DMHP SOUTH 24 PGS

DMHP SOUTH 24 PGS We are rendering mental health services in the district of South 24 Pgs since 2008.

Today, DMHP South 24 Parganas conducted a session on Workplace Stress Management with the police personnel of the Diamon...
30/04/2025

Today, DMHP South 24 Parganas conducted a session on Workplace Stress Management with the police personnel of the Diamond Harbour Police District. An awareness session was also held on the 14416 Toll-free Mental Health Crisis Intervention System, highlighting how they can serve as key responders in assisting individuals experiencing mental health vulnerabilities.

13/10/2024
Today is WORLD NO TO***CO DAY.
31/05/2024

Today is WORLD NO TO***CO DAY.

আমাদের সমাজে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের পরিবার । জন্ম মুহূর্ত থেকেই আমাদের মনের গঠনে পরিবারের ভূমিকা অসম্ভব গ...
11/11/2023

আমাদের সমাজে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের পরিবার । জন্ম মুহূর্ত থেকেই আমাদের মনের গঠনে পরিবারের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ। আবার একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য যদি বিঘ্নিত হয় তারও প্রভাব পরিবারের ওপর খুব একটা সদর্থক হয় না । এই দুইয়ের পারস্পরিক প্রভাব নিয়ে কথা বলব, সঙ্গে থাকছেন শ্রীতমা Sreetoma Mukhopadhyay
আপনারাও থাকুন ।

https://www.radioindialive.com/air-kolkata-geetanjali-live-all-india-radio

     রাগ আমাদের প্রত্যেকের হয় । রাগের বহিঃপ্রকাশ হিসেবে চিৎকার চেঁচামেচি মারধর হয় ।  যেখানে বহিঃপ্রকাশ হয়না সেখানে অন...
04/02/2023


রাগ আমাদের প্রত্যেকের হয় । রাগের বহিঃপ্রকাশ হিসেবে চিৎকার চেঁচামেচি মারধর হয় । যেখানে বহিঃপ্রকাশ হয়না সেখানে অন্তঃক্ষরণ হয় । যদি কোন রাগের পরিস্থিতিতে কেউ খুব উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করে ফেলে তাহলে সেই ঘটনা থেকে পরে সে কী কী শিখতে পারে ?

¤ যে ঘটনা বা যে পরিস্থিতি আমার মনে বিরক্তি বা রাগের সৃষ্টি করছে সেই ঘটনা বা পরিস্থিতি সামলানোর ক্ষমতা ওই মুহূর্তে আমার ছিল না । আমার ব্যক্তিত্বের মধ্যে যতটা চাপ নেবার ক্ষমতা আছে, তার থেকেও ওই পরিস্থিতি আরও খানিকটা বেশি ক্ষমতা দাবী করছিল ।

¤ বোঝার চেষ্টা করতে পারে কেন ওই পরিস্থিতিটা আমার মনে চাপ সৃষ্টি করছে । এটার জন্য বোঝা দরকার আমার মন automatically ওই ঘটনাটাকে কী ভাবে ব্যাখ্যা করছে তা জানা ।

¤ -"ও এরকমটা করেছিল বলেই তো আমি রেগে গেছিলাম" বা " ও এইরকম করবে আর আমি মুখ বুজে সহ্য করব - কেন ? আমি কি তবে ....!!!!!!. " এই রকম ভাবে যদি আমার মন ওই পরিস্থিতিকে ব্যাখ্যা করে, তবে আমি আমারই চরম ক্ষতি করব । কারন অন্য একটা মানুষ কেমন আচরন করবে সেটা নির্ভর করছে সেই মানুষের ব্যক্তিত্বের গঠনের ওপর । সে আমার বাবা, মা, ভাই , বোন, স্বামী , স্ত্রী বা বন্ধু যেই হোক না তার ব্যক্তিত্বের একটা নিজস্ব system আছে । সে সেই system অনুযায়ী চালিত হয় । সেই system টা আমার মনের মত নাও হতে পারে । তাই - " ও কেন এমন করবে ? " - এই কথাটা শুধুমাত্র আমারই বিরক্ত বাড়াবে । কোন সমাধান হবেনা ।

¤ তাহলে কী ভাবে ব্যাখ্যা করব ? যদি কারোর কোন আচরন আমার রাগের কারণ হয় তাহলে এটাও ভাবতে হবে সে কেন এই আচরণ করতে বাধ্য হচ্ছে । তার ব্যক্তিত্বে বা মনে কি সমস্যা আছে যার ফলে এই আচরণ হচ্ছে ?

একটা উদাহরণ দেওয়া যাক -
ঘটনা - বাচ্চাকে বার বার পড়াবার পরও পরীক্ষায় ভুল করে এসেছে । আমি মা, যখন দেখলাম বাচ্চা সেই একই ভুল করেছে আমি রেগে গিয়ে বাচ্চাকে খুব মারলাম ।
পরে ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে ভাববো আমি রেগে গেলাম কেন ? 'বাচ্চা লিখতে পারল না' ঘটনাটা আমার মনের মধ্যে কী কী অস্বস্তি তৈরি করছে । উত্তর হতে পারে যে - আমি মানতে পারছি না যে আমার সন্তান এই রকম ভুল করবে বা এরকম ভুল করলে লেখাপড়া শিখবে কি করে ! বা এর ভবিষ্যত কি হবে বা এর সমাধান আমি কি করে করব জানি না বা আরো এরকম কিছু ।
এই রকম চিন্তা আমার মনে চাপ তৈরি করছে আর আমার রাগ সেই রকম চাপেরই বহিঃপ্রকাশ । কিন্তু এই বহিঃপ্রকাশে বাচ্চার লেখাপড়া শেখার ক্ষমতাতে কোন উন্নতি হবে না ।

¤ তার বদলেএটা ভাবতে হবে যে আমার বাচ্চার মনের মধ্যে বা বুদ্ধিতে কি সমস্যা হচ্ছে যে বাচ্চা বার বার শিখিয়ে দেবার পরেও ভুল করছে । কোথায় সমস্যা হচ্ছে সেটা নির্ণয় করতে হবে ।

¤ আরেকটা উদাহরণ- ধরা যাক আমার মা কে আমি আমার একটা জামা প্যান্ট কেচে পরিস্কার করে রাখতে বলেছিলাম । মা করেনি । ভুলে গেছেন । আজ বিয়ে বাড়ি । আমি ভেবেছি ওই জামা প্যান্টটাই পরব । জামা খুঁজতে গিয়ে দেখি আ-কাচা কাপড়ের ব্যাগে আমার সাধের জামা প্যান্টটা পরে আছে । এখন আমি কি পরব ? ব্যাস মাথা গরম । আর ওমনি মাকে যা নয় তা উল্টোপাল্টা বলে দিলাম ।

¤ কেন এতটা রেগে গেলাম ? আমি আমার পরিবেশ থেকে আশা করেছিলাম যে সে আমার চাহিদা মতো কাজ করবে । কিন্তু সে তা করেনি । ফলে আমি আশাহত হলাম । কাজটার ওপর নির্ভর করে আমি যে পরিকল্পনা করে রেখেছিলাম তা মাঠে মারা গেল ( ওই জামা প্যান্ট পরে বিয়ে বাড়িতে যে মাঞ্জা দেব ভেবেছিলাম) ফলে double আশাহত । আবার আমি যে আশাহতও হতে পারি এটাও আমার ভাবনার বাইরে ছিল । ফলে এখানে tripple আশাহত । এই tripple হতাশা এবং হতাশা কে সহ্য করতে না পেরে রাগ ও খারাপ ব্যবহার ।

¤ অথচ তখন যদি মা সঙ্গে সঙ্গে কেচেও দেন তাহলে সে ভিজে জামা পরে তো আর বিয়ে বাড়ি যাওয়া ঘটবে না । ফলে রাগ তো সমাধান করল না বরং মন খারাপের চোটে বিয়ে বাড়ি হয়তো যাওয়াই আর হল না ।

¤ তাহলে কি করা উচিত? প্রথমত আমার সব আশা পূর্ণ হবে এমনটা নাই হতে পারে । যার কাছ থেকে আশা করছি তার ক্ষমতার ওপর অনেকটাই নির্ভর করছে ।
এরপর ভাবতে হবে কেন আশা পূর্ণ হল না । অর্থাৎ মা কেন ভুলে গেল । এখানে একটা উত্তর আসতে পারে মা আমার ক্ষেত্রেই এমন করে । কিন্তু সত্যিই কি তাই ? নাকি অন্য কোন কারন ? আচ্ছা এটাতো হতে পারে যে মা কাজের চাপে সবটা সামলে উঠতে পারেনি ।
তাহলে কি শিখলাম, পরিবেশ থেকে শুধু আশা করলেই হবেনা । পরিবেশ আমার আশাটাকে পূর্ণ করার ক্ষমতা রাখে কিনা সেটাও বুঝতে হবে ।

রেগে খারাপ ব্যবহার করে তাকে পরিস্থিতির দোহাই দিয়ে ব্যাখ্যা করাটা নিজের মনের দুর্বলতা । তার চেয়ে একটু সময় করে নিজের মনের সামনে আয়না ধরুন । ভাবুন । ভাবা প্র্যাকটিস করুন ।
তাহলে রাগ কমাতে পারবেন ।
Written by : Sonali Chattopadhyay

27/12/2022

আজ জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচী, দক্ষিণ ২৪ পরগনার পক্ষ থেকে মনোবিদ সোনালী চট্টোপাধ্যায় উপস্থিত থাকছেন রেডিও তে "মনের জানালা" অনুষ্ঠানে বিকেল পাঁচটায় ।
শিশু মনের গঠনে বাবা ও মায়ের ভূমিকা নিয়ে আলোচনা করবেন ।
শোনা যাবে FM RAINBOW সহ পশ্চিমবঙ্গের আকাশবানীর সব কটা চ্যানেলেই।

10/10/2022


Address

Office Of The CMOH, South 24 Health District
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMHP SOUTH 24 PGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram