KEVA Herbal & Ayurveda

KEVA Herbal & Ayurveda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KEVA Herbal & Ayurveda, Medical and health, KOLKATA.

To be the most trustworthy, competent & dedicated company bringing forth its exceptional & innovative healthcare and wellness products with a sense of utmost commitment to fulfill the best quality with delivery obligations to each customer.

টিভিতে বিজ্ঞাপন দেখে ভুলভাল TOOTH পেস্ট ব্যবহার না করে...... এই পেস্ট টা ব্যবহার করুন..... সারা জীবনে দাঁতে এবং মুখে কোন...
18/09/2025

টিভিতে বিজ্ঞাপন দেখে ভুলভাল TOOTH পেস্ট ব্যবহার না করে...... এই পেস্ট টা ব্যবহার করুন..... সারা জীবনে দাঁতে এবং মুখে কোনো রকম সমস্যা হবে না..... আর যদি কোনো আগের সমস্যা থেকে থাকে সেটাও ঠিক হয়ে যাবে।
# 098319 52633

27/08/2025
KEVA CLOVE-MINT HERBAL TOOTHPASTE.FLUORIDE  FREE ARTIFICIAL FLAVOUR FREE ARTIFICIAL COLOUR FREE TRICLOSAN FREE 💯% VEGETA...
22/08/2025

KEVA CLOVE-MINT HERBAL TOOTHPASTE.

FLUORIDE FREE
ARTIFICIAL FLAVOUR FREE
ARTIFICIAL COLOUR FREE
TRICLOSAN FREE
💯% VEGETABLE

The best product in the market.
Product delivery free
💯% discount available*
Call - 098319 52633

21/08/2025
বর্তমানে calcium deficiency সমস্যা প্রচুর বেড়ে গেছে পুরুষ কিংবা মহিলা  উভয়েরই ক্যালসিয়াম কম হওয়ার জন্য শরীর বিভিন্ন ...
12/08/2025

বর্তমানে calcium deficiency সমস্যা প্রচুর বেড়ে গেছে পুরুষ কিংবা মহিলা উভয়েরই ক্যালসিয়াম কম হওয়ার জন্য শরীর বিভিন্ন রকম রোগের সম্মুখীন হচ্ছে। যেমন ধরুন শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্ট পেন, কার্টিলেজ প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন হাড়ের ব্যথা জনিত প্রবলেম... অবশ্য চলতি বাজারে অনেক রকমের chemical যুক্ত ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক মারাত্মক... সেই সমস্ত দিক চিন্তা করে আমাদের কোম্পানি ১০০% ন্যাচারাল ক্যালসিয়াম নিয়ে এসেছে। যা আপনাকে ক্যালসিয়াম কম হওয়ার কারণে যে সমস্ত সমস্যা.....তা থেকে শীঘ্রই মুক্তি দেবে।

(**অবিশ্বাস্য রেজাল্ট এক্ষুনি যোগাযোগ করুন)।

Brand : KEVA CALCIUM PLUS.

MRP - 299/-
Free Home Delivery.
100% Discount.*
Dial - 098319 52633

ক্যান্সার নিয়ে, তার ডায়েট নিয়ে যখন ঘাঁটাঘাঁটি করতে থাকি, তখনি যতো জেনেছি, যতো পড়েছি বুঝেছি এই মারণ রোগ টা নিয়ে সারা...
10/08/2025

ক্যান্সার নিয়ে, তার ডায়েট নিয়ে যখন ঘাঁটাঘাঁটি করতে থাকি, তখনি যতো জেনেছি, যতো পড়েছি বুঝেছি এই মারণ রোগ টা নিয়ে সারা দেশে/বিশ্বে এক মারাত্মক SCAM চলছে, একমাত্র রোগী আর তার পরিবার ছাড়া কেউ চায় না এই রোগ শেষ হোক। নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি প্রপার ডায়েট এ এই রোগ কে CONTROL করা যায়, কিন্তু কোনো DOCTOR সেটা ঠিক করে বলবে না, তাদের একটাই কথা NORMAL DIET, আর 95% মানুষ মনে করে NORMAL DIET মানেই ঘরের সব খাবার , রাস্তার, বাইরের খাবার না খেলেই হলো।
আজ এটা পড়ে মনে হলো ঠিক ই বুঝেছি.......
এতো এতো লোভ মানুষের যে এভাবে এক একটা পরিবার কে সর্বস্বান্ত করে শেষ করে দেয়....!!!!!!
আমি ডাক্তার নয়, কিন্তু এটুকু বুঝেছি নিজের জিভ কে কন্ট্রোল করলে 95% রোগ under contrl থাকবে। আর প্লিজ প্রাকৃতিক খাদ্যর ওপর ভরসা করুন, প্রকৃতির সেই ক্ষমতা আছে আপনাকে নিরাময় করে তোলার........

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়।

ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন?

কারণ ক্যান্সার হচ্ছে “দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া”ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়।
টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স, এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে।
কিন্তু এই root cause গুলো তারা সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ (symptoms) কন্ট্রোল করে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সার দিয়ে-

এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট = ট্রিলিয়ন ডলার ব্যবসা।

একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত ১০–৫০ লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল… সবই লাভের খনি।
তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা।

এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা, বিলিওনিয়ার, রাজনীতিকেরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়? অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু?

এর পেছনে ৩টা স্তরে লুকানো সত্য আছে

১-তারা মুলত Alternative গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না।

বিশ্বের এলিটদের জন্য রয়েছে
Gerson Therapy > শরীরকে ডিটক্স করে, লিভার রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে।

Ozone Therapy > শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে।

High-dose Vitamin C IV therapy > IV এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রার ভিটামিন C ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে।

Hyperbaric Oxygen Chamber > বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে

Alkaline therapy + raw food > শরীরের pH এমন জায়গায় নিয়ে যায়, যেখানে ক্যান্সার টিকতেই পারে না।

এই থেরাপিগুলোকে FDA / WHO কখনো অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এসব পদ্ধতি “unscientific” বলে দমন করা হয়।

২-তাদের Chemotherapy-ও হয় “customized & cleaner version”

আমরা যেটা পাই-
Toxic chemo যা ভালো কোষও ধ্বংস করে দেয়। চুল পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে।

তারা যা পায়-
Ultra-high tech personalized chemo + targeted therapy + stem cell support
Supplement + ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে side effect কমিয়ে ফেলে

৩. তারা জানে ক্যান্সার হলো “Metabolic Disease”Genetic না!
তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো “দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ”।

তাদের চিকিৎসকরা জানে:
“ক্যান্সার কোষ = অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ”
তাই চিনি বন্ধ করে, ক্ষারীয় খাবার দিয়ে, শরীর ডিটক্স করে ফলে ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়।

অথচ সাধারণ মানুষকে শেখানো হয়:
“এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই।ক্যান্সার মানেই মৃত্যু। আপনাকে হতাশ করে তুলবে। আপনাকে চিন্তিত করে তুলবে। এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীরে আরও ভয়ানক রুপ ধারন করে।”

তাহলে ক্যান্সার কি আসলেই “অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড?

না। প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানেই মৃত্যু সেটা অনেকাংশে মিথ্যা।

ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে

Alkaline Diet (pH ব্যালেন্স করে):
ক্যান্সার কোষ এসিডিক পরিবেশে বাড়ে, আলকালাইন খাদ্য এটা বন্ধ করে।
Dr. Sebi নামে এক হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু alkaline food খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু তাকে পরে “ভুয়া চিকিৎসক” বলে হঠাৎ করে May 2016 এ গ্রেফতার করে মেরে ফেলা হয়।

Vitamin B17 (Laetrile):
প্রাকৃতিক অ্যান্টি-ক্যান্সার উপাদান, যা FDA নিষিদ্ধ করেছে।
Vitamin B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটুও ভিটামিন না।
এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার-নাশক যৌগ যার প্রকৃত নাম Amygdalin, এবং প্রক্রিয়াজাত রূপ হলো Laetrile।
এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়। বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আবেগ বিচি (Apricot kernel) এ।
এটা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide) ছাড়ে। কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই।
তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয়।

১৯৭০ দশকে Dr. Ernst Krebs নামে একজন গবেষক বলেন:
“B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ।”
তিনি Laetrile দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছিলেন।কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে।
কারণ:
ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা।
তারা ক্যান্সার সারাতে চায় না। চায় রোগীকে চিরস্থায়ী খদ্দর বানাতে।

Kaipo ONION Black Seed Hair Oil.No Parabens.No Silicon."It help to treat hair loss promotes hier growth"... (Suitable fo...
10/08/2025

Kaipo ONION Black Seed Hair Oil.
No Parabens.
No Silicon.

"It help to treat hair loss promotes hier growth"... (Suitable for all hair types).

Net Vol : 200ml
Free Home Delivery.
100% Discount available*.
MRP : 200/-
Dial : 098319 52633

🔲 মদ ছাড়াও লিভার নষ্ট করে এমন ১০টি দৈনন্দিন অভ্যাস 👇🏻অনেকে মনে করেন লিভারের ক্ষতি শুধু মদ্যপানের কারণে হয়।সত্যি কথা হল...
09/08/2025

🔲 মদ ছাড়াও লিভার নষ্ট করে এমন ১০টি দৈনন্দিন অভ্যাস 👇🏻

অনেকে মনে করেন লিভারের ক্ষতি শুধু মদ্যপানের কারণে হয়।
সত্যি কথা হল — আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু অভ্যাসও নীরবে লিভার নষ্ট করছে!

◾️ লিভারের জন্য ক্ষতিকর অভ্যাস:

1️⃣ প্রতিদিন breakfast না খাওয়া।
2️⃣ বেশি পরিমাণে junk food ও ভাজাপোড়া ( fried ) খাবার খাওয়া।
3️⃣ চা, কফি বা মিষ্টিতে অতিরিক্ত চিনি ব্যবহার।
4️⃣ অযথা ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়া।
5️⃣ দিনে পর্যাপ্ত জল না খাওয়া।
6️⃣ প্রতিদিন গভীর রাতে ঘুমানো।
7️⃣ দীর্ঘদিন ধরে মানসিক চাপ নিয়ে থাকা, কিন্তু বিশ্রাম না নেওয়া।
8️⃣ health checkup এ ধরা পড়া ফ্যাটি লিভারকে অবহেলা করা।
9️⃣ শারীরিক activity এর অভাব / ঘন্টার পর ঘন্টা বসে থাকা।
🔟 দ্রুত ওজন কমানোর জন্য crash diet বা বারবার খাবার skip করা ।

Your liver works 24×7 to keep your body toxin-free — take care of it before it’s too late.

❤️ Share this — someone might save their liver today!

KEVA NEEM FACE WASH The ultimate solution...Best face wash in the market.100% natural product. Free Home Delivery 100% D...
08/08/2025

KEVA NEEM FACE WASH

The ultimate solution...Best face wash in the market.
100% natural product.

Free Home Delivery
100% Discount*
Dial - 098319 52633 .

বর্তমানে পাইলস এর সমস্যা এক বিরাট আকার নিয়েছে। এটা এমন এক সমস্যা। কি পুরুষ কি মহিলা সবাই খোলাখুলিভাবে বলতেও পারেনা কিন্...
07/08/2025

বর্তমানে পাইলস এর সমস্যা এক বিরাট আকার নিয়েছে। এটা এমন এক সমস্যা। কি পুরুষ কি মহিলা সবাই খোলাখুলিভাবে বলতেও পারেনা কিন্তু এর যন্ত্রণা খুবই মারাত্মক.... ঘটনা হলো এই পাইলস কে পুরোপুরি নির্মূল করার ক্ষমতা এলোপ্যাথি মেডিকেল বা হোমিওপ্যাথি মেডিকেল কোনোটাতেই সম্ভব নয়.... অনেকে এ বিষয়ে বিতর্ক করলেও এটাই আসল সত্য... একমাত্র advance আয়ুর্বেদিক চিকিৎসাই পারে পাইলস কে নির্মূল করতে.......... তাই আমরা নিয়ে এসেছি অ্যাডভান্স লেভেলের পাইলস থেকে মুক্তি পাওয়ার উপায়......(যোগাযোগ করুন আশা করি কেউ নিরাশ হবেন না)।
KEVA PILES HEALTH .

FREE HOME DELIVERY.
FREE CONSULTATION WITH EXPERT.
100% Discount*
Dial : 098319 52633 .

🙏 সবাইকে, বর্তমানে হজমের সমস্যায় সমস্ত মানুষ জর্জরিত.... ঘুরতে বেরিয়ে, দোকানে, বাজারে কিংবা কোন নিমন্ত্রণ বাড়িতে আমরা...
05/08/2025

🙏 সবাইকে,
বর্তমানে হজমের সমস্যায় সমস্ত মানুষ জর্জরিত.... ঘুরতে বেরিয়ে, দোকানে, বাজারে কিংবা কোন নিমন্ত্রণ বাড়িতে আমরা আনন্দের সাথে সমস্ত কিছু খাই কিন্তু তারপরেই শুরু হয় প্রবলেম...!! বদহজম, বুক জ্বালা, গ্যাস,এগুলো আজকের দিনে পুরুষ কিংবা মহিলা বাচ্চা বড় সবার মধ্যে নিয়মিত দেখা যায়.. অনেকের আবার এসিডিটি থেকে বমি পর্যন্ত হয়.. আর এর হাত থেকে বাঁচার জন্য আমরা মুঠো মুঠো antacid ট্যাবলেট খাই ওষুধের দোকান থেকে কিনে.. তার ফলে আরও বিপদ বাড়ে, সেই সমস্ত ট্যাবলেট শরীরের অন্যান্য অংশে side effect তৈরি করে এবং ক্ষতি করে... সেই জন্য এই সমস্ত সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি এক natural এবং organic উপায়ে তৈরি digestive solution....(no side effect).

Product : KEVA DIGESTIVE CARE.

Free Home Delivery.
Free consultation with Expart.
100% Discount*
Dial : 098319 52633

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when KEVA Herbal & Ayurveda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram