Ayush clinic

Ayush clinic Specialist for pain, skin and beauty
(1)

কানে ব্যথা:কানে ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য যে সকল কাজগুলো করণীয়-আদার রস হালকা গরম করে দুই কানে দিতে হবে দুই থেকে চ...
01/11/2023

কানে ব্যথা:
কানে ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য যে সকল কাজগুলো করণীয়-
আদার রস হালকা গরম করে দুই কানে দিতে হবে দুই থেকে চার ফোটা অথবা মুলোর রস বা রসুনের রস অথবা নিশিন্দা পাতার রস একইভাবে ব্যবহার করলে ব্যথা অনেকটা নিরাময় হয়।
- For mor details contact Dr.Devdas Roy

28/10/2023

জুতো থেকে হতে পারে হাঁটু ও কোমরের ব্যথা।
*মেরাল জিয়া প্যারেস থেটিকা : মিরাল জিয়া প্যারেস থেটিকায় উরুতে ব্যথা হয়। অনেক সময় অসাড় হয়ে যায়। কোন আঘাত ছাড়াই এমন হয়। উড়ুর বাইরের দিকে যে স্নায়ু থাকে সেখানে ক্ষতিগ্রস্ত হলে মিরাল জিয়া প্যারাসাইটিকা দেখা যায়, এটা একটি দীর্ঘমেয়াদী ওষুধ। একেবারে নিশ্চিত হওয়ার জন্য ইলেকট্রোজায়াগ্ৰাফি এবং নার্ভ কন্ডাকশন স্টাডি করা হয়। ইউনানী চিকিৎসায় ভালো হয়।
- Dr. Devdas Roy

27/10/2023

আমাদের শরীরে বিভিন্ন ব্যাথার বিষয়ে ডঃ রায়ের পরামর্শ ও প্রতিকার*-

মাইগ্রেন: মাইগ্রেন বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে এই ব্যথা শুরু হয় এবং ক্রমে তা বিস্তৃত হতে থাকে। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনী গুলো আছে, সেগুলো স্ফীত হয়ে যায়। অনেক সময় এর তীব্রতা শীতে বাড়ে। তবে এটি সাধারনত মহিলাদের বেশি হয়। বিশেষত মহিলাদের মাসিকের শুরুতে ও মাসিক চলাকালীন দেখা দিতে পারে। কোষ্ঠ কাঠিন্য, দুশ্চিন্তা, অতি উজ্জ্বল আলো, মানসিক চাপ মাইগ্রেনের ব্যথা বাড়ায়। মাইগ্রেন থেকে রক্ষা পেতে যা করতে হবে:- প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে, অতিরিক্ত বা কম আলোয় কাজ না করা, কড়া রোদ বা তীব্র ঠান্ডা পরিহার করা, উচ্চ শব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা, বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা। মাইগ্রেন শুরু হলে প্রচুর পরিমাণে জল পান করুন। মাইগ্রেন প্রতিরোধ খাবার যেমন ঢেঁকি ছাটা চালের ভাত , আলু ও বার্লি, বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। সবুজ, হলুদ ও কমলা রং এর শাকসবজি খেলে উপকার হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। আদার রস বা পাউডার দিনে দুবার জলে মিশিয়ে খেতে পারেন।
মাইগ্রেনে যেগুলো এড়িয়ে চলতে হবে:- চা , কফি ও কোমল পানীয়, চকলেট, আইসক্রিম, দই, ডেয়ারি পণ্য (দুধ , মাখন), টমেটো ও সাইট্রাস জাতীয় ফল, গম জাতীয় খাবার যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি। আপেল, কলা ও চিনা বাদাম অতিরিক্ত পেঁয়াজ। মাইগ্রেনের রোগীদের ক্ষেত্রে ভিটামিন ডি এবং ভিটামিন বি১২ অপরিহার্য।
মাইগ্রেনে আক্রান্ত রোগীকে সতর্ক থাকতে হবে- ইরিটেবল বাওয়েল সিনড্রোম সহজ ভাবে বলি পেটে ক্রাম ধরা ও বাওয়েল সিস্টেমে অস্বস্তি। এই ক্ষেত্রে ওআরএস এর সাহায্য নিতে হবে- এই সময় যে খাবার খেতে হবে চীয়া বীজ , পালং শাক, কাজুবাদাম চিনা বাদাম ,দুধ, বিন ্স,ব্রকলি, কলা, কিসমিস, তরমুজ ও শসা।
মাইগ্রেনের জন্য অনেক সময় ব্যথা নিরাময় করার জন্য আমরা যে ধরনের মেডিসিন গুলো গ্রহণ করি সেগুলি বেশি পরিমাণে খেলে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ইউনানী বা প্রাকৃতিক চিকিৎসায় বিশেষ ফল পাওয়া যায়।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ডক্টর রায়ের সাথে সম্পূর্ণ বিনামূল্যে।
৯০৫১৭৮৪৪৮৯

26/10/2023

Unani medicine encompasses a wide range of practices. Unani regimental therapy includes Venesection , cupping , the promotion of diaphoresis and diuresis , Turkish baths, massage, cauterization, Purging, emesis, exercise and leeching . Unani diet therapy deals with certain ailments treating them with specific diets. Unani Pharmacotherapy
Uses naturally occurring medicines, mostly herbal medicines and those of animal and mineral origin. Single medicines or their combination in raw form are preferred over compound formulations. Unani physiotherapy uses specific exercise techniques to health balance the homeostasis of the body.
- Dr. Devdas Roy
Any enquiry - 📞9051784489

Address

Jadavpur
Kolkata

Telephone

+919051784489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayush clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share