Energy Healing

Energy Healing ঔষধ আর জটিল অপারেশন ছাড়াই সুস্থ থাকু? ঔষধ আর জটিল অপারেশন ছাড়াই সুস্থ থাকুন, ভালো থাকুন। Contact:7278727937(What's app only)

নতুন বছর কেমন কাটবে যাদের মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশি, জেনে নিন....মেষরাশি ঃ বর্তমান বছরে আপনাকে সামান্য কিছু বিরোধিত...
16/04/2022

নতুন বছর কেমন কাটবে যাদের মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশি, জেনে নিন....
মেষরাশি ঃ বর্তমান বছরে আপনাকে সামান্য কিছু বিরোধিতার সম্মুখীন হতে হলেও বিশেষ পরিকল্পনার অগ্রগতি ঘটবে। বিশেষ সচেষ্টা না হলে চাকুরী প্রার্থীদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। পারিবারিক ক্ষেত্রে এবং প্রেম-প্রীতির বিষয়ে সময়াভাব ও অবহেলার অসুবিধা দেখা দিতে পারে।দাম্পত্যজীবনে স্বাচ্ছন্দ্যবোধেরঅভাব দেখা দেবে।চাহিদাও যোগানের ক্ষেত্রে অসামঞ্জস্য মতবিরোধের কারণ হয়ে উঠতে পারে। নিজেকে সংযত রেখে বাস্তবকে মেনে চলুন মনে শান্তি পাবেন, পরিবারে প্রতিষ্ঠিত হয়ে উঠবেন। গুরুজন, ঘনিষ্ঠ কোন আত্মীয়ের দৈহিক অমঙ্গল বা গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে। কিডনির রোগে কষ্ট পেতে পারেন। দুর্ঘটনাজনিত কারণে অস্ত্রোপচার হতে পারে। উত্তেজনা খুবই ক্ষতিকারক, উত্তেজক পানীয় দ্রব্য সর্বদা বর্জনীয়।
বৃষরাশি : বর্তমান বছরে আপনি পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলেও সমাধান করে উঠবেন। পরিবারের সদস্যদের ন্যায্য অধিকার ও শান্তি-সমৃদ্ধির প্রতি লক্ষ্য রাখায় শুভফল লাভ হবে। চিকিৎসা ও পারিবারিক কারণে অর্থব্যয় হলেও সচেতন থাকার ফলে কিছু সঞ্চয় নিশ্চিত। চাকুরীজীবিদের সুনাম ও খ্যাতি বৃদ্ধি হলেও আশা-আকাঙ্খর ক্ষেত্রে শুভ নয়। তবে, ক্ষেত্র বিশেষে চাকুরীক্ষেত্রে পদোন্নতি, আর্থিক উন্নতি, নতুন চাকুরী পাওয়ার যোগ দেখা যায়। ব্যবসায়ীদের জন্য বৎসরটি মিশ্রফলদায়ক অর্থ আমদানিতে বিলম্বের আশঙ্কা থাকলেও কিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগের সুফল পাওয়া যেতে পারে। দাম্পত্য জীবনসুখকর না হলেও সংসারের প্রতি উভয়ের দায়িত্ব সমান হলে সাংসারিক শান্তি বজায় থাকবে। দৈহিক ভাব শুভ নয়। হঠাৎ শয্যাশায়ী হওয়া, কোন ক্ষেত্রে অস্ত্রোপচারের সম্ভাবনা। বিশেষ কোন গুরুজনের দৈহিক অমঙ্গলের সম্ভবনা রয়েছে।
মিথুনরাশি ঃ বর্তমান বৎসরে আপনার ব্যস্ততা বৃদ্ধি পাবে। শরীর ও মনের উপর ততোধিক চাপ পড়ার সম্ভাবনা। পরিবারের সাহায্য ও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কম। পরিবারের বিশেষ কোনো সত্য জটিল আকার নেবে। স্বার্থে আঘাত তো আত্মীয় পরিজনকে শত্রু হতে সাহায্য করবেই। নিজের অবহেলার কারণে সুযোগ হাতছাড়া।সঞ্চিত অর্থব্যয়ের সম্ভাবনা। বেসরকারী চাকুরীর ক্ষেত্রে অনিশ্চয়তা। ব্যবসা প্রতিযোগিতা থাকলেও প্রভাবশালী ব্যক্তির সাহায্য ও কঠোর পরিশ্রমে উন্নতি দেখা যায়। প্রেম-প্রীতির বিষয়ে সমস্যা দেখা দেবে, দাম্পত্য জীবনে উভয়ের স্বার্থত্যাগ ও পারস্পরিক সহযোগিতা ভিন্ন শক্তি কোথায় ? শিক্ষাক্ষেত্রে একাগ্রতা ও ধৈৰ্য্য সাফল্য এনে দিলেও উপযুক্ত যোগাযোগ ও আর্থিক অবস্থা অন্তরায় হয়ে দাঁড়াবে। মানসিক উদ্বেগ, দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা সম্যসা ঘটাবে এবং হৃদরোগ, স্নায়ু ও শর্করা জাতীয় রোগীদের সতর্ক থাকা প্রয়োজন।
কর্কটরাশিঃ বর্তমান বছরে আপনার কর্মজীবনে প্রতিষ্ঠা প্রাপ্তি এবং ধনপ্রাপ্তি অনেকটাই আপনার মানসিক অবস্থার উপর নির্ভরশীল। আপনি চাকুরী এবং ব্যবসা উভয়ক্ষেত্রেই উপার্জন করতে সমর্থ হবেন। ব্যবসাক্ষেত্রে অবশ্য প্রভাবশালী কোন ব্যক্তির সাহায্যেউপকৃত হতে পারেন। তবে,ব্যবসায় অন্যের হিংসা সম্পর্কে সাবধানতা প্রয়োজন। আপনার অতিরিক্ত ভাবপ্রবণতা ও আত্মকেন্দ্রিকতা থাকায় অপরের মনের কথা বুঝতে সমর্থ হবেন না। পিতা-মাতার প্রতি আপনার দায়িত্ববোধ থাকলেও আপনার অসংযমী ও খেয়ালী মনোভাব তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবে, আপনি সবাইকে নিয়ে চলতে ভালবাসলেও বিবাহিত জীবনে একটা উদাসীনভাব প্রকট হতে পারে। সন্তানদের আচরণ পীড়া দেবে। ব্যক্তিগত প্রচেষ্টায় সাংসারিক ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা পেতে সক্ষম হলেও অত্যধিক মানসিক উদ্বেগ ও পরিশ্রম বেগ দেবে। গুরুপাক ভোজন, অনিয়মিত খাদ্যগ্রহণ পীড়া সৃষ্টি করতে পারে। মূত্র সংক্রান্ত রোগ হতে সতর্ক থাকা প্রয়োজন ।

বাড়ির পূর্ব দিকে শয়নকক্ষ হলে কী সমস্যা দেখা দেয়
31/03/2022

বাড়ির পূর্ব দিকে শয়নকক্ষ হলে কী সমস্যা দেখা দেয়

Address

Duttapukur,Barasat
Kolkata
743248

Alerts

Be the first to know and let us send you an email when Energy Healing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Energy Healing:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

ঔষধ আর জটিল অপারেশন ছাড়াই সুস্থ থাকুন, ভালো থাকুন

রেইকি আসলে কি:

রেইকি (REIKI) একটি জাপানী শব্দবন্ধ। ‘রেই’ ও ‘কি’ এই দুটি শব্দের সহ যোগে জাপানি শব্দযুগল রেই-কি তৈরি। ইংরেজী হরফে REI-KI. REI-শব্দের ইংরেজী অর্থ হলো ইউনিভার্সাল বা কসমিক। বাংলায় মহাজাগতিক, আধ্যাত্মিক, সর্বোচ্চশক্তি। আর KI- শব্দের অর্থ ভাইটাল লাইফ ফোর্স এনার্জি বা সঞ্জীবনী প্রাণশক্তি বা জীবনী শক্তি। সব মিলিয়ে মানে দাঁড়ায় কসমিক এনার্জি বা মহাজাগতিক প্রাণশক্তি বা আধ্যাত্মিক শক্তি। এক কথায় সর্বব্যাপী প্রাণশক্তি।

কোন প্রকার ওষুধ, যন্ত্রপাতি, প্যাথলজিকাল টেষ্ট বা অপারেশান ছাড়াই রেইকি চিকিৎসা আপনাকে সুস্থ করে তোলে। হাজার বছর আগে আমাদের উপমহাদেশে ঋকবেদ ও অথর্ববেদে যাকে প্রাণশক্তি বলা হয়েছে। রেইকি হলো সর্বব্যাপি জীব প্রাণশক্তি যার উপর জীবজড় নির্বিশেষে জন্মা অধিকার বিদ্যমান। এই সর্বব্যাপি শক্তি বা এনার্জি প্রয়োগ করার পদ্ধতি ইহলো রেইকি চিকিৎসা। একে বলা যায় প্রথাবিরুদ্ধ প্রচীনতম চিকিৎসা পদ্ধতির একটি আধুনিকতম সমাধান। যা বহুকাল আগে এ উপমহাদেশে চালু ছিল।

স্বয়ংসম্পূর্ন চিকিৎসা পদ্ধতি রেইকিকে মুসলিম দেশ সমূহে বলা হয় ‘নুর-এ-ইলাহী’ বা মহা প্রভূ আল্লাহর নূর/ জ্যোতিঃ/ আলো, কোথাও কোথাও বার্ক বা বর্ক। ভারতীয়রা একে মহাজাগতিক প্রাণশক্তি বা প্রাণ বলে থাকে। আমেরিকায় ইউনিভার্সাল লাইফফোর্স এনার্জি বাকসমিক এনার্জি, রাশিয়ায় বায়ো প্লাজমিক এনার্জি, চীনে তাইচি সংক্ষেপে চি। আর জাপানে রেইকি, আধুনিক বিজ্ঞানের শাখা কসমো লজির ভাষায় ঈশ্বরকণা বা হিগস-বোসান বলা হয়।