
15/07/2025
সালমান খান নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি Trigeminal Neuralgia তে আক্রান্ত ছিলেন। এই রোগের ব্যথা এতটাই তীব্র ছিল যে, অনেক সময় তিনি কাজ করতে পারতেন না, এবং সার্জারির মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনতে হয়েছিল।
ট্রাইগেমিনাল নিউরালজিয়া হলো অত্যন্ত যন্ত্রণাদায়ক neurological disorde. এই রোগকে আবার সুইসাইড ডিজিজও বলা হয়। কারণ এই রোগের যন্ত্রণা এতটাই তীব্র ও অসহ্য হয় যে অনেকে সুইসাইড করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে থাকে।
Symptoms:
মুখের এক পাশে হঠাৎ বৈদ্যুতিক শক-এর মতো ব্যথা
ব্যথা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয়
সাধারণত মুখের গাল, চোয়াল, দাঁত বা চোখের চারপাশে ব্যথা হয়
মেডিসিন ট্রিটমেন্ট:
Carbamazepine (প্রথম লাইন ট্রিটমেন্ট, স্নায়ুর overactivity কমায়)
Oxcarbazepine, Gabapentin, Pregabalin ইত্যাদি মেডিসিন।
Muscle relaxant ও antidepressant ও ব্যবহার হয় কিছু ক্ষেত্রে
Glycerol injection বা Balloon compression – নার্ভের উপর চাপ প্রয়োগ করে ব্যথা কমানো হয়।
সার্জারি:
Microvascular Decompression (MVD) – স্নায়ুর ওপর চাপ কমানো হয়
Radiofrequency ablation – স্নায়ুর ব্যথা সৃষ্টিকারী অংশ ধ্বংস করা
সাপোর্টিভ থেরাপি:
স্ট্রেস ম্যানেজমেন্ট
ফিজিওথেরাপি
মেডিটেশন ও যোগাভ্যাস
🩺