
15/03/2025
গতকাল ১৪ই মার্চ, ২০২৫ পথিকৃৎ মেডি হেল্প এল্ডার কেয়ার পরিচালিত প্রবীণদের 'হ্যাপি হোম' টুনটুনির বাসায় উদযাপিত হলো দোল উৎসব। উপস্থিত ছিলেন টুনটুনির বাসার আবাসিক ষাটোর্ধ্ব কাকু কাকিমারা এবং তাদের পরিবারের সদস্যগণ। এই রঙিন সন্ধ্যাটিকে আরো সুন্দর করে তোলেন স্বনামধন্য চিকিৎসক ও টুনটুনির বাসার শুভাকাঙ্খী ড: শিবম জয়সয়াল। তিনি নিজের হাতে প্রবীণ মানুষগুলিকে আবির রঙে বরণ করে নেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাই সকল আবাসিকগণের বাড়ির সদস্যদের, তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
পথিকৃৎ মেডি হেল্প এল্ডার কেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই 'হ্যাপি হোলি'!
Yesterday, 14th March, 2025, Dol Utsav is celebrated in Tuntunir Basha 'Happy Home for elderly' (Run and maintained by Pathikrit Medi Help Elder care Pvt. Ltd.) . Our uncle and aunts, senior residents of Tuntunir Basha and their family members were present. We received prestigious presence of Dr. Shivam Jaiswal among us who brightened the ambiance of the program by coloring the seniors with his own hands. We convey our heartfelt gratitude towards the family members of our residents for giving us their valuable time. Pathikrit Medi Help Elder care Pvt. Ltd. wishes you and your family 'Happy Holi'!