19/03/2023
Health benefits of Banana Stem: আপনারা কি জানেন কলা গাছের থোড় আপনাকে একটি ভয়ানক রোগ থেকে বাঁচাতে পারে। জানুন
অতীনস একটি স্বাস্থ্য সচেতনতা মূলক পেজ ও ইনস্টিটিউট। পছন্দ হলে জনসচেতনতার ও জনস্বার্থজন্য শেয়ার করুন।
আপনারা কি জানেন কলা গাছের থোড় আপনাকে একটি ভয়ানক রোগ থেকে বাঁচাতে পারে। তার কারণ কলা গাছে থোড় ডাইবিটিস রোগীদের জন্য বিশেষ উপকারী।
শুধুই তা নয়, সঙ্গে রয়েছে নানান উপকার। এই কলা গাছের থোড়ের রস শরীরের থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে।
শরীরের ভেতর থেকে বিষ পরিষ্কার করার জন্য এই থোড়ের রস খুব উপযোগী এবং শরীরের হজমের অত্যন্ত সাহায্য করে।
পাশাপাশি আরও একটি বড় রোগের নির্মূল করে এই কলা গাছের থোড়ের রস। কলা গাছে থোড়ের রসের সঙ্গে যদি এলাচ দারুচিনি মিশিয়ে খাওয়া যায়, মূত্রনালির অনেক বড় রোগ থেকে নির্মূল করে।
তাছাড়া যদি এই থোড়ের রস লেবুর রস মিশিয়ে খাওয়া যায়, তাহলে গলব্লাডার স্টোন থেকে ঝুঁকি এড়ানো অনেকটাই সম্ভব।
এই থোড়ের রস যদি ঠিকঠাক ভাবে খাওয়া যায় তাহলে শরীরের ওজন কমাতেও সাহায্য করবে।
থোড়ের রস নিয়মিত যদি আপনি খান শরীরের বাড়তি সমস্ত কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে আসবে। নুন বা নুন জাতীয় খাবার বর্জন করেন।
সংগ্রিহিত
যেকোনো চিকিৎসা বা ডায়েটই ব্যাক্তি ও মেডিকেল প্রবলেম অনুযায়ী আলাদা আলাদা হয়। আপনার জন্য সঠিক ব্যালেন্স বা ক্লিনিক্যাল ডায়েট চার্ট ( অনলাইন বা অফলাইন) বা আন্তর্জাতিক মানের ওয়েটলস সেপিং ও পেইন মেনেজমেন্ট ট্রিটমেন্ট এর জন্য এখনই যোগাযোগ করুন :–
স্পাইন ,কোমরের, হাঁটুর, কাঁধের সার্জারি করার আগে সেকেন্ড ওপিনিয়ন নিন।
ফ্রি টেলিফোনিক পরামর্শের জন্য 📞 করুন :-
যোগাযোগ 🗣📲📞 ৭৯৮০৫৫১০৬৯ করুন।
ড: অতীন ব্যানার্জী (২৩ বছরের ওবেসিটি, ডায়াবেটিস, ক্লিনিকাল নিউট্রিশন এন্ড ডায়াটেটিক্স, ডায়বেটিক এডুকেটর (IDF) , স্পাইন, সন্ধি ও পেইন, অর্থপেডিক ম্যানুয়াল চিকিৎসা বিশারদ ).
বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি সিদ্ধি বিনায়ক মাল্টিস্পেশালিটি হাসপাতাল (উত্তরাখণ্ড)
১০০% পার্শপতিক্রিয়াহীন ও সেফ ক্লিনিক।
অতীনস চিকিৎসা কেন্দ্র :- কোলকাতা- ( কালিঘাট মেট্রো, মাত্রিভবন হসপিটাল, মহেশতলা, বাঙ্গুর, বালি, মানকুন্ডু,আগরপাড়া, রানাঘাট ), উলুবেড়িয়া, আমতলা।
সাবধান :- নিজে নিজে বা ইউটিউব বা বন্ধুর থেকে নিয়ে ডায়েট করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। সব ডায়েট ই ব্যক্তিবিশেষের ও মেডিকেল প্রবলেম অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন পুষ্টি ও ওবেসিটি বিশারদ পরামর্শের জন্য উপরে দেওয়া নম্বর এ যোগাযোগ করুন।
অতীনস ডিজিটালের সাস্থ্য ওজন কমানো, পেইন মেনেজমেন্ট সংক্রান্ত সব আপডেট ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে।
ইউটিউবে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।
অতীনস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন :-
https://youtu.be/NTfCDq62Gvw
অতীনস ফেসবুক পেজ লিংক:-
https://www.facebook.com/Atins-Anti-Obesity-Diabetes-Foundation-Multispeciality-Obesity-Clinic-373148056177533/
OBESITY PRACTITIONERS ASSOCIATION FB LINK :-
https://www.facebook.com/Obesity-Practitioners-Association-of-india-OPAI-106427381395435/
ATIN'S PROFESSIONAL COURSES & WORKSHOP FB PAGE LINK :-
https://www.facebook.com/Obesity-Weight-Loss-Diabetes-Management-Courses-Kolkata-1851049398348293/
ATIN'S GOOGLE REVIEW :-
Post a review to our Google profile.
https://g.page/atin-s-anti-obesity-diabetes-fou/review?gm
TELEGRAM LINK :-
https://t.me/joinchat/dyVlE3a1qLI5Yjc1