Rajib Sastri Kolkata

Rajib Sastri Kolkata This is Rajib Sastri Kolkata Facebook Commercial Page . You Can BOOK ONLINE From Call

কালসর্প যোগ কতটা ভয়াবহ ❓ জ্যোতিষ শাস্ত্রে কাল সর্বযোগ বলে একটা কথা আছে। সাধারণত রাহু এবং কেতু মহারাজের মাঝখানে যদি সমস্...
14/08/2025

কালসর্প যোগ কতটা ভয়াবহ ❓

জ্যোতিষ শাস্ত্রে কাল সর্বযোগ বলে একটা কথা আছে। সাধারণত রাহু এবং কেতু মহারাজের মাঝখানে যদি সমস্ত গ্রহ গুলো চলে আসে তখন তাকে কালসর্প যোগ বলা হয়। কিছু মতে অবশ্য বলা হয় এটাও যে, পরপর চারটি ঘর বা হাউস যদি ফাঁকা থাকে তাহলেও এই দোষ ধরা হয়।
মোট ১২ রকমের কালসর্প যোগ হয় । এখন দেখে নেওয়া যাক এর থেকে প্রতিকারের কি উপায়?
এবং এই দোষ বা যোগ যদি মানুষের চার্ট এ থাকে, তবে দুশ্চিন্তার শেষ নেই।প্রতিটি মানুষের তখন তার জীবনে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হন এবং এর থেকে পরিত্রাণের উপায় খোঁজ করেন। অন্যান্য নৈসর্গিক পাপ গ্রহর অবস্থান বা দৃষ্টির কথা আলাদা করে না ধরেই বলছি।মানুষের জীবনে নেমে আসে চরম সমস্যা এবং তার থেকে বৃদ্ধি পায় মনের মধ্যে আতঙ্ক এবং ভয়াবহতা।
এই কালসর্প জোগ থেকে মুক্তির কোন উপায় কিন্তু জ্যোতিষ শাস্ত্রে কোথাও সঠিকভাবে পাওয়া যায় না। এবং কোন দেবতারও কিন্তু পুজো করার নিয়ম কোথাও স্পষ্ট করে বলে দেওয়া নেই।যোগ সাধনা বা ধ্যানের মাধ্যমে সর্প বা সাপকে দেবতা মনে করে পুজো করা হয়। এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ এবং শিবের আরাধনাই শ্রেষ্ঠ উপায়।
এবং এই যোগ থাকলে মন্ত্রের প্রতিষ্ঠা করে প্রতিদিন পুজো করা যেতে পারে ওম নাগেশ্বরায় নমঃ, ওম মহাকালায় নমঃ, জপ করা প্রয়োজন। যদি কেউ প্রমাণ সহকারে প্রতিভা প্রতিকার চান সেক্ষেত্রে সিদ্ধ গুরু দ্বারা কালসর্পসিদ্ধ যন্ত্রম ধারণে অবশ্যই শুভ ফলপ্রাপ্ত হয়।
যদি সম্ভব হয় তাহলে কাল সর্প যোগীদের সূর্য বা চন্দ্র গ্রহনের দিন বা সময় রুদ্রাভিষেক করানো প্রয়োজন এতে কাল সর্প যোগের শান্তি হবে এবং জীবনে আসা নানা বাধা দূর হয়। সমস্যা অনেকটা কমবে। রুদ্রাভিষেকের সময় অন্যান্য পুজোর জিনিসপত্র ছাড়াও একটির রুপোর নাগ এবং একটি নাগিন অভিষেকের সময় ভগবান শিব এর সামনে রাখতে হবে। অভিষেক এর আগে ওই রুপর নাগ, নাগিনীকে আগে থেকেই তামার পাত্রে মধু ভরে তাতে রেখে দিতে হবে এবং অভিষেক সম্পূর্ণ হওয়ার পরে ওই তামার পাত্র সমেত নাগ নাগিনীকে ওই পুরোহিত কে দান করে দিতে হবে।কাল সর্প যোগ শান্তির এটাও একটা পদ্ধতি।
এই যোগের প্রতিকার সাধারণত ত্রম্বোকেশ্বর মন্দির এ করা হয়ে থাকে।নাসিক থেকে কিছুটা দূরে এই মন্দির।
🕉️🕉️🕉️
শ্রী রাজীব শাস্ত্রী
🙏🏻🙏🏻🙏🏻
8777432199:9830118636

জীবন সত্যিই বড় রহস্যময়।কি হবে,আর কি হবে না।কি ঘটবে,আর কি ঘটবে না তা আগাম জানার জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকে। প্রতিটা ম...
10/08/2025

জীবন সত্যিই বড় রহস্যময়।কি হবে,আর কি হবে না।কি ঘটবে,আর কি ঘটবে না তা আগাম জানার জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকে। প্রতিটা মানুষের গল্প,জীবনের যেন এক,একটি রূপকথা এবং এই রূপকথা বা গল্প অনেক রহস্যময়।কারন যেকোন সিরিয়াল, সিরিজ বা যেকোন নভেল বা উপন্যাসকেও হার মানায়।
এমন কিছু প্রশ্ন থাকে,অনেক ভেবেও যার কোন উত্তর মেলেনা। কালের নিয়ম মেনে সময় পার হয়ে যায়। ফিকে হয়ে যায় জীবনের বহু অম্ল মধুর স্মৃতি।শুধু রয়ে যায় সেইসব প্রশ্ন যার উত্তর হয় না।জানা প্রশ্ন হয়তো প্রশ্ন হয়েই থেকে যায়। বহু খুঁজেও উত্তর ধরা যায় না।
আসলে মস্তিষ্ক যখন কোন কথা খুঁজে পায় না,তখন হৃদয় কথা বলে। হৃদয় মানেই আবেগ,হৃদয় মানে প্রেম, বিরহ,হাসি,কান্না। বর্তমানে জীবনের সাথে যা চলছে তার ভয়। ভবিষ্যতে কি হবে তার ভয়। আর হ্যাঁ অবশ্যই ভয় আর ভয়❗
আর হ্যাঁ, এই ভয়কে জয় করার প্রশ্নেই চলে আসে আসেন কিছু মানুষ। আগামী জীবনে কি ঘটতে চলেছে তার একটা আগাম আন্দাজ বা আভাস এরা দিয়ে থাকেন।যাদেরকে বলা হয় এস্ট্রোলজার, বাংলায় জ্যোতিষী।
শ্রী রাজীব শাস্ত্রী।
8777432199/9830118636

জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতু মহারাজ কে রহস্যপূর্ণ গ্রহ আখ্যা দেয়া হয়ে থাকে। কেতু মহারাজের রং ধোঁয়াটে। এবং গতি সর্বদাই...
10/08/2025

জ্যোতিষ শাস্ত্র অনুসারে কেতু মহারাজ কে রহস্যপূর্ণ গ্রহ আখ্যা দেয়া হয়ে থাকে। কেতু মহারাজের রং ধোঁয়াটে। এবং গতি সর্বদাই বক্র এবং কেতু মহারাজের সরল বা অতীচারী গতি বলে কিছু নেই।এই গ্রহের বাল্য এবং বৃদ্ধ অবস্থা বলে কিছু নেই।কেতু মহারাজ চক্ষু হীন,তাই দৃষ্টিও নেই। অবস্থান ভেদে শুভ বা পাপ আখ্যা পেয়ে থাকেন। জাতকের জীবন ক্ষেত্র এবং সমগ্র সৃষ্টিকে ইনি প্রভাবিত করেন। কখনো পরিস্থিতি সাপেক্ষে জাতক বা জাতিকাকে সম্পূর্ণ যশের শিখরে পৌঁছে দেন। কেতু মহারাজ কে আকাশে উড়ন্ত পতাকার মতো দেখায়।।
রহস্যময়তা, গোপনীয়তা,মৃত সাপের মতো কুন্ডলী আকারে নির্জীব ভাবে পড়ে থাকার ভাব,হাত-পা ও চক্ষু বিহীন, নিদ্রালুতা, স্বার্থপরতা,গুপ্তঘাতকতা,কসাইবৃত্তি, কাপুরুষতা,অভিব্যক্তির বিপরীত ভাব, কর্মবিরতি,অপমান,অবনতি, বাধা বন্ধন, অবসাদ,সহজ বুদ্ধি,নির্বুদ্ধিতা, অবচেতনা, শক্তিহীনতা,সমাধি,ত্যাগ,তিতিক্ষা, মুক্তি, তপস্যা, গুপ্ত বিদ্যা নির্দেশ করে থাকেন। ব্রহ্ম জ্ঞান দর্শন ও গণিতবিদ্যা,শত্রু হরণকারী, হৃদয়হীন,নপুংসকতার মত কাজ, শয়তান, গুন্ডা,চোর,জুয়া চোর,বিষ প্রয়োগ, কয়েদি, কারারুদ্ধ,ছেঁড়া কাপড়,ক্ষুধা পিপাসা কাতর, ব্রণ,ঘা, চর্মরোগ, পেটের সমস্যা,গ্যাসের সমস্যা, ফুসফুসের রোগ, জ্বর,চোখের ব্যথা,পাকস্থলীর ব্যথা, গায়ের ব্যথা,প্লেগ, মহামারী, বসন্ত রোগী, যেখানে থাকে ও হাসপাতাল নির্ধারণ করে থাকেন।
জীবদেহে মেরুদন্ড, উদর, পেট,পাকস্থলী, ফুসফুস,চুল, মনোময় কোষ অধিকার করে থাকেন।
কেতু মহারাজের পেশা হলো বৈদেশিক বাণিজ্য, গুপ্ত বিদ্যা, হিপনোটিসম, ব্রহ্ম জ্ঞানী হওয়া, দার্শনিক, গণিতবিদ,অপ রসায়ন, হস্তরেখা বিদ হিসেবে খ্যাতি অর্জন করা।নিজ এবং দুষ্ট গ্রহ পীড়িত হলে, কেতু মহারাজের প্রভাবে জাতক, হৃদয়হীন, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ,গুন্ডা,কসাই বৃত্তি, গুপ্ত হত্যাকারী, ডাইনি এবং ইন্দ্রজাল দ্বারা মানুষের অর্থ গ্রহণ করে থাকেন।
শ্রী রাজীব শাস্ত্রী।
8777432199🌺9830118636
🙏🏻🙏🏻🙏🏻

09/08/2025

অকাল বৈধব্য কেন ও তার প্রতিকার!
কোন মহিলার স্বপ্ন, জীবন হচ্ছে তার স্বামীর সঙ্গ পাওয়া।কিন্তু কখনো কখনো দেখা যায় তার জীবনের যে চরম প্রাপ্তি তারপর একটা বড় আঘাত হচ্ছে অকাল বৈধব্য। তার জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন তাও তো একরকম কিন্তু বিগত দিনে আমাদের ভারতবর্ষে, তার খাদ্যাভ্যাস এবং তার চালচলন এবং তার শরীরের উপরে আর কিছু কঠিন নিয়ম পালন করতে বলা হত। এবং কখনো মস্তক মুন্ডন করিয়ে, সাদা শাড়ি পরিয়ে তাকে আরো কুরুপা তৈরি করা হতো। যেটা এখন অতটা নেই কিন্তু তা সত্ত্বেও অকাল বৈধব্য, বিষয়টা, একটা নারীদের জীবনের চরম অভিশাপ।
কেন হয় ❓
১)সপ্তম ঘরের অধিপতি গ্রহ যদি শনি, মঙ্গলকে দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই অকাল বৈধব্য যোগের সম্ভাবনা থাকে।
২)কোন মহিলার জন্ম ছকে দ্বিতীয় স্থানে মঙ্গল ওতাতে যদি শনি মহারাজের দৃষ্টি পড়ে এবং সপ্তমপতি গ্রহ অষ্টম বা ষষ্ঠ স্থানে অবস্থান করলে এই যোগ তৈরি হয়।
৩)সপ্তম ঘরে যদি মঙ্গল কোন নৈসর্গিক পাপ গ্রহ যেমন শনি,রাহু,কেতু,রবি মহারাজের সঙ্গে যুক্ত থাকে তবে হয়।
৪)বা কোন পাপ গ্রহ যদি সপ্তম স্থানে অবস্থান করে ও মঙ্গলকে দৃষ্টি প্রদান করে তাহলেও হয়।
৫)সপ্তম স্থানে কোন নৈসর্গিক পাপ গ্রহ এবং চন্দ্র ষষ্ঠ বা সপ্তম স্থানের অবস্থান করলে এই যোগ তৈরি হয়।।
৬)সপ্তম ও অষ্টম স্থানের অধিপতি যদি ষষ্ঠ বা দুস্থানে পতির সঙ্গে উপস্থিত থাকে তাহলেও এই যোগ তৈরি হয়।
৭)এছাড়া যদি যত জাতিকার জন্ম কুন্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে বা ভৌম দোষ থাকে তাহলেও কিন্তু এই সমস্যা তৈরি হয়।
৮)জন্ম কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান সাপেক্ষে সপ্তম বা অষ্টম ঘরে পাপ গ্রহ থাকলে।
৯)মেষ বা বৃশ্চিক রাশির সাপেক্ষে রাহু মহারাজ অষ্টম বা দ্বাদশ স্থানে উপস্থিত থাকলে, বৃষ,কন্যা ও ধনু লগ্নে জাতিকাদের বৈধব্য যোগ সৃষ্টি হয়।
১০)লগ্ন ও সপ্তম এই দুই স্থানেও যদি পাপ গ্রহ থাকে তাহলেও বৈধব্য যোগ সৃষ্টি হয়।
এরকম আরো কিছু কানেকশন আছে যার দ্বারা বোঝা যায়।

প্রতিকার
১) কারো যদি এরকম যোগাযোগ থাকে তাহলে প্রথমেই শনি গ্রহ এবং মঙ্গল গ্রহের প্রতিকার করা প্রয়োজন।
২)বা যে পাপ গ্রহের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে সে গ্রহকে শান্ত করা উচিত।
৩)প্রতি সোমবার নিজস্ব গৃহে মহাদেব বা শিবের পূজা করা উচিত
৪)বাড়ির যে মূল প্রবেশদ্বার সেখানে দরজার উপরে সুতো দিয়ে আম পাতা বেঁধে ঝুলিয়ে রাখা উচিত এবং প্রতি ১৪ দিন পর পর সেই পাতা সরিয়ে নতুন পাতা লাগানো উচিত।
৫)মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করলে শিবের সঙ্গে বিয়ে দেয়া উচিত। লগ্নে থাকলে শ্রী নারায়ণের সঙ্গে বিবাহ দেয়া উচিত। মঙ্গল দ্বাদশে থাকলে স্নান করার পরে প্রত্যহ সবসময় থাকলে মা বগলামুখী মন্ত্র 108 বার প্রতিদিন যোগ করা উচিত । মঙ্গল অষ্টম ঘরে থাকলে,নারী হলে বটবৃক্ষের সঙ্গে আর পুরুষ হলে কলা গাছের সঙ্গে বিবাহ দেওয়া উচিত।
সংক্ষিপ্ত আকারে এখানে বলার চেষ্টা করলাম
এরকম আরো কিছু প্রতিকার আছে যা একমাত্র অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়েই করা যেতে পারে।

🙏🏻🙏🏻🙏🏻
শ্রী রাজীব শাস্ত্রী।

ভুল কর্মজীবন বেছে নিলে❗ বা অপছন্দের পেশা হলে❗ 8777432199। আমরা প্রতিটি মানুষই আমাদের জন্ম ছক অনুযায়ী নিয়ন্ত্রিত।এটা আম...
07/08/2025

ভুল কর্মজীবন বেছে নিলে❗ বা অপছন্দের পেশা হলে❗ 8777432199।
আমরা প্রতিটি মানুষই আমাদের জন্ম ছক অনুযায়ী নিয়ন্ত্রিত।এটা আমরা মানতে পারি নাও মানতে পারি তাতে জ্যোতিষ জগতের কোন সমস্যা নেই। এবং আমরা প্রত্যেকেই কম বেশি জানি,আমাদের বারোটি রাশি আছে।এবং সেই সাপেক্ষে এই বারটি রাশির মধ্যেই আবার লগ্ন থাকে।
বর্তমানে জ্যোতিষীরা লগ্ন সাপেক্ষে বিচার করেন।প্রতিটি শিশুরই কিন্তু একটা সময় কর্ম করার প্রয়োজন চলে আসে। জীবনে একটা সন্ধিক্ষণে এসে তাদের কর্ম করতেই হয়। সেক্ষেত্রে চাকরি বা ব্যবসা এ ছাড়া তো আর কিছু নেই।বর্তমান যুগে অধিকাংশ মানুষ একটা সরকারি চাকরির একটা নিশ্চিন্ত আশ্বাস পেতে চায়। কিন্তু চাকরি কোথায় ❓এরমধ্যে বাড়ির চাপ এই চাকরি করো,ওই চাকরি করো না।আত্মীয়-স্বজনও ফ্রিতে নানা পরামর্শ দেয়।
এবং এই ধরনের ইভেন্টগুলো যখন ঘটে যায়,সেই সময় সেই জাতকের দশা বা ট্রানজিট তার ওপর ভিত্তি করে। দশা এবং গোচর অনুকূল থাকলে,দেখা যায় যে মানুষ সঠিক পেশা বেছে নিতে সক্ষম হন।
আবার এগুলি যদি প্রতিকূল হয় তখনই কিন্তু সে জাতক বা জাতিকা পথভ্রষ্ট হয় । ঠিক তেমনি পেশার ক্ষেত্রেও আমরা কিছু পেশা ভালোবেসে গ্রহণ করি । আবার অনেক পেশা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়।
ফ্যামিলিতে যদি কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখনও কিন্তু অনেক পেশা বাধ্য হয়ে মেনে নিতে হয়।তখন সেই পেশার ক্ষেত্রে জাতক বা জাতিকার কিন্তু খুব একটা উন্নতি করা সম্ভব হয় না।
তাহলে এটা সংশোধনের উপায় কি ❓
সেক্ষেত্রে একজন সঠিক জ্যোতিষীর প্রয়োজন।
সেই জ্যোতিষী তখন সেই জাতক বা জাতিকার পঞ্চাঙ্গ দেখে নিয়ে সেরূপ ব্যবস্থা করতে পারেন। তার উপযুক্ত প্রফেশন বা কেরিয়ার পেতে সাহায্য করেন।
এক্ষেত্রে যদি কোন গ্রহের বলবত্তা কম থাকে, তখন সেই বলবত্তা বাড়ানো যেতে পারে তার কর্মের দ্বারা, মন্ত্রের দ্বারা,পূজা ও দান পদ্ধতি দ্বারা।এছাড়া সঠিক রত্ন ব্যবহার করেও এর ব্যালেন্স করা অনেক সময় সম্ভব হয়।

🙏🏻🙏🏻🙏🏻
শ্রী রাজীব শাস্ত্রী।

🌺🌺🌺
04/08/2025

🌺🌺🌺

আপনার মধ্যে রবির প্রভাব কতটা ❓8777432199/9830118636 রবি বিভিন্ন গুনে,ব্যক্তিকে রাজার মতো ক্ষমতাশালী করতে পারেন। রবির  মধ...
04/08/2025

আপনার মধ্যে রবির প্রভাব কতটা ❓
8777432199/9830118636

রবি বিভিন্ন গুনে,ব্যক্তিকে রাজার মতো ক্ষমতাশালী করতে পারেন। রবির মধ্যে কিন্তু কোন আলেয়া নেই, মানে হট করে জ্বলে উঠল,তারপরই নেমে গেল, তা কিন্তু নয়। এর মধ্যে কিন্তু কোন বিচিত্র ও খাপ ছাড়া বিষয় নেই। রবি কৃপায় মানুষ সুদূরপ্রসারী শুভ ফল পেয়ে থাকে। কিন্তু রবি যে অবস্থা তেই,থাকুক না কেন নিজের স্বভাবসুলভ কর্তৃত্ব ও গাম্ভীর্য কোন প্রকারই ছাড়তে পারেন না। মানুষ শুধু শুভ ফল পেয়ে থাকে,আবার অশুভ রবির জন্য কিন্তু সে মানুষের সমস্যা সমস্যা হতে পারে।তার চিন্তা ভাবনার গতি নিম্নদিকে যেতে পারে। মাথার সমস্যা হতে পারে।মোটকথা সেই ব্যক্তির মধ্যে রবির গুনাগুন প্রকাশিত কিন্তু হবেই।
রবি জীবনী শক্তির কারক হওয়ার জন্য। রবিকে কিন্তু আত্মার তেজ বলা হয়, তাই আত্মার মধ্যে জ্ঞানের আলো তার প্রকাশ কিন্তু ঘটবেই। রবি মানুষকে নির্মল ও বিশুদ্ধ জ্ঞান দান করতে পারেন। ওনার কৃপা না পেলে কোন মানুষ কোন জ্ঞানী হয়ে উঠতে পারেন না, তিনি ধর্ম জগতে খুব উন্নতি করতে পারেন না।
ওনার বৈশিষ্ট্য গুলো হল,উনি প্রকাশধর্মী, দৃষ্টিশক্তি কারক, জ্ঞানের আধার,রক্তশ্যাম বর্ণ,আগুন,চেহারার মধ্যে অল্প কোকড়ানো চুল,তিনি আত্মার পিতা, জ্ঞানী ব্যক্তি, দেখতে সুন্দর ওএকটু হলদে রং। সুন্দর চোখ, সমাজে প্রভাব বিস্তারকারী, স্বভাব স্থির, উদার,সর্বাঙ্গ সুন্দর দেহ। তার মধ্যে যশমান বেশি থাকবে।পদোন্নতি,প্রতিভা, সম্ভম বোধ,চরিত্র ভালো, সাহস, উচ্চাভিলাস, রোগ মুক্তি,রাজা তুল্য সম্মান, রক্ষাকর্তা,সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি।
অপরদিকে ক্ষমাশীল,আত্মবিশ্বাসী এবং নিজেকে শ্রেষ্ঠ করবার ইচ্ছা। জ্ঞানের দর্শনের আলোকিত। এইরম বিষয় গুলো ইন্ডিকেট করে।
রবি প্রভাবে আমাদের শরীরে এই অংশগুলো স্থান পেয়ে থাকে যেমন,আমাদের ব্রেন,হার্ট, ফুসফুস,নার্ভ, হাড়, মেরুদন্ড, ছেলেদের ডান চোখ, মেয়েদের বাম চোখ,জীবনীশক্তি,দেহের ভেতরের অন্তর্নিহিত শক্তি,রক্ত চলাচলকারী শিরা উপশিরা, এরকম বিষয় গুলো।
কর্মজগত রবির স্থান কিন্তু উপরে।সরকারি কর্মী উচ্চ স্তরের যারা। শাসন বিভাগে, পলিটিক্সে, ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এর কাজে। মন্ত্রিত্বে,নেতৃত্ব যারা দেন, পৈত্রিক ধন প্রাপ্তির জায়গায়,রত্ন,সোনা,তামা ইত্যাদি। পারদের ব্যবসা,পশু চর্মের ব্যবসা, ওষুধের ব্যবসার ক্ষেত্রে কিন্তু রবির প্রভাব দেখা যায়।
রবির শুভ প্রভাবে মানবদেহ সুস্থ থাকে। কিন্তু মানুষকে যশ,সৌভাগ্য, গৌরব ও মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের একটা উঁচু জায়গার দিকে নিয়ে চলে যায়। যেহেতু উনি পিতৃ কারক গ্রহ, সেই জন্য বাবার ভালো-মন্দ কিন্তু তার থেকে বোঝা যায়।
আবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী যত জন্মতারিখ যাদের ১ তা রবি নির্দেশ করে।যেমন ০১, ১০, ১৯,২৮ এই জন্ম তারিখ গুলো কিন্তু রবিকে নির্দেশ করে। উনি কিন্তু উজ্জ্বলতার প্রতীক এবং এই গ্রহ সাধারণত লাল এবং জাফরান রংকে পছন্দ করে, এই জন্মসংখ্যা অনুযায়ী যারা জন্মান। তাদের জন্য এই রং কিন্তু প্রচন্ড শুভ।এছাড়াও রানী,গোলাপি রংকেও শুভ হিসাবে ধরা যেতে পারে। আবার ঘুরিয়ে চিন্তা করলে এই ধরনের রঙ যারা পছন্দ করেন তাদের মধ্যে দেখা রবির প্রভাব দেখা যায়, এবংএরা অত্যন্ত স্বাধীন নেতৃত্ব দেওয়ার মানসিকতা কাজ করে।রাজা সুলভ মনোভাব,অলস এবং খুব সাহসী হয়ে থাকেন।এদের মধ্যে কিন্তু সবার প্রথমে, first হওয়ার চিন্তা ভাবনা থাকে। এরা বন্ধুবান্ধবকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে যায়। আর এদের মধ্যে কিন্তু দান করা মানসিকতা প্রবলভাবে দেখতে পাওয়া যায়।
এই রবি অশুভ হলে কি ফল দেয় সে নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে।
আজকে এই পর্যন্তই।
🙏🏻🙏🏻🙏🏻
শ্রী রাজিব শাস্ত্রী।

সাপ্তাহিক রাশিফল। YouTube এ দেখুন। Rajib Roy Astrologer চ্যানেল এ।
02/08/2025

সাপ্তাহিক রাশিফল। YouTube এ দেখুন। Rajib Roy Astrologer চ্যানেল এ।

02/08/2025
🕉️ গণেশায় নমঃ 🌸02/08/25🌸শনিবার দৈনিক রাশিফল 🌺8777432199মেষ : মানসিক রাগ তেজ, খুব বৃদ্ধি পাবে। বাক্য ব্যবহারের সংযম দরকার...
01/08/2025

🕉️ গণেশায় নমঃ 🌸02/08/25🌸শনিবার
দৈনিক রাশিফল 🌺8777432199
মেষ : মানসিক রাগ তেজ, খুব বৃদ্ধি পাবে। বাক্য ব্যবহারের সংযম দরকার। অর্থ ভাব খুব একটা উল্লেখযোগ্য নয়।ঋণ নেওয়ার চিন্তাভাবনা মাথায় আসতে পারে। বিভিন্ন কিছু পরিকল্পনা করার চিন্তাভাবনা,কিন্তু ফলাফল শূন্য। মাতৃভাব মোটামুটি শুভ। সন্তানের সঙ্গে সমস্যা বৃদ্ধি,প্রেমের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। শরীরে পুরনো ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম করলে ভাগ্যের সমর্থন পাবেন।দাম্পত্য ভাব মোটামুটি। ভ্রমণের ক্ষেত্রে বাঁধা।

বৃষ : রোমান্টিক চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাবে।মেজাজ ফুরফুরে থাকবে। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হোন। বহুমুখী প্রচেষ্টা। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য বেশি ।প্রেমের সম্পর্ক উষ্ণতর হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি। দাম্পত্যের ক্ষেত্রে ইগো বৃদ্ধি পাব। আচমকা অবসন্নতা চলে আসতে পারে শরীরে। অর্থভাগ্য শুভ। ব্যয় বৃদ্ধি।

মিথুন : মানসিক স্থিতি নিয়ে সমস্যা বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দুর্বলতা বাড়বে। কথাবার্তা বুঝে শুনে বলুন। কর্মস্থানের নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা আসবে। অর্থভাগ্য যথেষ্ট ভালো একাধিক সুত্র থেকে আয় বৃদ্ধি। সন্তান ভাব ভালো।সঠিক পরিকল্পনা দ্বারা ভাগ্যের উন্নতি। বাড়ির পরিবেশ ভালো নয়।বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি। প্রেমের ক্ষেত্রে অসম্ভব রোমান্স বৃদ্ধি। শরীর নিয়ে দুশ্চিন্তার খুব একটা বিষয় নেই। সন্দেহের কারণে দাম্পত্য অশান্তি তীব্রতর হবে। কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি। ভ্রমণের চিন্তাভাবনা আজ থাকবে।

কর্কট : মানসিক প্রফুলতা থাকবে এবং সাথে সঠিক পরিকল্পনার সমন্বয় সাধন করতে পারবেন। অর্থভাগ্য মোটামুটি। আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি আদর্শ।সন্তানের সাথে মন কষাকষি।প্রেমের ক্ষেত্রে ইগো বৃদ্ধি পাবে ।শরীর নিয়ে খুব সমস্যার কিছু নেই। দাম্পত্য ভাব অত্যন্ত শুভ। ভাগ্যের সমর্থন আজকে পাবেন না। খুব পরিশ্রম বৃদ্ধি পাবে।কর্মসূত্রে দূরযাত্রা খবর পেতে পারেন।

সিংহ : মনের মধ্যে রাগ উগ্রতা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইগো বৃদ্ধি পাবে ।পরিকল্পনার জন্য আজকের দিনটি ভালো। বাড়িতে মাতৃস্থানীয় কারো জন্য সমস্যা বৃদ্ধি।অর্থভাগ্য যথেষ্ট ভালো। বাড়ির স্থান মোটামুটি শুভ। কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি। অলসতার কারণে কর্মস্থলে সমস্যা।প্রেমে অহেতুক সন্দেহ এবং তার জন্য রাগারাগি। ব্যবসার ক্ষেত্রে বাধা। তবে পরিশ্রম করলে সাফল্য। বন্ধুদের সাথে ইগো প্রবলেম।

কন্যা : মানসিকভাবে ফুরফুরে একটি দিন। মনের মধ্যে চনমনে নিয়ে ভাব কাজ করবে। অর্থ ভাগ্য ভালো,তবে আশঙ্কা বকেয়া পাওনা আটকে যেতে পারে।রাগারাগির কারণে পরিকল্পনায় বাধা। পারিবারিক পরিবেশ স্থিতিশীল।প্রেমে যথেষ্ট রোমান্স বৃদ্ধি পাবে। শরীর নিয়েকোন সমস্যা নেই, তবে পেটের গন্ডগোল থেকে সাবধান। দাম্পত্য ভাব মোটামুটি শুভ। ভাগ্যের সমর্থন পাবেন। কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। তবে পাল্লা দিয়ে খরচও বাড়বে।

তুলা : মানসিক অবসন্নতা কাজ করবে। অর্থভাগ্য যথেষ্ট শুভ,আর পরিশ্রম করলে তে কথাই নেই। পরিকল্পনা করার জন্য আজকের দিনটি সঠিক নয়। হঠাৎ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক সমস্যা আসবে। বাড়িতে কোন শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। প্রেম ভাব মোটামুটি শুভ। শরীর নিয়ে সাবধান,পেটের সমস্যায় কাবু হয়ে পড়তে পারেন। দাম্পত্য উষ্ণতা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে বাধা। ভালো কথাবার্তা মাধ্যমে অন্যের মন জয়।

বৃশ্চিক : মনের মধ্যে উত্তেজনা এবং প্রচন্ড ইগো ভাব কার্যকরী হবে। বাড়ির কোন প্রয়োজনে আচমকা অর্থ ব্যয়। ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রে আদর্শ দিন। বাড়ির পরিবেশ মনোরম নয়,আচমকা সমস্যা বৃদ্ধি। প্রেমের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। শরীর, স্বাস্থ্য নিয়ে সমস্যা কিছু নেই। দাম্পত্য ভাব অসম্ভব ভালো। ভাগ্যের সমর্থন আজকে পাবেন না। অর্থ ভাগ্য যথেষ্ট শুভ, তবে,কর্মস্থলে অশান্তি বৃদ্ধি। কোথাও ঘুরতে যেতে পারেন।

ধনু : গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে এবং সঙ্গে মনের মধ্যে দৈবভাব কার্যকরী হবে। অর্থ ভাগ্য যথেষ্ট শুভ,তবে সাথে পরিশ্রম যুক্ত থাকছে,তবেই ভালো। নতুন কিছু পরিকল্পনার জন্য আজকের দিনটি শুভ নয়। বাড়িতে কলহবৃদ্ধি। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সাবধান হন।বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি। সন্তানের দুরন্তপনার কারণে সমস্যা। প্রেমের ক্ষেত্রে ইগো বৃদ্ধি পাবে এবং তাতে সমস্যা বাড়বে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। দাম্পত্য ভাব শুভ নয় সন্দেহ বাড়বে। কর্মস্থলেও সমস্যা বৃদ্ধি।

মকর : মনের মধ্যে দৈব চিন্তা বৃদ্ধি পাবে। তবে ভালো কথাবার্তা বলার চেষ্টা করুন নচেৎ সমস্যা। নতুন পরিকল্পনার জন্য দিনটি সঠিক নয়।ভাই বোনদের সাথে সমস্যা। বাড়ির পরিবেশ মানিয়ে চলার চেষ্টা করুন।অর্থ নিয়ে চিন্তার কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো। প্রেমে ভাগ্য প্রচন্ড রোমান্টিক আকার ধারণ করবে। বিবাহ চিন্তা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভোগাবে। দাম্পত্যের রোমান্স বৃদ্ধি। ভাগ্যের সমর্থন পাবেন। কর্মস্থলে দুষ্টু লোকেরা সক্রিয় হবে। আচমকা খরচ বৃদ্ধি।

কুম্ভ : আচমকার রাগ, তেজ, ক্রোধ বৃদ্ধি পাবে।সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। পরিবারের ক্ষেত্রে সমস্যা বাড়বে। কি করবেন আর কি করবেন না বুঝে উঠতে পারবেন না। অর্থ নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু হঠাৎ প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন। তবে চেষ্টাবল ভালো। অর্থভাগ্য যথেষ্ট ভালো। তবে সঠিকভাবে পরিকল্পনা করলে দিনটি ভালো। বন্ধুদের সাথে সমস্যা বৃদ্ধি। প্রেম ভাব যথেষ্ট শুভ। দাম্পত্য ভাব ভালো। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। পরিবারের সকলকে নিয়ে দৈব স্থান ভ্রমণের চিন্তাভাবনা।

মীন : মনের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনার ক্ষেত্রে বাধা। অর্থ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কিন্তু অর্থ ভাগ্য ভালো। পরিকল্পনার জন্য দিনটি সঠিক নয়। দাম্পত্য স্থান যথেষ্ট শুভ কথাবার্তা মধ্যে ইগো ভাব প্রবল হবে। বাড়ির পরিবেশ স্থিতিশীল প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। শরীরের যত্ন নিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্ক হোন। কর্মস্থলে গুপ্ত শত্রুতা বিষয়ে সতর্ক থাকুন।

শ্রী রাজীব শাস্ত্রী
🙏🏻🙏🏻

🕉️ গণেশায় নমঃ🌸01/08/25: শুক্রবার দৈনিক রাশিফল 🌺 8777432199মেষ : মানসিক উগ্রতা কিছুটা থাকবে। কথাবার্তা মধ্যে রুক্ষতার বহি...
01/08/2025

🕉️ গণেশায় নমঃ🌸01/08/25: শুক্রবার
দৈনিক রাশিফল 🌺 8777432199
মেষ : মানসিক উগ্রতা কিছুটা থাকবে। কথাবার্তা মধ্যে রুক্ষতার বহিঃপ্রকাশ ।অর্থ ভাগ্য শুভ। পরিকল্পনার ক্ষেত্রে সাফল্যের আসা কম ।প্রচেষ্টায় সাফল্য লাভের আশাও কম। বাড়িতে সমস্যা হলো আপনি সামলে নিতে পারবেন। প্রেমের সম্পর্কে ইগোবৃদ্ধি এবং অশান্তি। শরীরের সমস্যা আছে নজর রাখুন। দাম্পত্য ভাব মোটামুটি শুভ। ভাগ্য স্থিতিশীল ।পরিশ্রম করলে তার সাফল্য আসবে ।ভ্রমণের ক্ষেত্রে বাধা।

বৃষ : পরিকল্পনা করার জন্য একটি আদর্শ দিন।কথাবার্তার মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশ। আয়ভাব অত্যন্ত শুভ। একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি ।বাড়িতে হঠাৎ সমস্যা বৃদ্ধি। সন্তানের সঙ্গে মনোমালিন্য এবং তার স্বাস্থ্য সমস্যা। শরীর নিয়ে দুশ্চিন্তার খুব একটা বিষয় নেই ।দাম্পত্য ভাব শুভ।যত পরিশ্রম ততটা আয় করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সন্দেহ বৃদ্ধি।

মিথুন : আজকে সারাদিনটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা । ভুল সিদ্ধান্ত নেয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থভাব যথেষ্ট শুভ। সুমধুর কথাবার্তা।পরিকল্পনা করার জন্য আজকের দিনটি ভালো নয়। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি। ইগো সমস্যা বৃদ্ধি ।রোমান্টিক কথাবার্তার জন্য প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো। স্বাস্থ্য সমস্যা ভোগান্তি আছে। সাংসারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে অর্থাৎ দাম্পত্য অশান্তি।ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি , সেই তুলনায় নাম যশ কম। হঠাৎ করে অর্থ ব্যয়।

কর্কট : রোমান্টিক মানসিকতা এবং পরিশ্রম করার জন্য চিন্তাভাবনা। ভুল কথাবার্তার জন্য কর্মস্থলের সমস্যা আচমকা বৃদ্ধি। শত্রুপক্ষ সক্রিয় উঠবে। প্রেমের সম্পর্কে সাফল্য লাভ।ভাই বোনদের সাথে সমস্যা বৃদ্ধি।পরিকল্পনা করার জন্য ভুল দিন। বাড়ির পরিস্থিতির দিকে নজর রাখুন। দাম্পত্য ভাগ্য অত্যন্ত শুভ। শরীর নিয়ে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই। ভাগ্যের সমর্থন পাবেন,তবে পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের পক্ষে শুভ দিন।অর্থ ভাব শুভ ভ্রমণের চিন্তা মাথায় আসবে।

সিংহ : ভুল চিন্তা ভাবনার কারণে মনের মধ্যে ক্লান্তি সন্দেহ এবং অবসাদ বৃদ্ধি পাবে। সঞ্চিত অর্থঃ আচমকা খরচ হয়ে যেতে পারে। প্রেম ভাগ্য শুভ নয়।পরিকল্পনার জন্য ভালো দিন নয় ।বাড়ির কারো স্বাস্থ্য হানি। সন্তানের সাথে সমস্যা বৃদ্ধি। শরীর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দাম্পত্য ভাব যথেষ্ট শুভ। কিন্তু ভাগ্যবিরাম্বনার সম্ভাবনা থাকছে। কর্মস্থলের সমস্যা বৃদ্ধি,প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হওয়া সম্ভাবনা।

কন্যা : কুরেমি গ্রাস করবে এবং সাথে মানসিক ইগো বৃদ্ধি পাবে এবং তার জন্য বাড়িতে সমস্যা। অর্থ ভাগ্য মোটামুটি। সন্তানের সঙ্গে সমস্যার ক্ষেত্রে উন্নতি। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো ।প্রেমের প্রচেষ্টার ক্ষেত্রেও সাফল্য ।পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য ভাব খেয়াল রেখে চলুন ।শরীর নিয়ে দুশ্চিন্তা খুব একটা বিষয় নেই।ভাগ্যের সমর্থন আজকে আপনি পাবেন ।কর্মস্থলে বহু পরিশ্রম ।অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনা ।ভ্রমণের ক্ষেত্রে বাধা।

তুলা : মনের মধ্যে পরিশ্রম করার চিন্তাভাবনার বৃদ্ধি পাবে, কিন্তু কর্মস্থলে বুঝে চলতে হবে শত্রুরা সক্রিয় হবে। আপনাদের ক্ষেত্রেও পাওনা অর্থ-প্রাপ্তির ক্ষেত্রে বাধা। নতুন পরিকল্পনার জন্য সঠিক দিন নয়।ভাই বোনদের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন ।বাড়ির পরিবেশ স্থিতিশীল ।প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। দাম্পত্য ভাব অত্যন্ত শুভ।শরীর নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। ভাগ্য বিড়ম্বনার শিকার হওয়ার প্রবল সম্ভাবনা। কর্মস্থলে সুমধুর ব্যবহারে সবার মন জয়। ভ্রমণের ক্ষেত্র বাধা।

বৃশ্চিক : মানসিক চঞ্চলতা এবং পরিকল্পনার জন্য ভালো দিন। ব্যবসায়ীদের জন্য খুব সুন্দর একটি দিন। অর্থ বিনিয়োগ করতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি।বাড়ির পরিবেশও অত্যন্ত মনোরম। প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেবে। আচমকা শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে।দাম্পত্য স্থান অত্যন্ত শুভ ভাগ্যের সমর্থন খুব একটা পাবেন না। কর্মস্থানের গুপ্ত শত্রু সক্রিয় সাবধান।অর্থভাগ্য খুব একটা শুভ নয় ।ঘুরতে যাওয়ার চিন্তা-ভাবনা মাথায় আসবে,কিন্তু গেলে সমস্যা হবে।

ধনু : মানসিক অবসাদ এবং বুদ্ধি ভ্রয়ংসতার বিষয়ে সাবধান। এবং কর্ম ক্ষেত্রে তার প্রভাব। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হোন।ভাই বোনদের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। নতুন পরিকল্পনার জন্য ভালো দিন। বন্ধুবান্ধবদের সাথে সমস্যা বৃদ্ধি। সুমধুর বাক্য ব্যবহারে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। সন্তান ভাব শুভ। দাম্পত্য ক্ষেত্রে সন্দেহ বৃদ্ধি পাবে। ভাগ্যের সমর্থন আজকে পাবেন না। অর্থ ভাগ্য খুব একটা শুভ নয়।

মকর : মনের মধ্যে ধর্ম ভাবের জাগরণ হবে। অর্থভাগ্য মোটামুটি ভালই,কিন্তু নতুন পরিকল্পনার জন্য আজকে ভালো দিন নয়। বাড়ি পরিবেশ স্বাভাবিক।প্রেমের ক্ষেত্রে বহুমুখী সমস্যা।স্বাস্থ্য সমস্যা আছে কিন্তু, মাথাচাড়া দেবে,সাবধান।দাম্পত্য ভাব অত্যন্ত শুভ।ভাগ্যের ক্ষেত্রে বাধা থাকছে। কর্মস্থলে গুপ্ত শত্রু বিষয়ে সাবধান। উপরওয়ালা সমর্থন আজকে আপনি পাবেন না।

কুম্ভ : মনের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে।কোন দৈব স্থানে ঘুরতে যেতে ইচ্ছা করবে।কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। নতুন কোন পরিকল্পনা আজকের দিনে করবেন না। বাড়ির পরিবেশে খেয়াল রাখুন অশান্তি, সমস্যা,বৃদ্ধি পাবে।প্রেমে অহেতুক সমস্যা বৃদ্ধি পাবে এবং তার জন্য দুঃখ বাড়বে। সন্তান স্থান শুভ নয়।সন্তানের বেয়ারা পনার জন্য সমস্যা । শরীর নিয়ে দুশ্চিন্তা খুব একটা কারণ নেই।দাম্পত্য ভাব মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। অর্থভাগ্য খুব একটা শুভ নয়।কর্মস্থলের সমস্যা বৃদ্ধি।

মীন : মনের মধ্যে দৈবভাবের বিকাশ। নতুন পরিকল্পনার ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়বে।অর্থ ভাগ্য মোটামুটি শুভ।ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টা করুন। হঠাৎ বন্ধুদের সাথে সমস্যা তৈরি হতে পারে। প্রেম ভাব খুব একটা শুভ নয়। দাম্পত্য অহেতুক সন্দেহ বাড়বে।চোখ নাক কান গলার সমস্যা আচমকা আসতে পারে। তবে ভাগ্যের সমর্থন পাবেন।কর্মস্থলে পরিশ্রম বৃদ্ধি পাবে এবং সাথে উপরওয়ালার সমর্থন পাবেন। দৈব স্থানে ঘুরতে যেতে মন চাইবে।

🙏🏻🙏🏻🙏🏻
শ্রী রাজীব শাস্ত্রী।

Address

Kolkata
Kolkata
700151

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Sastri Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram