29/09/2025
শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী,
শিউলি ঝরানো দিন আনে সে,
শিউলি ঝরানো দিন আনে সে,
চিরদিনের বাণী,
ভোরের আগমনী।
🙏🪷🔱জয় মা দুর্গা🔱🪷🙏
রূপান্তর ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাই শুভ মহা সপ্তমী ও শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা।💐❤️🙏💝💝💝