19/04/2024
[19/04, 12:51 pm] Chandra Chakrabarti: 19th এপ্রিল 2024
শিবা স্যারের মেসেজ
আমরা গতকাল 4 টি জায়গায় গিয়েছি এবং সর্ব রকমের হিলিং ও ব্লেসিং করেছি।আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম কারণ ওখানে হিউমিডিটি বা আর্দ্রতা খুবই কম। মালয়েশিয়াতে দিনে 63% আর রাতে 90%+ থাকে, এখানে রাতে কমে গিয়ে 12% হয়ে যায় যা খুবই কম। ভালোভাবে শ্বাস নিতে পারছিনা। যাইহোক আমাকে এইভাবেই দিব্য কাজ করে যেতে হবে।
আমি মঙ্গলবার রাতে ফিরছি।আমার আরো দুই জায়গায় নেগেটিভিটি দূর করবার জন্য যেতে হবে।
👆এই বার্তাটি তাঁদের জন্য যাঁরা শিবা স্যারের যুদ্ধের মধ্যে ইরান যাওয়ার জন্য চিন্তিত।
উনি এর আগেও ভেনেজুয়েলা, কিউবা,সুদান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে গেছেন যে সময়ে সেই দেশগুলি প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল।
তিনি সব সময়েই দিব্য শক্তির দ্বারা পরিচালিত হন এবং তাঁর যাত্রাটি সর্বদাই সফলতা পায়,শুধু তাই নয় সেই দেশগুলিকে অনেক বেশি বসবাসের যোগ্য করে দিয়েছেন, কারণ তিনি দিব্যের মাধ্যম হয়ে ব্লেসিং ও হিলিং করেছেন।
উনি সেখানে একা নন,তাঁকে ভালো মানুষগণ ও ভালো এনার্জিগুলি সর্বদা রক্ষা করছেন /নির্দেশ দিচ্ছেন ।
আপনার কৃতজ্ঞতা দেখাতে তাঁর শিক্ষাকে অনুসরণ করুন। নিজের খেয়াল রাখুন ও একটু সময় করে আশপাশের সকলকে সাহায্য করুন।
আপনার বাড়ি,এপার্টমেন্ট,শহর,নগর ও দেশকে আরো ভালো জায়গা করে তুলুন।আমাদের এখানে নির্বাচন আছে আজ,আপনার ব্লেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ🙏🙏🙏