
20/10/2024
।। HOTEL BHAICHUNG ।।
ph: +91 6291772807
address: Upper Pelling, Near Old Helipad Ground, sikkim 737113
সিকিম মানেই পাহাড়! সিকিম মানেই ঘুম থেকে উঠেই কানছেন-জংঘা দেখতে পাওয়া! সিকিম মানেই দূর দূর অব্দি সবুজে ঢাকা পাহাড়, আবার কখনো বরফ এ ঢাকা পাহাড়!
পাহাড় এর সাথে বাঙালিদের নস্টালজিয়া আজন্মের! কখনো পুজোর ছুটি তো কখনো গরম এর ছুটি, আবার কনকনে ঠান্ডায় ডিসেম্বর-জানুয়ারির ছুটিতেওঁ বাঙালি পাহাড়প্রেমীরা নিজেদের আটকে রাখতে পারে না!
এরকমই এক সুন্দর পাহাড়ি পরিবেশের মাঝে অবস্থিত অপূর্ব সুন্দর পেলিং শহর।। সমতল থেকে 7200ft উচ্চতায় থাকা এই ছোট্ট শহরে রয়েছে ৯টি আকর্ষণীয় জায়গা!
১) পেলিং Skywalk
২) পেমায়াঙটসে মনাস্টেরী
৩) সংঘচুলি মনাস্টেরী
৪) দরাপ ভ্যালি
৫) রিম্বি অরেঞ্জ গার্ডেন
৬) রিম্বি ফলস
৭) কানছেনজঙ্ঘা ফলস
৮) রাবডেন্টসে রুইন্স
৯) পেলিং রোপওয়ে
সম্পূর্ণ জায়গা ঘুরে দেখতে লাগবে মাত্র ২ দিন।।
তাহলে অপেক্ষা কিসের? শীতের পোশাক গুছিয়ে নিয়ে চলে আসুন শিগগির!
কোথায় থাকবেন?
- hotel ভাইচুং!
কিভাবে আসবেন?
- শিলিগুড়ি / নিউ জলপাইগুড়ি থেকে State bus অথবা গাড়ি ভাড়া করে সোজা পেলিং এর মোর অব্দি, অথবা একদম হোটেলের সামনে।।
ক'টা রুম? কানছেনজঙ্ঘা দেখা যায়?
- ২০ টা রুম। ১৪ টা কানছেনজঙ্ঘা ভিউ রুম।। এছাড়া ব্যালকনি এবং ওপেন রুফ থেকে ঝক-ঝকে ভিউ!
খাবার ভালো?
- একদম বাঙালি খাবার! ব্রেকফাস্ট'এ লুচি ছোলার ডাল থেকে শুরু করে লাঞ্চ টাইমএ বাঙালির প্রিয় মাছ ভাত। ইভনিং স্নাক্স এ চায়ের সাথে ওনিয়ন পকোড়া খেতে খেতে জমিয়ে আড্ডা! রাতে থাকছে চিকেন ।। এছাড়াও রয়েছে এক বিশাল মেনু কার্ড যার মধ্যে আছে বাঙালিদের বাছাই করা মুখরোচক chinese এন্ড নর্থ ইন্ডিয়ান ফুড।।
সেই সব তো ঠিক আছে ! খরচ কেমন?
- পেলিং এর হোটেলগুলি season অনুযায়ী রেটস বদলায়।।
- অফ সিজান ১০০০-১২০০/ মাথা পিছু
- পিক সিজান ১৪০০- ১৭০০/ মাথা পিছু
- আর যদি শুধু রুম রেন্ট নিতে চান তাহলে অফ সিজনে ১৫০০ থেকে শুরু করে পিক সিজনে ২৫০০ অব্দি থাকে।।
অন্যান্য পরিষেবা:
- ২৪*৭ গরম জলের ব্যবস্থা
- ফ্রি Wi-Fi
- ২৪*৭ hassle free Check In এবং room service
- রুফটপ সিটিং অর্র্যাঞ্জমেন্ট (সারাদিন সাইট সিইং করে এসে ফ্রেশ হয়ে কানছেনজঙ্ঘা দেখতে দেখতে বিকেলের চা এবং গরম গরম পকোড়া খেতে এক আলাদাই সুখ!)
এতক্ষনে নিশ্চই মনে মনে প্ল্যান বানিয়ে ফেলেছেন! তাহলে আর দেরি কিসের? টুর প্ল্যান এবং বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন +91 6291772807
আমরা আপনাদের অপেক্ষায় থাকবো ! নাম টা মনে রাখবেন "HOTEL BHAICHUNG" খুব শীঘ্র দেখা হবে !
Book through:
1) Make My Trip
2) Go Ibibo, or
3) or call directly at 6291772807 (Deepam Addy)
Google link: https://g.co/kgs/cN5eCCY
Facebook profile: https://www.facebook.com/profile.php?id=61566854399263&mibextid=JRoKGi