22/08/2025
জয় মা তাঁরা
আগামী ২২/৮/২৫ শুক্রবার সকাল সময় ১১:৫৪ মিনিট হইতে শনিবার অর্থাৎ ২৩/৮/২০২৫ সকাল সময় ১১:২২ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে। এই অমাবস্যায় মা তারার সবথেকে বড় অমাবস্যা (কৌশিকী অমাবস্যা)। কথিত আছে এই দিন এ মায়ের সন্তান সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। আপনারা যারা এই পুণ্য তিথিতে মায়ের কাছে পূজা, যোগ্য, অন্নভোগ ,শীতল ভোগ দিতে ইচ্ছুক তারা অবশ্যই নাম ও গোত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন।