
06/04/2023
Social media এখন আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে।মানুষ নিজের কাছের বন্ধু দের যত না গুরুত্ব দিচ্ছেন তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন Social media তে আলাপ হওয়া নতুন নতুন বন্ধুদের। কিন্তু সেই Social media তে আলাপ হওয়া বন্ধু টি কি কোনো ভাবে আপনার জীবনে সর্বনাশ ডেকে আনছে কি না সে বিষয়ে সচেতন হবেন কি করে।আজকের আলোচনা সেই বিষয়ে সম্পর্কিত। ( অনুষ্ঠান টি একটি lockdown series যা তৈরী হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। Poulami's Hope এর ফাইল থেকে। তবে patient দের চরিত্র গুলি অভিনেতা অভিনেত্রী দের দ্বারা অভিনীত হয়েছে)।
Love Lust & Lost, Episode - IIIt's All About You. In this topic, we discussed virtual friends with a girl.If you want psychology counseling, then contact us ...