01/08/2025
Cancer of abdominal organs & Homoeopathy
👉(জুনিয়র হোমিওপ্যাথদের জন্য)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Dr.T.S.Saha
আমাকে অনেকে সাধারণ মানুষ ও জুনিয়র হোমিওপ্যাথরা জিজ্ঞেস করে যে হোমিওপ্যাথিতে পেটের ক্যান্সারে এ কতটা কি উপকার হয়? এখানে প্রথমেই বলে রাখি অনেক হোমিওপ্যাথ দাবী করেন যে তারা ক্যান্সার সারিয়ে দিয়েছেন কিন্তু আমি এমন কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে দেখিনি যে সে পুরোপুরি হোমিওপ্যাথি করে ক্যান্সারে খুব ভাল আছে। রোগী হোমিওপ্যাথের সম্মতি নিয়েই Oncologist এর চিকিৎসা নিয়ে যায় ও সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করে যায়।
Stomach cancer, Liver cancer ( এই ক্যান্সারে মৃত্যু খুব দ্রুত হয়), Pancreatic cancer, Colon cancer,Omental cancer ও Re**al cancer বেশ বাড়ছে। এটা আমার অভিজ্ঞতা যে প্রথমেই রোগীরা Conventional treatment শেষ করে যখন দেখে যে তাদের সমস্যা খুব একটা কম হয় না বা কিছুটা কমে আর কমে না তখন তারা হোমিওপ্যাথি করতে আসেন। এমতাবস্থায় আমি দেখেছি Constitutional medicine in LM potency দারুন কাজ করে। কিন্তু কিছু কেসে তা দিয়ে রোগীর কোনো clinical relief হয় না। এমতাবস্থায় Constiturional medicine এর পাশাপাশি কিছু specific drug দিতে হয়। এতে রোগীর কষ্টের ৩০-৭০% কম হতে দেখেছি। তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যেহেতু এই cancer চিকিৎসায় cancer সারানো যাবে না, রোগীকে বেশ কিছু দিন বেশি বাঁচিয়ে রাখাই চিকিৎসকের দায়িত্ব তাই conventional treatment পুরোপুরি বন্ধ করা উচিত নয়। সেগুলো চলবে ও তার সাথে হোমিওপ্যাথি করলে রোগীর সুন্দর উপকার হয়। আর যেখানে Oncologist বলেই দেন যে তাদের যা করার সব করা হয়েছে,আর কিছু করার নেই সেক্ষেত্রে রোগীকে পুরোপুরি হোমিওপ্যাথি চিকিৎসায় রাখা যেতে পারে তবে সেটা prescription এ লিখে রাখতে হবে যে রোগী স্বেচ্ছায় তার cancer চিকিৎসায় হোমিওপ্যাথি করতে রাজী হয়েছেন।