য যোগাযোগ নম্বর
7003802095/9051550664
Website : www.astrovastusriananda.com
goggle : astro vastu sri ananda Kolkata.
Facebook. Page: astro vastu sri Ananda
Youtube :