Dr.tssaha's homoeopathy club

Dr.tssaha's homoeopathy club Here I discuss Homeopathy related case to aware mass along with timely matter Online treatment is available now

আমার সমস্ত ফলোয়ারদের প্রতিঃ
20/10/2025

আমার সমস্ত ফলোয়ারদের প্রতিঃ

26/09/2025

পেটে গ্যাস হয়েছে বলে প্রায়ই পেটে হাত বোলান? প্রচুর ওষুধ খান,কাজ কিছু হয় না?এটা Somatoform disorder.হোমিও চিকিৎসায় সেরে যাবে।

22/09/2025

রোগাতঙ্ক এক কষ্টকর মানসিক রোগ
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

Dr.T.S.Saha
9748259300

প্রচুর রোগী আছে যাদের শরীর একটু খারাপ হলেই তারা মনে করে তারা মারা যাবে বা তার বড় কোনো রোগ হয়েছে। এটা এক মানসিক রোগ--রোগাতঙ্ক। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় Hypochondriasis.

এইসব রোগীরা তাদের রোগলক্ষনগুলো পাতার পর পাতা জুড়ে লিখে আনে। ডাক্তারকে যখন তখন ফোন করে তার প্রতিদিনকার অসুবিধে জানায়। ঘটনা এমন ঘটে যে অনেকসময় রোগীকে ভুল বুঝে রোগী ডাক্তার পরিত্যাগ করে। এভাবে সে সারাজীবন এক ডাক্তার থেকে আর এক ডাক্তারের কাছে যায় ও কিছুদিন চিকিৎসা করে আবার ডাক্তারকে ত্যাগ করে।

যে কোনো চিকিৎসায় শুধুমাত্র ওষুধ দিয়ে এই রোগ সারানো যায় না। রোগীকে অনেকদিন ধরে counselling করাতে হয়।

হোমিওপ্যাথীতে এই রোগের অনেক মারকাটারি ওষুধ আছে কিন্তু দুঃখের বিষয় হলো যে সব হোমিওপ্যাথ ওষুধ দিয়ে এই রোগ সারানোর চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন।

হোমিওপ্যাথী কি acute heart attack এ কাজ করে?  (👉This post is strictly meant for Govt. registered BHMS & MD doctors) ♦️♦️...
20/09/2025

হোমিওপ্যাথী কি acute heart attack এ কাজ করে?
(👉This post is strictly meant for Govt. registered BHMS & MD doctors)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

Dr.T.S.Saha
9748259300

Former professor & HOD
Department of Community Medicine
CHMCH

হোমিওপ্যাথী চিকিৎসা কি emergency অবস্থায় কার্যকরী। উত্তর বেশিরভাগ সময় "না" কিন্তু কিছু ক্ষেত্রে কোনো হোমিওপ্যাথের যদি কোনো অন্ধভক্ত রোগী থাকে তখন তার কোনো emergency কন্ডিশনে প্রথমেই সে সেই হোমিওপ্যাথের শরণাপন্ন হয়। হোমিওপ্যাথ যদি তাকে বলেন যে এই অবস্থায় emergency medicine এর ডাক্তারকে দেখানো উচিত তবে রোগী তা পালন করে কিন্তু কিছু অন্ধভক্ত এসব বল্লেও শোনে না ; তারা জোর করতে থাকে যে আগে সেই ডাক্তারবাবু ওষুধ দিক। তাতে যদি না কমে তখন অন্য কিছু ভাবা যাবে। সুতরাং এসব ক্ষেত্রে উত্তর "হ্যাঁ"🥲

আমাকে মাঝে মাঝে এইরকম কিছু রোগীর চিকিৎসা করতে হয় এবং অবধারিত ভাবে তাদেরকে online দেখতে হয়।

গত বুধবার ( ১৬/৯/২০২৫) এ আমার এক যুবক রোগী(বয়স ২৯) এ হঠাৎ বুক ধড়ফড়ানি, বুকে যন্ত্রনা, irregular rapid beat( arrythmia) ইত্যাদি র জন্য ফোন করে। আমি তাকে ECG করতে বলি। সে তা করে আমাকে পাঠায়। আমার অতি ক্ষুদ্র জ্ঞানে মনে হলো তার Anterior wall STMI হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে বলি Cardiologist কে দেখাতে। সে তো নাছোড়বান্দা। বলে,আগে আপনি ওষুধ দিন,তাতে না কমলে আমি অন্য ডাক্তারকে দেখাবো। অগত্যা তাকে একটা ওষুধ মুখে বলে দিলাম। সে whatsapp এ লিখে জানায় যে আমি যেন ওষুধের নামটা লিখে দিই। তাই করলাম। দুদিন ওষুধ খাওয়ার পরে গতকাল( ১৮/৯/২০২৫) এ সে জানায় যে সে ৮০% ভালো আছে।

পোস্টটা এইজন্য করলাম তাহলো যে হোমিওপ্যাথ যদি মনে করেন যে তাঁর এইরকম emergency কেস হাতে নিতে অসুবিধা নেই তবে তিনি তা নিতে পারেন। প্রাথমিক অবস্থা কাটিয়ে উঠলে রোগীকে অবশ্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য পাঠিয়ে দেবেন।

👉এই ঘটনার সত্যতা প্রমান করার জন্য আমি whatsapp chat টা এখানে add করলাম👇

16/09/2025

Chronic গলাবুকজ্বালা ও অম্বল(GERD) প্রথম ভিজিটেই ৪.৬ বছর ভাল আছেন।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

Dr.T.S.Saha
9748259300

অজস্র ক্রনিক অম্বল গলাবুকজ্বালার রোগী বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন; ১-২ দিন ওষুধ খাওয়া বন্ধ করলে পুরোনো রোগ ফিরে আসছে। অথচ এদের মধ্যে সংখ্যাগরিষ্ট রোগী অজ্ঞতার কারনে হোক বা "ওই ১-২ ফোঁটা হোমিওপ্যাথী ওষুধ খেয়ে কি আর এত বড় রোগ কমবে!" এই মানসিকতা থেকে হোক হোমিওপ্যাথী করাতে চান না। অথচ হোমিওপ্যাথী চিকিৎসার শরণ নিলে ও exact similimum পড়লে কতটা পরিমান একজন রোগী সুস্থ থাকতে পারেন তা এই প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিও থেকে প্রমান হবে।

11/09/2025
02/09/2025

হোমিওপ্যাথীতে সাফল্য পাওয়ার চাবিকাঠি
★★★★★★★★★★★★★★★★★

Dr. T.S Saha
9748259300

হোমিওপ্যাথী পাশ করার (BHMS)পরে সবাইই হতাশাগ্রস্থ হয়ে যে যেভাবে পারে জীবিকানির্বাহ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এদের মধ্যে মাত্র কিছুজন private practice করে দুপায়ে দাঁড়ানোর একান্ত চেষ্টা করে আর বেশিরভাগই অন্য কোনো উপায়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের হোমিওপ্যাথী সত্ত্বাকে ক্রমাগত মেরে ফেলতে থাকে বা কিছুদিন (৩বছর)নিশ্চিন্ত উপার্জনের জন্য কোনো সরকারী কলেজে Postgraduation করার জন্য ভর্তি হয় যদিও এই ৩ বছরে তাদের confidence যে কতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তা সন্দেহজনক বটে( এটা আমার নিত্য দিনের অভিজ্ঞতার ফল)।

প্রশ্ন হলো, এইরকম অবস্থা কেন সৃষ্টি হলো? এর মূল কারন হলো শতকরা ৯০ জন undergraduate ছাত্র কলেজ জীবনে এমন কোনো ভিজিটিং প্রফেসরকে দেখেনি যিনি কিনা rational homoeopathy প্র‍্যাক্টিস করছেন বা কোনো কেস একটু বাড়াবাড়ি হলেও তাকে কোথাও রেফার না করে কলেজ indoor এ ভর্তি করে চিকিৎসা করে সারিয়ে তুলেছেন বা at least চেষ্টা করেছে। ফলে সেই ছাত্রটি কোনোদিন দেখলো না যে Acute appendicitis এ Belladonna কিভাবে অতি অল্প সময়ে রোগীকে সুস্থ করে তোলে বা কিভাবে ২০ বছরের পুরোনো Lichen Planus Hypertrophicus
একমাত্রা Tuberculinum / Thyroidinum/ Morgan pur দিয়ে দারুনভাবে কমিয়ে আনা যায়।

এই ৯০% যখন দেখে বাকি ১০% উপরোক্তভাবে চেম্বারে রোগীকে রিলিফ দিচ্ছে তখন তারা প্রচন্ড হীনমন্যতায় ভুগতে থাকে। ঘটনা হলো এই ১০% সফল হোমিওপ্যাথদের মধ্যে শতকরা ৮০% দেখা যাবে ছাত্র হিসেবে অতি সাধারন কিন্তু সফলতা পাবার অদম্য জেদ ও তার জন্য অধ্যাবসায় এদেরকে সফল হোমিওপ্যাথ হতে সাহায্য করেছে। এদের মধ্যে প্রায় সবাই বিভিন্ন স্যারের চেম্বারে গিয়ে দিনের পর দিন শিখতে চেষ্টা করে কিভাবে অতি সহজে Acute ও Chronic রোগে শুধুমাত্র হোমিওপ্যাথী করে সুস্থ করা যায়। এদের প্রত্যকেই কিন্তু পাশ করার পরে আবার নতুন করে হোমিওপ্যাথীর বিষয় ছাড়া allied subjects এর জ্ঞাণকে হোমিওপ্যাথীতে প্রয়োগ করা শিখতে আরম্ভ করে কেন না এরা এতদিনে বুঝতে পারে যে রোগের aetiology না জানলে Miasm ( এই মায়াজম কিন্তু হ্যানিম্যান কল্পিত মায়াজম নয়,এ এক অনন্য রুপে উদ্ভাসিত HINT ) জানা হয় না আর সেটা না জানলে এইভাবে ১০ টার মধ্যে ৮টা কেসে সাফল্য পাওয়া যায় না।

This post is meant strictly for the govt.registered Homoeopaths.
30/08/2025

This post is meant strictly for the govt.registered Homoeopaths.

14/08/2025

Leg cramp & Homoeopathy
♦️♦️♦️♦️♦️♦️♦♦♦♦

Dr.T.S.Saha
(9748259300)

অনেক রোগী/ রোগীনি বলেন
"ডাক্তারবাবু বেশ কয়েক মাস হলো রাতের বেলায় ঘুমের মধ্যে একভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পরে যেই না কোনো একটা পা ছাড়াতে গেছি ( সোজা করা) অমনি পায়ের গোছে কি জোরে cramp হয় কি বলবো,চোখে জল চলে আসে। ঘুম ভেঙ্গে গিয়ে দুহাত দিয়ে পায়ের গোছ জোরে চেপে ধরি,মিনিট খানেক পরে কমে কিন্তু পরের দিন হাঁটতেই পারি না। কি ব্যথা যে হয় কি বলবো🥲 ইদানীং ফেসবুকে একটা স্প্রের বিজ্ঞাপন বেরুচ্ছে,তাই কিনে ব্যবহার করেছি, কয়েকদিন ভালো থাকি কিন্তু কদিন পরে আবার শুরু হয়। এই ঘটনা মাসে অন্ততঃ ৭-১০ দিন ঘটে। আমাকে ওষুধ দিয়ে ভাল করে দিন"

এ অবস্থায় প্রায় সব হোমিওপ্যাথ Cuprum met দেয়, তাতে কাজ হয় কিন্তু অনেকের তা হয় না। তখন Sulphur, Cal.carb আর Medo.র মধ্যে কোনো একজনকে বাছতে হয়। এরা permanently এই cramp বন্ধ করতে পারে। এটা আমার ৪০ বছরের অভিজ্ঞতা।

Much difference exists between theory and practice. This photo is the product of my experience.
09/08/2025

Much difference exists between theory and practice. This photo is the product of my experience.

01/08/2025

Cancer of abdominal organs & Homoeopathy
👉(জুনিয়র হোমিওপ্যাথদের জন্য)
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

Dr.T.S.Saha

আমাকে অনেকে সাধারণ মানুষ ও জুনিয়র হোমিওপ্যাথরা জিজ্ঞেস করে যে হোমিওপ্যাথিতে পেটের ক্যান্সারে এ কতটা কি উপকার হয়? এখানে প্রথমেই বলে রাখি অনেক হোমিওপ্যাথ দাবী করেন যে তারা ক্যান্সার সারিয়ে দিয়েছেন কিন্তু আমি এমন কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে দেখিনি যে সে পুরোপুরি হোমিওপ্যাথি করে ক্যান্সারে খুব ভাল আছে। রোগী হোমিওপ্যাথের সম্মতি নিয়েই Oncologist এর চিকিৎসা নিয়ে যায় ও সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করে যায়।

Stomach cancer, Liver cancer ( এই ক্যান্সারে মৃত্যু খুব দ্রুত হয়), Pancreatic cancer, Colon cancer,Omental cancer ও Re**al cancer বেশ বাড়ছে। এটা আমার অভিজ্ঞতা যে প্রথমেই রোগীরা Conventional treatment শেষ করে যখন দেখে যে তাদের সমস্যা খুব একটা কম হয় না বা কিছুটা কমে আর কমে না তখন তারা হোমিওপ্যাথি করতে আসেন। এমতাবস্থায় আমি দেখেছি Constitutional medicine in LM potency দারুন কাজ করে। কিন্তু কিছু কেসে তা দিয়ে রোগীর কোনো clinical relief হয় না। এমতাবস্থায় Constiturional medicine এর পাশাপাশি কিছু specific drug দিতে হয়। এতে রোগীর কষ্টের ৩০-৭০% কম হতে দেখেছি। তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যেহেতু এই cancer চিকিৎসায় cancer সারানো যাবে না, রোগীকে বেশ কিছু দিন বেশি বাঁচিয়ে রাখাই চিকিৎসকের দায়িত্ব তাই conventional treatment পুরোপুরি বন্ধ করা উচিত নয়। সেগুলো চলবে ও তার সাথে হোমিওপ্যাথি করলে রোগীর সুন্দর উপকার হয়। আর যেখানে Oncologist বলেই দেন যে তাদের যা করার সব করা হয়েছে,আর কিছু করার নেই সেক্ষেত্রে রোগীকে পুরোপুরি হোমিওপ্যাথি চিকিৎসায় রাখা যেতে পারে তবে সেটা prescription এ লিখে রাখতে হবে যে রোগী স্বেচ্ছায় তার cancer চিকিৎসায় হোমিওপ্যাথি করতে রাজী হয়েছেন।

Address

E 28 Sreenagar (west), Panchasayar
Kolkata
700094

Telephone

+919748259300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.tssaha's homoeopathy club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.tssaha's homoeopathy club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category