Beam's Eye View

Beam's Eye View Hi! I'm Dr Sumitavo Ghosh, a Clinical Oncologist. Let's have some discussion on Cancer, shall we?

I am Dr Sumitavo Ghosh, MBBS, MD, consultant clinical oncologist currently attached to Sanaka Hospital Durgapur. I have been trained in treating cancer patients with radiation and chemotherapy. Feel free to connect if you have any quarries on cancer or its treatment

✨ World Radiotherapy Awareness Day – 7th September ✨But how much do we really know about radiotherapy?I have been practi...
07/09/2025

✨ World Radiotherapy Awareness Day – 7th September ✨

But how much do we really know about radiotherapy?

I have been practicing as a Radiation Oncologist for several years now. Honestly, during my medical student days, I too had very little idea about this fascinating branch. Looking back today, when I still see the same lack of awareness among junior colleagues and budding doctors, it truly pains me. Especially at a time when cancer incidence is rising rapidly, such ignorance is a serious concern.

So, let me try to explain radiotherapy in simple words.

Radiation Oncology is one of the “holy trinity” of cancer care—like the Trident of Goddess Durga, striking against the modern-day Mahisasura—cancer.

🔆 What is radiotherapy?
Radiotherapy uses invisible, high-energy rays to destroy cancer cells. The same radiation that once devastated Hiroshima, Nagasaki, or caused Chernobyl disaster, when harnessed in a controlled way, can perform miracles against uncontrolled cancer growth.

It can be given in two ways:
• Teletherapy → from a distance, using a machine.
• Brachytherapy → from very close, placing the source near the tumor.

🔆 How has it evolved?
Earlier, radioactive isotopes were used, which exposed both patients and doctors to risks, and caused more side effects.
Today, with Linear Accelerators (LINACs), radiation beams are generated safely, precisely, and only when required. This allows us to treat cancer effectively while sparing normal tissues, leading to fewer side effects and much better patient comfort.

🔆 What does treatment look like?
• First, a CT Simulation to map the exact cancer location.
• Then, we create personalized immobilization masks/devices so you stay still each day.
• The oncologist then “contours” the tumor (yes, we do a bit of medical art 🎨).
• A physics-based treatment plan is prepared.
• Finally, radiation is delivered—painlessly, within 5–10 minutes daily.

🔆 Why trust radiotherapy?
Because I have witnessed its magic—patients relieved from unbearable pain, large tumors shrinking away, lives being given back hope and dignity.

So, if you or your loved one is advised radiotherapy, do not fear. It is safe, painless, and highly effective. ✨

And remember—faith and courage are like radiation beams: invisible, but powerful.
The LINAC? Well, it’s inside you. Ready to open the beam? 🙂

✨ ৭ই সেপ্টেম্বর – বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ✨

কিন্তু আমরা আসলে রেডিওথেরাপি সম্পর্কে কতটা সচেতন?

আমি বেশ কয়েক বছর ধরে একজন রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে কাজ করছি। সত্যি বলতে কি, মেডিকেল স্টুডেন্ট থাকাকালীন আমিও এই অসাধারণ শাখা সম্পর্কে তেমন কিছু জানতাম না। আজ যখন দেখি, অনেক জুনিয়র সহকর্মী কিংবা ভবিষ্যতের ডাক্তাররাও একইভাবে অজ্ঞ থেকে যাচ্ছে, তখন সত্যিই কষ্ট হয়। বিশেষ করে এখন, যখন ক্যান্সারের প্রকোপ প্রতিদিনই বাড়ছে, এই অজ্ঞতা একটা গুরুতর সমস্যা।

চলুন, সহজ ভাষায় রেডিওথেরাপি বা রেডিয়েশন অনকোলজি নিয়ে কিছু বলি।

রেডিয়েশন অনকোলজি হলো ক্যান্সার চিকিৎসার “ত্রিশূল”-এর একটি, ঠিক যেমন দেবী দুর্গার ত্রিশূল মহিষাসুরকে বিনাশ করে, আমরাও ক্যান্সারের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করি।

🔆 রেডিওথেরাপি কী?
অদৃশ্য, উচ্চ-শক্তিসম্পন্ন রশ্মি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করার একটি পদ্ধতি। যে রশ্মি একসময় হিরোশিমা, নাগাসাকি বা চেরনোবিলকে ধ্বংস করেছিল, সেই একই শক্তি আজ নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে অদম্য ক্যান্সারকে হার মানাতে পারে।

রেডিওথেরাপি দু’ভাবে দেওয়া হয়:
• টেলিথেরাপি → দূর থেকে, মেশিন ব্যবহার করে।
• ব্র্যাকি থেরাপি → খুব কাছে থেকে, ক্যান্সারের ভেতরে বা পাশে উৎস বসিয়ে।

🔆 কীভাবে বদলেছে প্রযুক্তি?
আগে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে চিকিৎসা হত, যা রোগী এবং ডাক্তার—দু’জনের জন্যই ঝুঁকিপূর্ণ ছিল, আর পার্শ্বপ্রতিক্রিয়াও ছিল অনেক।
আজ আমরা ব্যবহার করি লিনিয়ার অ্যাক্সিলারেটর (LINAC)—যা প্রয়োজনে, সঠিক মাত্রায়, নিরাপদে রশ্মি তৈরি করে। এতে ক্যান্সার কার্যকরভাবে নষ্ট হয়, আর স্বাভাবিক টিস্যু অনেকটা রক্ষা পায়। ফলে রোগীর অস্বস্তি ও পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম।

🔆 চিকিৎসা প্রক্রিয়া কেমন?
• প্রথমে হয় CT সিমুলেশন, যেখানে ক্যান্সারের সঠিক অবস্থান ধরা হয়।
• এরপর তৈরি হয় বিশেষ মাস্ক বা ফিক্সেশন ডিভাইস, যাতে প্রতিদিন একই অবস্থায় চিকিৎসা দেওয়া যায়।
• রেডিয়েশন অনকোলজিস্ট তখন ক্যান্সারের অংশটিকে “কনট্যুর” করেন (হ্যাঁ, আমরা একটু শিল্পীর কাজও করি 🎨)।
• পদার্থবিদ্যা-ভিত্তিক চিকিৎসা পরিকল্পনা তৈরি হয়।
• শেষে রশ্মি দেওয়া হয়—ব্যথাহীনভাবে, প্রতিদিন মাত্র ৫–১০ মিনিটের মধ্যে।

🔆 রেডিওথেরাপিতে ভরসা কেন করবেন?
কারণ আমি নিজের চোখে এর জাদু দেখেছি—
অসহ্য যন্ত্রণা থেকে রোগীর মুক্তি, বিশাল টিউমার গায়েব হয়ে যাওয়া, জীবনে ফের আশা ফিরে আসা।

তাই, যদি আপনাকে বা আপনার প্রিয়জনকে রেডিওথেরাপি নিতে হয়, ভয় পাবেন না। এটি নিরাপদ, ব্যথাহীন এবং অত্যন্ত কার্যকর। ✨

মনে রাখবেন—আস্থা আর সাহসও রশ্মির মতো: অদৃশ্য, কিন্তু প্রবল শক্তিশালী।
আর LINAC? সেটা আসলে আপনার ভেতরেই আছে।
তাহলে, প্রস্তুত তো ? 🙂

First follow up of my first paediatric patient (in sanaka)  of Spinal Astrocytoma post Radiation therapy. Her childhood ...
02/09/2025

First follow up of my first paediatric patient (in sanaka) of Spinal Astrocytoma post Radiation therapy. Her childhood has been troubled so far, with inability to sit let alone walk, severe pain, weakness- the surgery was denied due to critical location, the parents devastated, they had the faith in me, as The only option remained to treat her with radiation. It was a long duration of treatment, and finally one month post radiation, there has been immense improvement, she now has minimal pain, can walk slowly with help, and even can climb one set of staircase! My joy knew no limit as I saw her walking in my chamber, wobbly.
P.S: she is crying out of fear as I irritated her “আয় তোকে চিমটি কাটি একটা “, but before that it was all about (as reported by her mother)..”ডাক্তার মামার কোলে চড়ব!”🤣🤣

Follow the link to know her story! https://www.facebook.com/share/p/1BLfyzT2ZW/?mibextid=wwXIfr

It feels always good to pass on the little bit of knowledge I gathered till date from the ocean of oncology and gatherin...
21/08/2025

It feels always good to pass on the little bit of knowledge I gathered till date from the ocean of oncology and gathering everyday. People often wonder what do the Radiation Onclogists do? Sitting infront of computer screens all the time, painting weird shapes around weird structures day in and day out, not relying on stethoscope much but on big costly machines?
Today’s demonstration session for the BSC Nursing students was exactly addressing those questions. how we simultae, how we take scans and how we plan treatment delivery.
Sharing a happy moment after the successful three days demo class was over! 🙂🙂

Sharing an immensely joyful moment for team Radiation Oncology SRIMSH, as we completed treating the first paediatric cas...
07/08/2025

Sharing an immensely joyful moment for team Radiation Oncology SRIMSH, as we completed treating the first paediatric case of CNS malignancy very successfully in our department. The image captions contains the details, please go through it for a detailed description. I thank all the staffs of Rad onc dept for their co operation!

Medical Representatives… whenever we hear about this profession, we visualize few people, dressed in crisp formal shirt ...
01/08/2025

Medical Representatives… whenever we hear about this profession, we visualize few people, dressed in crisp formal shirt and trousers, with a bag in hand or back, waiting outside the Doctor’s chamber. They wait multiple hours sitting, just to have a glimpse of the doctor, and exhibit their product(s). Many a times knowing fully well that probably none of it will be prescribed by the Doctor. Irrespective of that, they do it, without any failure, with a smile, just in the hope of a single prescription.

Medical Representatives or in short MRs, they play a very crucial role in the professional life of a doctor. They update us about newer molecules that are availble for treatment. We physicians get to know from them what evidences are there in favour of using it, and how patients can be helped financially to get the drug if the relevant molecule is a costly one. In short, they are the bridge conmecting the doctors to the pharmaceutical ocean.

Very often, we forget that all these people, belongs to a well educated background. They wait for us patiently because they have been trained in that way. That doesnt mean that they are open to unnecessary “insults” that they receive at many places. They have their family, their share of happiness, sadness, anxiety and targets to fill. As a clinician, I have been in very close contact with many of them. I have communicated with them apart from the professional talks and have seen that, they have their share of stories to tell if you are willing to listen. For many of them, I have become “Dada” from “Sir”, and this transition have been very welcoming for me as well.

So on this day of 1st August, which is celebrated as National MR day, I salute all those youngsters who have been an integral part of the medical fraternity inspite of not being a doctor, but still uplifting the medical science in an wonderful way! A big shoutout to all of you, keep up the good work!

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভস্‌… এই পেশাটির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কয়েকজন মানুষ, পরিপাটি ফর্মাল শার্ট-প্যান্ট পরে, হাতে বা পিঠে ব্যাগ নিয়ে, ডাক্তারবাবুর চেম্বারের বাইরে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করছেন, শুধুমাত্র ডাক্তারকে এক ঝলক দেখা এবং তাঁদের প্রোডাক্ট বা ওষুধ সম্পর্কে জানাতে। অনেক সময় জানেন, এই ওষুধ হয়তো প্রেসক্রাইব করা হবে না। তবুও তাঁরা প্রতিদিন, প্রতিবার, হাসিমুখে উপস্থিত থাকেন – শুধুমাত্র একটি প্রেসক্রিপশনের আশায়।

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভস্‌ বা সংক্ষেপে এম.আর., ডাক্তারদের পেশাগত জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা আমাদের নতুন নতুন ওষুধ ও মলিকিউল সম্পর্কে আপডেট দেন। আমরা চিকিৎসকরা তাঁদের মাধ্যমেই জানতে পারি, কী কী প্রমাণ আছে এই ওষুধ ব্যবহারের পক্ষে এবং যদি ওষুধটি দামী হয়, তাহলে রোগী কীভাবে আর্থিক সাহায্য পেতে পারে। এককথায়, তাঁরা হলেন ডাক্তারদের সঙ্গে ফার্মাসিউটিক্যাল দুনিয়ার যোগসূত্র।

আমরা প্রায়ই ভুলে যাই, এই মানুষগুলো প্রত্যেকেই শিক্ষিত। তাঁরা আমাদের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করেন, কারণ সেভাবেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, তাঁদের অকারণে অপমান করা যাবে। তাঁরাও মানুষ – তাঁদেরও পরিবার আছে, সুখ-দুঃখ আছে, দুশ্চিন্তা আছে, লক্ষ্যপূরণের চাপ আছে। একজন চিকিৎসক হিসেবে, আমি বহু এম.আর.-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। শুধু পেশাগত কথা নয়, তাঁদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়েও কথা বলেছি, এবং দেখেছি – তাঁরাও অনেক গল্প বুকে চেপে রাখেন, যদি কেউ শোনে! অনেকের কাছে আমি “স্যার” থেকে “দাদা” হয়ে গেছি – এই পরিবর্তন আমার কাছেও অত্যন্ত আনন্দের।

তাই আজ ১লা আগস্ট, যা জাতীয় এম.আর. দিবস হিসেবে পালিত হয়, আমি কুর্নিশ জানাই সেই সমস্ত তরুণ-তরুণীদের, যারা ডাক্তার না হয়েও, চিকিৎসা জগতের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে, নিরলসভাবে মেডিকেল সায়েন্সকে সমৃদ্ধ করে চলেছেন। আপনাদের জন্য রইল এক বিশাল শ্রদ্ধা ও অভিনন্দন – এভাবেই এগিয়ে যান!

Treating Paediatric Malignancies is always tough, in terms of compliance, the intense nature of treatments one has to go...
16/07/2025

Treating Paediatric Malignancies is always tough, in terms of compliance, the intense nature of treatments one has to go in such tender ages, multiple chemotherapies often running months after months, and the notorious nature of the malignancies to always recur, even after prolonged treatments. And the emotional and physical stress the kid and his or her parents has to undergo, sometimes it is even difficult for us oncologists to bear with it, because, even we see death on a daily basis, seeing a tender and innocent life succumbing to death and not blinking an eye is impossible for us aswell. So when any little patient of us are declared free of tumor and comes back to us smiling, we consider it as the biggest reward and blessing one could get.
Suraj (name changed) is a patient of paediatric ALL who was diagnosed outside in Chennai. His father , being from a very humble background, could not bear the expenses of treatment from outside, so he wanted to continue it under our care. We continued his treatment, and currently he has been into complete remission.
We wish him a very long and happy life with his family, and I pray to almighty that he may never have to return to any oncologist, ever again!
This pic will be a sweet memory for us, and a reminder to the battle a cancer survivor has to go through, and we are a proud part of it, assisting them to win over it like a true champion!

শিশুদের ক্যান্সারের চিকিৎসা করা সবসময়ই কঠিন। এই কোমল বয়সে এত তীব্র চিকিৎসা প্রক্রিয়া সহ্য করা, মাসের পর মাস ধরে একের পর এক কেমোথেরাপি নেওয়া, এবং এত কিছুর পরেও রোগের ফিরে আসার প্রবণতা — সব মিলিয়ে এটা শিশু এবং তার পরিবারের জন্য যেমন কষ্টদায়ক, তেমনি আমাদের, চিকিৎসকদের জন্যও মানসিকভাবে খুবই চ্যালেঞ্জিং। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হলেও, একটি নিষ্পাপ শিশুর মৃত্যুর সামনে দাঁড়িয়ে চোখের পলক না ফেলা, আমাদের পক্ষেও সম্ভব হয় না।

তাই যখন কোনো ছোট্ট রোগী ক্যান্সারমুক্ত ঘোষণা পেয়ে আমাদের কাছে ফিরে আসে, হাসিমুখে, তখন আমরা সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার ও আশীর্বাদ বলে মনে করি।

সুরজ (নাম পরিবর্তিত) এমনই একজন শিশু, যার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ALL) ধরা পড়েছিল চেন্নাইয়ে। ওর বাবা খুবই সাধারণ পরিবার থেকে আসা একজন মানুষ, বাইরে চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তাই তিনি আমাদের এখানে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমরা সাধ্যমতো তার চিকিৎসা চালিয়ে গেছি এবং বর্তমানে সে সম্পূর্ণ রেমিশনে আছে।

আমরা তার ও তার পরিবারের জন্য খুবই আনন্দিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি — তাকে যেন আর কখনও কোনো ক্যান্সার বিশেষজ্ঞের কাছে ফিরে না আসতে হয়।

এই ছবিটি আমাদের কাছে একটি মধুর স্মৃতি হয়ে থাকবে, এবং একটি যুদ্ধজয়ের প্রতীক হিসেবেও — যে যুদ্ধ একজন ক্যান্সার বীর পেছনে ফেলে এসেছে। আমরা গর্বিত, তার পাশে দাঁড়াতে পেরে, তাকে সাহস জুগিয়ে এই যুদ্ধে জিততে সাহায্য করতে পেরে।

I have been treating HEAD neck malignancy for quite a long time. Unfortunately, most of the patients present to me in qu...
26/06/2025

I have been treating HEAD neck malignancy for quite a long time. Unfortunately, most of the patients present to me in quite an advanced stage. Advanced head neck cancers are always a challenge to the treating oncologists, and when all fails, we take refuge in metronomic chemotherapy. Md Irfan (Name changed) is one of those unfortunate patients whose disease progressed after operation, chemoradiation and palliative chemotherapy. Belonging to a very low socioeconomic background, immunotherapy was not possible for him and his wife. As a last refuge we started him on OMCT with Tab Afatinib. And to our absolute surprise, the disease responded like anything! He has been taking the drug for more than one year now and the disease has not progrssed ( indeed it has not vanished altogether). Today, he presented to my opd for a follow up with the very familiar tone of her wife’s “NAMASKAR DAAGTARBABU!” , and after advicing him the medication, he and his wife said “ ডাক্তারবাবুর আপনার জন্যে হামি কুছু লিয়ে এসিছি (doctor I have brought something for you!) and took this bag out.
While I was embarassed and about to scold them for spending money on this, his wife tearfully said “ আপনি হামার মরদ কে বাঁচিয়ে দিলেন, ঈদ এর পরবে এইটুকু দিব না? ( you revived my husband, will not offer you this much on the auspiscious eid?”)

This simple statement, stopped me from saying anything further. Everyday, I see patients who are dying, about to die or just died infront of my eyes. At the same time, these small tokens of love, sometimes going beyond one’s capacity, make me humble, and grateful, to be part of a never ending combat which my patients undergo,Just with a simple wish. To live more,and may be, to love more.

Humbled!😇😇

16/06/2025
10/04/2025

ডাক্তার যদি স্বাস্থব্যবস্থা তথা কোনও হাসপাতাল এর নামক গাড়িটির একটা চাকা হয়, তাহলে নিসন্দেহে তার আরেকটি চাকা হলো হাসপাতালের নার্সিং স্টাফ রা । আমরা যারা ডাক্তার, তারা রোগী দেখি, তার রোগ নির্ণয় করি, কষ্ট হলে ওষুধ প্রেসক্রিপশন করি, টেস্ট করি, ইত্যাদি । কিন্তু এর বাইরেও একটা বিশাল সময় রোগীকে যখন হাসপাতালে কাটাতে হয়, তখন তাদের যাবতীয় সমস্যা এবং তার সমাধান কারা করেন? আমাদের সিস্টার এবং ব্রাদার রা । অন্কলোজি বা ক্যান্সার চিকিৎসা আমি আগেও বলেছি, একটা teamwork । এখানে একা কারও পক্ষে চলা সম্ভব নয় । একজন ক্যান্সার রোগীর হাজারো সমস্যা হতে পারে। সেটা কখনও রোগ সম্পর্কিত । কখনও বা রেডিয়েশন বা কেমোথেরাপি পরবর্তী সাইড এফেক্ট সম্পর্কিত । সবসময় আমরা ডাক্তার রা সব সমস্যা র সমাধান করার জন্যে available থাকতে পারিনা । তখন আমাদের উদ্ধার করেন কারা? এই নার্সিং স্টাফ রাই । রোগীকে ওষুধ দেওয়া থেকে শুরু করে, তার সমস্যার কথা শোনা এবং গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেওয়া, নার্সিং স্টাফ রা হাসিমুখে করে থাকেন । আমার স্বীকার করতে কোনও দ্বিধা নেই, ডাক্তারি জীবনে অজস্র ব্রাদার ও সিস্টার দের সাথে কাজ করতে হয়েছে । ভালো খারাপ সব রকম ই দেখেছি । অনেক সিস্টার দিদিরা হাতে ধরে কাজ ও শিখিয়েছেন । শিক্ষা, তা যেই দিক, সেটা সারাজীবন সাথে থেকে যায়, এই বোধ টা একজন ডাক্তারি ছাত্র হিসেবে বোধয় সবচেয়ে বড় পাওয়া । আমাদের ডিপার্টমেন্ট এ আসা ইনি এক পেশেন্ট, মস্তিষ্কের টিউমার এ আক্রান্ত, অপারেশন এর পরে রেডিয়েশন চলছে । রেডিয়েশন ডিপার্টমেন্ট এ অপেক্ষা করার ফাঁকে, আমাদের সিস্টার মনিকা দায়িত্ব নিয়েছেন তাঁকে সহজ পাঠ দেওয়ার 😄 চিকিৎসা র পাশাপাশি আমরা ডাক্তারি পরিভাষায় যাকে বলি “rehabilitiation” , সেটার এক সুন্দর নিদর্শন এই ভিডিও টি । সবার সাথে ভাগ করে নিলাম ।

“বাড়িয়ে দাও তোমার হাত …
আমি আবার তোমার আঙুল ধরতে চাই…”

প্রসাদ শনিবারের ওপিডি সাধারণত হালকা থাকে, কিন্তু এই শনিবার এর opd বেশ ব্যস্ত ছিলো, এমনিও বাড়ি যাওয়ার তাড়া থাকে তাই তা...
02/03/2025

প্রসাদ

শনিবারের ওপিডি সাধারণত হালকা থাকে, কিন্তু এই শনিবার এর opd বেশ ব্যস্ত ছিলো, এমনিও বাড়ি যাওয়ার তাড়া থাকে তাই তাড়াহুরো করছিলাম একটু । ওপিড এর দরজা খুলে ঢুকলেন এই ভদ্রলোক । বেশ পরিচিত মুখ, রেকটাম বা মলাশয়ের ক্যান্সার এ আক্রান্ত, কেমোথেরাপি প্রথম ভাগ আর রেডিয়েশন থেরাপি শেষ করে এখন দ্বিতীয় ভাগের কেমোথেরাপি চলছে। বেশ অ্যাডভান্স রোগ, কিন্তু ভদ্রলোক বেশ সপ্রতিভ এখনও । ওপিডি টিকিট টা খুলেই বিরক্ত হলাম হালকা, কারণ ভদ্রলোক প্রায় সপ্তাহ খানেক দেরি করে এসেছেন নির্দিষ্ট তারিখ থেকে । আর আমরা যারা ক্যান্সার এর চিকিৎসা করি, তারা খুব ভালো করে জানি সময়ের গুরুত্ব আমাদের কাছে কতটা ।

ভুরু কুঁচকে প্রশ্ন করি," দেরি করেছেন ক্যানো? আপনাকে বলেছি না সঠিক সময়ে চিকিৎসা করাবেন?"
ভদ্রলোক মুখ খুব কাঁচুমাচু করে বললেন "স্যার আসলে বাড়িতে পুজো ছিলো তো , ওইকারণে ..."

দীর্ঘশ্বাস ফেলে opd টিকিট টা খসখস করে লিখে , কেমো প্রোটোকল দিয়ে যখন ভর্তি হন বলতে যাবো, দেখি ভদ্রলোক একটু উসখুস করছেন । সুধোলাম, "কিছু বলবেন?"
দেখি সাথের ঝোলা থেকে একটা বাক্স বের করে বললেন, "স্যার আপনাদের জন্যে একটু প্রসাদ এনেছিলাম, নেবেন?"

হেসে ফেললাম । বললাম "প্রসাদ কোথায়? এক বাক্স ভালোবাসা এনেছেন, না নিলে চলে? দিন!"

আমরা অনকোলজিস্ট রা, খুব কঠিন একটা লড়াই করি জানেন । মৃত্যুর সাথে পাঞ্জআ লড়ি, রোজ । আমার উল্টোদিকে যে মানুষ টা একবুক আশা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যে এই মানুষ টা আমাকে সুস্থ করে দেবে, তার সেই বিশ্বাস, তার সেই ভালোবাসার দাবী , নিরুচ্চারিত হলেও, বড্ড প্রবল ভাবে আমরা শুনতে পাই । আর সেইজন্যে এই "প্রসাদ ", এই পুজোর ডালি, আমাদের কাছে শুধু প্রসাদ নয় । যে সর্বশক্তিমান মঙ্গলময় ঈশ্বর অদৃশ্য থেকে আমাদের প্রত্যেক কে পরিচালন করছেন, যিনি বিরাজ করছেন আমাদের রোগীদের মাঝেও, তার আশীর্বাদ ও বটে । এই আশীর্বাদ আমাদের চলার পাথেয় হোক । বেঁচে থাকুক ভালোবাসা, আর ভরসা ।

"প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে...
আমি কিছুই চাইবো না তো, রইব চেয়ে...
সবার শেষে যা বাকি রয়, তাহাই লব,
তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসনতলে,
মাটির পরে, লুটিয়ে রব..."

It feels great and really privileged to be called upon as a Faculty in the State Conference AROICON WB 2025, and to shar...
16/02/2025

It feels great and really privileged to be called upon as a Faculty in the State Conference AROICON WB 2025, and to share the stage with so many great oncologists whom till date I have observed from the audience seat, as a student. Thank you AROI for this oppurtunity, and a big shout out to the organizing team for making it a big hit! And As morning shows the day, the National conference hosted by kolkata this year surely is going to be a talk of the town! Looking forward to that as well😍😍

26/01/2025

Address

Kolkata

Telephone

+918961140186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beam's Eye View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Beam's Eye View:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram