Progressive Health Association

Progressive Health Association Progressive Health Association

জয় বাংলা...
01/09/2025

জয় বাংলা...

সেনাবাহিনী বাংলা ও বাঙালির ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিচ্ছে। নিজেরাই বাঁশ খুলছে ফ্লেক্স খুলছে। এ এক অদ্ভুত দৃশ্য।কোনও রাজ...
01/09/2025

সেনাবাহিনী বাংলা ও বাঙালির ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিচ্ছে। নিজেরাই বাঁশ খুলছে ফ্লেক্স খুলছে। এ এক অদ্ভুত দৃশ্য।

কোনও রাজনৈতিক দলের মঞ্চ সেনাবাহিনী খুলে ফেলছে ভারতের ইতিহাসে এমন হয়নি!!

৩১ আগস্ট পর্যন্ত পারমিশন ছিল। ২৪ ঘন্টাও হয়নি। বাকি দিনের জন্য পারমিশন নেওয়ার আগেই খুলে দিচ্ছে!!

বাংলা ও বাঙালিকে এত ভয়!!

ধিক্কার রইলো!

ঘটনাস্থলে পৌঁছে গেছেন আমাদের জনগণমন অধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

এভাবে প্রতিবাদের কন্ঠ রোধ করা যায় না। অত্যাচার যত বাড়বে,প্রতিবাদ তত তীব্র হবে।

"যে ভাষা দিয়েছে জাতীয় সংগীত / গেয়েছে বন্দেমাতরম / দেশের মাটি থেকে/কি করে মোছাবে/সেই ভাষাটির নাম?"

জয় বাংলা।

মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।

Long Live PHA.. 🙏

আমাদের সভানেত্রীর নির্দেশে প্রকাশিত হল হাওড়া জেলা কমিটি। অভিনন্দন সবাইকে।Long Live PHA.. 🙏
01/09/2025

আমাদের সভানেত্রীর নির্দেশে প্রকাশিত হল হাওড়া জেলা কমিটি। অভিনন্দন সবাইকে।

Long Live PHA.. 🙏

আজ পশ্চিম বর্ধমান জেলায় সংগঠনের জেলা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন,আমাদের প্রেসিডেন্ট ও রাজ্যের মন্ত্রী ডাক্...
30/08/2025

আজ পশ্চিম বর্ধমান জেলায় সংগঠনের জেলা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন,আমাদের প্রেসিডেন্ট ও রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা।উপস্থিত ছিলেন রাজ্যের আর একজন মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়।

Long Live PHA.. 🙏

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-১ ব্লকের কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তর অস্বাভাবিক মৃত্যুতে PHA শোকাহত। এই মৃত্যুর পূর...
30/08/2025

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-১ ব্লকের কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তর অস্বাভাবিক মৃত্যুতে PHA শোকাহত। এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আজ পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে(ডেপুটি ফোর গ্রহণ করেছেন তার হয়ে) ডেপুটেশন দেওয়া হল,সংগঠনের পক্ষ থেকে।নেতৃত্বে ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত স্যার ও জেলা কমিটির সদস্যা আলপনা পাল।নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট আধিকারিক।

Long Live PHA.. 🙏

৬ এবং ৭ই সেপ্টেম্বর ধর্ণা মঞ্চের অফিশিয়াল পোস্টার। আমাদের প্রেসিডেন্ট ম্যামের নির্দেশে এর প্রচার ও প্রসার হোক সুবিস্তীর্...
30/08/2025

৬ এবং ৭ই সেপ্টেম্বর ধর্ণা মঞ্চের অফিশিয়াল পোস্টার। আমাদের প্রেসিডেন্ট ম্যামের নির্দেশে এর প্রচার ও প্রসার হোক সুবিস্তীর্ণ।

জয় বাংলা।

মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।

Long Live PHA... 🙏

NHM স্টাফদের মেডিক্যাল লিভ নিয়ে যে দাবি ছিল,তা নিয়ে PHA বারবারই উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছে,আমাদের প্রেসিডেন্ট ও সেক্রে...
28/08/2025

NHM স্টাফদের মেডিক্যাল লিভ নিয়ে যে দাবি ছিল,তা নিয়ে PHA বারবারই উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছে,আমাদের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ম্যাডামের নির্দেশ ও সাংগঠনিকতায়।

আমাদের সংগঠন তৈরি হবার ৬ মাসের মধ্যেই তাদের এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে দেখে ভালো লাগছে।

তাদের দাবির প্রতি যে সহানুভূতি এবং সংবেদনশীলতা,মা মাটি মানুষের সরকার এবং জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কোন কৃতজ্ঞতাই যথেষ্ট নয়...🙏

Long Live PHA

জয় বাংলা।

শুভ গণেশ চতুর্থী..🙏
27/08/2025

শুভ গণেশ চতুর্থী..🙏

আমাদের মাননীয়া সভানেত্রীর নির্দেশে প্রকাশিত হল,দার্জিলিং হিল(GTA এলাকার) কমিটি। সকলকে অভিনন্দন। Long Live PHA... 🙏
26/08/2025

আমাদের মাননীয়া সভানেত্রীর নির্দেশে প্রকাশিত হল,দার্জিলিং হিল(GTA এলাকার) কমিটি। সকলকে অভিনন্দন।

Long Live PHA... 🙏

কালকের জলপাইগুড়ির মিটিংয়ের সংবাদ।Long Live PHA.. 🙏
21/08/2025

কালকের জলপাইগুড়ির মিটিংয়ের সংবাদ।

Long Live PHA.. 🙏

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।চিকিৎসাক্ষেত্রে নতুন মাইল ফলক তৈরি করল বর্ধমান মেডিক্য...
21/08/2025

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।
স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসাক্ষেত্রে নতুন মাইল ফলক তৈরি করল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কলকাতার পর জেলার প্রথম সরকারি হাসপাতাল হিসাবে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ্ ইমপ্লান্টেশন পদ্ধতিতে ভালভ্ প্রতিস্থাপনের নজির গড়ল। কোনও রকমের কাটাছেঁড়া ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে জীবন ফেরে পেলেন রোগী।

জয় বাংলা।

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের পক্ষ থেকে মালবাজারে দ্বিতীয় মিটিং করা হলো,মাল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের সক্রিয় সহ...
20/08/2025

আজ প্রোগ্রেসিভ হেলথ এস্যোশিয়েশনের পক্ষ থেকে মালবাজারে দ্বিতীয় মিটিং করা হলো,মাল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের সক্রিয় সহযোগিতায়।কানায় কানায় পূর্ণ এই সভায় সমস্ত ক্যাডারের সদস্য/সদস্যা সহ উপস্থিত ছিলেন স্টেট ও জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা।

মাননীয়া সভানেত্রী ডাক্তার শশী পাঁজার নির্দেশে আয়োজিত এই সভা সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেককে ধন্যবাদ..🙏

জয় বাংলা... 🙏

Address

Girish Park Kolkata
Kolkata
700006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Progressive Health Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram