03/01/2026
নতুন বছর শুরু করি খুব মন খারাপ নিয়ে। গতকাল বাজার থেকে হলুদ ফুল কিনলাম মন ভালো করার জন্য। আজ দিন শুরু করার আগে ঠিক করলাম হলুদ রঙের জামা পরবো। কিন্তু কিছুতেই মন ভালো হয়না।বিকেলের চেম্বারে আমার সাথে দেখা করতে এলো আমার পাঁচ মাসের বন্ধু সপ্তদীপ, সাথে এক তোড়া ফুল। এক জাদু কাঠি দিয়ে কেউ যেন আমার মনকে ভালো করে দিয়ে গেলো। ভালো থেকো আমার মন ভালো করা জাদুকর সপ্তদীপ। অনেক অনেক আদর রইল তোমার জন্য।