Our Story
ATN Bangla-র নতুন আর একটি উদ্যোগ হল ATN Medicare. আজকের দিনে দাঁড়িয়ে, ATN Medicare এমন একটি ভরসাযোগ্য নাম, যার সহায়তায় আপনি বাংলাদেশসহ ভারতবর্ষের সর্বোচ্চ হাসপাতালগুলিতে উৎকৃষ্ট মানের চিকিৎসা পেতে সক্ষম আর তাও আপনার সাধ্যের মধ্যেই। ATN Medicare এর এই উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে আপনি পাবেন সর্বোৎকৃষ্ট চিকিৎসার সুবিধা এবং উচ্চ-প্রযুক্তি সম্পন্ন স্বাস্থ্য-পরিচর্যা পদ্ধতি, যা আপনার দ্রুত আরোগ্যলাভে সাহায্য করবে। এছাড়াও, আপনি পাবেন মোবাইল থেকে বিনা পরিশ্রমে অ্যাপয়েন্টমেন্ট বুকিং-এর সুবিধা। আপনার এলাকার সেরা ডাক্তার খুঁজে পাওয়া এখন আর দুঃসাধ্য কিছু না। ATN Medicare অ্যাপের মাধ্যমে এখন এসব বিষয় খুবই সোজা। এমনকি আপনার চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকমের নথিও এখন আপনি ডিজিটাল উপায়ে সংরক্ষন করতে পারবেন। এসব উন্নতমানের সুযোগ সুবিধাগুলি ছাড়াও, সংস্থার বিশেষ প্রশিক্ষণ-প্রাপ্ত আন্তর্জাতিক সফরের ব্যবস্থাপক আপনার ও রোগীর যাতায়াত সুগম, নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে সবরকম সাহায্য করতে প্রস্তুত। আপনার থাকার সুব্যবস্থা, যাতায়াতের টিকিট বুক করা ও ভারতে ভিসার প্রক্রিয়াকরন পর্যন্ত সবই, ATN Medicare অত্যন্ত দায়িত্বের সাথে পালন করে।