Bela Sesher Sathi

Bela Sesher Sathi Elder Care Service Greetings

I am Pradipta Narayan Choudhury , a resident of Kolkata , who has dedicated himself to elder care .

I started my career as a fashion designer and worked for 5 years in Hyderabad. I needed to return to take care of my ailing mother . While trying to figure out my niche after my return , I came across a newspaper article on how a few organizations in Kolkata are providing support to the elderly , staying alone in the city . I was always fascinated with the idea of serving the helpless. As a youngs

ter , I used to visit old-age homes and orphanages quite often . The article prompted me to start looking for an option in this field . I got appointed by Deep Probeen Poriseba and started my journey in elder care . I realized that I have finally found my niche . I learnt a lot in my stint with this organization . I met several elderly people , who have taught me and encouraged me immensely. I have now decided to start my own endeavour in this field. I work on individual basis and provide services to few families and old-age homes already. Every day enriches me with the company of the elderly. It is my dream to make the last days of their lives as smooth and happy as possible . I provide the following services :
*Companionship*
Playing Chess , Cards etc . Helping in pursuing new hobbies. Book reading
Music
Morning/ evening walks
Yoga
& much more.

*Technology Assistance*
Helping the elderly with laptop, desktop, mobile phone, ipad , ipod , tablet , smart phone , internet , email , skype .

*City travel Assistance*
Doctor's appointment. Visits to friends and family's home's. Shopping
Banking
Anything else as needed
*Car Rental*
*Other Services*
Household maintainance jobs like
Bathroom leakages
Electrical malfunction like broken light/fan etc .

30/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও..

উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

11/04/2024

পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখ! কারণঃ

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল! আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও! পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়! তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়! পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য! সর্বোপরি পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো!

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে! আবার শপিং এ নিয়ে যায়! দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই! সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই!

যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার অসুন্দর চেহারা, চাঁপা রং, শারীরিক গঠন বা তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়! যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সন্মান করে, সমীহ করে চলে, আদর করে, সব আবদার আহ্লাদ পূরণ করে, সারাজীবন আগলে রাখে! পূরুষ বৃদ্ধ হলেও তার যৌন আকর্ষণ বৃদ্ধ হয়না বলেই তোমার সারাজীবন ভালোবাসার দায়িত্ব নেয়!

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে একটা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো! যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো! যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী!

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো!

11/04/2024

– ম্যাডাম আপনার জন্য এই ফুলের বুকেটা।
– কে দিয়েছে?
– একজন ড্রেলিভারি বয় এসে দিয়ে গেলো।
– আচ্ছা, তুমি যাও।
প্রমিতা ফুলের বুকেরটার দিকে তাকিয়ে আছে। সত্যি ভারী সুন্দর ফুলের বুকেটা। প্রমিতা যে জানে না কে দিয়েছে এমন নয়, তবে কোনো প্রমাণ পেলে ভালো হতো। শুধু ফুলের বুকের মধ্যে চিরকুটে লেখা আছে - " আর কতবার এরকমভাবে তোমার অপেক্ষায় অপেক্ষারত পথের পথিককে ফেরাবে?"
_________________

প্রমিতা অফিস থেকে বাড়ি ফিরছে এমন সময়...
পেছন থেকে একটা কন্ঠ :- শুভ জন্মদিন প্রমি।
– বুঝেই ছিলাম অফিসে ফুলের বুকেটা তুমি দিয়েছো।
– হ্যা।
– কেন করছো এসব?
– কেন এসব প্রশ্ন করছো প্রমি! তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই।
– পুরো পাগল হয়ে গেছো? আমি বিধবা।
– তুমি বিধবা সেটা তো তোমার দোষ না। কিন্তু সেদিন তুমি বিধবা না হতে পারতে যদি না তুমি বিয়েটা করবে।
– কিছু করার ছিলো না আমার অনির্বাণ। বাবার ওরকম শরীর খারাপ প্রায় মৃত্যু পথযাত্রী, বাবা ই তো আমার একমাত্র আশা ভরসা সে যখন আমার বিয়ে দেখে যেতে চাই, তখন আমি আর কিবা করতাম...
– আমি তো তোমাকে সেদিন বলেছিলাম ছেলেটা ভালো না, কিন্তু সেটা তুমি তোমার বাবাকে বললে না!
– কি বলতাম কোনো প্রমাণ ছিলো নাতো। কিছু বলতে গেলে প্রমাণ লাগে।
– আর আমার মুখের কথা সেটা বুঝি বিশ্বাস হল না?
– না, মানে আসলে...
– বুঝেছি আমি, বিশ্বাস করতে পারোনি। আসলে তখন থেকেই তোমাকে ভালোবাসতাম, বলতে পারিনি তখন চাকরি পায়নি বেকার তাই। তবে এটা অবশ্যই চেয়েছিলাম ভালোবাসার মানুষটাকে না পায় কিন্তু আমার ভালোবাসার মানুষটা একজন ভালো ছেলেকে অবশ্যই বিয়ে করুক। কিন্তু দেখো ভগবান ওটুকুও শুনলো না বিয়ের ছ মাসে তোমার বরের অতিরিক্ত মদ্যপানে লিভার নষ্ট হওয়ায় মারা গেল।
– আর বাবা তো বিয়ের তিনদিনের মধ্যেই...
– একটা কথা প্রমি তুমি আমায় একটুও ভালোবাসো না? হ্যা তুমি অবশ্য যেচে কথা বলোনা কিন্তু তাও তো ভালো গলায় কথা বলো, সবই কি এমনি?
– অনির্বাণ কিছু কথা না বলাই ভালো বলে মনে করি। (মাথা নীচু করে কথাটা বলল প্রমিতা।)
– আমি যা বোঝার বুঝে গেছি প্রমি। কেন আমাকে ফিরিয়ে দিচ্ছো ? তুমি অস্বীকার করতে পারোনি যে তুমি আমাকে ভালোবাসোনা। তাহলে কেন? শুধু সমাজ তোমাকে বিধবা নামে অ্যাখান দিয়েছে তাই?
– হ্যা তাই তাই তাই... আমি চাই না তোমার জীবন নষ্ট হোক, তোমাকে লোকে আমাকে নিয়ে কথা বলুক। তোমার জয়েন্ট ফ্যামিলিতে আমাকে নিয়ে তোমাকে খোঁটা দিক।
– আর আমার শিক্ষা বা শিক্ষকতা তা নিয়ে তো কিছু বললে না। একজন বিধবা নারীকে যদি সমাজের কাছে কথা শুনতে হবে বলে ছেড়ে দি তাহলে আমার ছাত্র-ছাত্রী, এ সমাজ একজন শিক্ষকের কাছে থেকে কী শিক্ষালাভ করবে!
– (প্রমিতা পুরো চুপ)
– তুমি সব দেখছো কিন্তু আমার ভালোবাসাটাকে দেখতে পাচ্ছো না! সেদিন তুমি আমার কথা না শুনে ভুল করেছিলে আর আজ আমার প্রতি তোমার ফিলিংসটাকে বালি চাপা দিয়ে ভুল করেছো।
হঠাৎ করে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়। অনির্বাণের কাঁধে ছোট্ট একটা পাখি এসে বসে। এ প্রকৃতিও যেনো প্রমিতাকে অনুরোধ করতে থাকে :- প্লিজ প্রমিতা অনির্বাণের কথাতে রাজি হয়ে যাও।
তারাও যেন অনির্বাণ আর প্রমিতার মিলন দেখতে চাই।
প্রমিতা একটা নরম গাছের ডালকে ছিঁড়ে সেটা পেঁচিয়ে পেঁচিয়ে আংটির মতো তৈরী করে।
– নাও অনির্বাণ এটা পড়িয়ে তোমার ভালোবাসার বন্ধনে চিরকাল আমাকে বেঁধে ফেলো।


~ মেঘদূতী রিপা
ছবি : সংগৃহীত

Address

Kolkata

Telephone

+919874973222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bela Sesher Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bela Sesher Sathi:

Share