
18/07/2025
**কলকাতার বর্ষায় বাড়ছে জ্বর-ফ্লু – সতর্ক থাকুন এই বর্ষায়! 🌧️🦠
বর্ষা যতটা শান্তির, ঠিক ততটাই অসুখবালাইয়ের জন্য উপযুক্ত সময়। কলকাতায় জুলাই-আগস্ট পড়তেই অনেকেই ফ্লু, ভাইরাল জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং পেটের রোগ-এ আক্রান্ত হচ্ছেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, রাস্তায় জল জমে থাকা আর চারপাশের আর্দ্র পরিবেশ অসুখ ছড়ানোর পরিবেশ তৈরি করে।
এই সময় যেসব অসুখ বেশি দেখা যায় –
🔹 ফ্লু ও ভাইরাল জ্বর – হালকা জ্বর দিয়ে শুরু হলেও শরীর ভেঙে পড়তে পারে। গলা ব্যথা, কাশি, কাঁপুনি সাধারণ লক্ষণ।
🔹 ডেঙ্গু ও ম্যালেরিয়া – মশাবাহিত রোগ। হঠাৎ জ্বর, শরীরব্যথা, দুর্বলতা দেখা গেলে অবহেলা করবেন না।
🔹 জলবাহিত অসুখ ও পেটের গোলমাল – দূষিত জল ও খাবার থেকে ডায়ারিয়া, টাইফয়েড, বমি হতে পারে।
কীভাবে নিজেকে ও পরিবারের সদস্যদের রক্ষা করবেন –
✅ বিশুদ্ধ জল পান করুন, সবসময় খাবার ঢেকে রাখুন
✅ মশা যেন জন্মাতে না পারে, বাড়ির আশেপাশে জমা জল দ্রুত পরিষ্কার করুন
✅ নিয়মিত হাত ধুয়ে নিন, বিশেষ করে খাওয়ার আগে
✅ বাইরের খাবার পরিহার করুন
✅ দীর্ঘস্থায়ী জ্বর বা অস্বস্তি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন
এই বর্ষায় অসুখের আগে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। বর্ষা হোক আনন্দের, হোক সুস্থতার। 🌧️❤️
📅 সময়: জুলাই-আগস্ট | 📍 এলাকা: কলকাতা
#স্বাস্থ্যসচেতনতা #কলকাতারবর্ষা #ফ্লুঝুঁকি #ডেঙ্গুসতর্কতা
Monsoon Fevers & Flu on the Rise in Kolkata – Stay Alert This July–August! 🌧️🦠
With the arrival of monsoon in Kolkata, cases of flu, viral fevers, dengue, and stomach infections are seeing a sharp rise in July and August. The combination of stagnant water, humidity, waterlogging, and poor drainage creates a breeding ground for viruses, bacteria, and mosquitoes.
Common illnesses include:
Flu – Fever, cold, cough, fatigue
Viral Fever – Body ache, sore throat, chills
Dengue & Malaria – High fever, weakness, joint pain
Gastrointestinal Infections – Fever with vomiting or diarrhea
Local clinics have reported a 10–15% increase in fever cases within just a week! Children, elderly, and those with weak immunity are most at risk.
✅ Monsoon Health Tips:
Drink purified/boiled water
Avoid street food
Use mosquito repellents & nets
Wash hands frequently
See a doctor if fever lasts over 3 days
Protect your family this season—don’t ignore symptoms and maintain hygiene! Stay safe and enjoy the rain, responsibly. 🌧️💚
📍 Location: Kolkata | 📅 July–August