হোমিওপ্যাথি চিকিৎসা /homeopathy treatment

  • Home
  • India
  • KOLKATA
  • হোমিওপ্যাথি চিকিৎসা /homeopathy treatment

হোমিওপ্যাথি চিকিৎসা /homeopathy treatment Help you good healthy Life �
(1)

ইতিহাসভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই এই চিকিৎসা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভিজ্জ বা সাধারণ রাসায়নিক পদার্থ থেকে কনসেনট্রেট হিসেবে এই ওষুধ তৈরি করা হয় এবং চিকিৎসকরা গাইডবুকের নির্দেশ অনুযায়ী সেগুলি প্রয়োজন মতো লঘুকৃত করেন। বাংলা ভাষায় হোমিওপ্যাথি চিকিৎসার প্রচুর বইপত্র আছে এবং এগুলির ভিত্তিতে দেশে এই চিকিৎসা চলছে। ইদানিং দেশের নগর ও শহরে আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ?

29/08/2025

#মেরুদণ্ড (Spine) ও অঙ্গপ্রত্যঙ্গের সংযোগ।

Spinal অংশ স্নায়ু (Nerves) কোথায় যায় কোন অঙ্গ/অংশ নিয়ন্ত্রণ করে

Cervical (C1–C8) -মাথা, গলা, কাঁধ, হাতের স্নায়ু শ্বাসপ্রশ্বাসের জন্য Diaphragm (C3–C5), ঘাড়, কাঁধ, বাহু ও হাতের নড়াচড়া ও অনুভূতি

Thoracic (T1–T12) -বুকে ও পেটের স্নায়ু হৃদপিণ্ড (T1–T4), ফুসফুস (T2–T7), লিভার, পাকস্থলী, অন্ত্র (T6–T12)

Lumbar (L1–L5) -কোমর, পেলভিস ও পায়ের স্নায়ু কিডনি (L1–L2), মূত্রাশয় আংশিক, প্রজনন অঙ্গ, কোমর ও পায়ের নড়াচড়া

Sacral (S1–S5) -পেলভিক অঙ্গ ও পা মূত্রাশয় (S2–S4), প্রজনন অঙ্গ (S2–S4), পায়ের নড়াচড়া ও অনুভূতি

Coccygeal (Co1) লেজের হাড়ের চারপাশে ত্বক ও পেলভিসের কিছু অংশের সংবেদনশীলতা

---

আরও বিস্তারিতভাবে সম্পর্ক

1. মস্তিষ্ক → মেরুরজ্জু → স্নায়ু → অঙ্গপ্রত্যঙ্গ

মস্তিষ্ক থেকে বার্তা আসে মেরুরজ্জুতে।

মেরুরজ্জু থেকে নির্দিষ্ট স্তর অনুযায়ী স্নায়ু বের হয়ে অঙ্গপ্রত্যঙ্গে কাজ নিয়ন্ত্রণ করে।

2. উদাহরণ

C3–C5 → "Phrenic nerve" → Diaphragm → শ্বাস নিতে সাহায্য করে।

T1–T4 → Sympathetic nerve → হৃদপিণ্ড → হৃদস্পন্দন নিয়ন্ত্রণ।

T6–T9 → পাকস্থলী ও লিভার → হজম নিয়ন্ত্রণ।

L1–L2 → কিডনি ও ইউরেটার → প্রস্রাব নিয়ন্ত্রণ।

S2–S4 → মূত্রাশয় ও প্রজনন অঙ্গ → মূত্রত্যাগ ও যৌন কার্য নিয়ন্ত্রণ।

3. Spine ক্ষতিগ্রস্ত হলে সমস্যা

Cervical injury → শ্বাস নিতে সমস্যা, হাত-পা অবশ হতে পারে।

Thoracic injury → বুকের পেশি দুর্বল, ফুসফুসে সমস্যা।

Lumbar injury → হাঁটা, দাঁড়ানো কষ্টকর।

Sacral injury → প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ হারানো (Incontinence)।

---
সহজভাবে বললে:
মেরুদণ্ড হলো একটা বিদ্যুতের তারের মতন (Main cable line), আর প্রতিটি স্তর থেকে ছোট ছোট তার (Nerves) বের হয়ে আলাদা আলাদা অঙ্গপ্রত্যঙ্গে গিয়ে তাদের কাজ নিয়ন্ত্রণ করে।

29/08/2025

🪸 #এলার্জির_হোমিওপ্যাথি_কিছু_ঔষধের_লক্ষন:

চোখের নাকের স্নানের মতো ছুটে চলেছে।
মজাদার, জলযুক্ত, অ্যাসিড স্রাব সহ হিংস্র হাঁচি; উপরের ঠোঁট জ্বালাময় শ্লেষ্মা থেকে ফুলে যেতে পারে।
চোখ থেকে অশ্রু।
চোখ আলোর সংবেদনশীল; গরম ঘরে ঢোকবার সময় আরও খারাপ হাঁচি, কাশি, ঘোলাভাব এবং মাথা ব্যথা সহ নাক দিয়ে স্রোত; সামনের মাথাব্যথা।


অবিরাম হাঁচি; অনুনাসিক স্রাব এবং চোখ থেকে ছিঁড়ে ফেলা, আগস্টে বিশেষত খারাপ, গ্রীষ্মের শরত্কালে পরিবর্তিত হওয়ার কারণে।
নাক পুরোপুরি ঠান্ডা স্যাঁতসেঁতে বন্ধ হয়ে গেছে; অনুনাসিক স্রাবের স্টপেজ থেকে মাথা ব্যথা।
হঠাৎ আবহাওয়া থেকে গরম থেকে ঠান্ডা পরিবর্তন, নতুন কাঁচা ঘাস বা খড়ের সংস্পর্শ।


অজানা, অ্যাক্রিড, চোখ থেকে অশ্রু এবং নরম অনুনাসিক স্রাব (অ্যালিয়াম সিপার বিপরীতে)।
চোখের জল ক্রমাগত; ঘন ঘন জ্বলজ্বলে; জ্বলন্ত, চোখের পাতা।
কর্নিয়ায় স্টিকি মিউকাস; ফোটোফোবিয়া; শুষ্কতা এবং চোখের হিংস্র চুলকানি; জল জল।


নাক এবং গলা থেকে ঘন, সরু, সবুজ-হলুদ শ্লেষ্মা, বহিষ্কার করা কঠিন।
ঘন পোস্টিং সহ ঘন পোস্টনাসাল ড্রিপ; অপব্যবহার, জলযুক্ত, জ্বালাময় অনুনাসিক স্রাব / উত্তরোত্তর ড্রিপ।
অনুনাসিক হাড় এবং সাইনাসে পূর্ণতা সহ খুব শুকনো নাক।

:
এক থেকে তিন দিন স্থায়ী ডিম-সাদা রঙের মতো অপ্রয়োজনীয়, জলযুক্ত অনুনাসিক স্রাব তখন বন্ধ হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়।
স্টিফনেস নাক দিয়ে নাক দিয়ে বিকল্প; স্বাদ এবং গন্ধ ক্ষতি।
চোখের ওপরে মাথা ঘামানো; ফোলা চোখের পাতা; চোখের ভিতরের কোণে চুলকানি।

:
মজাদার, ঘন, ক্রিমযুক্ত, হলুদ বর্ণের সবুজ, নরম অনুনাসিক স্রাব / পোস্টনাসাল ড্রিপ।
স্টাফ নাক, খারাপ উষ্ণ ঘর, বাড়ির ভিতরে, শুয়ে থাকা, খোলা বাতাসে আরও ভাল হাঁটা।
ঘন ঘন হাঁচি; নাকের কাঁচা, নাকের ডানা কাঁচা।
লাল, চুলকানি, ফোলা চোখের পাতা; অপব্যবহার।
বেশ সহজে কাঁদে; সংবেদনশীল; পরিবর্তনীয় মেজাজ; অভাবযুক্ততা।

:
হিংস্র হিংস্র ফিট, চুলকানি থেকে, কৃপণতা থেকে,নাকের ভিতরে টিকটিক দিয়ে প্রফুল্ল, জলযুক্ত অনুনাসিক স্রাব।
নরম তালুতে চুলকানি; গন্ধ সংবেদনশীল।
শুকনো মুখ কিন্তু তৃষ্ণাহীন।

c

29/08/2025

#হোমিওপ্যাথিক_ঔষধের_কিছু_মানসিক_ও_শারিরিক (সংক্ষিপ্ত)লক্ষন সমূহঃ

🔶অ্যাব্রোটেনামঃ
১।বিভিন্ন রোগে রুপান্তর
২।উদরাময়ে উপশম
৩।ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকাইয়া যায়
৪।বাচালতা

🔶অ্যাসেটিক এসিডঃ
১।প্রচুর প্রস্রাব,প্রবল পিপাসা ও অরুচি
২।দারুণ দূর্বলতা ও শ্বাসকষ্ট
৩।জ্বরে পিপাসা নাই কিন্তু অন্য রোগের সাথে প্রবল পিপাসা

🔶এপিস মেলিফিকাঃ
১।মুত্রকষ্ট ও মুত্র স্বল্পতা
২।জ্বালা ও ফোলা
৩।গরমকাতর ও স্পর্শকাতর
৪।হুল ফোটানো ব্যাথা

🔶অ্যাগারিকাস মাসকেরিয়াসঃ
১।বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর নর্তন,স্পন্দন
২।মেরুদন্ডের স্পর্শকাতরতা
৩।শরীরে ঠান্ডা বা গরম হুল ফোটানোর অনুভূতি
৪।আড়াআড়ি ভাবে রোগাক্রান্ত

🔹অ্যাপোসাইনাম ক্যানাবিনামঃ
১।পর্যায়ক্রমে শোথ ও উদরাময়
২।ঘাম,প্রস্রাবের অভাব
৩।ঠান্ডা পানি অসহ্য

💠অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসঃ
১।স্মৃতি শক্তির দূর্বলতা
২।অভিশাপ ও শপথ করার ইচ্ছা
৩।খাদ্যে হ্রাস
৪।মলদ্বারে হুল ফোটানো অনুভুতি

🔵অ্যারাম ট্রিফাইলামঃ
১।নাক,মুখ বা ঠোঁট খুঁটিতে থাকা
২।জ্বালা ও প্রদাহ
৩।প্রস্রাব কম ও বন্ধ হওয়া

🔴অ্যাকটিয়া রেসিমোসা বা সিমিসিফুগাঃ
১।ঋতুস্রাবের সাথে ব্যথা
২।পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক লক্ষণ
৩।জরায়ুর দোষে শ্বাসকষ্ট

🔶অ্যামোনিয়াম কার্বনিকামঃ
১।শ্বাসকষ্ট ও হৃদপিন্ডের দূর্বলতা
২।সকালে নাক দিয়ে রক্ত পড়া
৩।রাতে নাক বন্ধ
৪।ঋতুকালে ভেদবমি

🔶অ্যালিয়াম সেপাঃ
১।নাক থেকে ক্ষতকর স্রাব(শ্লেষ্মা)
২।পেটে বায়ু সঞ্চার

🔶অ্যাকোনাইটাম ন্যাপেলাসঃ
১।আকস্মিকতা ও ভীষনতা
২।অস্থিরতা ও মৃত্যুভয়
৩।জ্বালা ও পিপাসা
৪।প্রচন্ড শীত/গরমের প্রকোপ

🔶অ্যালো সোকোট্রিনাঃ
১।অসাড়ে মলত্যাগ ও অক্ষমতা
২।অতিরিক্ত বায়ুনি:সরন ও মলদ্বারে পূর্নতাবোধ
৩।ঠান্ডা পানিতে অর্শের উপশম

🔴অ্যান্টিমনিয়াম টার্টারিকামঃ
১।নিদ্রার সাথে শ্বাসকষ্ট ও নিদারুন দূর্বলতা
২।মুখমন্ডল ঘর্মাক্ত ও নীলাভ
৩।ক্রুদ্ধভাব ও কোলে উঠিতে চাওয়া
৪।টিকার কুফল

🔴অ্যালুমিনাঃ
১।স্মৃতিভ্রংশ ও পক্ষাঘাত সদৃশ্য দূর্বলতা
২।মলত্যাগে কষ্ট
৩।শীতার্ততা ও শুস্কতা

🔴অ্যান্টিমনিয়াম ক্রুডামঃ
১।স্থুলদেহ ও জিহবায় সাদা প্রলেপ
২।অরুচি এবং খাবারের পর বমি
৩।ক্রোধ,ক্রন্দন,বিরক্তি, বিষন্নতা
৪।গোসল অসহ্য

🔴ওলিয়াম জেকোরিস অ্যাসেলাইঃ
১।শীতার্ততা ও ক্ষয়দোষ
২।প্রাধান্য পীতবর্নের
৩।বিশেষত: যকৃতে ব্যাথা
৪।হৃদকম্পন বা বুক জ্বালা

🔴অরাম মেটালিকামঃ
১।আত্মহত্যার ইচ্ছা,জীবনে বিতৃষ্ণা।
২।রাত,ঠান্ডা ও শীতকালে বৃদ্ধি
৩।বেদনা ভ্রমনশীল
৪।মানসিক ও শারীরিক ব্যস্তবাগীশ ভাব

🔴আর্সেনিক এল্বামঃ
১।অস্থিরতা,মৃত্যুভয় ও নিদারুণ দূর্বলতা
২।মধ্য দিবা বা মধ্য রাতে বৃদ্ধি
৩।পিপাসা প্রবল কিন্তু ক্ষনে ক্ষনে অল্প পানি পান,পানি পান মাত্রই বমি
৪।জ্বালা ও দূর্গন্ধ

🔴আর্নিকা মন্টেনাঃ
১।বেদনা,আঘাত ও রোগজনিত
২।অস্থিরতা ও স্পর্শকাতরতা
৩।বিছানা শক্ত মনে হয় কিন্ত অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভাল আছে।
৪।আতঙ্ক ও সঞ্জানে প্রলাপ

🔶আর্জেন্টাম নাইট্রিকামঃ
১।ব্যস্ততা ও ত্রস্তভাব
২।চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা,কিন্তু তা সহ্য হয় না
৩।মলের রং পরিবর্তন ও বায়ুনি:সরন
৪।কাটা/হুল ফোটার মত বেদনা

🔶আর্জেন্টাম মেটালিকামঃ
১।দূর্বলতা বুকের মধ্যে
২।স্বরভঙ্গদোষ
৩।জরায়ুর শিথিলতা ও বাম ডিম্বকোষের ব্যাথা
৪।মানুষিক পরিশ্রমবশত:স্নায়বিক দূর্বলতা,অতিরিক্ত শুক্রক্ষয়

🔶আয়োডিনঃ
১।ধাতুগত গন্ডমালাদোষ
২।অতিরিক্ত ক্ষুধা
৩।গরমকাতরতা
৪।অস্থিরতা ও আত্মহত্যার ইচ্ছা

🔶ব্যাপটিসিয়া টিংকটোরিয়াঃ
১।রোগের দ্রুতগতি,সংজ্ঞাশূন্যতা ও দূর্বলতা
২।দূর্গন্ধ
৩।অস্থিরতা ও অঙ্গে বেদনা
৪।কুকুর কুন্ডলীবৎ হয়ে থাকা

🔶বেলেডোনাঃ
১।আরক্তিমকা ও উক্তাপ
২।স্পর্শকাতরতা জ্বালা
৩।আকস্মিকতা ও ভীষনতা

🔶ব্যারাইটা কার্বনিকাঃ
১।খর্বতা,মানসিক ও শারিরীক
২।টনসিল বৃদ্ধি,ধাতুগত গন্ডমালা দোষ
৩।বাম পাশ চেপে শুইলে বৃদ্ধি
৪।অন্যমনস্কে উপশম

🔴বোরাক্সঃ
১।আতঙ্ক নিম্নগতিতে
২।শব্দভীতি
৩।চুলে জটা মুখে ঘা

🔴বার্বারিস ভলগ্যারিসঃ
১।পাথরিজনিত যন্ত্রনা
২।ব্যাথা কেন্দ্র স্থল থেকে চারিদিকে ছুটিয়া বেড়ায়
৩।স্পর্শকাতরতা বা সঙ্গম সুখের অভাব

🔴বিউফো রানাঃ
১।জ্বালা
২।বুদ্ধি বৃদ্ধির খর্বতা
৩।মৃগী রাত,নিদ্রা ও গরমে বৃদ্ধি
৪।হস্তঃমৈথুনের অদম্য ইচ্ছা

🔴ব্যাইয়োনিয়া এ্যালবাঃ
১।নড়াচড়ায় বৃদ্ধি, চুপ থাকিলে উপশম
২।শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা
৩।আক্রান্ত বা বেদনার স্থান চেপে ধরলে উপশম
৪।ঠান্ডায় বৃদ্ধি,গরমে উপশম
৫।ক্রুদ্ধ ভাব বা ক্রুদ্ধ হবার কারনে অসুস্থতা

🔴ক্যালকেরিয়া কার্বনিকাঃ
১।শ্লেষ্মা প্রবনতা,দেহের স্থুলতা ও শিথিলতা
২।ভ্রান্ত ধারনা ও ভীরুতা
৩।অল্পতেই ঘাম,মাথার ঘামে বালিশ ভিজে যায়
৪।দুধ অসহ্য, ডিম খাবার প্রবল ইচ্ছা

🔵ক্যালকেরিয়া ফসফরিকাঃ
১।ক্রোফুলা বা ধাতুগত দূর্বলতা ও উদারাময়
২।মানসিক পরিবর্তনশীল
৩।ঋতুকালে মুখমন্ডলে উদ্ভেদ
৪।ঠান্ডায় বৃদ্ধি, রোগের কথা মনে পড়িলেই বৃদ্ধি

🔵কলচিকাম অটামনেলঃ
১।খাদ্যে অভক্তি
২।বেদনা ভ্রমনশীল
৩।মুত্রসল্পতা বা মুত্ররোধ
৪।পেটে অতিরিক্ত গ্যাস

🔵ককুলাস ইন্ডিকাসঃ
১।উৎকন্ঠার সাথে অনিদ্রা, অতিরিক্ত অধ্যায়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতা
২।অরুচি ও মাথাঘোরা
৩।বমি(নৌকায় বা গাড়ীতে উঠলে)
৪।কষ্টকর ঋতু ও ঋতুকালে নিদারুন দূর্বলতা

💠কোনিয়াম ম্যাকুলেটামঃ
১।অবরুদ্ধ সঙ্গমেচ্ছার কূফল
২।শয়নকালে মাথাঘোরা ও ঘুমকালে ঘর্ম
৩।শীতার্ততা,পক্ষাঘাত সদৃশ্য দূর্বলতা
৪।বাধাপ্রাপ্ত প্রস্রাব

💠কলোসিন্থসঃ
১।ব্যাথা চাপে ধরলে উপশম
২।অসুস্থতা ক্রোধজনিত
৩।আহারে বৃদ্ধি
৪।ব্যাথার সাথে বমি

💠চেলিডোনিয়াম মেজাসঃ
১।ডান কাঁধের নিচে বেদনা
২।আহারে উপশম
৩।ডান দিকে রোগাক্রমন

💠সিনাঃ
১।ক্ষুধা,রাক্ষুসে ক্ষুধা
২।নাক, মুখ কড়মড় করা
৩।স্পর্শকাতরতা ও ক্রুদ্ধ স্বভাব
৪।শিশু কোলে থাকিতে চায়
৫।মিষ্ঠান্ন খাবার প্রবল ইচ্ছা

💠চায়না অফিসিন্যালিসঃ
১।অতিরিক্ত ভেদ,স্তন্যদান,বীর্যক্ষয় বা রক্তক্ষয়জনিত অসুস্থতা
২।শোথ ও পেটফাঁপা
৩।নিয়মিত/নির্দিষ্ট সময়ে রোগাক্রমন
৪।রক্তস্রাব প্রবনতা ও রক্তস্রাবের সহিত আক্ষেপ

💠ক্লিমেটিস ইরাকটাঃ
১।থেমে থেমে প্রস্রাব ও প্রস্রাবদ্বারের সংকীর্ণতা
২।গ্লান্ড ফুলে শক্ত হওয়া
৩।রাতে বৃদ্ধি শষ্যার উত্তাপে বৃদ্ধি

💠কস্টিকামঃ
১।একাঙ্গীন পক্ষাঘাত বিশেষতঃডান অংগের বাত বা পক্ষাঘাত
২।আশঙ্কা ও শীতকাতরতা
৩।নিদ্রাকালে অস্থিরতা
৪।না দাঁড়াইলে মলত্যাগে অসুবিধা

💠ক্যামোমিলাঃ
১।কলহপ্রিয়তা ও কোপন স্বভাব
২।শিশু কোলে উঠতে চায়
৩।ক্রন্দনশীলতা ও স্পর্শকাতরতা

🔶কার্ব ভেজিটেবিলিসঃ
১।সাস্থ্যহানির অতীত কাহিনী
২।ঠান্ডা অবস্থায় ঘাম ও বাতাসের জন্য ব্যাকুলতা
৩।পেটে গ্যাস ও উদগারে উপশম
৪।জ্বালা ও রক্তস্রাব

🔶সিকুটা ভিরোসাঃ
১।আক্ষেপ,মাথা ও মুখমন্ডলে সুত্রপাত
২।বুদ্ধি বা বিচার শক্তির অভাব
৩।সশব্দে হিক্কা

🔴কুপ্রাম মেটালিকামঃ
১।আক্ষেপ,নিম্নাঙ্গে সুত্রপাত
২।পরিবর্তনশীলতা ও শীতার্ততা?
৩।ঠান্ডা পানি পানে উপশম
৪।বাঁধাপ্রাপ্ত উদ্ভেদ বা অবরুদ্ধ স্রাব

🔶ক্যাম্ফর অফিসিন্যালিসঃ
১।দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা
২।পর্যায়ক্রমে উত্তাপ ও শীত
৩।পর্যায়ক্রমে উত্তেজনা ও অবসাদ

🔶ক্যান্থারিসঃ
১।জ্বালা,আগুনের মত জ্বালা ও প্রদাহ
২।মূত্রকৃচ্ছ্রতা সাথে অসহ্য বেগ
৩।রক্তস্রাব

🔶ক্রোটন টিগলিয়ামঃ
১।তীরের মত ছুটিয়া মল নির্গমন
২।পর্যায়ক্রমে চর্মরোগ,কাশি ও উদরাময়
৩।আকর্ষনবৎ বেদনা

🔴ডালকামারাঃ
১।শরৎকালীন অসুস্থতা
২।ঠান্ডা লেগে প্রসাবের বেগ বা শ্লেম্ষার প্রকোপ
৩।উক্তাপ ও অস্থিরতায় উপশম
৪।ঘাম বা চর্মরোগ চাপা দিবার কুফল

🔴ডিজিটেলিস পারপুরিয়াঃ
১।দূর্বল,অনিয়মিত ও মন্দগতি নাড়ী
২।ধূসরবর্নের মল ও যকৃত প্রদাহ
৩।পেটের মধ্যে শূন্যবোধ ও শয়নে শ্বাসকষ্ট
৪।মূত্রকষ্ট ও মুত্রসল্পতা

🔴ফ্লুওরিক এসিডঃ
১।গরমকাতরতা
২।স্রাব খুব দূর্গন্ধ ও ক্ষতকর
৩।সঙ্গমেচ্ছার কূফল
৪।প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়ে মাথা ব্যাথা

🔴ফেরাম মেটালিকামঃ
১।রক্তহীনতা জনিত ফ্যাকাশে চেহারা
২।রক্তস্রাবের প্রবলতা
৩।বিশ্রামে বৃদ্ধি
৪।বমনেচ্ছা ব্যাতিরেখে বমি

🔴জেলসিয়াম সেম্পারঃ
১।পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা বা ভারবোধ ও তন্দ্রাভাব
২।অঙ্গ প্রত্যঙ্গর অসংযত ভাব কম্পন
৩।উত্তেজনা,দুর্ভাবনা বা দূঃসংবাদ জনিত অসুস্থতা
৪।তৃষ্ণাহীনতা ও শীতার্ততা

🔵গুয়েকামঃ
১।ব্যাথা,গরম ও নড়াচড়ায় বৃদ্ধি
২।পর্যায়ক্রমে দূর্গন্ধ ঘাম ও প্রস্রাব

🔶গ্রাফাইটিসঃ
১।স্থুলতা ও কোষ্ঠবদ্ধতা
২।ফাটা চর্ম ও চটচটে রস
৩।মাছ,গোষত,সংগীত ও সংগমে অনিচ্ছা

🔶হাইওসিয়েমাস নাইজারঃ
১।তন্দ্রাচ্ছন্ন প্রলাপ
২।নগ্নতা বা অশ্লীলতা ও ঈর্ষা
৩।সন্ধিগ্ধতা ও জলাতঙ্ক
৪।সংঞ্জাশূন্য আক্ষেপ

🔶হিপার সালফারঃ
১।স্পর্শকাতরতা ও শীতার্ততা
২।ক্ষিপ্রতা ও হঠকারিতা
৩।টক,ঝাল প্রভূতি উপখাদ্য খাবার ইচ্ছা
৪।কাঁটা ফোটার মত ব্যাথা

🔶হেলেবোরাস নাইজারঃ
১।সংঞ্জাশূন্যতা বা আচ্ছন্নভাব
২।অর্থহীন শূন্যদৃষ্টি বা অর্ধনিমলিত চোখ
৩।হঠাৎ চিৎকার করিতে থাকা বা অঘোরে হাত,পা বা মাথা নাড়িতে থাকা
৪।শোথ বা মূত্রসল্পতা

🔶হাইড্রাসটিস ক্যানাডেনসিসঃ
১।মুখে অরুচি,পেটে ক্ষুধা
২্।গাড় চটচটে শ্লেমাস্রাব
৩।হরিদ্রা বর্ণ ও ন্যাবা
৪।কোষ্টকাঠিন্য

🔶ইস্কুলাস হিপোক্যাষ্টানামঃ
১।মলদ্বারে অস্বস্তিবোধ
২।কটিবাত,কোমরে ব্যাথা
৩।পূর্নতাবোধ বা অঙ্গ-প্রতঙ্গে ভারবোধ
৪।বেদনা ভ্রমনশীল

🔶ইগ্নেশিয়া আমারাঃ
১।অসুস্থতা অবরুদ্ধ মনোভাবজনিত
২।নির্জনপ্রিয়তা ওদীর্ঘ-নি:শ্বাস
৩।সান্তনায় বৃদ্ধি ও মানসিক পরিবর্তনশীলতা
৪।বিরুদ্ধভাবাপন্ন হ্রাস বা বৃদ্ধি

🔶ইপিকাকুয়ানাহাঃ
১।বমনেচ্ছা ও বমি
২।তৃষ্ণাহীনতা ও পরিস্কার জিহবা
৩।শ্বাসকষ্ট
৪।রক্তস্রাব

🔶ইউফ্রেসিয়াঃ
১।ক্ষতকর অশ্রুস্রাব
২।আলোকাতঙ্ক বা দিনের আলো বা সূর্যলোকে বৃদ্ধি

🔴কেলিকার্বনিকামঃ
১।দেহের স্থুলতা ও শেষরাতে রোগের বৃদ্ধি
২।দূর্বলতা ,শীতার্ততা ও স্পর্শকাতরতা
৩।চোখের উপর পাতা ফোলা বা শোথ এবং ঘর্ম
৪।কটি ব্যাথা বা কোমরে ব্যাথা

🔵কেলি বাইক্রমিকামঃ
১। পর‌্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ
২।সূতার মত শ্লেষ্মা স্রাব
৩।নির্দষ্ট দিনে বা নির্দষ্ট সময়ে বৃদ্ধি
৪্।ভ্রমনশীল বেদনা

💠ক্রিয়োজোটামঃ
১।ক্ষতকর স্রাব
২।জ্বালা
৩।দূর্গন্ধ
৪।রক্তস্রাব ও অসাড়ে প্রসাব

💠লিডাম পালাষ্টারঃ
১।ঠান্ডা পানিতে উপশম
২।নিচের দিকে রোগাক্রমন বা প্রথমে নিচের দিকে পরে উপরের দিকে
৩।শোথ
৪।স্নায়ু কেন্দ্রে আঘাত

💠ল্যাকেসিসঃ
১।নিদ্রায় বৃদ্ধি
২।ঈর্ষা,স্পর্শকাতরতা ও বাচালতা
৩।বাম অঙ্গ রোগাক্রমন বা প্রথমে বাম পরে ডান অঙ্গে
৪।নির্গমনে নিবৃত্তি

💠লাইকোপডিয়াম ক্ল্যাভেটামঃ
১।অপরাহ্ন ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি
২।ডান অঙ্গে রোগাক্রমন বা প্রথমে ডান পরে বাম অঙ্গে রোগাক্রমন
৩।গরম খাইবার ইচ্ছা ও বায়ুর প্রকোপ
৪।কৃপনতা,ভীরুতা,ও নি:সঙ্গ প্রিয়তা

💠ল্যাক ক্যানাইনামঃ
১।রোগ লক্ষনের দিক পরিবর্তন
২।স্মৃতি শক্তির দূর্বলতা,বিচার বুদ্ধির দূর্বলতা,স্নায়বিক দূর্বলতা
৩।ঋতুকালে গলায় ব্যাথা,স্তনে ব্যাথা বা কাশি
৪।পেটের মধ্যে শুন্যবোধ বা ক্ষুধার অতিশয্য

💠ল্যাক ডিফ্লোরেটামঃ
১।দুধ খেতে অনিচ্ছা ও জীবনে বিতৃষ্ণা
২।মাথা ব্যাথা ও কোষ্টবদ্ধতা
৩।শীতার্ত ও স্থুলকায়
৪।শোথ ও বহুমূত্র

🔶ম্যাগ্নেসিয়া কার্বনিকামঃ
১।অম্ল ও অজীর্ন দোষ
২।গোশত খাইবার অদম্য ইচ্ছা
৩।ঋতুর পূর্বে গলক্ষত,গর্ভাবস্থায় দন্তশূল

🔶মেডোরিনামঃ
১।বংশগত প্রমেহদোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা
২।জ্বালা,ব্যাথা,স্পর্শকাতরতা
৩।ব্যাস্ততা ও ক্রন্দনশীলতা
৪।স্নায়বিক দূর্বলতা,স্মৃতিশক্তির দূর্বলতা ও মৃত্যুভয়

🔶মার্কুরিয়াস সলুবিলিসঃ
১।রাত্রে বৃদ্ধি,শয্যার উত্তাপে বৃদ্ধি,ঘামের বৃদ্ধি
২।অতিরিক্ত ঘাম,অতিরিক্ত লালা,অতিরিক্ত পিপাসা
৩।দূর্গন্ধ ও ডান পাশ চেপে শুইতে অসুবিধা
৪।জিহবা পুরু ও দাঁতের ছাপ যুক্ত

🔶নাক্স মশ্চেটাঃ
১।নিদ্রালুতা বা তন্দ্রাচ্ছন্নতা
২।মুখ অত্যান্ত শুকাইয়া যায় কিন্তু পিপাসা নাই

🔶নাক্স ভোমিকাঃ
১।অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা কিংবা অতিরিক্ত রাত্রি জাগরনজনিত অসুস্থতা
২।বার বার মলত্যাগের ব্যার্থ প্রয়াস
৩।জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা
৪।শীতকাতরতা,স্পর্শকাতরতা ও পরিস্কার পরিচ্ছন্নতা

🔶নাইট্রিক এসিডঃ
১।স্রাবে দূর্গন্ধ,বিশেষত:প্রস্রাবে
২।শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধি স্থলে ক্ষত ফেটে যাওয়া
৩।কাঁটা ফোটার মত ব্যাথা
৪।শটকারোহনে উপশম,দুধে বৃদ্ধি

🔴নেট্রাম কার্বনিকামঃ
১।স্নায়বিক দূর্বলতা বা মানসিক অবসাদ
২।দুধে বৃদ্ধি
৩।প্র্স্রাবে দূর্গন্ধ,পায়ের গোড়ালির দূর্বলতা
৪।আহারে উপশম

💠নেট্রাম মিউরিয়েটিকামঃ
১।বিমর্ষ,বিষন্ন ভাব,সান্তনায় বৃদ্ধি
২। রৌদ্রে বৃদ্ধি এবং মীতল স্থানে উপশম
৩।তিক্ত ও লবণপ্রিয়তা
৪।প্রকাশ্য স্থানে প্রস্রাব করতে লজ্জাবোধ

💠নেট্রাম সালফুরিকামঃ
১।জল,জলাভূমি ও জলীয় খাদ্যে বৃদ্ধি
২।বিরক্ত,বিষন্নভাব ও আত্মহত্যার ইচ্ছা
৩।প্রাত:কালীন মলত্যাগ এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নি:সরন
৪।নখ পচিয়া যাওয়া

💠ওপিয়ামঃ
১।অর্ধ নিমীলিত চোখ ও নিদ্রালুতা
২।পক্ষাঘাত সদৃশ দূর্বলতা ও বেদনা বোধের অভাব
৩।নিদ্রাকালে নাক ডাকা বা গলায় ঘড়ঘড় শব্দ
৪।গরমে বৃদ্ধি ও গরম ঘাম

🔶ফসফরিক এসিডঃ
১।অবসাদ বা অবসন্নতা
২।দুধের মত সাদা প্রস্রাব বা ঘনঘন প্রসাব
৩।উদরাময়ে উপশম এবংমলত্যাগকালে প্রচুর বায়ুনি:সরন
৪।উদাস ভাব বা তন্দ্রাচ্ছন্ন ভাব

💠পালসেটিলা নিগ্রিক্যানস্ঃ
১।পরিবর্তনশীলতা
২।নম্রতা ও ক্রন্দনশীলতা
৩।তৃষ্ণাহীনতা
৪।গরমে বৃদ্ধি ও গা সর্বদা গরম

💠ফাইটোলাক্কা ডেক্যান্ড্রাঃ
১।স্তন ও স্তন্য
২।স্পর্শকাতরতা ও অস্তিরতা
৩।দাতে দাঁত বা মাড়িতে মাড়ি চেপে ধরার ইচ্ছা
৪।রাতে বৃদ্ধি ও শয্যার উত্তাপে বৃদ্ধি

🔶ফসফরাসঃ
১।তীক্ষ বুদ্ধি,লম্বা,পাতলা একহারা চেহারা
২।রক্তস্রাবের প্রবনতা
৩।বামপাশ চেপে শুতে পারে না,আক্রান্ত পাশ চেপে শুতে পারে না
৪।রাক্ষসে ক্ষুধা,জ্বালা ও শুন্যবোধ

🔴প্লাটিনাম মেটালিকামঃ
১।অত্যান্ত অহংকারী,অত্যান্ত গর্বিত
২।জননেন্দ্রিয়ের অস্বাভাবিক উত্তেজনা
৩।নরম মল সহজে নির্গত হতে চয়ি না

🔴মেজেরিয়ামঃ
১।উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নি:সরন
২।টিকাজনিত কূফল বা চির্মরোগ চাপা দেবার কূফল
৩।রাতে বৃদ্ধি

🔴প্লাম্বাম মেটালিকামঃ
১।নাভিমুলে বা তলপেটে আকর্ষনবৎ ব্যাথা
২।মাঢ়ীপ্রান্তে নীল বর্নের রেখা
৩।পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ দূর্বলতা
৪।পরিবর্তনশীলতা

🔶সোরিনামঃ
১।ধাতুগত বা বংশগত সোরাদোষ ও উপযুক্ত ঔষধের ব্যার্থতা
২।উদ্বেগ,আতঙ্ক ও নৈরাশ্য
৩।প্রবল ক্ষুধা ও অত্যধিক দূর্গন্ধ
৪।দূর্বলতা ও শীতার্ততা

🔶পাইরোজেনিয়ামঃ
১।দ্রুততর নাড়ী বা নাড়ী ও গাত্র তাপের মধ্যে সামঞ্জস্যর অভাব
২।অস্থিরতা ও অঙ্গ প্রত্যঙ্গে
৩।দূর্গন্ধ ও জ্বালা
৪।বাচালতা ও শীতার্ততা

🔴পডোফাইলাম পেলটাটামঃ
১।প্রাতঃকালে প্রচুর ভেদ
২।ভেদ অত্যান্ত দূর্গন্ধ
৩।পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা বা পর্যায়ক্রমে শির:পীড়া ও উদরাময়
৪।মলদ্বারে শিথিলতা বা হারিশ বাহির হয়ে পড়ে

🔶পেট্রোলিয়াম
১।প্রত্যেক শীতকালে আঙ্গুল ফাটে ও পায়ে দূর্গন্ধ ঘাম
২।গাড়ীতে বা নৌকায় চড়িতে পারে না
৩।উদরাময়,দিবাভাগে বৃদ্ধি
৪।পেট ব্যাথা, আহারে উপশম

🔶রাস টক্সিকোডেনড্রনঃ
১।বর্ষায় ও বিশ্রামে বৃদ্ধি
২।অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা
৩।জিহবার অগ্রভাগে ত্রিকোন লাল বর্ন ও জ্বরের শীত অবস্থায় কাশি
৪।অস্থিরতায় ও উত্তাপে উপশম

🔶রুটা গ্র্যাভিওলেন্সঃ
১।সন্ধি স্থানের অস্থিচ্যুতি বা সন্ধিস্থান মচকাইয়া যাওয়া
২।কটি ব্যাথা বা মলদ্বারের শিথিলতা
৩।স্ত্রী জননেন্দ্রিয়ে চুলকানির সহিত বাম স্তনে ব্যাথা
৪।চক্ষু জ্বালা ও দৃষ্টি বিপর্যায়

🔶স্যাবাইনাঃ
১।সেক্রাম হতে পিউবিস বা পাছা হতে প্রসাবদ্বার পর্যন্ত ধাবমান ব্যাথা
২।প্রবল রক্তস্রাবের সাথে কাল কাল রক্তের চাপ
৩।স্রাব সান্য নড়াচড়াতেই বৃদ্ধি পায়
৪।গান বাজনায় বিরক্তি

🔴সিপিয়াঃ
১।বিষন্নতা,ক্রন্দনশীলতা ও উদাসীনতা
২।অতিরিক্ত রক্তক্ষয় বা গর্ভধারন জনিত জরায়ুর শিথিলতা
৩।উদরে শূন্যবোধ,মলদ্বারে পূর্নবোধ
৪।পরিশ্রমে উপশম ও গোসলে অনিচ্ছা

🔶সিনেসিও অরিয়াসঃ
১।ঋতুস্রাবের পরিবর্তে রক্তকাশ
২।রক্তস্রাবজনিত শোথ

💠সিস্টাস ক্যানাডেনসিসঃ
১।গন্ডমালার সহিত উদরাময়
২।শীতকালে বা ঠান্ডা জলে আঙ্গুর ফাটিয়া যায়

🔶সিফিলিনামঃ
১।বংশগত উপদংশ বা উপযুক্ত ঔষধের ব্যার্থতা
২।রাতে বৃদ্ধি,অনিদ্রা ও অক্ষুধা
৩।খর্বতা ও পক্ষাঘাত
৪।ক্ষত ও দূর্গন্ধ
🔶
স্ট্যাফিসেগ্রিয়াঃ
১।কামভাবের প্রাবাল্য এবং তার কূফল
২।অতিরিক্ত ক্রোধ ও তার কূফল
৩।সঙ্গম বা সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট
৪।চোখে আঞ্জনি ও দাঁতে পোকা

🔴সিকেলী করনিউটামঃ
১।জ্বালা ও গরমকাতরতা
২।রক্তস্রাব ও আক্ষেপ
৩।জরায়ুর ও মলদ্বারের শিথিলতা
৪।রাক্ষসে ক্ষুধা ও অদম্য পিপাসা

🔴সাইলিসিয়াঃ
১।দৃঢ়তার অভাব ও শীতার্ততা
২।মাথায় এবং পায়ের তলায় দূর্গন্ধ ঘাম
৩।উত্তাপে উপশম ও অমাবস্যায়ও পূর্ণিমায় বৃদ্ধি
৪।টিকাজনিত কূফল

🔶সার্সাপ্যারিলাঃ
১।সিফিলিস,সািইকোসিস বা পারদের অপব্যবহারজনিত দেহের শীর্ণতা বা ক্ষয়দোষ
২।প্রসাব শুরু বা শেষ হইবার মুখে যন্ত্রনা।
৩। না দাড়াইলে প্রস্রাব হয় না ( কোনিয়াম)
৪।ডান কিডনিতে পাথরী এবং দুর্গন্ধ জননেন্দ্রিয়।

🔶স্যাঙ্গুরেনিয়া ক্যানাডেনঃ
১।শরীরের ডানদিকে রোগাক্রমন
২।উদরাময়ে উপশম
৩।গন্ডদেশে চক্রাকার রক্তিমাভা

🔶স্পাইজেলিয়া অ্যানথেলমিন্টিকাঃ
১।স্নায়ুশূল,নড়াচড়ায় বৃদ্ধি
২।বামদিকে রোগাক্রমন
৩।বর্ষায় বা জলো হাওয়ায় বৃদ্ধি

💠সেলিনিয়ামঃ
১।অতিরিক্ত শুক্রক্ষয় বা অতি দীর্ঘ রোগ ভোগের পর দেহ ও মনে অবসাদ
২।মলৈত্যাগ কারে শুক্রক্ষরন
৩।কামভাবের প্রাবাল্য ও শুক্রতারল্য
৪।স্বরভঙ্গ ও কোষ্টকাঠিন্য

💠স্পঞ্জিয়া টোষ্টাঃ
১।শ্বাস কষ্ট ও বুক ধড়ফড়ানি
২।নিদ্রাকালে বৃদ্ধি
৩।বুকের মধ্যে সাঁইসাঁই শব্দ

💠ষ্ট্যানাম মেটালিকামঃ
১।বুকের মধ্যে শূন্যবোধ বা দুর্বলতা
২।বিষন্নতা ও ক্রন্দনশীলতা
৩।ব্যাথা ধরে ধীরে বৃদ্ধি,ধীরে ধীরে কমে আসে,চাপিয়া ধরিলে উপশম
৪।বাম পাশ চাপিয়া ধরিলে উপশম

💠স্যানিকুলা ম্যারিল্যান্ডিকাঃ
১।নিম্ন গতিতে আতঙ্ক বা পড়িয়া যাইবার উপক্রম
২।পরিবর্তনশীলতা
৩।মাথায় ও পায়ের তলায় ঘর্ম
৪।রোগী অত্যন্ত গরমকাতর এবং লবণপ্রিয়তা

💠সালফারঃ
১।অপরিস্কারওে অপরিছ্ন্নতা
২।সকালে মলত্যাগ ও মধ্যাহ্নে ক্ষুধা
৩।গোসলে অনিচ্ছা,দুধে অরুচি
৪।ব্রক্ষতালু,হাতের তালুও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা

💠স্ট্যামোনিয়ামঃ
১।প্রচন্ড প্রলাপ
২।পর্যায়ক্রমে ধর্মভাব ও কামোন্মত্ততা
৩।বাচালতা ও জলাতঙ্ক
৪।আলোক ও সঙ্গী চাহে কিন্তু রোগ যন্ত্রনার কোন অভিযোগ করে না

🔶স্যাম্বুকাস নায়গ্রাঃ
১।স্তন্যপায়ী শিশুদের নাক বন্ধ হয়ে ম্বাস কষ্ট
২।জাগ্রত অবস্থায় প্রচুর ঘর্ম কিন্তু নিদ্রাকালে ঘর্মের অভাব

17/06/2025

🔷 ছন্দে ছন্দে Coffea Cruda💠✍️

উত্তেজনা,উদ্দীপনা,আনন্দে মগ্ন সদা
স্বপ্ন দেখে নিদ্রা ভাঙ্গে,ভাঙ্গে নিরবতা
দন্ত ব্যথা চলতে থাকে,কম কিংবা বেশী
অতিরিক্ত কামোদ্দীপনা যেন সর্বনাশী।

কফি হতে তৈরি বটে,কফিয়া তার নাম
মন,স্নায়ু,হৃদপিন্ডে,সমান করে কাম
আরো কাজ জননাঙ্গ,রক্ত সন্চালন অঙ্গে
মৃত্যুভয় তাড়া করে যেন সেই সঙ্গে।

সহজেই কেঁদে ফেলে,যেন মন ভোলা
শান্তনায় বৃদ্ধি রোগের,কতটা উতলা
এক পাশ্বে রোগের শুরু,দুর্গন্ধযুক্ত মল
সদা চলে নিদ্রাহীনতা যেন বিশৃঙ্খল।

স্বপ্ন দ্যাখে ভীতিকর, উৎকন্ঠায় ভরা
শীতকাতুরে স্বভাব তাহার,সহজে যায় ধরা
সামান্যতেই ক্ষুধা দূর,কফিতে অনিচ্ছা
উপযুক্ত ঠান্ডা পানি,পান করে স্বেচ্ছায়।

উচ্চ শব্দ,মনের আবেগ বৃদ্ধি করে রোগ
গরম খাদ্য পানাহারে বেড়ে যায় দুর্ভোগ
শয়নে বা চেপে দিলে রোগের উপশম
ক্ষুধার মাত্রা অতিরিক্ত, আহারাদি কম।

কামপ্রবৃত্তি অতিরিক্ত, লিঙ্গোচ্ছাসের অভাব
অসম্পূর্ণ বীর্যপাত,কার্যত তার স্বভাব
শ্বেত প্রদর,রক্তপ্রদর,কিংবা দুগ্ধের মত
জ্বালককর,চুলকানিযুক্ত দাদ অবিরত।

উদরাময় পর্যায়ক্রমে সাথে সংকোচন
শুষ্ককাশিঁর আরাম দেয় যখন তখন,
মাথা ব্যথা,দাত ব্যথা,বেশী কিংবা কম
কফিয়ায় নিরাময় হয় হরদম।

17/06/2025

★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,

★ ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্থাৎ শহরকে অচল করার চেষ্টা করা ,

★ হৃৎপিন্ড হচ্ছে শরীর নামের শহরটির প্রাণকেন্দ্র বা মেন জায়গা। যেমন কলকাতার ধর্মতলা এলাকা, শহরের সব রাস্তাগুলি এসে মিশেছে এই হৃৎপিন্ড নামক প্রাণকেন্দ্রে ,

কিন্তু সমাজবিরোধীদের সংখ্যা বেশী হলে কি হয় আমরা সবাই জানি । এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অর্থাৎ হৃৎপিন্ডকে অচল করে দিতে চায় ।
তাহলে আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে , তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?

হ্যাঁ, আছে, পুলিশ থাকবে না এমন জায়গা আছে?

★ একজন কড়া পুলিস অফিসারের নাম –H D L, এই পুলিশ অফিসারটি পাড়ায় পাড়ায় মাস্তানী করা মাস্তানদের রাস্তা থেকে ধরে এনে জেলে পাঠিয়ে দেয় ।

★ জেলের মধ্যে থাকে জেল সুপারিন্টেন্ডেন্ট, তার নাম– লিভার বাবু, এই লিভার বাবু ট্রাইগ্লিসারাইড সমাজবিরোধীদের পিটিয়ে বাইল সল্ট বানায়, তারপর শহরের পয়োনিষ্কাশন পাইপ লাইনের মাধ্যমে পায়খানার সাথে শহর থেকে ঘাড় ধরে বের করে দেয়,
শাস্তি পায় মাস্তানরা,

★ কিন্তু সরষের মধ্যে ভূত থাকে, কিছু নেতারা আবার এই সব মাস্তানদের হাতছাড়া করতে চায় না, ভোটের সময় তো কাজে লাগে এদের!

★ এইরকম একজন নেতার নাম—L D L, তিনি ক্ষমতার জোরে নানান কায়দাকানুন করে এই সব মাস্তানদের কোর্ট থেকে জামিন করিয়ে আবার রাস্তায় নামিয়ে দেয়,

আবার মাস্তানদের মাতলামো আর বাঁদরামো আরম্ভ হয়, আবার রাস্তা ব্লক হয়, আবার পুরো শহরে জ্যাম লেগে যায়,

★ আবার সেই কড়া পুলিস অফিসার H D L বাবু পিস্তল উঁচিয়ে কিছু পুলিস নিয়ে দৌড়ে আসে।
কিন্তু তারা L D L নেতা, আর কোলেস্টেরল মাস্তানদের যৌথ শক্তির সাথে কখনও কখনও পেরে ওঠে না, বেশ কিছু পুলিশ মারাও পড়ে। পুলিশের সংখ্যা কমতে থাকে, কড়া অফিসার H D L ও এক সময় ম্রিয়মান হয়ে পড়ে, মাস্তানরা তখন আরও উল্লসিত হতে থাকে,

শহরের পরিবেশ অস্বাস্থ্যকর হতে থাকে,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ড ও অচল হয়ে পড়ে,

তাহলে উপায়?
উপায় হলো— মাস্তান মাফিয়াদের কমাতে কড়া পুলিশ অফিসার বাড়াতে হবে,

অনেক H D L , অর্থাৎ অনেক কড়া পুলিস অফিসার চাই,

এইসব কড়া পুলিশ অফিসার যত বাড়বে , ততই —

* মাস্তানরা, মানে– Cholesterol,
* মাস্তানের চামচেরা — মানে– Triglycerides ,
* দুষ্টু নেতা— মানে L D L রা কমতে থাকবে, ।

শরীর শহর আবার প্রানচাঞ্চল্য ফিরে পাবে,

শহরের প্রানকেন্দ্র হার্ট আবার মাস্তানদের অবরোধ থেকে মুক্তি পাবে, হার্ট ব্লকও আর হবে না,

আর শহরের প্রানকেন্দ্র হার্ট সুস্থভাবে বাঁচা মানে শরীর শহরের সবাই সুস্থভাবে বাঁচতে পারবে ।

তাহলে এই থিওরি অনুযায়ী দুষ্টদের দমন করে ভালো কড়া পুলিস অফিসারদের বহাল রাখতে হলে কি
করতে হবে?

পুরো শহরের সবাইকে এ্যাকটিভ হতে হবে, সবাইকে নড়াচড়া করতে হবে, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে,

—- হাঁটতে হবে,
দিনের মধ্যে কিছুটা সময় বের করে পই পই করে দৌড়ানোর মতন করে হাঁটতে হবে,

হাতে হাত ধরে গল্প করতে করতে হাঁটা নয়,

জোরে জোরে দ্রুুতগতিতে কমপক্ষে আধঘন্টা হাঁটার শেষে সারা শরীর যেন ঘামে ভরে যায়!

” কদম কদম বাড়ায়ে যা ”
এই ছন্দের হাঁটা নয়!

তাহলেই শরীর নামক শহরের সবাই ঠিক থাকবে, কেউ ঝিমিয়ে পড়বে না,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ডও ঠিক থাকবে!

✍️ ডা. রবিন বর্মন (কলকাতা)

03/06/2025

হোমিওপ্যাথি বই পিডিএফ ফাইল ফ্রী ডাউনলোড👇
==================================

১। অব্যর্থ মাদার টিংচার ও ভারতীয় ভেষজ
অধ্যাপক ডা. এ,কে,চাকলাদার
পিডিএফ ফাইল সাইজ: ৯৪এমবি

https://drive.google.com/file/d/1tHPwdTVyUtxS2tpRTgh7Oqjs3zrevLQ6/view?usp=shar

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

২। হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদর্শিকা
হরিপ্রসাদ চক্রবর্তী প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ৩০এমবি
পৃষ্ঠা সংখ্যা: ৩৫৩

https://drive.google.com/open?id=1VxazkPHN8XgDd8TSQet7sXoH59YqYyjB

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

PDF File : 3MB

https://drive.google.com/open?id=1f57hmBTFsJZMmRY6LeT-UcAlryLF59QT

৩। মেটেরিয়া মেডিকা
উইলিয়াম বোরিক প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ১৩৭ এমবি।

https://drive.google.com/open?id=1IwHSrPpR-mC8Z70go9jc_CF3NyJPehiG

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৪। মায়াজমের স্বরূপ
ডাঃ হরিমোহন চৌধুরী প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ২০ এমবি।

https://drive.google.com/open?id=1-Osu0p6MNbjzfPwF9KnBDAGvzesvDoKo

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৫। হোমিওপ্যাথিক নবঔষধাবলী
হরিপ্রসাদ চক্রবর্ত্তী প্রনীত
পিডিএফ ফাইল সাইজঃ ৩২ এমবি

https://drive.google.com/open?id=1dO1MmprevOCLCm-Yw9SHmA-vYETuZAPK

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৬। যৌন বিজ্ঞান ও যৌনব্যাথি
ডা. আর বিশ্বাস প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ১৬ এমবি

https://drive.google.com/open?id=1dAH56qb7TntoTkMDccxMOYbf9zFo8XOY

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৭। চিকিৎসিত রোগীর বিবরণ
ডা. শ্রী বরদাচরণ চক্রবর্তী প্রনীত
পিডিএফ ফাইল সাইজঃ ২২ এমবি।

https://drive.google.com/open?id=1-Aob4tyezjjndkg5LadVGfnyTeC2t40E

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৮। হোমিওপ্যাথিক প্রাকটিস অফ মেডিসিন
ডা. এস,এন, পান্ডে প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ৪৮এমবি

https://drive.google.com/open?id=1dnQgX--yljidRFsLd0f-6la8NykumbqA

(বিশেষ দ্রষ্টব্য : পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

৯। টিউবারকুলোসিস
ডা. নীলমনি ঘটক প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ৩১ এমবি

https://drive.google.com/open?id=1TKdFGsW1ZfXCZvbjFJbkN9I5I8SUZTOR

(বিশেষ দ্রষ্টব্য :পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

১০। রেপার্টরী শিক্ষা ও কম্পিউটারাইজড হোমিওপ্যাথি
ডা. এ,কে,এম,রুহুল আমিন।

পিডিএফ ফাইল সাইজ: ৯৩এমবি
https://drive.google.com/open?id=1mkQuyES2tzUXVcBNK1aLTklBcQIxpebe

(বিশেষ দ্রষ্টব্য :পিডিএফ ফাইল কখনো কাগজের বইয়ের সমতুল্য হতে পারেনা)

১১। অব্যর্থ মাদার টিংচার ও ভারতীয় ভেষজ
অধ্যাপক ডা. এ,কে,চাকলাদার
পিডিএফ ফাইল সাইজ: ৯৪এমবি

https://drive.google.com/file/d/1tHPwdTVyUtxS2tpRTgh7Oqjs3zrevLQ6/view?usp=sharing

১২। অব্যর্থ হাই ব্লাডপ্রেসার ও ডায়াবেটিস চিকিৎসা
ডাঃ মানিকলাল বন্দোপাধ্যায় প্রনীত
পিডিএফ ফাইল সাইজঃ ৭৬এমবি

https://drive.google.com/file/d/1RadT3z0HERXrpObfNTKVanFIqvwrAnes/view?usp=sharing

১৩। নোসোডস্
ডা. রাধারমন বিশ্বাস প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ২২এমবি

https://drive.google.com/open?id=1pnXf2XtKES8hXrQt8TJohxt4bTuO3L-h

১৪। হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স গাইড
ডা. এন, সি ঘোষ প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ৪১এমবি

https://drive.google.com/open?id=1wPSB2kI2ynxgr53D_7cxw4F8Z4VhOEGR

১৫। হোমিও ঔষধের শক্তি-মাত্রা ও প্রয়োগ বিজ্ঞান
ডা. পরেশচন্দ্র সরকার প্রনীত

পিডিএফ ফাইল সাইজ ৫৪এমবি
নীচের লিংকে ক্লিক করুন....
https://drive.google.com/open?id=12gz4_TPR-BUtHFvNAvlKZsD55s7-r3tV

১৬। মেটেরিয়া মেডিকা
জেমস টাইলার কেন্ট প্রনীত
পিডিএফ ফাইল সাইজ: ১০০এমবি
নীচের লিংকে ক্লিক করুন...
https://drive.google.com/open?id=1YvHiDdP6DJBdK11Aw-IR5ZcP985LKzJO

১৭। পুরাতন দোষের পরিচয় ও তাহার চিকিৎসা.. ২য় খন্ড।
ডা. এম, ভট্টাচার্য্য
পিডিএফ ফাইল সাইজ: ১৩৬এমবি
নীচের লিংকে ক্লিক করুন.....

https://drive.google.com/open?id=1LnjxYqWSkAZooemIMZhwTqfHMy-NDdvA

(যারা ক্রনিক রোগী ভাল করতে পারছেন না এবং বাংলা মায়াজম ভিত্তিক ভালো তুলনামুলক মেটেরিয়া মেডিকা পাচ্ছেন না এবং যারা নীলমনি ঘোষের মেটেরিয়া মেডিকার অসম্পূর্নতার কারনে মর্মাহত, তাদের জন্য এই বই)

১৮। পুরাতন দোষের পরিচয় ও তাহার চিকিৎসা.. ১ম খন্ড।
ডা. এম, ভট্টাচার্য্য
পিডিএফ ফাইল সাইজ: ১৮১এমবি
নীচের লিংকে ক্লিক করুন.....

https://drive.google.com/open?id=11mHi48ZylU0aRxSPocFzP2YrN69PN36W

(যারা ক্রনিক রোগী ভাল করতে পারছেন না এবং বাংলা মায়াজম ভিত্তিক ভালো তুলনামুলক মেটেরিয়া মেডিকা পাচ্ছেন না এবং যারা নীলমনি ঘোষের মেটেরিয়া মেডিকার অসম্পূর্নতার কারনে মর্মাহত, তাদের জন্য এই বই)

কিছু হোমিওপ্যাথিক মোবাইল এ্যাপস...
==========================
১. বায়োকেমিক মাস্টার
https://drive.google.com/open?id=1EPKHhkyiYWS4utNYF-tjR9P1rR8RWc_y

২. কম্প্রেহিনসিভ মেটেরিয়া মেডিকা
https://drive.google.com/open?id=1GCJwD3596aco1Ob_tDU9ombb9G4SiwSA

৩. হোমিওপ্যাথিক রেপার্টরী
https://drive.google.com/open?id=1CXP1Th4sTBIphRfpCba7CZdyjsuDKKaz

৪. হোমিওপ্যাথিক রেমিডি বাংলা
https://drive.google.com/open?id=1sPdn1W7OKvFOuxUCI1DLe2hlgxSR7NlM

৫. হোমিওপ্যাথিক পকেট রেপার্টরী
https://drive.google.com/open?id=1l7dCXrenBYLIZR0b-FM4tOV48SYawQ2W

৬. মেটেরিয়া মেডিকা লাইট
https://drive.google.com/open?id=1VrHZG6vBWdYvCPjxlrQMszOunScA72-w

৭. শিফা
https://drive.google.com/open?id=16SRUbxKASBTQ55rMQAxeu4DqTJ1FlAQi

৮. এক্সরে ইন্টাপ্রিটেশন
https://drive.google.com/open?id=1h6ijTXSEcw_aC7gA0bufvknUe7dBIB9y

★হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান ১ম খন্ড
সি এস কালী

পিডিএফ ডাউনলোড লিংক নীচে...
ফাইল সাইজ: ১৮এমবি

https://drive.google.com/open?id=1XbH_n4z1pJlpw0oEsOb8iziciP8mR_OM

https://drive.google.com/open?id=1v3duTqrbnmgTRbC164Nd1amZ_1sjaOKR

★বায়োকেমিক মেটেরিয়া মেডিকা এন্ড চিকিৎসা প্রদর্শিকা- ডা. নৃপেন্দ্রচন্দ্র রায়
পিডিএফ লাগলে নিতে পারেন, লিংক নীচে দেওয়া হলো..
https://drive.google.com/open?id=1-eIVPt2ZNQ2Kls0_zi7iZDvlSFmkJ4ZY

★ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা এন্ড থেরাপিউটিক্স
ডা. উপন্দ্রেনাথ সরকার
নীচে পিডিএফ ডাউনলোড লিংক....

https://drive.google.com/open?id=1asr8ODL4N3y17XC6cN_hocqZwTHWDF1n

★ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা এন্ড থেরাপিউটিক্স
ডা. উপন্দ্রেনাথ সরকার
নীচে পিডিএফ ডাউনলোড লিংক....

https://drive.google.com/open?id=1asr8ODL4N3y17XC6cN_hocqZwTHWDF1n

★একটি রেপার্টরীর ফ্রি সফটওয়্যারঃ

Complete Dynamics V18.17

নীচের লিংকে ক্লিক করুন....

For (Desktop or Laptop) windows version: (Size-576 Mb)

https://drive.google.com/open?id=1SM3faWbLAcPdH82drDOw-RybdSelXmCT

For (Mobile) Android Version: (Size 707 Mb)

https://drive.google.com/open?id=1VxPki332cZ8ZR5Nu-VTRZe3igJoRBk0M

★“সদৃশ ব্যবস্থা চিকিৎসা দীপিকা”
শ্রী হরিকৃষ্ণ মল্লিক প্রনীত
প্রকাশকাল : ১৮৭০ সাল।
এটাই আমার জানামতে বাংলাভায়ার প্রথম হোমিওপ্যাথিক পুস্তক।

https://drive.google.com/open?id=1pSq75IzowpZ6p7E3dBhTuNhoCL4-KKO6

★প্রায় ১০০ বছরের পুরোনো একটি রেপার্টরী দিলাম, যদি কারো কাজে লাগে। সম্ভবত এটাই প্রথম বাংলা রেপার্টরী।
নিচের লিংকে ক্লিক করুন....

https://drive.google.com/open?id=1-l_E_0blTlwDcbCh2rdjT6aCvZcOwLq2

★সরল মেটেরিয়া মেডিকা
এন এন ঘোষ প্রনীত
(বই টি প্রায় ১৫০ বছরের পুরোনো, খুব সম্ভব এটাই প্রথম বাংলা ভাষায় পূর্ণ মেটেরিয়া মেডিকা)
(অনেকেই পরিপূর্ন মেটেরিয়া মেডিকার ফাইল চেয়ে অনুরোধ করেন, তাদের জন্য একটি মেটেরিয়া মেডিকা আপলোড করা হলো)

নীচের লিংকে ক্লিক করুন.....

https://drive.google.com/open?id=1JS-Oovc-Mke9Et5gRbye0o8nG-5gQ5TY

★Organon of Medicine 6th Edition (PDF)
এবং সাথে বাংলায় ব্যাখ্যা।

https://drive.google.com/open?id=1z7O0i-SQzg_6ucy9nQdWQ1fpSnJ_54qP

★Book: Atlas of Anatomy - 3rd edition
Download here: https://wp.me/p9aWiZ-3vV
or
https://drive.google.com/file/d/1TNsIXUUBXe6WJr7NC8-IWZmhdJGxMh8Y/view?usp=sharing

★এনাটমি ফিজিওলজি

https://drive.google.com/file/d/13ZEmfgiE0f8ZYIHd-lAr5RebvrYZ_R-o/view?usp=drivesdk

[প্রচারে : ডা. এম আল মামুন, ডিএইচএমএস ঢাকা]
পোস্ট-👇
https://www.facebook.com/profile.php?id=100012080592185

Happy New year
31/12/2024

Happy New year

31/12/2024
12/09/2024

আজ থেকে চেষ্টা করবো নতুন একটা করে ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো

09/09/2024

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথি চিকিৎসা /homeopathy treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথি চিকিৎসা /homeopathy treatment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram