30/07/2025
আমি ক্লাসে ঢুকতেই প্রতিদিনের মতো মিষ্টি খুদে গুলোর মুখ আনন্দে ঝলমল করে উঠলো। এবার তারা আব্দার করে বসলো- 'ও ম্যাম আজ আমাদের ক্যুইজ খেলাবেন' ?! 🤩
দেখলাম, প্রস্তাবটা মন্দ নয়, এমনিতেই ওদের আসন্ন পরীক্ষার সিলেবাস complete হয়ে গেছে, তাহলে এই খেলার মধ্যে দিয়ে ওদের কিছুটা পুরোনো পড়া revision হয়ে যাবে। তো, শুরু হলো প্রশ্ন-উত্তরের পর্ব, আর যে উত্তর গুলো ভুল হলো..সেগুলো আরেকবার বুঝিয়ে দেওয়ার পালা। 😇
প্রত্যেক দল ২বার করে chance পাবে উত্তর দেওয়ার জন্য। তো দেখলাম, সবাই ম্যামের চোখে পড়ার জন্য তার team এর বাকিদের সাথে আলোচনা না করে একা একাই উত্তর দিতে চাইছে, যার ফলে team এর কেউ কেউ ঠিক উত্তর জানা সত্ত্বেও,- উত্তর দেওয়ার জন্য সুযোগ পাওয়া প্রথম ২ জন ভুল উত্তর দিলেই সেই দলের নম্বর কমে যাচ্ছে। 😕
তখন তাদের বোঝালাম-
প্রথমত, যারা উত্তর দিচ্ছে তাদেরকেই যে আমি শুধু ভালোবাসবো সেটা একদমই নয়, ক্লাসের সবাইকে আমি সমান ভালোবাসি। 🥰
দ্বিতীয়ত, যারা উত্তর দিচ্ছে particularly তাদের নামের পাশে কোনো score বসছে না..score বসছে তাদের team এর পাশে। তাই তার দলের বাকিদের সাথে যদি আলোচনা করে সঠিক উত্তর টা দেওয়া হয়..তাহলে সেই দলের score বাড়তে থাকবে। 🥳
আর, এটা শুধু আজকের খেলার জন্যেই নয়.. teamgame এর গুরুত্ব জীবনের অনেক ক্ষেত্রেই বুঝতে পারা যাবে..যেখানে শুধুমাত্র ব্যাক্তিগত সাফল্যের থেকে সম্মিলিত সাফল্য নিজেদের বেশি সার্থক ও বেশি আনন্দিত করে তুলবে। 🤗
তারপর আর কী?...দু'টো দলের স্কোরই অনিবার্য ভাবে বাড়তে লাগলো, আর শুধুমাত্র উত্তরদাতার বদলে গোটা team এর মুখ গুলো ক্লাসরুমের আলোকে কয়েকগুণ বাড়িয়ে দিতে থাকলো! 😍✨️
আর আমিই বা আনন্দ পাওয়া থেকে বাদ থাকলাম কই? শুধুমাত্র বইয়ের সিলেবাসের বাইরেও যে অত্যাবশ্যকীয় শিক্ষাগুলো আমাদের জীবনের পথে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে, তার কিছু অংশ সার্থক ভাবে শেখাতে পেরে আমার মনের স্কোরবোর্ডেও কয়েকটা নম্বর যোগ হ'লো না কি ?!! 🥰💞
ও হ্যাঁ, নিচের ছবিটা ওই ক্লাস 6-এর এক খুদের দেওয়া হীরে-জহরত !! 🤗😘
***************
✅️ Get Nutrition tuition for class 11, 12 (WBHSE Board)
✅️ Get Both Offline and Online Diet Consultations
✅️ Get Homemade Diet snacks
Dietitian Shreyasi Sarkar
Contact: 8910382749