21/05/2024
3.0
The Earthy Ways এই গ্রুপটিতে ২০১৯ সাল থেকে রয়েছি। Being an introvert খুব বেশি মিশতে পারিনি কারো সাথে 🥹 over the years grow করতে দেখেছি The Earthy Ways কে। সকলের নানাবিধ queries থেকে শুরু করে ছোট ছোট Unique Business Initiative সুন্দরভাবে gracefully expand করতে দেখেছি।
Namah 2.0 exhibition চলাকালীন আমার বাড়ি shifting চলছিল। সেই সময় থেকেই ইচ্ছে হতে শুরু করে এই exhibition এ participate করার। আমার মনে আছে সেই সময় থেকে রোজ বোধহয় একবার করে খেয়াল রাখতাম Namah এর next exhibition update কবে আসছে 🫣 Form বেরোতেই fill up করি ভয়ে ভয়ে কারণ ধরেই নিয়েছিলাম এত entries ভিড়ে আমার টা হয়তো unnoticed থেকে যাবে।
তারপর Mitra Somdatta দিদি Post করেন Phase 1 selection process চালু হয়ে গেছে। আমি ভাবছি 400+ entries , তার মধ্যে মাত্র 90 Stalls selected হবে! না আমি এর আগে কখনো live করেছি আর না আমার Service display করেছি সেই ভাবে। তাই কোন আশাই ছিল না যে আমি selected হব, Phase 1 তো কোন স্বপ্ন!
গত শনিবার রাতে ১১.৪৫ নাগাদ হুট করে দেখি Messenger এ Sohini Deb Majumdar দিদির Invitation message for Namah 3.0। Thank you so much for this beautiful message 🥰 আমি literally last কবে এত খুশি হয়েছি মনে নেই। I was nowhere near to expect যে আমি Phase 1 এ selected হব। I literally manifested it 🧿❤️ সাথে সাথে আমার অনেক দিনের কাছের মানুষ Hirni Bhowmick কে জানালাম। ও অনেকদিন ধরেই জানতো, আমি কতটা excited এবং nervous হয়েছিলাম 🤣
আমি এবারের exhibition এ উপস্থিত থাকবো face to face Tarot Card Reading - এই service নিয়ে। আমি গত ৮-১০ বছর ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছি, professionally চার বছর ধরে। আমি বিশ্বাস করি Prediction এর চেয়েও বেশি important সঠিক সময়ে জীবনে সঠিক guidance পাওয়া। এবং তার সাথে সাথে জীবনে এমন অনেক সমস্যা থাকে যেগুলো হয়তো আমরা সবসময় পরিচিত মানুষদের সাথে ভাগ করে নিতে পারি না, অভিজ্ঞতা থেকে দেখেছি মানুষ আমার কাছে এসে খুব comfortably সেগুলো share করছেন এবং confidence - clarity regain করে করে জীবনে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বিশ্বাস করি একজন Light Worker আরো অনেক potential light worker কে inspire করতে পারেন এবং এই ভাবেই Aquarian age Spirituality is progressing 💕
জুন মাস থেকে Live এ আসবো যাতে তোমরা সবাই আরো পরিচিত হতে পারো আমার কাজের ধরনের সাথে 🫠
এখানে আর বেশি কিছু বলব না। দেখা হচ্ছে Sreebhumi এর Gokul Banquet,Lake Town এ 21-22 September এ 12-9 PM 🧿❤️
সাথে থাকবে আরো অনেক অনেক Unique Stalls and Surprises! Don't miss it 🥳
Special Thanks to Sharadshree Roychoudhury Krishnakali Sarkar Sonkolita P Banik Rinki Banerjee Shramana Mitra for guiding me regarding the rules and regulations of this group.
Gratitude to Universe for this opportunity. চেষ্টা করব এই exhibition এর success এ যেন কিছু অবদান রাখতে পারি 🥲 Wish us Luck🤞