28/08/2025
✅সোশ্যাল মিডিয়া স্কিন প্রবলেম✅
💥ব্রণ বা একনে বা পিম্পল 💥
📢📢প্রায় ৭০% পুরুষ এবং ৯০% মহিলা জীবনের কোনো না কোনো সময়ে ব্রণ বা পিম্পলের সমস্যায় ভুগেছেন। ব্রণ যে শুধু আমাদের সৌন্দর্য নষ্ট করে তা নয়, ব্রণ আমাদের মনের আত্মবিশ্বাস অনেক কমিয়ে ফেলে। অনেক মানুষ দেখেছি যারা দীর্ঘদিন ব্রণ সমস্যায় ভুগছেন এবং তার ফলে তার রোজকার দৈনন্দিন জীবনে এবং তার কর্মক্ষেত্রে তার অনেক এফেক্ট করেছে কারন সেই মানুষটি তার আত্মবিশ্বাস কমে যাবার ফলে তার স্কিল কমে গেছে এবং মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন। 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
🤚আজকে আসুন আমরা ব্রণ নিয়ে কিছূ আলোচনা করি।
🎯এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে স্কিনের ডাক্তার বাদে সবাই স্কিনের ডাক্তার,সবাই স্কিন কেয়ার স্কিন ট্রিটমেন্ট তাঁদের লাইভ এ বলে দিচ্ছে আর প্রচুর মানুষ সেগুলো প্রায় গুরুবাক্য রূপে মেনে নিচ্ছে।🤷♂️🤷♂️
আর এখন থেকেই শুরু হচ্ছে
*সোশ্যাল মিডিয়া স্কিন প্রবলেম*
👩🏭👩🏭চুল পরা থেকে শুরু করে ফর্সা হবার নিনজা টেকনিক সোশ্যাল মিডিয়া লাইভ আর রীলস এ বন্ধী।🧑💻
🎮ব্রণ র চিকিৎসা সেখানে সাধারণ সর্দি হাঁচির মতো সহজ সরল।
💊🩻জানেন কী ব্রণ অনেক প্রকারের হয়??? আর সকল প্রকার ব্রনোর চিকিৎসা এক নয়
〰️ব্রণ বেশ কয়েক প্রকার হয়〰️
1️⃣হোয়াইট হেড একনে। (যেখানে ব্রনোর মুখে সাদা thake)
2️⃣.ব্ল্যাকহেড একনে ( ব্রনোর মুখ কালো thake)
3️⃣ প্যাপুল একনে( ছোট, হালকা লালচে, আপনার স্কিনের কালোরের থেকে গাঢ় )
4️⃣পোস্টিউল একনে (একটু বড়ো, মুখের সামনে পুঁজ থাকে, নিচের দিকে গাঢ় লাল)
5️⃣নডিউল একনে (আকারে বেশ বড়ো, বেশ শক্ত, ব্যাথা,জ্বালা, চুলকানি থাকে, একসাথে ৪-৫ টা থাকে)
6️⃣ সিস্টাইটিক একনে ( আকারে বেশ বড়ো, একসাথে অনেক গুলো থাকে,খুব শক্ত, কালো হয়ে থাকে)
🦾তাহলে দেখলেন মুখে ওই গোটা বা rash গুলো সব এক নয়।
🕹️আবার মুখে rash বা গোটা মানেই কিন্তু ব্রণ নয় হতে পারে একনে রসশিয়া, সেবেশয়াস হাইপারপ্লাসিয়া, keratosis pillaris, বা foliculaitis।
📢এবার জানার চেষ্টা করি এই ব্রণ বা একনে কী ভাবে হয়।
➡️ব্রনোর অনেক গুলো কারণের মধ্যে খুব কমন কারণ গুলো তুলে ধরার চেষ্টা করছি।
1️⃣প্রথম কালপিট হলো আমাদের শরীরে থাকা কিছূ হরমোনের তারতম্য। হরমোনের ইমব্যালান্স এর জন্য একনে হয়ে থাকে। একে হরমোনাল একনে বলা হয়। সঠিক ভাবে ইডেন্টিফাই করে হরমোনের রিপ্লেসমেন্ট এর মাধ্যমে এই একনে ঠিক হয়ে যায়
2️⃣ফ্যামিলি হিস্ট্রি:
অনেক ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি তে হরমোনের সমস্যা, জিনগত কোনো সমস্যা থাকলে একনে দেখা যায়
3️⃣মেডিসিন: হাঁ ঠিক পড়ছেন। কিছূ মেডিসিন এর সাইড ইফেক্ট এর জন্য ব্রণ দেখা যায়
4️⃣ব্যাকটেরিয়া :ব্রণ একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন. ব্যাকটেরিয়া টির নাম পি. একনে
5️⃣ডায়েট: ভুল বা অপরিমিত খাবারের জন্য (মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এলিমেন্ট ঘাটতি র karone)একনে হতে পারে
6️⃣স্ট্রেস: অধিক স্ট্রেস বা মানসিক অশান্তি র জন্য হরমোনাল ইমব্যালান্স হলে একনে হয়।
7️⃣পলিউশন: একনের একটি মারাত্মক কারণ
8️⃣হাই হুমিডিটি: এর কারণে বেশি sebum সিক্রেশন হলে একনে হয়। এই কারণে গরম কালে ও বর্ষাকালে একনে বেশি হয়
9️⃣ব্রণ হলে সেটা খোঁটাখুটি করা একটা শিল্প পর্যায়ে চলে গেছে। এই খোঁটাখুটি ব্রণ কে বাড়িয়ে তোলে ও ব্রনোর দাগ থেকে যায়।
1️⃣0️⃣খুব শক্ত কিছূ দিয়ে মুখে ঘষাঘসি করা ব্রণ বাড়িয়ে তোলে।
1️⃣1️⃣সকলের মনের ইচ্ছে আরো একটু ফর্সা হই। তাই ফেয়ারনেস ক্রিম মাস্ট। বিশ্বাস করুন ব্রনোর কারণের মধ্যে এটা অনেক উপরের দিকে থাকবে
1️⃣2️⃣মাথায় যদি খুশকি থাকে, বা কোনো ফাংগাল ইনফেকশন থাকে সেক্ষেত্রে ব্রণ হতে পারে আর ডেইলি প্র্যাক্টিসে প্রায় ৭০% ব্রণ রোগীদের মাথায় খুশকি র সমস্যা দেখতে পাই।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
⭕বিভিন্ন প্রকার ব্রনোর সমস্যার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট, কখনো salisylic acid, কখনো BHA, AHA, Glycolic acid, retinoid ব্যবহার করে ব্রনোর চিকিৎসা করা হয়। লাইভ বা রীলস এ দেখানো একটা ক্রিম কখনো আপনার সমস্যার সমাধান করতে পারেনা।
🥼💯একজন dermatologist আপনার ""ওভারঅল হেলথ কন্ডিশন"""দেখে আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করেন 💯
✒️আপনার যদি ব্রণ থাকে তাহলে এই কাজ গুলো করুন
১. কখনোই শক্ত হার্ড কাপড় বা কিছূ দিয়ে মুখে ঘষবেন না
2. খোঁটাখুটি একেবারে করবেন না।
3. সপ্তাহে ২ বার নখ কাটবেন
4. মাথায় তেল দেবেন না
5. পরিষ্কার জল দিয়ে মুখ ধোবেন।
6. Dermatologist এর পরামর্শ ছাড়া কোনো মলম মুখে লাগাবেন না।
আমরা S D Skin & Cosmetology Clinic আপনাকে আপনার সমস্যা অনুযায়ী সাইন্সটিফিক কাস্টোমাইস ট্রিটমেন্ট এডভাইস করি। যাতে আপনি দ্রুত সমস্যা থেকে মুক্তি পান।
🌍আমাদের ঠিকানা 🌍
🗾যোগেন্দ্র নগর সাউথ, কাঁঠালতলা, লেনিনগর, নিউ বারাকপুর
Kolkata ৭০০১১০🗾
আপনার এপয়েন্টমেন্ট বুক করতে বা আরো বিস্তারিত তথ্যের জন্য কল/হোয়াটস্যাপ করুন @
☎️ 8777895530
゚
Sumi Dhar DrSubhankar Dhar Facebook ゚viralシfypシ゚viralシal
DrSubhankar Dhar Facebook Priyanka Bhattacharjee Antara Das S D Skin & Cosmetology Clinic 087778 95530