
24/07/2025
এখন বারুইপুরে পেয়ে যান সেরা চিকিৎসা এবং পরীক্ষানিরীক্ষার অভিজ্ঞতা। ওমকার পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন বারুইপুরেও। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে কম খরচে শহরের সব থেকে শ্রেষ্ঠ এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে শ্রেষ্ঠ চিকিৎসা করান।
এখানে এলার্জি-জনিত সমস্যা, অর্শ, ভগন্দর, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মাইগ্রেন জনিত সমস্যা, কিনবা ওজন কমে যাওয়া, আলসার, পেটের সমস্যা, বাত, ব্রেনের সমস্যা, সুগার, কিডনিতে পাথর, ঘনঘন প্রস্রাব জনিত সমস্যা এবং নাক-কান-গলার সমস্যা, অভিজ্ঞ ডাক্তার দ্বারা সঠিক চিকিৎসা করা হয়৷ এছাড়াও শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা শিশু চিকিৎসা, চর্মরোগ বিশেষজ্ঞ দ্বারা ত্বকের সমস্যা, হার্ট স্পেশালিস্ট দ্বারা হার্টের সমস্যা, ফুসফুসের রোগ ইত্যাদিও নিরাময় করা হয়।
শুধু এগুলিই নয়, 'ওমকার'এ আপনাদের জন্য হাই রিস্ক প্রেগনেন্সিতে বিশেষজ্ঞ দ্বারা ইকো কার্ডিওগ্রাফি, দক্ষ ইএনটি সার্জন দ্বারা নাক-কান-গলার এন্ডোস্কোপিক পরীক্ষা, বুকের সমস্যায় পালমোনারি কেয়ার, এবং দক্ষ গাইনোকোলজিস্ট দ্বারা
ইনফার্টিলিটির এবং হাই রিস্ক প্রেগনেন্সিরও সঠিক কেয়ার করা হয়।
আর সবচেয়ে সুবিধার ব্যাপার হল, ওমকার পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের বারুইপুর শাখার ৫ কিলোমিটারের মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত ওষুধ হোম ডেলিভারি ও করে থাকে। সুতরাং এখন আপনিও বাড়ি বসে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করতে পারেন 'ওমকার'এ।
ক্লিনিক খোলা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা৷ এবং ফার্মেসি খোলা সকাল ৮:০০ থেকে রাত ৯:০০।
তাহলে আপনার শরীরের যেকোনো অসুবিধায় অথবা যেকোনো সময় ওষুধের প্রয়োজনে যোগাযোগ করুন ওমকার পলি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে।
যোগাযোগ: +917890058083/7439994336
*শর্তাবলী প্রযোজ্য।*