Dr Sourav Paik

Dr Sourav Paik হৃদপিন্ড - ফুসফুস - শিরা ও ধমনীর শল্য চিকিৎসা

M.Ch Cardiothoracic & Vascular Surgery - SSKM: 2020-2023

M.S. M B.B.S.

General Surgery - Command Hospital (EC): 2014-2017. (Cal) - N.R.S.Medical College: 2007-2014. I started my working life as a general practitioner clinician and earned a lot of experience working at a very grass root level in remote villages. Then I continued my higher studies and became a general surgeon. Finally I fulfilled my dream after becoming Cardiothoracic & Vascular Surgeon. I am now working as a dedicated cardiothoracic and vascular surgeon and will be working at the same standard till my end of life

আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরু হল। দূর্গাপুজো। আগামী কয়েকটাদিন আমরা ভেসে যাবো উৎসবের জোয়ারে। সারাবছর তো এ...
21/09/2025

আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরু হল। দূর্গাপুজো। আগামী কয়েকটাদিন আমরা ভেসে যাবো উৎসবের জোয়ারে। সারাবছর তো এই ক'টা দিনের অপেক্ষাতেই থাকি আমরা। সবকিছু ভুলে আবেগে আর আনন্দে মাতোয়ারা হতে চাই সবাই। ধনী দরিদ্র নির্বিশেষে শুধু একটাই প্রার্থনা ঠাকুর ঠাকুর করে, যেন আকাশটা ভালো থাকে আর শরীরটা যেন ঠিক থাকে। কয়েকটা বিষয়ে চট্ করে একটু দেখে নিন পুজোর ভিড় শুরু হবার আগেই। প্রয়োজনীয় চিকিৎসার কাজ সেরে নিন আগেভাগেই।

যাঁরা ইতিমধ্যেই এক বা একাধিকবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাঁরা ইতিমধ্যেই নিজেদের চিকিৎসা সম্পর্কে জেনে থাকবেন। ওষুধ খাওয়া সত্বেও যদি বুকে ব্যাথা, শ্বাসকষ্ট সেই সঙ্গে পা ফোলা এইসব উপসর্গ চলতে থাকে তাহলে তা যত সামান্যই হোক পুজোর ভিড় শুরু হবার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার পরিমার্জন করে রাখুন। 'পুজোটা যাক, এমন ব্যথা তো মাঝেসাঝে হয়েই থাকে' এরকম গড়িমসি করবেন না। স্বাভাবিক জীবনে চলা একরকম, কিন্তু হঠাৎ উৎসবের হুল্লোড়ের মাঝে ঐ সামান্য ব্যাপারেই বিপর্যয় নেমে আসতে পারে।

যাঁদের হৃদপিন্ডে যাণ্ত্রিক ভাল্ভ বসানো আছে, তারা রক্তের PT/INR পরীক্ষা করে দ্রুত একবার চিকিৎসকের কাছে পরামর্শ করে ওষুধের মাত্রা কমবেশী নির্ণয় করে রাখুন। ঠেলাঠেলিতে পড়ে সামান্য চোট আঘাতে অনেক রক্তক্ষরণ হতে পারে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ হতে দেখলে সাবধান থাকুন, ভিড়ে এড়িয়ে চলুন। নিজের সমান রক্তের গ্ৰুপের পরিচিত ব্যক্তিদের রক্তদাতা হিসেবে সবিনয়ে আপনার শারীরিক অবস্থার বিষয়ে জানিয়ে রাখুন, যদি প্রয়োজন হয়। আবার যদি রক্ত ঘন হয়ে জমাট বাঁধা শুরু করে সেক্ষেত্রে হঠাৎ ভাল্ভ বন্ধ হয়ে গেলে আচমকা শ্বাসকষ্ট শুরু হতে পারে। এছাড়া ইদানীং নতুন কোন উপসর্গ শুরু হলেও দ্রুত একবার চিকিৎসকের পরামর্শ নিন।

যাঁরা আপাতত সুস্থ ও নীরোগ তাঁরা নিশ্চয়ই অনেক আনন্দ করবেন। খাওয়া দাওয়ায় অনিয়ম হতেই পারে। গ্যাস অম্বলের উপসর্গ যথা, গলা বুক জ্বালা, বুক- পেট আইঢাই করা, ক্রমাগত হেঁচকি তোলা, দম নিতে কষ্ট, সেই সঙ্গে ঝিমুনি ভাব ও মাথা ঘোরা এবং অস্বাভাবিক দুর্বলতা, এসবের পিছনে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও লুকিয়ে থাকতে পারে। হৃদপিন্ডের ডানদিকের একটি ধমনী বুক-পেটের মাঝখানের বিভাজনকারী পর্দা তথা diaphragm এর সংস্পর্শে থাকা হৃদপিন্ডের নীচের দিকে রক্তসরবরাহ করে। এই ধমনীতে ব্লক হলে পেটের উপরের দিকে যন্ত্রণা হয় এবং ঐ উপসর্গগুলি দেখা যায়। তাই বয়োজ্যেষ্ঠ মহিলা ও চল্লিশোর্ধ্ব পুরুষ যাঁরা ধূমপায়ী, সুরাপায়ী, ওজন বেশী তাঁরা অবশ্যই ঐ উপসর্গগুলি দেখলে সতর্ক থাকবেন।

প্রয়োজনীয় সব ওষুধ আগামী অন্তত চার সপ্তাহের জন্য আগাম সংগ্রহ করে নিজের কাছে রাখুন। প্রেসক্রিপশনের ছবি তুলে রাখুন। অন্যত্র বেড়াতে গেলে বা ওষুধপত্র সঙ্গে নিতে ভুলে গেলেও সমস্যায় পড়বেন না।

আপতকালীন চিকিৎসা উপলব্ধ এরকম নিকটতম হাসপাতাল কোথায় আছে, আগে থেকে জেনে রাখুন।

স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত খোঁজখবর আগে থেকেই নিয়ে রাখুন।

আমাদের পরিচিতি অনেক রোগী আছেন যাঁরা গুরুতর অসুস্থ। দূর্গা প্রতিমার মুখটা একবার একটু দেখার জন্য তাঁরা দিন গুনছেন। তাঁদের পাশে একটু সময় দিন। পুজোর আনন্দের মধ্যেই অনেকের জীবনে মিশে থাকে বিচ্ছেদ, বিষাদ। মেনে নিতে হয়।
' জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ।'
একে অপরের খেয়াল রাখুন। সকলের জীবন সুরক্ষিত রাখতে চিকিৎসকরা ও অন্যান্য চিকিৎসা কর্মীরা আপতকালীন পরিষেবা দিতে থাকবেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন।

শুভ শারদীয়া

পায়ের শিরা ফোলা (Varicose vein)আমাদের সমাজের একটা বড়ো সংখ্যার মানুষ আছেন যাঁদের পেশাগত কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা ...
19/09/2025

পায়ের শিরা ফোলা (Varicose vein)

আমাদের সমাজের একটা বড়ো সংখ্যার মানুষ আছেন যাঁদের পেশাগত কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা মূলতঃ দু'পায়ের উপর নির্ভরশীল হয়ে শারীরিক পরিশ্রম সাধ্য কাজ করতে হয়। যেমন ট্রাফিক পুলিশ, মিলিটারি, বিভিন্ন সংস্থায় কর্মরত প্রহরী, ভ্যান-রিক্সা চালক, কুলি বাহক, বাস কন্ডাক্টর ইত্যাদি। পেশাগত কারণেই এই শ্রেণীর মানুষরা প্রায়শই এক বিশেষ শারীরিক সমস্যার শিকার হন, তা হল পায়ের শিরা অস্বাভাবিক রকমের ফুলে যাওয়া। দিনকে দিন তা বাড়তেই থাকে। কোন ওষুধে এই সমস্যার স্থায়ী প্রতিকার হয় না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্নার কাজ করার জন্য মহিলাদেরও এই সমস্যা হয়ে থাকে। অনেকের আবার কোন কারণ ছাড়াই বংশানুক্রমিক জিনঘটিত কারণেও এমন হতে পারে। প্রথমদিকে গোড়ালির কাছে অথবা পায়ের গোছ থেকে শিরা ফুলতে শুরু করে, তারপর ক্রমশ বাড়তে বাড়তে হাঁটুর উপরে কোমরের নীচে জানুসন্ধি পর্যন্ত বিস্তার লাভ করে। দীর্ঘদিন বিনা চিকিৎসায় থাকলে গোড়ালির উপরে ফোলা শিরার উপরে চামড়া কালচে হয়ে যায়, বিশ্রী রকমের ঘা হয়, যা সারতে চায় না, কখনো শিরা ফেটে গিয়ে প্রচুর রক্তপাত হয়ে যায়।

পায়ের নীচের দিক থেকে অভিকর্ষের বিপরীতে রক্ত হৃদপিন্ডের দিকে ফেরৎ পাঠানোর জন্য শিরার ভিতরে একরকম ভাল্ভ বা কপাট থাকে যা রক্ত উল্টে নীচের দিকে নেমে আসা আটকায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য অথবা জিনঘটিত কারণে কোলাজেন নামক জৈব উপাদানের অস্বাভাবিকত্বের জন্য ঐ শিরার কপাটগুলি অকেজো হয়ে পড়ে। তখন অনিয়ন্ত্রিত ভাবে শিরাগুলো ফুলতে শুরু করে। একেই বলে ভেরিকোজ ভেন (Varicose vein)।

প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে কেবলমাত্র বিশেষ কিছু জীবন শৈলী সংশোধন করেই দীর্ঘদিন ভালো থাকা যায়। কিছু বিশেষ ওষুধ, বিভিন্ন প্রকার ড্রেসিং এবং injection sclerotherapy করেও সাময়িক সুফল পাওয়া যায়। যদি varicose vein হাঁটুর উপরে জানুসন্ধি পর্যন্ত বেড়ে যায় অথবা বারংবার রক্তপাত ঘটায় কিংবা গোড়ালির উপরে ঘা হতে থাকে, সেসব ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি করতে অপারেশান প্রায় আবশ্যিক হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রে অপারেশানের পর স্থায়ী সমাধান লাভ করা সম্ভব।

বুকে জল জমাফুসফুসের সংক্রমণে (নিউমোনিয়া) অথবা টি.বি. রোগীদের বুকে দীর্ঘদিন জল জমে থাকার দরুণ ফুসফুসের উপর একরকম শক্ত পর...
19/09/2025

বুকে জল জমা

ফুসফুসের সংক্রমণে (নিউমোনিয়া) অথবা টি.বি. রোগীদের বুকে দীর্ঘদিন জল জমে থাকার দরুণ ফুসফুসের উপর একরকম শক্ত পর্দা জমে ফুসফুসকে চুপসে দেয়। দীর্ঘদিন ফুসফুস চুপসে থাকলে তা চিরস্থায়ী অকেজো হয়ে পড়ে। Decortication অপারেশানের মাধ্যমে ফুসফুসকে প্রায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। ছয় সপ্তাহের বেশীদিন যাবৎ বুকে জল জমতে থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জটিল হয়ে পড়ে।

বাইপাস অপারেশান রাস্তায় কোন কারণে যানজট হলে আমরা অনেক সময় যেমন আশেপাশের চেনা অলিগলি পথ ধরে কিছুটা এগিয়ে গিয়ে আবার মূ...
17/09/2025

বাইপাস অপারেশান

রাস্তায় কোন কারণে যানজট হলে আমরা অনেক সময় যেমন আশেপাশের চেনা অলিগলি পথ ধরে কিছুটা এগিয়ে গিয়ে আবার মূল রাস্তায় উঠে পড়ি, হৃদপিন্ডের বাইপাস অপারেশান ও ঠিক একই পদ্ধতিতে করা হয়।

আমাদের শরীরে হৃদপিন্ড হল আজীবন বিরামহীন ক্রিয়াশীল একটি পেশীবহুল অঙ্গ। যেকোন পেশীর মতোই সর্বক্ষণ ক্রিয়াশীল থাকতে হৃদপিন্ডের প্রতি নিয়ত বিপুল পরিমাণ নিরবচ্ছিন্ন রক্তসরবরাহ থাকা প্রয়োজন। একজন ৬০Kg ওজনের প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি মিনিটে হৃদপিন্ডে এই রক্তসরবরাহের পরিমাণ প্রায় ২৪০ - ৩০০ml/min। ঊর্ধমহাধমনী থেকে হৃদপিন্ডের পেশীতে এই রক্তসরবরাহ করে মূলত তিনটি (করোনারি) ধমনী : Left anterior descending artery, Circumflex artery এবং Posterior descending artery।

বার্ধক্যজনিত করণে, আধুনিক জীবনযাত্রার নানাবিধ কুপ্রভাবে, বিশেষ কিছু অসুখের পার্শপ্রতিক্রিয়ায় এমনকি পারিবারিক বংশানুক্রমিক জিনঘটিত কারণে ঐ ধমনীগুলির ভিতরে অথবা তাদের উৎসমুখে রক্তের বিভিন্ন ক্ষতিকর উপাদান জমে রক্তসরবরাহের পথ সংকুচিত হলে বা বন্ধ হলে হৃদপিন্ডের পেশী সচল থাকার জন্য পর্যাপ্ত রক্তের উপাদান পায় না। এটাই করোনারি ব্লক। পরিণাম হার্ট অ্যাটাক।

আপৎকালীন অবস্থায় সুনির্দিষ্ট কিছু ওষুধ এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করে তথা স্টেন্ট বসিয়ে তাৎক্ষণিক কার্যকরী উপায়ে প্রাণহানি ঠেকানো যেতে পারে।

যদি করোনারি ব্লকের জন্য দীর্ঘদিন যাবৎ বুকে ব্যাথা, শ্বাসকষ্ট, সেই সঙ্গে পা ফোলা, উচ্চ রক্তচাপ , মাত্রাতিরিক্ত কোলেস্টেরল ইত্যাদি উপসর্গ চলতে থাকে সেক্ষেত্রে বাইপাস অপারেশান দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য সহায়ক। সেক্ষেত্রে পা থেকে নিরাপদে একটি শিরা তুলে নিয়ে অথবা বুকের মাঝের হাড়ের পিছনে থাকা ধমনীর গতিপথ পাল্টে নিয়ে যাওয়া হয় হৃদপিন্ডের দিকে। করোনারি ধমনীর ব্লক থেকে দূরে যেখানে রক্তসরবরাহ বিঘ্নিত হচ্ছিল, সেখানে এনে দেওয়া হয় বিকল্প রক্তসরবরাহ। এই হল হৃদপিন্ডের বাইপাস অপারেশান।

অনেক ক্ষেত্রে স্টেন্ট বসিয়ে আপৎকালীন সুরাহা পাওয়া গেলেও বিপজ্জনক জটিলতাও থাকতে পারে। হৃদপিন্ডের করোনারি ব্লকের চিকিৎসায় তাই বাইপাস অপারেশান দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ফলপ্রসূ একটি পদ্ধতি।

Varicose vein management
30/08/2024

Varicose vein management

Varicose vein
30/08/2024

Varicose vein

29/08/2024
Dual chamber pacemaker
29/08/2024

Dual chamber pacemaker

Pacemaker implanted seen on X ray
29/08/2024

Pacemaker implanted seen on X ray

Bypass surgery of heart
29/08/2024

Bypass surgery of heart

Bypass surgery of coronary artery
29/08/2024

Bypass surgery of coronary artery

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919903254159

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sourav Paik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category