Astrologer Sree Dipak Sastri

Astrologer Sree Dipak Sastri পশ্চিমবঙ্গের জনপ্রিয় তান্ত্রিক জ্যোতিষ

08/10/2025

অপঘাতে মৃত্যু হলে কী কী হয় ?

সকল ভক্তদেরকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মীপূজা এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন৬ অক্টোবর ২০২৫, কোজাগরী লক্ষ্মীপূজা। এই...
06/10/2025

সকল ভক্তদেরকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মীপূজা
এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

৬ অক্টোবর ২০২৫, কোজাগরী লক্ষ্মীপূজা। এই দিন বহু হিন্দু বাড়িতে আচার-অনুষ্ঠানের সঙ্গে লক্ষ্মীপূজা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে লক্ষ্মীপূজা করলে শুভ ফল পাওয়া যায়। মনে করা হয়, যে বাড়িতে মা লক্ষ্মী তাঁর কৃপা বর্ষায়, সেই বাড়ি সর্বদা সুখ-শান্তিতে ভরে থাকে। জ্যোতিষশাস্ত্র লক্ষ্মীপূজার দিন কিছু টোটকা পালন করার কথা বলা রয়েছে। এই টোটকাগুলি মেনে চললে জীবনে কখনও অন্নবস্ত্রের অভাব হয় না।
টোটকা

১) লক্ষ্মীপূজার দিন যখন পূর্ণিমা লাগছে, ঠিক সেই মুহূর্তে একটা লাল বা হলুদ, ছোট কাপড়ের টুকরোয় পাঁচটা হলুদের গাঁট, পাঁচটা কড়ি, পাঁচটা পদ্মবীজ, সামান্য কেশর, সামান্য আতপ চাল এবং একটা এক টাকার কয়েন নিয়ে একসঙ্গে লাল সুতো দিয়ে বেঁধে নিন। তার পর সেটিকে মায়ের চরণে রেখে দিন পুজো শেষ না হওয়া পর্যন্ত। পরের দিন যখন পূর্ণিমা ছেড়ে যাবে, তখন ওই কাপড়ের পুঁটলি টাকা রাখার জায়গায় রেখে দিন।

২) পুজোর সময় লক্ষ্মীদেবীর কাছে অবশ্যই পদ্মফুল এবং পদ্মবীজ অর্পণ করবেন। কারণ পদ্মবীজ মায়ের অত্যন্ত প্রিয় একটা জিনিস।
৩) লক্ষ্মীপূজার দিন লক্ষ্মীদেবীর সামনে যা কিছুই ভোগ দেওয়া হোক, তাঁর সঙ্গে নারকেল অবশ্যই রাখবেন।

৪) এই দিন বাড়ি থেকে অন্য কাউকে চাল, দুধ, যে কোনও তেল এবং টাকাপয়সা দেবেন না।

৫) এই পুজোয় দেবীকে তুলসীপাতা এবং সাদা যে কোনও ফুল দেওয়া যাবে না।

৬) লক্ষ্মীপূজায় একেবারেই লোহার বাসন ব্যবহার করা যাবে না।

৭) খেয়াল রাখবেন বাড়িতে যেন এই দিন কোনও ভাবেই ঝগড়াঝাঁটি না হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

৮) লক্ষ্মীপূজার দিন বাড়িতে নারায়ণের পুজো করাও শুভ বলে মানা হয়।

৯) লক্ষ্মীপূজার দিন বাড়ির সদর দরজার দু’পাশে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এর ফলে ঘরের সকল অশুভ শক্তি দূর হয়।

02/10/2025

সামান্য টোটকায় সব জয়

সকল ভক্তদেরকে জানাই বিজয়াদশমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন
02/10/2025

সকল ভক্তদেরকে জানাই বিজয়াদশমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

01/10/2025

সমস্ত সমস্যার কথা বলুন গুরুজী কেউ জনতা পারবে না

সকল ভক্তদেরকে জানাই মহানবমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন
01/10/2025

সকল ভক্তদেরকে জানাই মহানবমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

30/09/2025

লক্ষীপুজোর দিন ঘরে আনুন শ্রীযন্ত্রম অর্থকষ্ট চিরদিন এর জন্য দূর হবে

সকল ভক্তদেরকে জানাই মহাঅষ্টমী   এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন
30/09/2025

সকল ভক্তদেরকে জানাই মহাঅষ্টমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

29/09/2025

বিজয়া দশমীতে সামান্য টোটকা নেগেটিভ এনার্জি থেকে চিরদিন এর মুক্তি

সকল ভক্তদের কে জানাই মহাসপ্তমী  এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন
29/09/2025

সকল ভক্তদের কে জানাই মহাসপ্তমী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

28/09/2025

বিজয়া দশমীতে সামান্য টোটকা অর্থসংকট থেকে চিরদিন এর মুক্তি

সকল ভক্তদের কে জানাই শুভ মহাষষ্ঠী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন
28/09/2025

সকল ভক্তদের কে জানাই শুভ মহাষষ্ঠী এর শুভেছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন

Address

Kolkata
700086

Alerts

Be the first to know and let us send you an email when Astrologer Sree Dipak Sastri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram