BorolineWorld

BorolineWorld Boroline Products are made with Special Care for You and Your Family. Boroline – A legacy of care and trust since 1929.

From loyal customers who trust Boroline's heritage to younger skincare enthusiasts drawn to our modern product lines like BoBody Lotion and BoLips. An iconic name in Indian households, Boroline has been synonymous with protection, healing, and reliability for generations. From skincare to everyday essentials, we continue to nurture the bond built on purity and quality —all under the GD Pharmaceuticals banner.

“Good morning… At the top of Mt. Churdoul & Mt. Abhaya with the Boroline First Aid Pouch” We received this wonderful mes...
18/08/2025

“Good morning… At the top of Mt. Churdoul & Mt. Abhaya with the Boroline First Aid Pouch”
We received this wonderful message from Shri Debashis Biswas.

These photos come from the Rupshu Valley & Tso-Moriri expedition, led by noted mountaineer Shri Debashis Biswas— an expedition proudly supported by Boroline.

For us, this journey was never just about reaching summits. It was about carrying care into the remotest corners, where health awareness, medical camps, education, environment, and local livelihoods come together.

To see Boroline travel to such heights, through snow and silence, is a moment of pride; and a reflection of the trust you have placed in us for generations.

Here’s to journeys that push limits, uplift lives, and etch memories as lasting as the mountains themselves.

 -তে আমরা বোরোলীনের সঙ্গে জড়িয়ে থাকা আপনাদের গল্প এবং স্মৃতিচারণা শুনতে চেয়েছিলাম। উত্তরে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, ...
17/08/2025

-তে আমরা বোরোলীনের সঙ্গে জড়িয়ে থাকা আপনাদের গল্প এবং স্মৃতিচারণা শুনতে চেয়েছিলাম। উত্তরে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, তা অপ্রত্যাশিত! তাই ৫ জন জয়ী বেছে নেওয়ার পরিকল্পনা থাকলেও আমরা ৮ জনকে বেছে নিতে বাধ‍্য হয়েছি!

ছোট্ট মজার গল্প থেকে শুরু করে একান্তই ব্যক্তিগত স্মৃতি, ছোটবেলার নস্ট্যালজিয়া থেকে রোজকার অভ্যাসে বোরোলীন— প্রতিটি গল্পই আমাদের মুখে হাসি এনে দিয়েছে, একই নস্ট্যালজিয়ায় ভাসিয়ে নিয়ে গিয়েছে আমাদেরও। এই সবকিছু বারবার মনে করিয়ে দেয় যে বোরোলীন কতটা দীর্ঘ পথ আপনাদের সঙ্গে পেরিয়ে এসেছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনাদের জীবনে বোরোলীনের এই উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই বিশ্বাস ও ভালবাসার জন‍্য সকলকে আন্তরিক ধন্যবাদ!

সবশেষে, বিজয়ীদের নাম দেওয়া রইল ছবিতে। আপনাদের সম্পূর্ণ নাম, ঠিকানা, এবং যোগাযোগের নম্বর জানিয়ে দিন আমাদের ইনবক্সে। বোরোলীনের গিফট বক্স পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

যাঁদের নাম এই তালিকায় নেই, তাঁদের গল্পও আমাদের কাছে অমূল্য! এই ভালবাসা আমরা আবারও সেলিব্রেট করার সুযোগ নিয়ে আসব তাড়াতাড়িই। 💚

15/08/2025

স্বাধীনতার ৭৯ বছর!
এই ৭৯ বছরে স্টিম ইঞ্জিনের কু-ঝিকঝিক থেকে চন্দ্রাভিযান-মঙ্গল অভিযানের মধ্যে দেশ এগিয়ে গেছে প্রায় কয়েক শতাব্দী।

আর এই গোটা যাত্রার সাক্ষী হয়ে থেকে গেছে বোরোলীনের ছোট্ট সবুজ টিউব, প্রতিটি বাড়িতে সুরক্ষা ও যত্নের আশ্বাস হিসেবে।

তাই, এই স্বাধীনতা দিবসে দেশের অগ্রগতির পাশাপাশি আমরা উদ্‌যাপন করছি আপনাদের থেকে পাওয়া এক শতাব্দী সমান ভালবাসা, বিশ্বাস, আর আবেগকেও!

শুভ স্বাধীনতা দিবস! 🇮🇳


১৯২৯-এর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে প্রায় এক শতাব্দী বোরোলীনের গল্প পায়ে পায়ে হেঁটেছে ভারতের সঙ্গেই। স্বাধীনতার সপ্তাহ...
14/08/2025

১৯২৯-এর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে প্রায় এক শতাব্দী বোরোলীনের গল্প পায়ে পায়ে হেঁটেছে ভারতের সঙ্গেই।

স্বাধীনতার সপ্তাহে তাই আমাদের ৯৬ বছরের গল্পের বিশেষ কিছু মুহূর্ত— আমাদের দৃঢ়তা, একতা, দেশ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, এবং যত্নের প্রতিশ্রুতির কিছু মুহূর্তের ঝলক আপনাদের জন্য।

অবশ্য, এই গল্প তো শুধু আমাদের নয়। আপনার ভরসার হাত ধরেই বোরোলীন আজ প্রতিটি ঘরের অংশ। তাই এই গল্প আপনাদেরও।


ঘুরতে যাওয়ার বড় ট্রাঙ্ক থেকে শুরু করে আজকের travel pouch... সময়ের সঙ্গে ব্যাগ বদলেছে, তবে বোরোলীনের জায়গা সেই একই থেকে গ...
13/08/2025

ঘুরতে যাওয়ার বড় ট্রাঙ্ক থেকে শুরু করে আজকের travel pouch... সময়ের সঙ্গে ব্যাগ বদলেছে, তবে বোরোলীনের জায়গা সেই একই থেকে গেছে।

স্বাধীনতার সপ্তাহে আমরা উদ্‌যাপন করছি আপনাদের, যাঁদের হাত ধরে বোরোলীন পৌঁছতে পেরেছে দেশের এবং পৃথিবীর নানা প্রান্তে― যত্নের প্রতীক হিসেবে।

ছেঁড়া পাতায় লেখা গল্প, বা পুরনো চিঠির মতোই, স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত বোরোলীনের বিজ্ঞাপনে ধরা রয়েছে এক যত্নের গল্প,...
12/08/2025

ছেঁড়া পাতায় লেখা গল্প, বা পুরনো চিঠির মতোই, স্বাধীনতার আগে থেকে আজ পর্যন্ত বোরোলীনের বিজ্ঞাপনে ধরা রয়েছে এক যত্নের গল্প, এক দীর্ঘ সময়ের প্রতিচ্ছবি। আর ছোট ছোট দৈনন্দিন মুহূর্তের কথা।

এই স্বাধীনতার সপ্তাহে, আমরা আমাদের আর্কাইভ থেকে তুলে আনছি সেরকমই কিছু দলিল। সময়ের ছাপ রেখে যাওয়া এই ছবি শুধুই কি বিজ্ঞাপন? নাকি এক জানলা, যেখানে উঁকি দিয়ে দেখা যায় ফেলে আসা দিনের এক টুকরো গল্প… 🇮🇳


ধন্যবাদ আনন্দবাজার, বাঙালির নস্ট‍্যালজিয়া, যত্ন আর ভরসার সঙ্গীর গল্প তুলে ধরার জন্য। গল্প— যা পুরনো দিনের গন্ধ আর ভরসার ...
12/08/2025

ধন্যবাদ আনন্দবাজার, বাঙালির নস্ট‍্যালজিয়া, যত্ন আর ভরসার সঙ্গীর গল্প তুলে ধরার জন্য। গল্প— যা পুরনো দিনের গন্ধ আর ভরসার কথা ফিরিয়ে আনে।


শীত, গ্রীষ্ম, বর্ষা বোরোলীনই ভরসা। গৌরমোহন দত্তের হাত ধরেই আসে ‘সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলীন’। নেহরুও না....

সময় বদলেছে, দেশ এগিয়েছে… সঙ্গে থেকে গেছে বোরোলীনের ছোট্ট সবুজ টিউব, প্রায় ১০০ বছর ধরে, একইভাবে, ভারতীয় পরিবারের যত্নের ...
11/08/2025

সময় বদলেছে, দেশ এগিয়েছে… সঙ্গে থেকে গেছে বোরোলীনের ছোট্ট সবুজ টিউব, প্রায় ১০০ বছর ধরে, একইভাবে, ভারতীয় পরিবারের যত্নের প্রতীক হিসেবে।

এই স্বাধীনতা দিবসে আমরা তাই শুনতে চাই আপনাদের 'বোরোলীনের গল্প'— প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা সেইসব অবিস্মরণীয় স্মৃতি আর দামী মুহূর্তের কথা। 🇮🇳

• Giveaway •

📌 পোস্ট করুন আপনাদের বোরোলীনের গল্প

📌 ট্যাগ করবেন আর -কে আর ক্যাপশনে জুড়ে দেবেন

📌 ফলো করতে ভুলবেন না আর -কে

বিজয়ীদের নাম ঘোষণা হবে ১৬ই আগস্ট!


The celebration begins today as we honour our nation’s journey and the quiet legacy that has walked beside her. In 1929,...
10/08/2025

The celebration begins today as we honour our nation’s journey and the quiet legacy that has walked beside her. In 1929, a small green tube was born in Bengal, an act of quiet rebellion, Swadeshi in spirit and rooted in pride— a promise that what is made in India, with love, can stand the test of time.

From freedom fighters to frontline workers, from dressing tables to army kits, Boroline has stayed close, and for every Indian home that has made us a part of its story, we are deeply grateful! 💚

This Independence Week, we celebrate stories, legacies, and love, all wrapped in green.

Some threads carry more than colours and beads...They carry memories, promises, and a quiet strength that lasts a lifeti...
09/08/2025

Some threads carry more than colours and beads...
They carry memories, promises, and a quiet strength that lasts a lifetime!

Wishing you a Raksha Bandhan filled with love, care, and the comfort of knowing someone’s always there— from the Boroline family to yours. 💚


Address

94, Nalini Ranjan Avenue
Kolkata
700053

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm

Telephone

+913323966817

Website

https://shop.boroline.com/

Alerts

Be the first to know and let us send you an email when BorolineWorld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BorolineWorld:

Share