19/10/2023
টাকা দিয়ে না হোক অন্তত শেয়ার করে হলেও সাহায্য করুন । এমন কোনো পাথরের মানুষ থাকবে যে শেয়ার করবে না ।
মেয়েটির নাম পিয়া দাস। বয়স ২৩ । জন্মের পর থেকেই তার হাঁটা চলার সমস্যা শুরু হয়। ডাক্তার পরীক্ষা করে জানান তার SMA নামক এক রিয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে । যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওষুধটি দিতে হবে । না পারলে তাকে বাচানো সম্ভব হবে না।
মেয়েটির বাবা একজন দিনমজুর। তার বাবার পক্ষে সম্ভব না ওষুধ এর জন্য এত টাকা দেওয়া। তার বাবা ইতোমধ্য়েই অনেক জায়গা থেকে ধার-দেনা করে যতদুর সম্ভব চিকিৎসা করেছেন।
আপনাদের সাহায্য় ছাড়া বাচ্চাটিকে বাচানো যাবেনা। তাই সকলের কাছে হাতজোড় করে ভিক্ষা চাইছি। ৫০,১০০,২০০,৫০০,১০০০,৫০০০ যে যা পারেন তাই দিয়ে মেয়েটিকে বাচাতে সাহায্য় করুন।
সাহায্য পাঠানোর মাধ্যমে,
https://www.impactguru.com/fundraiser/help-piya-das
Bank Name: RBL Bank
- Account number : 2223330015143624
- Account name : Piya das
- IFSC code : RATN0VAAPIS
(The digit after N is Zero)
OR
For UPI Transaction: assist.igpiya@icici
Click to Pay
Donations via ICICI Bank UPI and RBL Bank Transfer are safe with ImpactGuru.
পোস্টি শেয়ার করে মেয়েটিকে বাঁচাতে সাহায্য করেন।
Impact Guru