01/10/2024
আপনাদের সকলের সহযোগিতায় আমরা প্রথম দফায় গত ২৫শে সেপ্টেম্বর (বুধবার) খানাকুল ও ২৯শে সেপ্টেম্বর (রবিবার) ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গেছিলাম বন্যাকবলিত এলাকা পাঁশকুড়ার খসারবন নীচু, সরসত্তা নিচু, দেড়িয়াচক হাইস্কুল, কামিনীচক পূর্ব এলাকায়। এছাড়া রেড অ্যালার্ট জারি থাকার কারণে কামিনীচক দক্ষিণ, কামিনীচক পশ্চিম এবং কামিনীচক মধ্যম অঞ্চলে যাওয়া সম্ভব হয়নি। তাই খাবারগুলো সেখানকার নিকটবর্তী ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের হাতে প্রায় ১৮০০ প্যাকেট শুকনো খাবার পৌঁছে দিয়েছি।
'মধ্যমগ্রাম কল্পতরুওয়েলফেয়ার সোসাইটি', 'পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট', এবং 'বরংBarang'র, এই যৌথ উদ্যোগে মধ্যমগ্রামের সাধারণ জনগণ তথা সামাজিক মাধ্যমের দৌলতে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কেউ খাদ্যসামগ্রী কিনে দিয়ে আবার কেউ আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের সকলকে ধন্যবাদ কুর্নিশ জানাই।
এছাড়া এই উদ্যোগে আমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে 'নির্ঝরের স্বপ্নভঙ্গে উড়ান', 'ইচ্ছে ডানা', বোলেরো ড্যান্স গ্রুপ, 'মধ্যমগ্রাম মার্চেন্ট অ্যাসোসিয়েশন' প্রভৃতি সংস্থা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অ্যাকোয়া শাইন (আব্দালপুর), 'নিউব্যারাকপুর ফিটনেস পয়েন্ট জিম' ও আরো অনেকেই....।
আমরা আমাদের পাশে পেয়েছি মধ্যমগ্রামের ফেসবুক গ্রুপ 'মধ্যমগ্রাম অধিবাসীবৃন্দ', 'মধ্যমগ্রাম আমার তোমার', 'মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ' কে, যাদের মাধ্যমে আমরা জনসংযোগ গড়ে তুলতে এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতে পেরেছি বলেই এই উদ্যোগ এতটা সফলভাবে করা সম্ভবপর হয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই। আশাকরি আগামীতেও মানুষের প্রয়োজনে আমরা আপনাদেরকে এভাবেই আমাদের পাশে পাবো।
ধন্যবাদ জানাই মধ্যমগ্রাম থানা ও পাঁশকুড়া থানার পুলিশকর্মীদের।
এছাড়াও ধন্যবাদ জানাই ওই অঞ্চলের উপ পৌরপ্রধান দিলীপ মাইতি বাবুকে শুরু থেকে শেষ পুরো আমাদের গাইড করার জন্য।
**বিঃদ্রঃ - আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই মুহূর্তে আর কোনো টাকা পাঠাবেন না। পূর্বে যারা টাকা পাঠিয়েছেন এবং বিল সংগ্রহ করেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বিলটি চেয়ে নেবেন। **
ধন্যবাদান্তে -
'মধ্যমগ্রাম কল্পতরু ওয়েলফেয়ার সোসাইটি'
'পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট'
'বরংBarang'