
21/09/2025
আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরু হল। দূর্গাপুজো। আগামী কয়েকটাদিন আমরা ভেসে যাবো উৎসবের জোয়ারে। সারাবছর তো এই ক'টা দিনের অপেক্ষাতেই থাকি আমরা। সবকিছু ভুলে আবেগে আর আনন্দে মাতোয়ারা হতে চাই সবাই। ধনী দরিদ্র নির্বিশেষে শুধু একটাই প্রার্থনা ঠাকুর ঠাকুর করে, যেন আকাশটা ভালো থাকে আর শরীরটা যেন ঠিক থাকে। কয়েকটা বিষয়ে চট্ করে একটু দেখে নিন পুজোর ভিড় শুরু হবার আগেই। প্রয়োজনীয় চিকিৎসার কাজ সেরে নিন আগেভাগেই।
যাঁরা ইতিমধ্যেই এক বা একাধিকবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাঁরা ইতিমধ্যেই নিজেদের চিকিৎসা সম্পর্কে জেনে থাকবেন। ওষুধ খাওয়া সত্বেও যদি বুকে ব্যাথা, শ্বাসকষ্ট সেই সঙ্গে পা ফোলা এইসব উপসর্গ চলতে থাকে তাহলে তা যত সামান্যই হোক পুজোর ভিড় শুরু হবার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার পরিমার্জন করে রাখুন। 'পুজোটা যাক, এমন ব্যথা তো মাঝেসাঝে হয়েই থাকে' এরকম গড়িমসি করবেন না। স্বাভাবিক জীবনে চলা একরকম, কিন্তু হঠাৎ উৎসবের হুল্লোড়ের মাঝে ঐ সামান্য ব্যাপারেই বিপর্যয় নেমে আসতে পারে।
যাঁদের হৃদপিন্ডে যাণ্ত্রিক ভাল্ভ বসানো আছে, তারা রক্তের PT/INR পরীক্ষা করে দ্রুত একবার চিকিৎসকের কাছে পরামর্শ করে ওষুধের মাত্রা কমবেশী নির্ণয় করে রাখুন। ঠেলাঠেলিতে পড়ে সামান্য চোট আঘাতে অনেক রক্তক্ষরণ হতে পারে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ হতে দেখলে সাবধান থাকুন, ভিড়ে এড়িয়ে চলুন। নিজের সমান রক্তের গ্ৰুপের পরিচিত ব্যক্তিদের রক্তদাতা হিসেবে সবিনয়ে আপনার শারীরিক অবস্থার বিষয়ে জানিয়ে রাখুন, যদি প্রয়োজন হয়। আবার যদি রক্ত ঘন হয়ে জমাট বাঁধা শুরু করে সেক্ষেত্রে হঠাৎ ভাল্ভ বন্ধ হয়ে গেলে আচমকা শ্বাসকষ্ট শুরু হতে পারে। এছাড়া ইদানীং নতুন কোন উপসর্গ শুরু হলেও দ্রুত একবার চিকিৎসকের পরামর্শ নিন।
যাঁরা আপাতত সুস্থ ও নীরোগ তাঁরা নিশ্চয়ই অনেক আনন্দ করবেন। খাওয়া দাওয়ায় অনিয়ম হতেই পারে। গ্যাস অম্বলের উপসর্গ যথা, গলা বুক জ্বালা, বুক- পেট আইঢাই করা, ক্রমাগত হেঁচকি তোলা, দম নিতে কষ্ট, সেই সঙ্গে ঝিমুনি ভাব ও মাথা ঘোরা এবং অস্বাভাবিক দুর্বলতা, এসবের পিছনে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও লুকিয়ে থাকতে পারে। হৃদপিন্ডের ডানদিকের একটি ধমনী বুক-পেটের মাঝখানের বিভাজনকারী পর্দা তথা diaphragm এর সংস্পর্শে থাকা হৃদপিন্ডের নীচের দিকে রক্তসরবরাহ করে। এই ধমনীতে ব্লক হলে পেটের উপরের দিকে যন্ত্রণা হয় এবং ঐ উপসর্গগুলি দেখা যায়। তাই বয়োজ্যেষ্ঠ মহিলা ও চল্লিশোর্ধ্ব পুরুষ যাঁরা ধূমপায়ী, সুরাপায়ী, ওজন বেশী তাঁরা অবশ্যই ঐ উপসর্গগুলি দেখলে সতর্ক থাকবেন।
প্রয়োজনীয় সব ওষুধ আগামী অন্তত চার সপ্তাহের জন্য আগাম সংগ্রহ করে নিজের কাছে রাখুন। প্রেসক্রিপশনের ছবি তুলে রাখুন। অন্যত্র বেড়াতে গেলে বা ওষুধপত্র সঙ্গে নিতে ভুলে গেলেও সমস্যায় পড়বেন না।
আপতকালীন চিকিৎসা উপলব্ধ এরকম নিকটতম হাসপাতাল কোথায় আছে, আগে থেকে জেনে রাখুন।
স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত খোঁজখবর আগে থেকেই নিয়ে রাখুন।
আমাদের পরিচিতি অনেক রোগী আছেন যাঁরা গুরুতর অসুস্থ। দূর্গা প্রতিমার মুখটা একবার একটু দেখার জন্য তাঁরা দিন গুনছেন। তাঁদের পাশে একটু সময় দিন। পুজোর আনন্দের মধ্যেই অনেকের জীবনে মিশে থাকে বিচ্ছেদ, বিষাদ। মেনে নিতে হয়।
' জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ।'
একে অপরের খেয়াল রাখুন। সকলের জীবন সুরক্ষিত রাখতে চিকিৎসকরা ও অন্যান্য চিকিৎসা কর্মীরা আপতকালীন পরিষেবা দিতে থাকবেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন।
শুভ শারদীয়া