India Treatments

India Treatments IndiaTreatments.com is India's leading & trusted Medical Tourism Org. Pls Follow up for regular medical updates.

We also arrange Doctor's Appointment (All India), Treatment Cost Estimation, Ayush Visa Letter (VIL), Telemedicine, FRRO Assistance & Others..

01/08/2025

প্রেগন্যান্সি আসছে না ? প্রেগন্যান্সির জন্য মাসের ঠিক কোন সময়টা মেলামেশা করবেন ? নারী বা পুরুষ কে কতটুকু দায়ী ? আধুনিক চিকিৎসায় IVF ছাড়া আর কি কি উপায় আছে ? IVF এর সাকসেস কতটা ? আধুনিক চিকিৎসা কি ?
বন্ধ্যাত্ব চিকিৎসার খুঁটিনাটি ও খোলামেলা আলোচনায় ডাঃ সুজয় দাসগুপ্ত। 🏥⚕️💊



আজ বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস (World Lung Cancer Day) বর্তমান বিশ্বে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে বেশি মারাত্মক হয়ে উঠেছে ...
01/08/2025

আজ বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস (World Lung Cancer Day) বর্তমান বিশ্বে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে বেশি মারাত্মক হয়ে উঠেছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো না বুঝেই অবহেলা করেন। আবার ফুসফুসের ক্যান্সার উপসর্গ সবসময় প্রাথমিক পর্যায়ে দেখা নাও দিতে পারে। কিন্তু ফুসফুসের ক্যান্সার যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, এটির চিকিৎসাও তত তাড়াতাড়ি করা সহজ হবে। তাই আজ জেনে নিন যে ৮ লক্ষণে বুঝবেন ফুসফুসে ক্যান্সার—

বেশিরভাগ সময় কাশি হওয়া
অনেকেই কাশির সমস্যাকে অবহেলা করে থাকেন। কিন্তু এটিও হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ। আপনার যদি বেশিরভাগ সময়ে কাশি হয়ে থাকে তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কাশির শব্দে পরিবর্তন বা কাশির সময় বুকে ব্যথা
অনেকদিন কাশি হওয়ার পরে কাশির শব্দে পরিবর্তন আসতে পারে এবং কাশির সময় বুকে ব্যথা হতে পারে। এমনটা হলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটিও হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ।

কোনো কাজ করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়া
আপনি আগে যেসব কাজগুলো কোনো সমস্যা ছাড়াই করতেন, সেগুলো করতে গিয়ে এমন মনে হতে পরে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখা দিলে তা হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ।

কফে রক্ত আসা
অনেক সময় কাশির সঙ্গে কফ উঠে তাতে রক্ত আসতে দেখা দিতে পারে ফুসফুসে ক্যান্সার হয়ে থাকলে।

বুকে বা কাঁধে ব্যাথা
ফুসফুসে ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে বুকে বা কাঁধে ব্যাথা দেখা দেওয়া।

বুকের সংক্রমণ
কিছুদিন পরপরেই বুকে সংক্রমণ দেখা দেওয়া বা একবার বুকের সংক্রমণ হলে তা অনেক দিনেও ভালো না হওয়া ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে।

ক্ষুধা কমে যাওয়া ও ওজন কমে যাওয়া
ফুসফুসে ক্যান্সারের কারণে ক্ষুধা অনেক কমে যেতে পারে এবং ওজন কমে যেতে পারে।

ক্লান্তিবোধ
ফুসফুসে ক্যান্সার হয়ে থাকলে তার একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে ক্লান্তিবোধ। এতে সবসময় আপনার ক্লান্তিবোধ দেখা দিতে পারে।
এসব লক্ষণ দেখা আপনার শরীরে দেখা দিয়ে থাকলে অবহেলা না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

ফুসফুসের ক্যান্সার সাধারণত প্রাথমিক পর্যায়ে লক্ষণ প্রকাশ করে না। ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলি সাধারণত তখন দেখা দেয় য...
31/07/2025

ফুসফুসের ক্যান্সার সাধারণত প্রাথমিক পর্যায়ে লক্ষণ প্রকাশ করে না। ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলি সাধারণত তখন দেখা দেয় যখন রোগটি আরও এগিয়ে যায়।

ফুসফুসের ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গগুলি যা ফুসফুসের ভিতরে এবং চারপাশে দেখা যায় তার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

নতুন কাশি যা দূরে যায় না।
বুকে ব্যথা।
কাশির সাথে রক্ত বেরোচ্ছে, এমনকি অল্প পরিমাণেও।
স্বরভঙ্গ।
শ্বাসকষ্ট।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস কি মারাত্মক ব্যাধি? জেনে নিন এর ধরন ও লক্ষণ-হেপাটাইটিস লিভারের একটি প্রদাহ। যা হেপা...
28/07/2025

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস কি মারাত্মক ব্যাধি? জেনে নিন এর ধরন ও লক্ষণ-
হেপাটাইটিস লিভারের একটি প্রদাহ। যা হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাসের মাধ্যমে ঘটে। দূষিত পানি ও খাবারের মাধ্যমে হেপাটাইটিসের বিভিন্ন ভাইরাস শরীরে প্রবেশ করে। যা প্রাথমিক অবস্থায় শরীরে কোনো উপসর্গ প্রকাশ না করলে ধীরে ধীরে মারাত্মক হয়ে ওঠে।
হেপাটাইটিস লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে কময়ে দিতে শুরু করে। জানেন কি, প্রতি বছর লিভারের এই রোগে বিশ্বব্যাপী এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে এই রোগ ছোঁয়াচে নয়।

শরীরে রোগের বিস্তার না ঘটলে বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট লক্ষণ ধরা পরে না। তবে দীর্ঘদিন শরীরে হেপাটাইটিস বাসা বাঁধলে যখন তা লিভারে আক্রমণ করে; তখন নানা লক্ষণ প্রকাশ পায়।
যেমন- শরীর দুর্বল, বমি বমি ভাব, পেটব্যথা, শরীর হলুদ বর্ণ ধারণ করা এবং হলুদ প্রস্রাবের মতো উপসর্গ ইত্যাদি। শরীরে এই রোগের বিস্তার ঘটলে পেটে জল আসা, রক্ত পায়খানা ও রক্তবমি হতে পারে।

হেপাটাইটিসের বিভিন্ন ধরন ও লক্ষণসমূহ
হেপাটাইটিসের ৫টি ভাইরাস হলো এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে টাইপ-বি এবং সি মারাত্মক রূপ নেয় এবং লিভার সিরোসিস এবং ক্যান্সারের মতো মারাত্মক আকার ধারণ করে। প্রাথমিক অবস্থায় তা চিকিত্সা না করলে গুরুতর হয়ে ওঠে এবং লিভার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হতে পারে।
হেপাটাইটিস এ
দূষিত খাবার এবং জলের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এ রোগের ক্ষেত্রে, লিভার ফুলে যাওয়া, ক্ষিদে কমে যাওয়া, জ্বর, বমি এবং জয়েন্টে ব্যথা মতো উপসর্গ দেখা দেয়। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

হেপাটাইটিস বি
এই ভাইরাসটি রক্ত, ঘাম, লালা, বীর্যসহ বিভিন্ন দেহনিঃসৃত তরলের মাধ্যমে ছড়ায়। সাধারণত রক্তে অবস্থিত ভাইরাস এবং এর বিরুদ্ধে অবস্থিত অ্যান্টিবডি থেকে এ রোগ নির্ণয় করা হয়।
হেপাটাইটিস বি ভাইরাস লিভারে মারাত্মক প্রভাব ফেলে। এ কারণে রোগীর বমি বমি ভাব, ক্লান্তি, কোলিক, ত্বকের হলুদ রঙের মতো সমস্যা দেখা দেয়।
এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী লিভার রোগ যা লিভার সিরোসিস এবং ক্যান্সারের রূপ নেয়। যদি কোনো গর্ভবতী নারী এতে আক্রান্ত হন; তবে তার গর্ভস্থ শিশুও এ রোগে আক্রান্ত হতে পারে।

হেপাটাইটিস সি
হেপাটাইটিস এ এবং বি এর চেয়েও বেশি বিপজ্জনক এই ভাইরাসটি। রক্ত দেওয়া-নেওয়া, শিরায় ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন ওষুধ প্রয়োগের সময় যদি জীবাণুযুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়, সেখান থেকে হেপাটাইটিস সি এর সংক্রমণ হয়। পৃথিবী জুড়ে আনুমানিক ১৩০-১৭০ মিলিয়ন লোক হেপাটাইটিস সি রোগে আক্রান্ত।
হেপাটাইটিস সি আক্রান্ত ব্যক্তির তেমন কোনো উপসর্গ থাকে না। তবে দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে লিভারের ক্ষত এবং বেশ কয়েক বছর পর সিরোসিস সৃষ্টি করে।
আবার অনেক সময় সিরোসিস আক্রান্ত ব্যক্তির লিভার অকার্যকর, যকৃতের ক্যান্সার, বা খাদ্যনালী ও পাকস্থলীর শিরা স্ফীত হতে পারে। যার ফলে রক্তক্ষরণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ছাড়াও ত্বকে চর্মরোগ দেখা দিতে পারে।

হেপাটাইটিস ডি
হেপাটাইটিস বি এবং সি রোগীদের ঝুঁকি থেকে বেশি থাকে এই ভাইরাসে। এটি দূষিত রক্তের সংক্রমণ, সংক্রামিত সূঁচ ব্যবহার বা শেভিংয়ের অন্যান্য কিটগুলির ব্যবহারের মাধ্যমেও ছড়িয়ে পড়ে। লিভারের সংক্রমণের ফলে বমি ও হালকা জ্বর হয়।

হেপাটাইটিস ই
এই ভাইরাস দূষিত খাবার দ্বারা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে রোগী ক্লান্তি, ওজন হ্রাস, ত্বকের হলুদ হওয়া এবং হালকা জ্বর অনুভব করে। এ সংক্রমণের ফলে রোগী ক্লান্তি, ওজন হ্রাস, ফ্যাকাশে ত্বক ও চেহারা এবং জ্বরের মতো লক্ষণগুলো প্রকাশ পায়।
হেপাটাইটিসের বিভিন্ন ধরণ ও লক্ষণ যদি আপনার শারীরিক অসুস্থতার সঙ্গে মিলে যায়; তাহলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

আইভিএফ আসলে কী? কাদের সাহায্য করতে পারে কৃত্রিম ভাবে গর্ভধারণের এই পদ্ধতি?যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্...
25/07/2025

আইভিএফ আসলে কী? কাদের সাহায্য করতে পারে কৃত্রিম ভাবে গর্ভধারণের এই পদ্ধতি?

যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলা দীর্ঘ দিন চেষ্টা করেও কনসিভ করতে পারে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে তাদের অন্যতম পরিত্রাতা হিসেবে আসে আইভিএফ (IVF) পদ্ধতি। ইন ভিটরো ফারটিলাইজেশন (In Vitro Fertilization) বা IVF হল জননক্রিয়ায় সাহায্যকারী একটি প্রযুক্তি বা ART (assisted reproductive technology)। যে সমস্ত দম্পতির প্রাকৃতিক উপায়ে ভ্রূণ তৈরি হয় না, তাদের ক্ষেত্রে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ল্যাবোরেটরি ডিশে রেখে ডিম্বাণুকে নিষিক্ত করা হয় এবং তারপর ভ্রূণকে জরায়ুতে স্থাপন করা হয়। (Steps of IVF or IVF Procedure in Bangla)

কাদের সাহায্য করতে পারে এই IVF পদ্ধতি? (Who can opt for IVF?)

যেসব মহিলার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে। এবং শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারছে না।
যেসব মহিলার জরায়ুগাত্রে ফাইব্রয়েড আছে বা ওভ্যুলেশন ঠিকমতো হয় না।
শারীরিক কোনও অসুস্থতা বা দুর্ঘটনার কারণে কোনও মহিলার ফ্যালোপিয়ান টিউব বাদ দিতে হয়েছে।
পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর ঘনত্ব কম হলে এই পদ্ধতি লাভজনক হয়।
এছাড়াও কোনও জেনেটিক সমস্যার কারণে কনসিভ করতে না পারলে বা অজ্ঞাত কারণবশত গর্ভে সন্তান না এলে IVF পদ্ধতিকে কাজে লাগানো হয়।

IVF-এর বিভিন্ন পর্যায় (Steps of IVF)

যে মহিলা এই IVF পদ্ধতিতে চিকিৎসা করাতে ইচ্ছুক, তার মাসিক চক্রের প্রথমদিন থেকে এই চিকিৎসা শুরু হয়। চিকিৎসক কিছু ওষুধ বা ইঞ্জেকশন সেই সময়ের আগে থেকেই রোগিণীকে দিতে থাকেন।

১. প্রথম পর্যায়

মাসিক চক্রের সর্বপ্রথম দিনটি থেকেই এই IVF প্রক্রিয়া শুরু করা হয়। সবার আগে মাসিক চক্রের প্রথম দিনটি চিহ্নিত করা হয়।

২. দ্বিতীয় পর্যায়

মাসিক চক্রের প্রথম দিন চিহ্নিত করার পর সেদিন থেকেই মূল চিকিৎসা শুরু হয়ে যায়। মহিলাদের ডিম্বাশয় বা ওভারি সাধারণত এক মাসে ১ টিই ডিম্বাণু উৎপাদন করে। এই পর্যায়ে রোগিণীকে ৮-১৪ দিনের জন্য বিশেষ ওষুধ দেওয়া হয়; যাতে ডিম্বাশয়ে একের বেশি ডিম্বাণু উৎপন্ন হয়। এই পর্যায়ে ডিম্বাশয়কে উত্তেজিত করা হয় বলে একে স্টিমুলেশন ফেজ (stimulation phase) বলা হয়ে থাকে। এই সময়ে নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে ইঞ্জেকশন নিতে হয়। ইঞ্জেকশনের মাধ্যমে যে ওষুধ শরীরে ঢোকানো হয়, তাতে follicle-stimulating hormone (FSH) এবং luteinizing hormone (LH) নামের দুটি হরমোন থাকে, যারা ডিম্বাশয়কে বেশি ডিম্বাণু উৎপন্ন করার জন্য উত্তেজিত করে।

মহিলাদের শরীরে এই হরমোন দুটি উপস্থিত থাকলেও, বাইরে থেকে এই ইঞ্জেকশন নেওয়ার ফলে বেশি ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিয়মিত রক্তপরীক্ষা এবং আল্ট্রা সাউন্ডের মাধ্যমে ডিম্বাশয়ের স্থিতি এবং ফলিকলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। ওষুধ বা ইঞ্জেকশনের মাত্রার তারতম্য হতে পারে এর ওপর ভিত্তি করেই। এর পরবর্তী পর্যায়ে ট্রিগার ইঞ্জেকশন (trigger injection) দেওয়া হয়; এই ইঞ্জেকশনের প্রভাবে ডিম্বাণুগুলি ওভ্যুলেশনের জন্য তৈরি হয়ে যায়।এই ইঞ্জেকশন নেওয়ার সঠিক সময় ডাক্তারই নির্ধারণ করেন।

৩. তৃতীয় পর্যায়

এই পর্যায়ে ডিম্বাণু সংগ্রহ করা হয়। ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার আগেই এই ডিম্বাণু সংগ্রহের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়ে যায়। এই পর্যায়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। রোগিণীকে অজ্ঞান করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এবং পুরো পদ্ধতিটি হতে ২০-৩০ মিনিট সময় লাগে। অত্যাধুনিক প্রযুক্তিতে একটি নিডলের সাহায্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। যে ফ্লুয়িডের মধ্যে ডিম্বাণু থাকার সম্ভাবনা আছে, চিকিৎসক সেই ফ্লুয়িড বার করে আনেন। মোটামুটি ৮-১৫টি ডিম্বাণু সংগ্রহ করা যায়। এই ডিম্বাণু সংগ্রহ হয়ে যাওয়ার ১ ঘণ্টার মধ্যে রোগিণী সুস্থভাবে বাড়ি যেতে পারেন।

৪. চতুর্থ পর্যায়

এবার পালা শুক্রাণু সংগ্রহের। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে, পুরুষ সঙ্গীটির কাছ থেকে তাজা বীর্যের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। ডিম্বাণু আর শুক্রাণু একই দিনে সংগ্রহ করা হয়। এই স্পার্ম বা শুক্রাণুগুলিকে বিশেষ উপায়ে পরীক্ষা করা হয় এবং কোন কোন স্পার্মগুলি সতেজ ও গুণমানে ভালো, সেটি শনাক্ত করা হয়।

৫.পঞ্চম পর্যায়

এই পর্যায়ে বিশেষজ্ঞরা বিশেষ ল্যাবরেটরি ডিশে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক প্রক্রিয়া সম্পন্ন করেন।

৬. ষষ্ঠ পর্যায়

নিষেক প্রক্রিয়া সফল হলে ভ্রূণ বা Embryo তৈরি হয়। এই ভ্রূণকে বিশেষ ধরনের অত্যাধুনিক ইনকিউবেটরে রাখা হয়। এই ইনকিউবেটরে মায়ের গর্ভের মতোই পরিবেশ তৈরি করা থাকে। ৬-৭ দিন এই ভ্রূণটিকে পর্যবেক্ষণে রাখা হয়।

৭. সপ্তম পর্যায়

যদি ইনকিউবেটরে ভ্রূণের বৃদ্ধি ঠিকমতো হয়, তা হলে তা মায়ের জরায়ুতে স্থাপন করা হয়। ৫-১০ মিনিটের মধ্যে এই ভ্রূণ প্রতিস্থাপন হয়ে যায়। ভ্রূণকে ক্যাথিটার নামের ছোট্ট টিউবে রেখে এবং যথাসম্ভব কম নাড়াচাড়া করে নিপুণ হাতে জরায়ুতে প্রতিস্থাপনের কাজ করেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কিছুদিন পরে, মায়ের রক্তপরীক্ষা করা হয়। স্বাভাবিক ভাবে কনসিভ করলে মায়ের শরীরে হরমোনের মাত্রা যেরকম আসে, এই ক্ষেত্রেও যদি সেরকম ফলাফল আসে, তা হলে এই IVF –এর পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে বলা হয়।
ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatment.com
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India
+91-7890263000
mail@indiatreatments.com

হৃদরোগ প্রতিরোধের জন্য খাঁটি পরামর্শ সকল বয়সের জন্য প্রযোজ্য, এমনকি তরুণদের জন্যও। ২০, ৩০ এবং ৪০ বছর বয়সে আপনার হৃদয়ে...
24/07/2025

হৃদরোগ প্রতিরোধের জন্য খাঁটি পরামর্শ সকল বয়সের জন্য প্রযোজ্য, এমনকি তরুণদের জন্যও। ২০, ৩০ এবং ৪০ বছর বয়সে আপনার হৃদয়ের যত্ন নেওয়া বিভিন্ন হৃদরোগ থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদে আপনাকে সাহায্য করে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্থূলতা, উচ্চ রক্তচাপ, করোনারি ধমনীর রোগ এবং টাইপ II ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থার বিকাশে প্রতিকূল ভূমিকা পালন করতে পারে। এগুলি হৃদরোগের জন্য প্রধান ঝুঁকির কারণ। আপনি যে খাবারগুলি খান তা আপনার ওজন, হরমোন এবং আপনার হৃদয় সহ অঙ্গগুলির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। অতএব, ফাইবার, খনিজ, প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কিন্তু ক্যালোরি এবং চর্বি কম এমন পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
বসে থাকা জীবনযাপন হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ । যাদের শারীরিক সুস্থতা কম তাদের হৃদরোগের মতো হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। বসে থাকা জীবনযাত্রা সক্রিয় জীবনযাত্রার তুলনায় উচ্চ রক্তচাপের ঝুঁকি ৩৫% বেশি বাড়ায়। সোফায় বসে থাকা হৃদরোগের ঝুঁকির পাশাপাশি রক্তচাপ বৃদ্ধি, উচ্চ কোলেস্টেরল, ধূমপান এবং স্থূলতার মতো অন্যান্য কারণের ক্ষেত্রেও অবদান রাখে।
প্রতি চারজনের মধ্যে একজনের হার্ট অ্যাটাকের কারণ ধূমপান। যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি থাকে। অনেক হৃদরোগ করোনারি ধমনী রোগের কারণে হয়, যা সাধারণত ধমনীর শক্ত হয়ে যাওয়া হিসাবে পরিচিত। যেহেতু ধমনীগুলি হৃদপিণ্ডে রক্ত বহন করে, তাই এই পথগুলিকে সংকীর্ণ বা বন্ধ করে দেওয়ার ফলে রক্ত সরবরাহ বন্ধ বা সীমাবদ্ধ হয়ে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। গবেষণা বলছে যে সিগারেটের নিকোটিন করোনারি ধমনীর আস্তরণের কোষগুলিকে ধ্বংস করতে পারে, যার ফলে রক্ত পাম্প করার জন্য হৃদপিণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং রক্তচাপ এবং বিভিন্ন অসুস্থতা বৃদ্ধি পায়।
২০, ৩০ এবং ৪০ এর দশকে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন উচ্চ কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক পর্যায়ে আনতে পারে। উচ্চ কোলেস্টেরলের মাত্রা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। কোলেস্টেরল এবং চিনি কম এবং জটিল কার্বোহাইড্রেট এবং ভালো চর্বি বেশি পরিমাণে খাবার খেয়ে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরলের উন্নতি করতে পারে।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

23/07/2025

বিছানায় পাশ ফিরতেই কি মাথা ঘোরে? কোন রোগের লক্ষণ এটি? চিকিৎসাই বা কি ? জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে।🏥⚕️💊





মস্তিষ্ক মানবদেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা নড়াচড়া, স্মৃতি, চিন্তাভাবনা, আবেগ এবং সমন্বয়ের জন্য দায়ী। এর তাৎপর্য থাকা ...
22/07/2025

মস্তিষ্ক মানবদেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা নড়াচড়া, স্মৃতি, চিন্তাভাবনা, আবেগ এবং সমন্বয়ের জন্য দায়ী। এর তাৎপর্য থাকা সত্ত্বেও, সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত মস্তিষ্কের স্বাস্থ্য প্রায়শই উপেক্ষিত থাকে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ মস্তিষ্ক-সম্পর্কিত অবস্থার সাথে বসবাস করে, যার মধ্যে অনেকগুলি প্রাথমিক সচেতনতা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে বা আরও ভালভাবে পরিচালনা করা যেতে পারে। বিশ্ব মস্তিষ্ক দিবসটি স্নায়বিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ আকর্ষণ, মস্তিষ্কের ব্যাধিগুলির প্রাথমিক সনাক্তকরণকে উৎসাহিত করার এবং তাদের জ্ঞানীয় সুস্থতা রক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করার লক্ষ্যে পালন করা হয়।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

ওভারিয়ান সিস্ট খুবই সাধারণ। বেশিরভাগ সময়, আপনার খুব কম বা কোনও অস্বস্তি হয় না এবং সিস্টগুলি ক্ষতিকারক নয়। বেশিরভাগ স...
17/07/2025

ওভারিয়ান সিস্ট খুবই সাধারণ। বেশিরভাগ সময়, আপনার খুব কম বা কোনও অস্বস্তি হয় না এবং সিস্টগুলি ক্ষতিকারক নয়। বেশিরভাগ সিস্ট কয়েক মাসের মধ্যে চিকিৎসা ছাড়াই চলে যায়।

কিন্তু কখনও কখনও ডিম্বাশয়ের সিস্টগুলি মোচড় দিয়ে বা ফেটে যেতে পারে (ফেটে যেতে পারে)। এর ফলে গুরুতর লক্ষণ দেখা দিতে পারে।

বেশিরভাগ ডিম্বাশয়ের সিস্টের কোনও লক্ষণ থাকে না এবং নিজে থেকেই চলে যায়। কিন্তু একটি বড় ডিম্বাশয়ের সিস্টের কারণ হতে পারে:

পেলভিক ব্যথা যা আসতে পারে এবং যেতে পারে। আপনার পেটের নীচের অংশে একপাশে মৃদু ব্যথা বা তীব্র ব্যথা অনুভব হতে পারে।
পেটে (পেটে) পূর্ণতা, চাপ বা ভারী ভাব।
ফুলে যাওয়া।

ইন্ডিয়ার বেস্ট হসপিটাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, একাধিক হসপিটাল থেকে চিকিৎসা খরচের আনুমানিক হিসাব ও ওপিনিয়ন, টেলিমেডিসিন, মেডিক্যাল ভিসা সহায়তা, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, FRRO সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও সার্বিক চিকিৎসা সহায়তায়
www.indiatreatments.com
(An ISO 9001:2015 Certified Organisation)
Awarded as pioneer Medical Tourism company in Eastern India by The Times of India and TV-9 Bangla
+91-7890263000
mail@indiatreatments.com

15/07/2025

বাচ্চার জন্মগত হার্টের সমস্যা, বুঝবেন কিভাবে? আসুন জেনে নিন, কোন কোন লক্ষণগুলি থেকে সর্তক থাকতে হবে? চিকিৎসা কিভাবে হয়, এই সমস্ত বিষয়ে তথ্যগুলো জেনে নিন 🏥⚕️💊






Address

8 Marquis Street
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when India Treatments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to India Treatments:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram