24/05/2025
আজ একটা কথা খুব মনে পড়ছে। জানি অনেকে আমায় আক্রমণ করবেন এটা লেখার জন্য।
আমার তখন 5 বছর বয়স। বাড়ির একটু দূরে একটা গুমটি দোকান। বাড়ির থেকে 2 টাকা নিয়ে গেছি দুটো লাড্ডু কিনতে। গিয়ে দেখি দোকানদার নেই। আমার সঙ্গে ছিল এক কাজিন ব্রাদার। সে বলল, নিয়ে নে। খুব লোভ লাগলো। বোয়াম থেকে দুটো লাড্ডু নিয়ে চলে এলাম। দোকানদার ছিল না। তাই পয়সা লাগলো না। একটা সেন্স অফ আচিভমেন্ট মনে হলো। বাড়িতে ফিরে মাকে জানাতেই, প্রবল তিরস্কার। তারপর আবার গুমটি দোকানে গেছিলাম। তারপর 2 টাকা দেওয়া। দোকানদার কিন্তু আমায় বোকা দেননি। শিশু মনের কতটুকু আমরা জানি বা বুঝি। সমাজ বদলেছে। এখন সোসাইটি বদলেছে। শিশুদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টাও কেউ করে না। আজ যদি 35 বছর আগের সমাজ থাকতো, আজ এইভাবে শিশুটিকে চলে যেতে হতো না।
আজ সুকান্ত ভট্টাচার্যের কথাগুলো বড় অসহায় ভাবে মনে পড়ে।
এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি - এই মৃত্যুর দায় তো সবার।