03/05/2025
আমাদের জোনের দীর্ঘ দিনের সদস্য এস বি মেডিকেলের কর্ণধার প্রণব কুমার ঘোষ (মন্টু ) অনেক দিন এক কঠিন রোগের সাথে লড়াই করছিলেন। আজ ৩ রা মে, ২৫ এপেলো হসপিটালে তার পরিসমাপ্তি ঘটলো। চলে গেলেন না ফেরার দেশে। তার এই অকাল প্রয়ানে আমরা শোকাহত ও মর্মাহত। পরিবার পরিজন কে জানাই আমাদের সহানুভূতি এবং সহমর্মিতা। 🙏🙏ওঁম শান্তি 🙏🙏